Tag: it raids

it raids

  • Swarup Biswas: ৭১ ঘণ্টার তল্লাশি শেষে শনিবার স্বরূপের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

    Swarup Biswas: ৭১ ঘণ্টার তল্লাশি শেষে শনিবার স্বরূপের বাড়ি ছাড়লেন আয়কর আধিকারিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের (Swarup Biswas) বাড়িতে টানা প্রায় ৭১ ঘণ্টা ধরে চলে আয়কর দফতরের তল্লাশি অভিযান। শনিবার ভোররাতে স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়েন আয়কর আধিকারিকরা। এত দীর্ঘক্ষণের আয়কর হানা দেখে কারও কারও মনে পড়ে যাচ্ছে অজয় দেবগণ অভিনীত ‘রেড’ সিনেমার কথাও। প্রসঙ্গত, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং কলকাতা পুরসভার ৮১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাসের স্বামী ছাড়াও অন্য পরিচিতি রয়েছে স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas)। তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি পদেও ছিলেন।

    বুধবার সাত সকালেই স্বরূপের বাড়িতে ঢোকেন আয়কর আধিকারিকরা

    গত বুধবার ঠিক সকাল ৭টায় স্বরূপের নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাটে ঢোকেন আয়কর দফতরের আধিকারিকরা। তার পর থেকে টানা চলতে থাকে তল্লাশি। শুক্রবার সন্ধ্যাতেই তল্লাশির সময় পেরিয়ে যায় ৬০ ঘণ্টা। অবশেষে শনিবার ভোর পৌনে ৫টা নাগাদ আয়কর দফতরের টিম স্বরূপের (Swarup Biswas) ফ্ল্যাট ছাড়ে। সূত্রের খবর, টানা ৭১ ঘণ্টার তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন আয়কর দফতরের অফিসাররা বাজেয়াপ্ত করেছেন বলে খবর মিলেছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যও তাঁরা জানতে পেরেছেন।

    আরও ২ সংস্থার অফিসে তল্লাশি

    জানা গিয়েছে, স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতেই টানা এই তল্লাশি চালানো হয়। এর পাশাপাশি তল্লাশি চালানো হয়, ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামের দুই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতেও। প্রসঙ্গত, গত বছরেই বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় সিবিআই। অনেকের মতে, জীবনকৃষ্ণের রেকর্ডও ভেঙে দিলেন স্বরূপ বিশ্বাস।

    আরও পড়ুন: বিজেডির সঙ্গে জোট নয়, লোকসভা নির্বাচনে ওড়িশায় একাই লড়বে বিজেপি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IT Raids: বৃষ্টিভেজা সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী

    IT Raids: বৃষ্টিভেজা সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘলা আকাশ, বৃষ্টিভেজা সকালে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দফতর (IT Raids)। তাঁর নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকেরা। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আয়কর দফতরের আধিকারিকরা স্বরূপ বিশ্বাসের বাড়িতে যান। কেবলমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, কলকাতার আরও ২ প্রমোটারের বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। 

    কেন স্বরূপের বাড়িতে তল্লাশি

    আয়কর দফতর (IT Raids) সূত্রে খবর, বুধবার সকাল থেকে কলকাতার মোট পাঁচ জায়গায় তল্লাশি চলছে। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে কাকভোরেই দরজায় টোকা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। প্রথমেই স্বরূপের গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এরপর বাড়ির ভিতরে ঢোকেন আয়কর আধিকারিকরা। ট্যাক্সের বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখছেন তাঁরা। ট্যাক্স সঠিকভাবে না দেওয়ার অভিযোগ রয়েছে মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে। তাঁর বাড়ির সামনে তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন। বাড়ির ভিতরে স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। তাঁদের আয়কর রিটার্নে বেশ কিছু গড়মিল রয়েছে বলে প্রাথমিকভাবে আয়কর দফতর সূত্রে জানা যাচ্ছে। 

    আরও পড়ুন: সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মীর খুনে অভিযুক্ত শাহজাহান, কেস ডায়েরি তলব হাইকোর্টের

    কোথায় কোথায় তল্লাশি

    কলকাতার আরও পাঁচ জায়গায় বুধবার তল্লাশি চালাচ্ছেন আয়কর আধিকারিকরা (IT Raids)। ইডেন রিয়েল এস্টেট ও মাল্টিকন রিয়েল এস্টেটের বিভিন্ন ঠিকানাতে চলছে আয়কর তল্লাশি। ওই দুই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। এই দুটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি জায়গাতেও তল্লাশি চলছে। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। টালিগঞ্জের সিনেমাপাড়ায় অরূপের যথেষ্ট প্রভাব আছে বলে শোনা যায়। স্বরূপ টলিউডের কলাকুশলীদের একটি সংগঠনের নেতা। তাই শাসকদলের প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে আটঘাঁট বেঁধেই তলাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ঝাড়খণ্ডে কংগ্রেস নেতার বাড়িতে আয়কর হানা, ‘‘লুটের টাকা ফেরত দিতেই হবে’’, ট্যুইটবাণ মোদির

    PM Modi: ঝাড়খণ্ডে কংগ্রেস নেতার বাড়িতে আয়কর হানা, ‘‘লুটের টাকা ফেরত দিতেই হবে’’, ট্যুইটবাণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশা এবং ঝাড়খণ্ডের ২৫ জায়গায় হানা দিয়ে আয়কর দফতর উদ্ধার করেছে ২০০ কোটিরও বেশি টাকা। বেআইনিভাবে দেশি মদ বিক্রির এই কারখানার সঙ্গে নাম জড়িয়েছে ঝাড়খণ্ড কংগ্রেসের রাজ্য় সভার সাংসদ ধীরজ শাহুর। এনিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, ‘‘বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে তল্লাশির সময়। দেশের মানুষের টাকার ওই বান্ডিল দেখা উচিত এবং তারপর ওই দলের নেতাদের সততার ভাষণটাও শোনা উচিত। জনগণের কাছ থেকে যা লুট করা হচ্ছে, তার প্রত্যেকটি পয়সা ফেরত দিতে হবে। এটাই মোদির (PM Modi) গ্যারান্টি।’’

    ১২ সদস্যের আয়কর দল হানা দেয় ওড়িশা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায়

    ১২ সদস্যের একটি দল, কয়েকটি গ্রুপে ভাগ হয়ে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এই অভিযান চালায়। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড (বিডিপিএল) এস শিব গঙ্গা অ্যান্ড কোম্পানি, এবং রানিসাটি প্যাডি প্রসেসিং প্রাইভেট লিমিটেড-এর অফিসে চলে এই হানা। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরে আয়কর দফতরের আধিকারিকরা তা স্টেট ব্যাঙ্কের বুলাঙ্গীর শাখায়  নিয়ে আসেন একটি ট্রাকে করে।

    কংগ্রেসের রাজ্যসভার সাংসদের যোগ

    জানা গিয়েছে, মোট ১৫০ কোটি টাকায় বাজেয়াপ্ত করা হয়েছে বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড (বিডিপিএল) এর বিভিন্ন শাখা থেকে। এই বিডিপিএল-ই হল দেশের মধ্যে সবথেকে বড় মদ তৈরির কারখানা। এদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে ওড়িশার বাইরেও এই সংস্থা দেশি মদ বিক্রি করছে কোনও রকম বৈধ কাগজপত্র ছাড়াই। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড (বিডিপিএল)-এর সঙ্গে যৌথভাবে ব্যবসা করার অভিযোগ উঠেছে কংগ্রেস সাংসদ ধীরজ শাহুর সঙ্গে।

    টাকা গুনতে নাস্তানাবুদ আয়কর আধিকারিকরা

    গত তিনদিন ধরে আয়করের এই তল্লাশি চলছে। এত বিপুল পরিমাণ টাকা, যে গুনতেই হিমসিম অবস্থা আয়কর আধিকারিকদের। ৩৬টি টাকা গোনার মেশিন এনেও সামাল দেওয়া যাচ্ছে না। এর মধ্য়েই, শনিবার আরও টাকা উদ্ধার হওয়ার খবর মিলেছে। মদের কারখানার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বান্টি সাহুর বাড়ি থেকে ১৯ ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। সূত্রের খবর, আয়কর আধিকারিকরা অনুমান করছেন এই টাকার পরিমাণ প্রায় ২০-২৫ কোটি হতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share