Tag: Israel-Palesatine Conflict

Israel-Palesatine Conflict

  • Israel-Palesatine Conflict: ‘ইজরায়েলের পাশে ভারত’, বার্তা মোদির

    Israel-Palesatine Conflict: ‘ইজরায়েলের পাশে ভারত’, বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যালেস্তাইনের হামাস বাহিনী আচমকাই হামলা চালিয়েছে ইজরায়েলের (Israel-Palesatine Conflict) ওপর। লাগাতার রকেট ছোঁড়া হয়েছে ইজরায়েলের ওপর। এরপরেই প্যালেস্তাইনের হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। ইজরায়েল-প্যালেস্তাইনের এই দ্বন্দ্বে প্রায় সমস্ত শক্তিশালী রাষ্ট্র নেতারা ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে। তথ্য বলছে, ৫,০০০ এরও বেশি রকেট হামলা করা হয়েছে ইজরায়েলের ওপর। সেদেশের সেনাদফতরও বাদ যায়নি এই হামলা থেকে। এই ঘটনার নিন্দা জানিয়ে ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে ভারত।

    এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েলের (Israel-Palesatine Conflict) ওপর এই হামলার নিন্দা করেছেন। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “ইজরায়েলে জঙ্গি হামলার খবরে গভীর মর্মাহত। হামলায় ক্ষতিগ্রস্ত নিরাপরাধ পরিবারগুলির জন্য প্রার্থনা করছি। কঠিন সময়ে ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি আমরা।”

    প্রবাসী ভারতীয়দের প্রতি বার্তা

    এমত অবস্থায় সে দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য কিছু নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের সর্বদা সতর্ক থাকতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় চলাফেরা করতেও নিষেধ করা হয়েছে। এই যুদ্ধে ইজরায়েলকে সমর্থন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সমাজমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘‘আমরা ইজরায়েলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলায় আক্রান্ত, তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি পূর্ণ সহানুভূতি প্রকাশ করছি।’’ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুর বলেন, ‘‘ইজরায়েল (Israel-Palesatine Conflict) যুদ্ধে রয়েছে। শনিবার সকাল থেকেই হামাস জঙ্গিরা ইজরায়েলের ওপর আক্রমণ চালাতে শুরু করেছে। এর মূল্য তাদেরকে চোকাতে হবে। আমরা যুদ্ধে রয়েছি এবং আমরা জিতব।’’ হামাসের সিনিয়র সামরিক কমান্ডার মহম্মদ দেইফ ইজরায়েলে অভিযান শুরুর ঘোষণা করেছেন। একটি বার্তায় তিনি বলেছেন, ‘‘আমরা পৃথিবীতে শেষ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করব।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share