Tag: Israeli hostages

  • Israeli Hostages: বেঁধে রাখা হত শিকলে, ইজরায়েলে ফিরে হামাসের অত্যাচারের বর্ণনা তিন নাগরিকের

    Israeli Hostages: বেঁধে রাখা হত শিকলে, ইজরায়েলে ফিরে হামাসের অত্যাচারের বর্ণনা তিন নাগরিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি হামাসের (Hamas) হাত থেকে মুক্তি পেয়েছেন ইজরায়েলের তিন নাগরিক। এঁরা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। দেশে ফিরে তাঁরা হামাসের অত্যাচারের করুণ কাহিনী বর্ণনা করেছেন। ১৬ মাস পরে মুক্ত হওয়া তিন বন্দির কথায়, তারা (হামাস) আমাদের সঙ্গে জানোয়ারদের মতো আচরণ করত। ৩৪ বছর বয়সি বন্দি ওর লেভি, এলি শারাবি (৫৪) এবং ওহাদ বেন আমি (৫৬) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁদের শিকল দিয়ে বেঁধে রাখা হত। তাঁদের উপর চলত অমানবিক শারীরিক অত্যাচার। ৪৯১ দিন তাঁরা বন্দি ছিলেন। প্রতিদিনই তাঁদের এই অত্যাচার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের মুখে কাপড় গুঁজে দেওয়া হত। একমাত্র তাঁদের ভালো করে খাবার দেওয়া হয়েছিল হস্তান্তর করার আগেই। ইজরায়েলের চ্যানেলে এই নিয়ে খবরও হয়েছে যে ওই তিনজনকে দীর্ঘদিন না খাইয়ে রাখা হয়েছে। বর্তমানে ওই তিনজনকেই ইজরায়েলের রাজধানী (Israeli Hostages) তেল আভিভের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিন বন্দির মুক্তির গোটা প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারিত হয়

    তিন বন্দির মুক্তির গোটা প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারিত হয়। তাতে দেখা যাচ্ছিল, ওই দিন ইজরায়েলি নাগরিককে (Israeli Hostages) ঘিরে ধরে রেখেছে মাস্ক পরা হামাস জঙ্গিরা (Hamas)। তাদের প্রত্যেকেরই হাতে ছিল স্বয়ংক্রিয় রাইফেল। ওই তিন নাগরিককে দুর্বল, ফ্যাকাশে এবং রোগা দেখাচ্ছিল। প্রসঙ্গত, হামাসের সঙ্গে ১৫ মাস যুদ্ধের পর চলতি বছরের জানুয়ারিতেই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করে ইজরায়েল (Israeli Hostages)।

    হুঁশিয়ারি নেতানিয়াহুর

    সরাসরি সম্প্রচার দেখার সময় মুক্ত হওয়া এক বন্দির আত্মীয় সংবাদমাধ্যমকে বলেই ফেললেন, একেবারে কঙ্কালের মতো অবস্থা হয়েছে। কি ভয়ঙ্কর লাগছে! এরপরই বিবৃতি আসে ইজরায়েলের (Israeli Hostages) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাঁদের মুক্ত করা হল তাঁদের চেহারা দেখে অত্যন্ত মর্মান্তিক লাগছে। আমরা হামাসকে (Hamas) নির্মূল করবই। বাকি সব বন্দিদের আমরা ফিরিয়ে আনব।”

  • Israeli Hostages: মুক্ত তিন ইজরায়েলি নাগরিক, কঙ্কালসার চেহারা দেখে হামাসকে দানব আখ্যা নেতানিয়াহুর

    Israeli Hostages: মুক্ত তিন ইজরায়েলি নাগরিক, কঙ্কালসার চেহারা দেখে হামাসকে দানব আখ্যা নেতানিয়াহুর

    মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তিন ইজরায়েলি বন্দিকে (Israeli Hostages) মুক্তি দিল হামাস। এঁরা হলেন- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। এঁরা প্রত্যেকেই ইজরায়েলের সাধারণ নাগরিক। হামাসের হাত থেকে রেহাই পাওয়ার পরে এই তিন নাগরিকের কঙ্কালসার চেহারা দেখে সকলে হতবাক হয়ে গিয়েছেন। নিজের দেশের নাগরিকদের এহেন দুর্দশা দেখে হামাস জঙ্গি সংগঠনকে তোপ দেগেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি হামাস জঙ্গি সংগঠনকে দানব আখ্যা দিয়েছেন। তাঁর হুঙ্কার, ওই জঙ্গি সংগঠনকে ধ্বংস করেই তাঁরা শান্ত হবেন।

    তিন বন্দির মুক্তির গোটা প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারিত হয়

    তিন বন্দির মুক্তির গোটা প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচারিত হয়। তাতে দেখা যাচ্ছিল, ওই দিন ইজরায়েলি নাগরিককে (Israeli Hostages) ঘিরে ধরে রেখেছে মাস্ক পরা হামাস জঙ্গিরা (Hamas)। তাদের প্রত্যেকেরই হাতে ছিল স্বয়ংক্রিয় রাইফেল। ওই তিন নাগরিককে দুর্বল, ফ্যাকাশে এবং রোগা দেখাচ্ছিল। প্রসঙ্গত, হামাসের সঙ্গে ১৫ মাস যুদ্ধের পর চলতি বছরের জানুয়ারিতেই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করে ইজরায়েল (Israeli Hostages)। সরাসরি সম্প্রচার দেখার সময় মুক্ত হওয়া এক বন্দির আত্মীয় সংবাদমাধ্যমকে বলেই ফেললেন, একেবারে কঙ্কালের মতো অবস্থা হয়েছে। কি ভয়ঙ্কর লাগছে! এরপরই বিবৃতি আসে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁদের মুক্ত করা হল তাঁদের চেহারা দেখে অত্যন্ত মর্মান্তিক লাগছে। আমরা হামাসকে নির্মূল করবই। বাকি সব বন্দিদের আমরা ফিরিয়ে আনব।

    বিভিন্ন সমাজমাধ্যমে তিনজনের ছবি প্রকাশ করা হয়

    ইজরায়েলের (Israeli Hostages) সরকারি বিভিন্ন সমাজ মাধ্যম থেকে ওই তিনজনের ছবি প্রকাশ করা হয়। হামাসের হাতে বন্দি হওয়ার আগে তাঁরা কেমন ছিলেন, বন্দি হওয়ার পরেই বা তাঁদের কি হাল হয়েছে, তা ছবির মাধ্যমে তুলে ধরা হয়। এরপরে ক্যাপশনে লেখা হয়, কোনও ভাষা নেই। ওই তিন বন্দি মুক্ত হওয়ার পরে তাঁরা পরিবারের সঙ্গে মিলিত হন। তখনই তাঁরা আবেগপ্রবণ হয়ে পড়েন। ভেঙে পড়েন কান্নায়। তাঁদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাস হামলা করে। এরপরেই কিবুতজ বে’য়েরি থেকে ওহাদ বেন আমি এবং এলি শারাবিকে বন্দি করা হয়। পরবর্তীকালে অর লেভিকে নোভা থেকে অপহরণ করা হয়।

LinkedIn
Share