Tag: Ireland

Ireland

  • India vs Ireland: বাইশগজেও নারীশক্তির জয়গান, রোহিতদের টপকে গেলেন স্মৃতিরা

    India vs Ireland: বাইশগজেও নারীশক্তির জয়গান, রোহিতদের টপকে গেলেন স্মৃতিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশগজে নারীশক্তির জয়গান। একদিনের ক্রিকেটে রোহিত-বিরাটদের করা ৪১৮ রানকে টপকে গেলেন স্মৃতিরা। প্রথমবার একদিনের ম্যাচে ৪০০ রানের গণ্ডি টপকাল ভারতের মেয়েরা। স্মৃতি মান্ধানার নেতৃত্বে একের পর এক রেকর্ড ভাঙছে ভারতের মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তেমনই রেকর্ডও গড়েছিল। এই সিরিজের আগে পর্যন্ত মেয়েদের ওডিআই-তে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে জেমাইমা রডরিগেজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে সেই রেকর্ড ভাঙে ভারত। গত ম্যাচে ৩৭০ রান তুলেছিল ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে ৪০০ পার ভারতের।

    মেয়েদের ওডিআই-তে সর্বাধিক স্কোরে সেরা পাঁচে ভারত!

    বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪৩৫ রান তোলে ভারত। এর ফলে মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বাধিক স্কোরের নিরিখে প্রথম পাঁচে ঢুকে পড়ল ভারত। মেয়েদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড নিউজিল্যান্ডের দখলে। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ৪ উইকেটে ৪৯১ রান করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানেও তারাই। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে ৪৫৫ করেছিল নিউজিল্যান্ড। অবাক করা বিষয় যদিও নয়, তৃতীয় স্থানও নিউজিল্যান্ডেরই। সেটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৪০-৩। চতুর্থ স্থানে উঠে এল ভারত। 

    দুরন্ত স্মৃতি-প্রতিকারা

    এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল। ২৩৩ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি-প্রতীকা। ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি। অবশেষে ৮০ বলে ১৩৫ রানের ইনিংস খেলে আউট হন। তাঁর ইনিংসে আছে ৭টি ছক্কা এবং ১২টি বাউন্ডারি। এটা তাঁর কেরিয়ারের দশম সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন স্মৃতি মান্ধানা। সঙ্গে এই সিরিজে ভারতের প্রাপ্তি ওপেনার প্রতিকা রাওয়ালও কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। এদিন ১২৯ বলে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন প্রতিকা। রিচা ৪২ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৫০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৪৩৫ রান তোলে ভারত। পুরুষদের একদিনের ক্রিকেটে ভারতের সর্বাধিক রান ৪১৮-৫। তাই রেকর্ড গড়ে স্মৃতি-দীপ্তিরা টপকে গেলেন রোহিত-বিরাটদেরও। বাইশগজেও নারীশক্তির জয়গান রচনা করলেন স্মৃতি-প্রতিকা-রীচারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, দল থেকে বাদ পড়ছেন প্রথম সারির ৬ ক্রিকেটার?

    T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, দল থেকে বাদ পড়ছেন প্রথম সারির ৬ ক্রিকেটার?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি জল ঢালল পাকিস্তানের আশায়। গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল পাকিস্তান। সুপার এইটে ওঠা হল না গতবারের রানার্সদের। গ্রুপ ‘এ’র দ্বিতীয় দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল আমেরিকা। ইতিহাস গড়ল এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। একই সঙ্গে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলার যোগ্যতা অর্জন করে ফেলল আমেরিকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই দলের প্রথম সারির ৬ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পিসিবি। 

    গ্রুপ স্তর থেকে বিদায়

    চলতি বিশ্বকাপে (T20 World Cup) প্রথম দু-ম্যাচে হারের খেসারত দিলেন বাবর আজমরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অন্যতম আয়োজক আমেরিকার কাছে হেরেছিল পাকিস্তান। বোর্ডে বড় স্কোর করলেও পাকিস্তানের সেরা বোলিং লাইন আপ ম্যাচ জেতাতে পারেনি।  দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও হার। গত ম্যাচে কানাডার বিরুদ্ধে জিতেছিল পাকিস্তান। তবে জটিল অঙ্ক ছিল তাদের সামনে। প্রথমত ফ্লোরিডা ম্যাচে আমেরিকাকে হারতে হত আয়ারল্যান্ডের কাছে। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততেই হত পাকিস্তানকে। সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান সুপার এইটে যেত। ফ্লোরিডায় ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগ হয়েছে। আমেরিকার এখন ৫ পয়েন্ট। পাকিস্তান যদি শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারায়ও তাতে তারা সর্বাধিক ৪ পয়েন্ট অবধিই পৌঁছতে পারবে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় হয়ে গেল পাকিস্তানের।

    পাক দলে পরিবর্তন

    পিসিবি সূত্রে খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলের থাকা অন্তত ছ’জন ক্রিকেটারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হবে। তাঁদের সকলের বিরুদ্ধে দলের মধ্যে রাজনীতি করার অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্য পারফরম্যান্সও নেই কারও। পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে অধিনায়ক বাবরের বিরুদ্ধে। অভিযোগ, শুধু তাঁর ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে পারফর্ম না করেও দু’তিন জন নিয়মিত খেলে চলেছেন জাতীয় দলের হয়ে। খতিয়ে দেখা হবে তাঁর নেতৃত্বও। পাকিস্তানের একাধিক ক্রিকেটার নাকি বাবরের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট। তাঁরা অভিযোগ জানিয়েছেন পিসিবি কর্তাদের কাছে। জাতীয় দলের কয়েক জন ক্রিকেটারের পারফরম্যান্স এবং মানসিকতায় পিসিবি কর্তারা হতাশ এবং ক্ষুব্ধ। তাঁদের আর সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। পরিবর্তে তরুণ ক্রিকেটারদের জাতীয় দলে সুযোগ দেওয়া হবে। আগামী বছর দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে করা হবে রদবদল। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ডের একাধিক কর্তার সঙ্গে আলোচনা করেছেন। কয়েক জন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গেও কথা বলেছেন।

    হতাশ প্রাক্তন ক্রিকেটার

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) গতবারের রানার্স পাকিস্তান প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ায় হতাশ পাক ক্রিকেট মহল। বাবরদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল, শোয়েব আখতাররা। মহম্মদ হাফিজ শুধু ক্রিকেটারদের নয় অফিসিয়ালদেরও সমালোচনা করেছেন। 

    সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ

    বিশ্বকাপ থেকে পাকিস্তানের দ্রুত বিদায়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের বন্যা। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, ‘বাবর আজ়ম ও পাকিস্তান দল সুপার এইটের যোগ্যতা অর্জন না করলেও করাচি বিমানবন্দরে যাওয়ার যোগ্যতা পেয়ে গিয়েছে। ঘরে ফেরার পালা।’বাই বাই পাকিস্তান এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • U19 World Cup 2024: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে ভারত

    U19 World Cup 2024: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর দুই ম্যাচ জিতে ছোটদের বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৪ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়াল্যান্ডের বিরুদ্ধেও সহজ জয় তুলে নিল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। গ্রুপের শেষ ম্যাচে আমেরিকার মুখোমুখি হবেন উদয়রা। তবে এক ম্যাচ বাকি থাকতেই সুপার সিক্সে জায়গা নিশ্চিত করে নিল গত বারের চ্যাম্পিয়ন ভারত।

    মুশির-ম্যাজিক

    বৃহস্পতিবার আয়ারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলকে ২০১ রানে হারায় টিম ইন্ডিয়া। এ দিন প্রথমে ব্যাট করে উদয় সাহারানের দল করে ৭ উইকেটে ৩০১ রান। জবাবে আইরিশদের ইনিংস শেষ হয় মাত্র ১০০ রানে। এদিন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন মুশির খান। ১০৬ বলে ১১৮ রানের আগ্রাসী ইনিংস খেলেন মুশির। ৯টি চার এবং ৪টি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার। ভারতের হয়ে ভাল ব্যাট করেন অধিনায়ক উদয়ও। চার নম্বরে নেমে ৮৪ বলে ৭৫ রান করেন তিনি। তৃতীয় উইকেটের জুটিতে মুশির-উদয় তুললেন ১৫৬ রান। 

    দুরন্ত বোলিং

    ৩০১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারায় আয়ারল্যান্ড। আইরিশ ইনিংসে ধস নামান ভারতীয় বোলারেরা। ৪৫ রানেই ৮ উইকেট হারায় তারা। তখনই ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। ভারতের বোলিং আক্রমণের সামনে আয়ারল্যান্ডের কোনও ব্যাটারকেই স্বচ্ছন্দ দেখায়নি। ভারতীয় বোলারদের মধ্যে নমন তিওয়ারি ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ২১ রান দিয়ে ৩ উইকেট নেন সৌমি পান্ডে। ১টি করে উইকেট পেয়েছেন ধনুশ গৌড়া, মুরুগন অভিষেক এবং উদয়। শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আশাবাদী ভারত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Vs Ireland: দলে ফিরে চমক বুমরার! ডিএলএসে আয়ারল্যান্ডকে হারিয়ে ২ রানে জয়ী ভারত

    India Vs Ireland: দলে ফিরে চমক বুমরার! ডিএলএসে আয়ারল্যান্ডকে হারিয়ে ২ রানে জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: কামব্যাক ম্যাচে লেটার মার্কস নিয়ে পাশ করলেন যশপ্রীত বুমরা। ১১ মাস পরে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে নিলেন ২ উইকেট। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতও জিতল ২ রানে। ম্যাচের সেরা বুমরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

    বুমরার সফল প্রত্যাবর্তন

    মেঘলা পরিবেশে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বুমরা। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হল রিঙ্কু সিং ও প্রসিদ্ধ কৃষ্ণর। প্রথমে ওভারে বল হাতে নেন বুমরা। তাঁর প্রথম বলে চার মারেন অ্যান্ড্রু বালবির্নি। দ্বিতীয় বলেই অবশ্য বদলা নেন বুমরা। বালবির্নিকে বোল্ড করেন তিনি। সেই ওভারেই লোরকান টাকারকে ফেরান বুমরা। প্রথম ওভারে বুমরার বোলিং দেখে মনে হল এখনও পুরো গতিবেগে বল করতে পারছেন না তিনি। কিন্তু বলের লাইন ও লেংথ ঠিক রয়েছে। ব্যাটারদের শরীর লক্ষ্য করে বল করছিলেন তিনি। হাত খুলে খেলার সুযোগ দিচ্ছিলেন না।

    ব্যাট হাতে নামা হল না রিঙ্কুর

    আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট। এই সফর অনেকেই পাড়ি দিয়েছেন। এর মধ্যে আরও একটা নাম যোগ হয়েছে, রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছেন। সারাক্ষণ নানা ভাবে নিজেকে ম্যাচের মধ্যে যুক্ত রাখেন রিঙ্কু। আন্তর্জাতিক ক্রিকেটেও তার অন্যথা হয়নি। হলপ করে বলা যায়, ভারতীয় দল আরও একজন অনবদ্য ফিল্ডার পেল। পাওয়ার প্লে-তে তার ফিল্ডিং আয়ারল্যান্ডের কাজ আরও কঠিন করে। তবে এদিন কিছুটা হলেও হতাশ রিঙ্কু। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না আইপিএলে তারকা হয়ে ওঠা এই প্রতিভাবান ‘ফিনিশার’।

    আরও পড়ুন: ডোপ পরীক্ষায় ব্যর্থ দ্যুতি চাঁদ! চার বছর নির্বাসিত দ্রুততমা

    বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ

    বুমরার পাশাপাশি নজর কাড়লেন প্রসিদ্ধ। তিনিও চোট সারিয়ে ফিরছেন। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ওভারে উইকেট নিলেন প্রসিদ্ধ। সাত ওভারের মধ্যেই আয়ারল্যান্ডের অর্ধেক দল সাজঘরে ফিরে যায়। অধিনায়ক হিসাবেও নজর কাড়লেন বুমরা। খুব দ্রুত বোলিং পরিবর্তন করলেন তিনি। কোনও ব্যাটারকে থিতু হওয়ার সময় দিলেন না। ফলে সমস্যায় পড়ল আয়ারল্যান্ড। একটা সময় দেখে মনে হচ্ছিল ১০০ রান করতে সমস্যায় পড়বে আয়ারল্যান্ড। কিন্তু কার্টিস ক্যাম্ফার ও ব্যারি ম্যাকার্থির ব্যাটে ১৩৯ রান করল আয়ারল্যান্ড। ৩৯ রান করলেন ক্যাম্ফার। ম্যাকার্থি ৫১ রান করে অপরাজিত থাকলেন।

    ভারতের শুরুটা ভালো হয়নি। বোর্ডে ১৪০ রানের লক্ষ্য। পাওয়ার প্লে-তে সতর্ক শুরু করেন যশস্বী ও ঋতুরাজ। নজরে ছিল ডাকওয়ার্থ লুইস স্কোরও। বৃষ্টির পূর্বাভাস ছিলই। ম্যাচ সম্পূর্ণ করার জন্য অন্তত পাঁচ ওভার হওয়া প্রয়োজন ছিল। পাওয়ার প্লে-র পরের ওভারেই পরপর দু-বলে যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মাকে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন ক্রেগ ইয়ং। ভারতীয় ইনিংসের ৬.৫ ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। এরপর আর খেলা শুরু করা যায়নি। সে সময় ভারতের স্কোর ছিল ৪৭-২। ডাকওয়ার্থ লুইসে মাত্র ২ রানে জয়ী হয় ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Team India: আয়ারল্যান্ড উড়ে গেল টিম ইন্ডিয়া, তরুণ দলে কারা রয়েছেন জানেন?

    Team India: আয়ারল্যান্ড উড়ে গেল টিম ইন্ডিয়া, তরুণ দলে কারা রয়েছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ আই সিরিজের ম্যাচ খেলতে আয়ারল্যান্ড উড়ে গেল টিম ইন্ডিয়ার (Team India) নয়া দল। দলের নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ। সেখানে তিনটি ম্যাচ খেলবেন তাঁরা। খেলা হবে ডাবলিনে। সিরিজ শুরু হবে অগাস্টের ১৮ তারিখে। শেষ হবে এ মাসেরই ২৩ তারিখে।

    তরুণ-দল

    এবার যে নয়া দল আয়ারল্যান্ড উড়ে গিয়েছে, সেই দলটি তারুণ্যে ভরপুর। বুমরাহের নেতৃত্বেই খেলবে এই দল। দীর্ঘদিন চোটের জন্য দলের বাইরে ছিলেন বুমরাহ। ফিরেই দিচ্ছেন তরুণ-দলকে নেতৃত্ব। বিসিসিআইয়ের তরফে ক্রিকেট দলের দেশ ছেড়ে যাওয়ার ছবি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুমরাহ ছাড়াও দলে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, প্রসীদ কৃষ্ণ, রিঙ্কু সিংহ এবং শিবম দুবে। ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যে যে তিনটি ম্যাচ খেলা হবে, সেগুলি শুরু হবে ১৮ অগাস্ট। তিনটি ম্যাচই খেলা হবে ডাবলিনের দ্য ভিলেজে। ভারতের এই তরুণ দলে (Team India) রিঙ্কুর মতো নতুন মুখও রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলতে নেমে ক্রিকেট কর্তাদের নজর কাড়েন রিঙ্কু। আইপিএলে ১৪টি ম্যাচ খেলে তিনি করেছিলেন ৪৭৪ রান। চারটে হাফ সেঞ্চুরি সহ গড় রান ৫৯।

    প্রসীদ, শিবম

    ২০২২ সালের অগাস্টে শেষবারের মতো টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন পেসার প্রসীদ কৃষ্ণ। সেবার খেলা হয়েছিল জিম্বাবোয়ের সঙ্গে। ফ্র্যাকচারের কারণে চলতি বছর আইপিএল খেলতে পারেননি তিনি। রাজস্থান রয়েলসের হয়ে খেলার কথা ছিল তাঁর। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন অল রাউন্ডার শিবম দুবে। চলতি বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে নজরে পড়েন ক্রিকেট কর্তাদের। ১৬টি ম্যাচ খেলে শিবম করেন ৪১৮ রান। এর মধ্যে ছিল তিনটি অর্ধ শতরানও।

    আরও পড়ুুন: “হারতে শেখেনি আত্মবিশ্বাসে ভরপুর নয়া ভারত”, স্বাধীনতা দিবসে বললেন প্রধানমন্ত্রী

    আয়ারল্যান্ড সফরে (Team India) কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন কর্তারা। সামনেই রয়েছে এশিয়া কাপ। সেই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। এদিন যে দলটি আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে, সেই দলে রয়েছেন বুমরাহ, গায়কোয়াড়, যশবী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু, সঞ্জু সামসন, জিতেশ শর্মা, শিবম, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসীদ, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার ও আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share