Tag: ISL 2023-24

ISL 2023-24

  • ISL East Bengal: কঠিন হল সুপার সিক্সের লড়াই, এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের

    ISL East Bengal: কঠিন হল সুপার সিক্সের লড়াই, এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএল-এ ব্যাকফুটে ইস্টবেঙ্গল (ISL East Bengal)। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এখনও পর্যন্ত পরপর ২টি ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত। হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে জয় পাওয়ার পর জামশেদপুর এফসি-র কাছে ১-২ হেরে গেল কার্লোস কুয়াদ্রাতের দল। এই হারের ফলে ১৫ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল-এ ৮ নম্বরে লাল-হলুদ। ফলে সুপার সিক্সের লড়াই অত্যন্ত কঠিন হয়ে গেল লাল-হলুদের পক্ষে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

    শুরু থেকেই ছন্দহীন

    জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেকে এদিনের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল না ইস্টবেঙ্গল (ISL East Bengal)। লাল হলুদ জার্সি গায়ে এদিন প্রথম ম্যাচটি খেললেন আলেকজান্ডার প্যান্টিচ। তবে তেমন নজর কাড়তে পারলেন না। নন্দ কুমার গোল করলেও তাঁর এবং নওরেম মহেশের খেলা খুশি করতে পারেনি লাল হলুদ ভক্তদের। মহেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। সেই সুযোগ নষ্টেরই খেসারত দিতে হয় দলকে। ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখায় জামশেদপুর এফসি। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হাভিয়ের সিভেরিও এখন জামশেদপুর এফসিতে। প্রাক্তন দল ইস্টবেঙ্গলকে প্রবল চাপে রাখেন সিভেরিও। শুরু থেকে গোলের সুযোগও বেশি তৈরি করেছে খালিদ জামিলের প্রশিক্ষণাধীন জামশেদপুর।

    প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে (ISL East Bengal) কার্যত খুঁজে পাওয়া যায়নি। শেষ দিকে জামশেদপুরের ভুলে তারা গোল দিয়ে এগিয়ে যায়। সেই গোল এবং দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ তাদের তিন পয়েন্ট এনে দিতেই পারত। কিন্তু ৮০ মিনিটে জামিলের তিন পরিবর্তন কাজে লাগল। নিখিল বারলা, তাচিকাওয়া এবং স্টেভানোভিচকে নামিয়ে দেন। পরের মিনিটেই বারলার পাস থেকে হেডে সমতা ফেরান তাচিকাওয়া। তবে জয়সূচক গোল মানজোরোর। এই ফুটবলারই আগের ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে দু’টি ফ্রিকিক পেয়ে দু’টিতেই গোল করেছিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তার অন্যথা হল না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: শীর্ষে ওঠার সুযোগ মোহনবাগানের সামনে, ছয় নম্বরে চলে আসতে পারে লাল-হলুদ

    ISL 2023-24: শীর্ষে ওঠার সুযোগ মোহনবাগানের সামনে, ছয় নম্বরে চলে আসতে পারে লাল-হলুদ

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন কোচ হাবাসের হাত ধরে ঘুৱে দাঁড়িয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা। গত বারের আইএসএল চ্যাম্পিয়নদের ঘিরে ফের স্বপ্ন দেখা শুরু সবুজ-মেরুন জনতার। অন্যদিকে, আইএসএলে শেষ ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। দুই হারের পরে ফের জয়। একটি জয়ই বদলে দিয়েছে লাল-হলুদ ব্রিগেডকে।  ইস্টবেঙ্গলের পাখির চোখ এখন জামশেদপুর ম্যাচ। গত ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় সুপার সিক্সে যাওয়ার দৌড়ে চলে এসেছে ইস্টবেঙ্গল। 

    মোহনবাগানের প্রস্তুতি

    চেনা ছন্দে ফিরেছে সবুজ-মেরুন।  লিগ জেতার দাবিদার হয়ে উঠেছে মোহনবাগান। সামনে শুধু ওড়িশা এফসি। হাবাসের হাতে পড়তেই চেনা মোহনবাগানকে দেখা যাচ্ছে মাঠে। স্প্যানিশ কোচের অনুশাসনে ভাল খেলছে দল। কাকে কখন দরকার, কাকে কোথায় দরকার সেটাও তিনি জানেন। শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। নর্থ ইস্ট ম্যাচ জেতার পর ফুটবলারদের দুদিনের ছুটি দিয়েছেন হাবাস। ওড়িশাকে হারালে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওড়িশা। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে বাগান। গত ৩ ফেব্রুয়ারি বড় ম্যাচে আনোয়ারের মতোই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্রেন্ডন হ্যামিল। এরপর তিনটি ম্যাচ কেটে গেলেও মাঠে নামা তো দূর সবুজ মেরুনের স্কোয়াডেও জায়গা করে নিতে পারেনি এই বিদেশি ‌ডিফেন্ডার। ফলে হ্যামিল না থাকায় রক্ষণে চাপ বাড়ছে। সেন্ট্রাল ডিফেন্সে একা খেলছেন হেক্টর। সম্ভবত ওড়িশা ম্যাচেও তারকা বিদেশির সার্ভিস পাবে না দল।

    ইস্টবেঙ্গলের প্রস্তুতি

    আগামী ২২ ফেব্রুয়ারি জামশেদপুরের ঘরের মাঠে খেলা ইস্টবেঙ্গলের। তিন দিন আগেই জামশেদপুর পৌঁছে গেল ইস্টবেঙ্গল। সোমবারই হায়দরাবাদ থেকে জামশেদপুরে পৌঁছেছে ইস্টবেঙ্গল। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন বিদেশি ডিফেন্ডার সার্বিয়ার আলেকজান্ডার পান্তিচ। হোসে পার্দোর পরিবর্তে তাঁকে নেওয়া হয়েছে। পার্দো, ডিফেন্স ও মিডফিল্ড দু’জায়গাতেই সাবলীল ছিলেন। কোচ পার্দোকে দলের পরিস্থিতি অনুযায়ী কখনও রক্ষণে, কখনও মাঝমাঠে ব্যবহার করেছেন। পার্দোও নিজের সেরাটাও দিয়েছেন। সেই একই কাজটা করতে হবে পান্তিচকে। জামশেদপুর ম্যাচে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন নাওরেম মহেশ সিং, লালচুংনুঙ্গা। পূর্ণশক্তির দল নিয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামতে পারবে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৫। জামশেদপুরকে হারালে হবে ১৮। ইস্টবেঙ্গল ম্যাচের আগের দিন খেলা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের। প্রতিপক্ষ গোয়া এফসি। নর্থ ইস্ট হারলে আর ইস্টবেঙ্গল জিতলে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চলে আসবে লাল-হলুদ। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    ISL 2023-24: আইএসএলে এগোচ্ছে সবুজ-মেরুন, পিছিয়ে পড়েও দুরন্ত জয় মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নিতেই মেজাজে সবুজ-মেরুন। আইএসএল-এ (ISL 2023-24) জয়ের ধারাও বজায় রাখল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। শনিবার যুবভারতীতে পিছিয়ে পড়েও নর্থ ইস্ট ইউনাইটেডকে ৪-২ ব্যবধানে হারাল মোহনবাগান।  দলের জার্সিতে গোল পেলেন যথাক্রমে লিস্টন কোলাসো, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, ও সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুটি গোল করেন টম জুরিক। আজকের এই জয়ের দরুন এবারের আইএসএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল হাবাসের ছেলেরা। 

    ম্যাচে শুধুই মোহনবাগান

    এদিন ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধেই গোল করে দলকে সমতায় ফেরান তরুণ উইঙ্গার লিস্টন কোলাসো। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করে দলকে এগিয়ে দেন অজি তারকা জেসন কামিন্স। যারফলে, প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে মোহনবাগান। নর্থইস্টকে জায়গাই দেয়নি। গোল না করলেও মোহনবাগানের নেপথ্যনায়ক জনি কাউকো। চারটি গোলের মধ্যে তিনটি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে তাঁর। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট। জুরিচ দ্বিতীয় গোল করেন। বক্সের মধ্যে জুরিচকে পাস দিয়েছিলেন নেস্তর আলবিয়াখ। জুরিক বল নিজের পায়ে রাখেন। সময় নিয়ে জোরালো শটে গোল করেন। এগিয়ে যেতে সময় নেয়নি মোহনবাগান। কামিংস পাস দেন পেত্রাতোসকে। তাঁর সামনে ছিলেন শুধু বিপক্ষের গোলকিপার মিরশাদ মিচু। ঠান্ডা মাথায় মিরশাদকে পরাস্ত করে গোল করেন পেত্রাতোস। চার মিনিট পরে মোহনবাগানের চতুর্থ গোল সাহাল সামাদের। এই জয়ের ফলে শীর্ষস্থানে থাকার লড়াইয়ে এবার ওড়িশা এফসি-র ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল তারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: অপরাজিত গোয়াকে হারিয়ে আইএসএল-এ তিন নম্বরে মোহনবাগান

    ISL 2023-24: অপরাজিত গোয়াকে হারিয়ে আইএসএল-এ তিন নম্বরে মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: মোহনবাগানের (Mohun Bagan Super Giant) জয়ের নৌকা এগিয়ে চলেছে। বুধবার, গোয়ার মাঠেই চলতি আইএসএল-এ (ISL 2023-24) অপরাজিত গোয়াকে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। দিমিত্রি পেত্রাতোসের গোলে ১-০ ব্যবধানে জয় পায় সবুজ-মেরুন। এই জয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল কলকাতার শতাব্দী প্রাচীন দলটি। 

    সুযোগ সন্ধানী পেত্রোতাস

    আইএসএলে (ISL 2023-24) প্রথম বার হারল এফসি গোয়া। ১২টি ম্যাচের মধ্যে আটটি জিতেছিল। ড্র করেছিল দু’টিতে।  বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে হেরে যায় তারা। খেলার ৭৪ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। সেই গোলেই জয় সবুজ মেরুনের। পেত্রাতোসের গোলটা যদিও হয় গোয়ার রক্ষণের ক্ষণিকের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে পেত্রাতোসের পায়ে তুলে দেন গোয়ার গোলরক্ষক। সুযোগ কাজে লাগান মোহনবাগানের সুযোগ সন্ধানী স্ট্রাইকার। ম্যাচের শুরুর দিকে চাপ তৈরি করছিল গোয়া। মোহনবাগান রক্ষণে বার বার আক্রমণ করছিলেন কার্লোস মার্তিনেসেরা। কিন্তু সেই আক্রমণ বার বার ধাক্কা খাচ্ছিল শুভাশিস বসুদের রক্ষণে। প্রথমার্ধ শেষ হয় গোলহীন ভাবেই। দ্বিতীয়ার্ধে কিছুটা পাল্টে যায় খেলা। আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে মোহনবাগান। জয়সূচক গোল ও পায় তারা।

    লিগ টেবিলে কে কোথায়

    আইএসএলে (ISL 2023-24) মোট ১২টি দল খেলে। লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে। একটি নিজেদের মাঠে, অন্যটি প্রতিপক্ষের মাঠে। অর্থাৎ প্রতিটি দল ২২টি করে ম্যাচ খেলবে। মোহনবাগান খেলেছে ১৩টি ম্যাচ। ফলে এখনও লিগের অনেক খেলাই বাকি। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে তিন নম্বরে। শীর্ষে থাকা ওড়িশার ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে এফসি গোয়া। ১৩ ম্যাচে পেয়েছে ২৮ পয়েন্ট। ইস্টবেঙ্গল রয়েছে দশম স্থানে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। আইএসএলে টানা ছ’টি ম্যাচে জয়হীন লাল-হলুদ ব্রিগেড। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। মোহনবাগান খেলবে নর্থইস্ট এফসি-র বিরুদ্ধে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: ফের হার ইস্টবেঙ্গলের! লিগ টেবিলের ১০ নম্বরে লাল-হলুদ শিবির

    ISL 2023-24: ফের হার ইস্টবেঙ্গলের! লিগ টেবিলের ১০ নম্বরে লাল-হলুদ শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠ যুবভারতীতেও মুম্বই সিটি এফসির কাছে ফের হার। ০-১ ব্যবধানে হেরে গেল কার্লেস কুয়াদ্রাতের দল।  মুম্বইয়ের আগ্রাসী ফুটবলের সামনে কোনও সময়ই দানা বাঁধল না লাল-হলুদ ব্রিগেডের ফুটবল। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ— তিন ক্ষেত্রেই পিছিয়ে থাকল সুপার কাপ চ্যাম্পিয়নেরা। এ দিনের হারের ফলে আইএসএলের শেষ পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখতে পেল না ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে থাকল লাল-হলুদ শিবির।

    খেলার এপার-ওপার

    প্রথম ১০ মিনিট সমানে সমানে লড়াই হলেও খেলার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুম্বই। ২৪ মিনিটে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলেই সহজ গোল করেন ইকের।বিক্ষিপ্ত ভাবে দু’একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। অন্য দিকে, মুম্বইয়ের সংগঠিত আক্রমণের সামনে একাধিক বার ভেঙে পড়ার উপক্রম হয়েছে ইস্টবেঙ্গল রক্ষণের। কুয়াদ্রাতকে দলের রক্ষণ সংগঠন নিয়ে এই ম্যাচের পর নিশ্চিত ভাবেই চিন্তা করতে হবে।মঙ্গলবার যুবভারতীতে ইস্টবেঙ্গলকে দেখে কখনও মনে হয়নি, জিততে পারে। খেলায় পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। রক্ষণের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গিয়েছে একাধিক বার। আবার আক্রমণও ছিল নির্বিষ। গোটা ম্যাচে মুম্বইয়ের গোল লক্ষ্য করে মাত্র চারটে শট মেরেছেন লালহলুদ ফুটবলারেরা।

    বিধ্বস্ত ইস্টবেঙ্গল

    জোড়া হারে বর্তমানে বিধ্বস্ত ইস্টবেঙ্গল।  এই ম্য়াচেই কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি ক্লেইটন সিলভা। দলের অন্যতম সেরা স্ট্রাইকার না থাকলে যা হওয়ার সেটাই হয়েছে। গোলে একটাও বল রাখতে পারেনি লাল হলুদ। ফেলিসিও দলে এলেও তাঁর গতি হতাশ করছে। পরের ম্যাচে খেলবেন ক্লেইটন। আর পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন নওরেম মহেশ সিং ও লালচুনুনঙ্গা। কার্ড সমস্য়ায় পরের ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা। ১৭ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ রয়েছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: ছন্দে মোহনবাগান, ছন্নছাড়া ফুটবল ইস্টবেঙ্গলের! আইএসএলে দুই দলের ভিন্ন চিত্র

    Mohun Bagan: ছন্দে মোহনবাগান, ছন্নছাড়া ফুটবল ইস্টবেঙ্গলের! আইএসএলে দুই দলের ভিন্ন চিত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: তাল কাটল ইস্টবেঙ্গলের, ফের পুরনো ছন্দে সবুজ মেরুন। শনিবার আইএসএলে খেলা ছিল দুই প্রধানের। অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টের কাছে ৩-২ গোলে পরাস্ত হয় ইস্টবেঙ্গল। হঠাতই যেন হারিয়ে গেল লাল হলুদ। এদিন তাঁদের খেলা দেখে হতাশ সমর্থক থেকে স্বয়ং কোচ কুয়াদ্রাতও। অন্যদিকে নতুন কোচ হাবাসের মন্ত্রে যেন ফের চাঙ্গা হয়ে উঠেছে গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। এদিন স্বদেশি ও বিদেশি ফুটবলারের মেলবন্ধনে পুরনো ছন্দে দেখা যায় সবুজ-মেরুনকে। এদিন হায়দ্রাবাদ এফসি-কে ২-০ গোলে হারায় মোহনবাগান।

    দুরন্ত মোহনবাগান

    শনিবার রাতে যুবভারতীতে ঘরের মাঠে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ম্যাচে ১২ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার গোলে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। কর্ণার থেকে ভাসানো বল হায়দরাবাদের একেবারে গোলমুখে পেয়ে যান অনিরুদ্ধ। বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। তিন মিনিট পরেই কামিন্সের সামনে গোলের সুযোগ চলে এসেছিল, তিনি তাড়াহুড়ো করতে গিয়ে বাইরে মারেন। প্রথমার্ধের ইনজুরি টাইমেই মনবীর সিংয়ের কাছ থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন বিশ্বকাপার জেসন কামিংস। ১২ ম্যাচে নিজেদের সাত নম্বর জয় তুলে নেয় মোহনবাগান এবং লিগ টেবিলের চার নম্বরে উঠে আসে।

    হারিয়ে গেল ইস্টবেঙ্গল

    সুপার কাপ এবং কলকাতা ডার্বিতে যে ফুটবল উপহার দিয়েছিল ইস্টবেঙ্গল, তার সঙ্গে কোনও মিলই ছিল না শনিবারের খেলায়। এত খারাপ রক্ষণ ইস্টবেঙ্গলের খেলায় সাম্প্রতিক কালে দেখা যায়নি। প্রথম দু’টি গোলই হয়েছে রক্ষণের ভুলে। ওখানেই ফোকাস নড়ে যায় ইস্টবেঙ্গলের। প্রথম ১৪ মিনিটেই দু’গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। চার মিনিটেই গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন টমি জুরিচ। এরপর ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের এড়িয়ে হালকা টাচে গোল করেন নেস্টর। দু’গোলে পিছিয়ে পড়ে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল। ২৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ক্লেটন। তিনি পরের ম্যাচে খেলতে পারবেন না।

    ৫৩ মিনিটে একটি গোল শোধ করে ইস্টবেঙ্গল। ক্লেটন পাস দেন নন্দকুমারকে। তিনি বক্সে ঢুকে পড়েন এবং ঠান্ডা মাথায় নর্থইস্ট গোলকিপার মিরশাদ মিচুকে পরাস্ত করে গোল করেন। দ্বিতীয়ার্ধে ফের গোল করেন জুরিচ। ৮২ মিনিটে আরও একটি গোল শোধ করে ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাস্ত হয় লাল-হলুদ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে সরগরম ময়দান! আজ ফের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

    East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে সরগরম ময়দান! আজ ফের মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলে আজ, শনিবার বড় ম্যাচ। কলকাতা ডার্বিতে সরগরম ময়দান। লিগ তালিকায় অষ্টম স্থানে রয়েছে লাল-হলুদ। কয়েক কদম এগিয়ে রয়েছে মোহনবাগান। দলে ফিরেছেন জাতীয় দলে খেলা সাত ফুটবলার। সাহাল সামাদ, অনিরুদ্ধ থাপা প্রথম একাদশে থাকতে পারেন। সঙ্গে মনবীর সিংহও রয়েছেন। আশিস রাই খেলতে পারবেন না। তবে আনোয়ার আলি এবং সাহালকে নিয়ে সমস্যা নেই। ম্যাচের আগে কঠোর অনুশীলন করেছে দুই দল। কোনওভাবেই হার মানতে নারাজ কোনও পক্ষ।

    কী বললেন ইস্টবেঙ্গল কোচ

    শুক্রবার সাংবাদিক বৈঠকের শুরুতেই কুয়াদ্রাত বললেন, “ইস্টবেঙ্গল একটা বড় ক্লাব। এত সমর্থক তাদের। অনেক দিন পরে ক্লাব একটা ট্রফি জিতেছে। সমর্থকেরা আনন্দ করার একটা সুযোগ পেয়েছেন। শনিবার জিততে পারলে ওরা আবার আনন্দ করতে পারবেন। এখন ওঁরা গর্বিত। এখন ওঁরা অন্য ক্লাবের সমর্থকদের সামনে গিয়ে গর্ব করে বলতে পারবেন, আমরাও চ্যাম্পিয়ন।” অন্য ক্লাব বলতে, তিনি যে মোহনবাগানকে বুঝিয়েছেন তা বলাই যায়। বড় ম্যাচ জয়ের পর পরের ম্যাচে হার মানতে হলে ভাল লাগবে না। এ বিষয়ে সাবধানী কোচ বলেন, “বড় ম্যাচের পর ঠোক্কর খাওয়ার কথা জানি। এমনিতে কোনও একটা ট্রফি জিতে পরের ম্যাচেও ঠোক্কর খাওয়ার কথাও জানি। ২০১৯ সালে বেঙ্গালুরুর হয়ে আইএসএল জেতার পর সুপার কাপে আই লিগের একটা দলের কাছে হেরে গিয়েছিলাম। কিন্তু ফুটবলারদের মনঃসংযোগ ঠিক রাখাই আমার কাজ। ওরা আইএসএলের জন্য তৈরি। আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামবে। আমাদের কাছে তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।”

    মোহনবাগান কোচের দাবি

    সুপার কাপে হারের কথা ভুলে নতুন লক্ষ্য নিয়ে শুরু কলকাতা ডার্বি। দলের সঙ্গে যোগ দিয়েছেন মোহন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। মোহনবাগানের কোচ হিসাবে প্রথম ম্যাচেই কড়া পরীক্ষার মুখে হাবাস। তিনি বলেন, “কোনও ম্যাচে হারার কথা ভেবে খেলতে নামি না। মনে রাখবেন, আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি। ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচে জয়ের কথা ভেবেই নামতে হয়।” জাতীয় দলে থাকা সাত ফুটবলার ফিরেছেন। অতীতে মোহনবাগানকে কোচিং করানো হাবাস মেনে নিচ্ছেন, আগের বারের থেকে ভারতীয় ফুটবলারদের অনেক উন্নতি হয়েছে। বলেছেন, “গত বারের থেকে এ বার ভারতীয় ফুটবলারের মান ভাল হয়েছে। বিশেষত মোহনবাগানের কথা বলব। অনেকেই জাতীয় দলের হয়ে ভাল খেলেছে। আমাদের দলটা খুবই ভাল। অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে।”


    ম্যাচের আগে নিজেকে চাপে ফেলতে চাইছেন না হাবাস। তাঁর কথায়, “নতুন দায়িত্ব পেয়েছি। কাল আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের ফোকাসে শুধু কালকের ম্যাচে। ডার্বির আগে নিজের উপরে চাপ কমানোর চেষ্টা করছি। সব সময়েই আমার লক্ষ্য থাকে দলকে সেরা ফর্মে রাখা। এত বড় ম্যাচের আমরা নিজেদের সব রকম ভাবে তৈরি রাখছি। জানি যে আমরা বিপক্ষের থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে। কিন্তু অন্য দল নিয়ে নয়, আমি ভালবাসি নিজের দলকে নিয়ে ভাবতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • East Bengal FC: ট্রফিহীন যুগের অবসান! সুপার কাপ জয়ের পরই প্লেয়ার বদল ইস্টবেঙ্গলের

    East Bengal FC: ট্রফিহীন যুগের অবসান! সুপার কাপ জয়ের পরই প্লেয়ার বদল ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় স্তরে ১২ বছর পর  ট্রফি জিতল ইস্টবেঙ্গল। রবিবার সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে ওড়িশার বিপক্ষে জয়লাভ করে লাল-হলুদ শিবির। মশাল জ্বলে সমর্থকদের ঘরে ঘরে। ওডিশার হয়ে গোল করলেন দিয়েগো মরিশিও এবং জাহু। আর ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন নন্দকুমার এবং সাউল ক্রেসপো এবং অধিনায়ক ক্লেইটন সিলভা।

    কোচের পছন্দে নতুন প্লেয়ার

    ইস্টবেঙ্গল সুপার কাপ জেতার দিনেই লাল-হলুদ থেকে সরে যাওয়া নিশ্চিত হল বোরহা হেরেরার। ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়া দলে যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। সূত্রের খবর অনুযায়ী, স্প্যানিশ বোরহার বদলে আর এক স্প্যানিশ ফুটবলারকে সই করতে চলেছে ইস্টবেঙ্গল। গত বছর তিনি খেলেছেন আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস), যে লিগে এখন খেলেন লিয়োনেল মেসি, লুই সুয়ারেসরা। বোরহার মতোই তিনি মিডফিল্ডার। কোচ কার্লোস কুয়াদ্রাত এই ফুটবলারকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

    হাড্ডাহাড্ডি লড়াই

    রবিবার সুপার কাপের ফাইনাল ম্যাচে কার্লেস কুয়াদ্রাতের দল ওডিশা এফসি’র বিরুদ্ধে খেলতে নেমেছিল। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গোলটি করেন দিয়েগো মরিশিয়ো। প্রথমার্ধে ওড়িশা ১-০ গোলে লিড নিয়ে নেয়। ৫২ মিনিটে ম্য়াচে সমতা ফেরান নন্দকুমার। মহেশ তাঁর দিকে গোল করার জন্য বলটা একেবারে সাজিয়ে দিয়েছিলেন।

    ৬২ মিনিটে ম্যাচের স্কোর কার্ড ২-১ করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬০ মিনিটে বোরহাকে বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করে মোর্তাদা ফল। সেকারণে লাল-হলুদ ব্রিগেডকে পেনাল্টি দেওয়া হয়। আর সেই সুযোগ কাজে লাগাতে বিন্দুমাত্র ভুল করলেন না সাউল ক্রেসপো। ম্যাচের একেবারে শেষবেলায় পেনাল্টি পায় ওড়িশা। সমতা ফেরান জাহু। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে ১১০ মিনিটে জয়সূচক গোলটি করেন ক্লেইটন সিলভা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলের শীর্ষস্থান ধরে রেখে রেকর্ড গড়ল সবুজ মেরুন দল। বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। পিছিয়ে পড়েও বিপক্ষের মাঠে দুর্দান্ত ভাবে ফিরে এলেন লিস্টনরা। মোহনবাগানের হয়ে গোল করেন আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি। টানা চার ম্যাচ জিতে আইএসএল-এর ইতিহাসে রেকর্ড গড়ল মোহনবাগান। প্রথম কোনও দল টানা চার ম্যাচ জয়ের নজির সৃষ্টি করল আইএসএল-এর ইতিহাসে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখে অবিচল থাকল সবুজ মেরুন।

    জামশেদপুরের রং সবুজ মেরুন (Mohun Bagan)

    বুধবার প্রথম থেকেই ম্যাচে জামশেদপুর আক্রমণাত্মক ছিল। খেলার গতি ছিল বেশ তীব্র। টানটান উত্তেজনায় বল তাঁদের পায়ে পেয়েই ছিল। মাত্র সাত মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় জামশেদপুর। কিন্তু গোল খেয়েই আক্রমণে তেজ বাড়ায় মোহনবাগান (Mohun Bagan)। খেলার ২৯ মিনিটের মাথায় সাহাল এবং মনবীরের দুরন্ত পাসে গোল করেন সাদিকু। বিরতির পর খেলার গতিকে আরও তীব্র করে মোহনবাগান। গোটা মাঠ জুড়ে সবুজ মেরুনদের দখলে চলে যায় বল। ৫০ মিনিটের মাথায় গোল করেন লিস্টন। রীতিমতো ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বল ঢুকিয়ে দেন গোলে। ৭০ মিনিটের মাথায় জামশেদপুরের গোলকিপার টিপি রেহনেশ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৭৩ মিনিটের মাথায় কিয়ান নাসিরি নেমে দুরন্ত গোল করেন। এই খেলায় ৮৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় জামশেদপুর। সেখান থেকে একটি গোল করে স্টিভ আম্বরি। শেষের ২৫ মিনিটে জামশেদপুরের পক্ষে ম্যাচে ভারসাম্য ফেরানো আর সম্ভব হয়নি। সবুজ মেরুনের কোচ জুয়ান বলেন, খেলোয়াড়দের খেলায় আমি খুব আনন্দিত। আগামী দিনে ওঁরা আরও ভালো খেলবে।

    প্রতিকূল ছিল ম্যাচ   

    বুধবার খেলায় দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ফলে ম্যাচ ছিল মোহনবাগানের পক্ষে প্রতিকূল। ম্যাচে এদিন ছিলেন না বুমোস। জ্বরে আক্রান্ত ছিলেন কামিন্স। সেই সঙ্গে চোট লেগেছিল ডিফেন্ডার আনোয়ার আলির। কিন্তু জয় দলের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। আইএসএলে মোহনবাগানের (Mohun Bagan) পরবর্তী ম্যাচ ২ ডিসেম্বর। মাঝে ২৭ নভেম্বর এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ রয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ISL 2023-24: আইএসএল-এর শুরুতেই শীর্ষে মোহনবাগান! কত নম্বরে ইস্টবেঙ্গল? 

    ISL 2023-24: আইএসএল-এর শুরুতেই শীর্ষে মোহনবাগান! কত নম্বরে ইস্টবেঙ্গল? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম রাউন্ডের শেষে শীর্ষে মোহনবাগান। দুরন্ত শুরু করেছে সবুজ-মেরুন। মোহনবাগান (Mohun Bagan) দলটিকে দারুণভাবে সাজিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। অনবদ্য খেলেছে বাগান জার্সিধারীরা। ঘরের মাঠে সারাক্ষণ চাপে রেখে দিচ্ছে বিপক্ষ দলকে। মাঠের দুটি প্রান্ত ধরে খেলেছে তারা। যদিও দলের রক্ষণ এখনও জমাট নয়। দ্বিতীয় রাউন্ড শুরুর আগে সেদিকেই লক্ষ্য কোচের। 

     শীর্ষে মোহনবাগান

    আইএসএল-এর প্রথম রাউন্ডের সব ম্যাচ হয়ে গিয়েছে। সব দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় শুধুমাত্র এফসি গোয়া এবং হায়দরাবাদ এফসি এখনও মাঠে নামেনি। বাকি ১০টি দলের মধ্যে জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসি,  কেরল ব্লাস্টার্স এবং মুম্বই সিটি এফসি। ড্র করেছে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি। হেরে গিয়েছে বেঙ্গালুরু এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি এবং চেন্নাইয়িন এফসি। আইএসএলের প্রথম রাউন্ডের শেষে লিগ টেবিলে শীর্ষে রয়েছে মোহনবাগান। প্রথম ম্যাচ ড্র করে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি।

    ডুরান্ড কাপে রক্ষণভাগে প্রভাবিত করা দুই ইস্টবেঙ্গল তারকা লালচুংনুঙ্গা ও জর্ডন এলসের ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলের প্রথম ম্যাচে মাঠে নামেননি। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে লাল হলুদ। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও, গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। তবে ড্র করলেও কিন্তু দলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) বেশ খুশি। একাধিক গোলের সুযোগ হাতছাড়া হলেও, সেটা খেলারই অঙ্গ বলেই মনে করেন কুয়াদ্রাত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share