Tag: Israel Syria

Israel Syria

  • Israel Syria: সিরিয়ার দামাস্কাস ও আলেপ্পো বিমান বন্দরে ইজরায়েলি বিমানের হামলার খবর

    Israel Syria: সিরিয়ার দামাস্কাস ও আলেপ্পো বিমান বন্দরে ইজরায়েলি বিমানের হামলার খবর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিয়ার দামাস্কাস ও আলেপ্পো বিমানবন্দরে ইজরায়েলি (Israel Syria) বিমানহানার খবর পাওয়া গেছে। দেশের দুটি প্রধান বিমান বন্দরে আঘাত করা হয়েছে বলে, সরকারি এক সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে। সিরিয়ার পশ্চিম উপকূলে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পৈতৃক আবাস স্থানের কাছে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। এতে দুই সিরিয়ান সৈন্য নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।

    দামস্কাসে বিমান হামলার অভিযোগ (Israel Syria)

    বৃহস্পতিবারে সিরিয়াতে (Israel Syria) আকাশপথে ইজরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলা হয়। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা শাম এফএম সূত্রে জানা গেছে, এই দিন সিরিয়ার দুটি প্রধান বিমান বন্দর দামস্কাস এবং আলেপ্পোতে হামলা চালানো হয়। দুই বিমান বন্দরেই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সিরিয়ায় প্রতিরক্ষা দফতরের বিশেষ ব্যবস্থা পালটা হামলার কথাও জানিয়েছে। তবে ইজরায়েলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। আরও অভিযোগ করা হয়, গাজায় হামাসের সাথে সংঘাত থেকে মনযোগ সরানোর জন্য ইজরায়েল মরিয়া প্রচেষ্টা করছে।

    ইরানের বিদেশ মন্ত্রীর বক্তব্য

    বস্তুত হামাস-ইজরায়েল যুদ্ধের প্রেক্ষিতে আজ ইরানের বিদেশমন্ত্রী হোসেই আমির-আবদুল্লাহিয়ান জানিয়েছেন, এখন তিনি ইরাক, সিরিয়া, লেবানান পরিদর্শন করবেন। তিনি স্পষ্ট করে আরও বলেন, “এই যুদ্ধ শুধুমাত্র প্যালেস্টাইনের বিরুদ্ধে ইজরায়েলের (Israel Syria) যুদ্ধ নয়। এটা কোনও গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ নয়। এটা সমস্ত প্যালেস্টাইনের সকল নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ। জল, ঔষধ, বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ দিয়েছে ইজরায়েল। সেই সঙ্গে ইজরায়েল গাজাকে ধ্বংস করার কথাও বলেছে।”

    ইরানের বিদেশমন্ত্রী হোসেই আমির-আবদুল্লাহিয়ান তেহরান থেকে এক বিমানে সিরিয়ার (Israel Syria) দামস্কাসে আসছিলেন, কিন্তু তাঁর বিমান দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নেওয়ার কিছু সময়ের মধ্যেই, ইজরায়েলি বিমান বাহিনী বিমান বন্দরে আক্রমণ করে। সামজিক মাধ্যমে একটি ছবি ইতি মধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। এরপর তাঁর বিমান দামাস্কাসে অবতারণ না করে ফের তেহরানে চলে যায়। তাহলে কী এবার ইজরায়েলের সঙ্গে সিরিয়ার যুদ্ধ সুনিশ্চিত হল! 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share