Tag: isro shared photos captured chandrayaan 3

isro shared photos captured chandrayaan 3

  • Chandrayaan-3: ‘নীল-সাদা পৃথিবী’ এবং ‘চাঁদের কলঙ্ক’ লেন্সবন্দি করল চন্দ্রযান-৩, ট্যুইট ইসরোর

    Chandrayaan-3: ‘নীল-সাদা পৃথিবী’ এবং ‘চাঁদের কলঙ্ক’ লেন্সবন্দি করল চন্দ্রযান-৩, ট্যুইট ইসরোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ অগাস্ট বিকাল ৫টা ৪৭ মিনিটে চাঁদের মাটি ছোঁয়ার কথা রয়েছে ল্যান্ডার বিক্রমের। তারপর বিক্রমের পেটের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। গত ৬ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে  চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। চাঁদের কক্ষপথে প্রবেশ করে গন্তব্যের ছবি তুলল চন্দ্রযান-৩, বৃহস্পতিবার সেই ছবি ট্যুইট করেছে ইসরো।

    ইসরোর ট্যুইটে জোড়া হয়েছে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবিও

    পাশাপাশি  ওই ট্যুইটে জোড়া হয়েছে পৃথিবীরও ছবি। জানা গিয়েছে, গত ১৪ জুলাই যখন মাটি ছেড়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিল চন্দ্রযান-৩, তখনই ছবিটি লেন্স বন্দি হয়।  ২৮ দিন আগেই শ্রী হরিকোটা থেকে রওনা হয়েছিল চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এবং পৌঁছেছিল পৃথিবীর কক্ষপথে। বর্তমানে চন্দ্রযান-৩ রয়েছে চাঁদের কক্ষপথে, চাঁদের মাটি ছোঁয়ার কথা ঠিক ১৩ দিন পরেই। চাঁদের দেশের একেবারে সীমানায় চলে এসেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এর তোলা ওই ছবিতে স্পষ্টভাবে চাঁদের গিরিখাত গুলি দেখা যাচ্ছে। যেগুলির নাম, এডিংটন, পিথাগোরাস, অ্যারিস্টারকাস, রমন। 

    চাঁদের কলঙ্কের ছবিও তুলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)

    ওই ছবিতে দেখা যাচ্ছে চাঁদের পৃষ্ঠে থাকা ‘ওসিয়ানাস প্রোজেলেয়ারাম’।  চাঁদের কলঙ্ক নামে পরিচিত এই গিরিখাতকে বিজ্ঞানীরা ঝড়ের সমুদ্রও বলে থাকেন। প্রায় ৪০ লাখ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই ঝড়ের সমুদ্রের ছবি তুলেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) এবং ছবিটি তোলা হয়েছে ল্যান্ডার হরাইজেন্টাল ভেলোসিটি ক্যামেরা থেকে। অন্যদিকে, ল্যান্ডার ইমেজার (এলআই) ক্যামেরায় পৃথিবীর ছবি তুলেছিল চন্দ্রযান-৩। কিন্তু চাঁদে যে অংশের ছবি চন্দ্রযান তুলেছে, ইসরোর বিজ্ঞানীরা বলছেন সেখানে অবতরণ করবে না ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান-৩ এর অবতরণ করার কথা একেবারে চাঁদের দক্ষিণ মেরুতে। এবং এই অংশটি পৃথিবী থেকে দেখাই যায় না।  এখানেই জলীয় বরফ থাকতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share