Tag: IT Return

IT Return

  • IT Refund: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে

    IT Refund: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে

    মাধ্যম নিউজ ডেস্ক: ইনকাম ট্যাক্স রিটার্ন জমা (IT Return) দেওয়ার আগে খুব ভালো করে সব তথ্য দেখে নিয়ে তবেই জমা দিন। তা না হলে আয়কর দফতর তথ্য সংশোধনের জন্য নোটিস পাঠাতে পারে। শুধু তাই নয়, রিফান্ডের ক্ষেত্রে ভুল দাবি করলে তার জন্য সংশ্লিষ্ট করদাতার উপরে অতিরিক্ত সুদ এবং ২০০% পর্যন্ত জরিমানা করা হতে পারে। আয়কর দফতর সূত্রের খবর, ভুল রিফান্ডের (IT Refund) সংখ্যা কমাতে এবং তা সঠিক করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে এই বছরে আয়কর দফতর একটি বিশেষ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহার করছে। যার মাধ্যমে করদাতাদের কর ছাড় বিশেষ করে টিডিএস ছাড়ের জন্য নোটিস পাঠানো হচ্ছে যাতে তাঁরা আয় থেকে টাকা বাদ দেওয়ার তথ্যের শংসাপত্রের প্রমাণ রাখেন নিজেদের কাছে। 

    আরও পড়ুন: কোন পথে বাঁচাবেন আয়কর? জানুন 
     
    একাধিক রিফান্ড দাবি করলে তখন করদাতার কাছে এমন নোটিস যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে, বিনিয়োগের কোনও সার্টিফিকেট না থাকলে বা করছাড়ের জন্য করদাতার আবেদন ভুল হলে নোটিস পাঠাতে পারে আয়কর দফতর। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট করদাতাকে সমস্ত তথ্য পুনরায় খতিয়ে দেখার কথা বলা হচ্ছে। এর একটাই উদ্দেশ্য, ভুল রিফান্ডের সংখ্যা কমানো বা সেই সংখ্যা সঠিক করা।  

    Form 16-এ উল্লিখিত তথ্যের সঙ্গে যদি আয় থেকে টাকা বাদ দেওয়ার তথ্যে কোনও অসঙ্গতি থাকে, সেক্ষেত্রে এই নোটিস পাঠানো হচ্ছে। এমন ক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে যাতে Form 16-র তথ্যের সঙ্গে রিটার্নে উল্লিখিত তথ্যের যেন সঙ্গতি থাকে। যেমন একজন ব্যবসায়ীকে পাঠানো নোটিসের ক্ষেত্রে বলা হয়েছে,—”আপনার মোট আয় কম করে দেখানো হয়েছে। সেটা যাচাই করে দেখুন। এই নোটিস আপনাকে সতর্ক করতে পাঠানো হচ্ছে যাতে আপ‌নি AIS-এ উল্লিখিত তথ্য যাচাই করে নেন এবং রিফান্ডের ভুল দাবি না করেন।”

    আরও পড়ুন: আয়কর রিটার্ন দাখিল করেননি? জেনে নিন দিতে হবে কত লেট-ফি

    বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নোটিস পেলে আগেই বিনিয়োগের সমস্ত শংসাপত্র জোগাড় করে রাখা প্রয়োজন। নোটিস আসার পরে করদাতারা উত্তর দেওয়ার জন্য ১৫ দিন সময় পাবেন। যদি বিনিয়োগের সংশাপত্র করদাতার কাছে না-ও থাকে, তা হলেও রিফান্ডের তথ্য একাধিকবার যাচাই করে দেখা উচিৎ। তা না হলে অতিরিক্ত সুদ এবং ২০০% জরিমানা ধার্য হতে পারে। রিটার্ন রিভাইসের মাধ্যমে জরিমানা এড়ানো সম্ভব।  

  • ITR Filing Mistake: আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই ভুলগুলো ভুলেও করবেন না

    ITR Filing Mistake: আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে এই ভুলগুলো ভুলেও করবেন না

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করা শুরু হয়েছে ১৫ জুন থেকে। আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২২। ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে কোনও ‘লেট ফি’ দিতে হবে না। তবে কেউ যদি এই তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁকে আয়করের ধারা ২৩৪এ এবং ধারা ২৩৪এফ-এর অধীনে লেট ফি সহ করের উপর সুদ দিতে হবে। অন্যদিকে, অডিট করতে হয় এমন কোনও ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২। টিপি রিপোর্ট হয় এমন ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২৷ 

    আরও পড়ুন: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

    দেরি না করে এখনই দাখিল করে দিন আয়কর রিটার্ন। কিন্তু খেয়াল রাখবেন দাখিল করার সময় কখনই করবেন না এই ভুলগুলো: 

    ১। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (file) করতে গেলে প্রথমেই যে কাজটি করতে হয় তা হল একটি ফর্ম (form) ফিল আপ করা। সবার জন্য কিন্তু এক ফর্ম থাকে না। এক এক জন আয়কর প্রদানকারীর এক এক রকমের ফর্ম (form) হয়। আপনার যেমন আয় অথবা যে সোর্স থেকে আয় অর্থাৎ আপনি চাকরি করেন নাকি ব্যবসা করেন – এই বিষয়গুলোর উপরে নির্ভর করে আয়কর রিটার্ন (income tax return) ফাইল (file) করার ফর্ম (form)। আপনার জন্য যে ফর্মটি সঠিক, সেই ফর্মটিই ফিল আপ করুন। যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কোনও পারদর্শীর সাহায্য নিন। এছাড়াও বিষদে জানতে ভারত সরকারের ওয়েবসাইট দেখতে পারেন। 

    ২। আপনি কোন বছরের জন্য ইনকাম ট্যাক্স ফাইল করছেন তা জানা খুব জরুরি। আমাদের ফিনানশিয়াল ইয়ার শুরু হয় এপ্রিল থেকে এবং শেষ হয় মার্চে। সুতরাং আপনি যদি এবছর অর্থাৎ ২০২২ তে আয়কর রিটার্ন (income tax return) দাখিল (file) করেন, তাহলে আপনি কর জমা দিচ্ছেন গত বছরের।   

    ৩। যখন আয়কর রিটার্নের (income tax return) ফর্ম (form) ফিল আপ করবেন তখন খুব ভাল করে পড়ে তবেই করবেন। সব তথ্য সঠিকভাবে লিখতে ভুলবেন না। আপনার নাম (সমস্ত ডক্যুমেন্টে যে বানান রয়েছে সেই বানানই লিখুন), ঠিকানা (যদি দুটি ঠিকানা থাকে অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় তাহলে দুটি ঠিকানাই উল্লেখ করুন), ফোন নম্বর, আধার কার্ড নম্বর, প্যান কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর – ইত্যাদি প্রতিটি তথ্যই সঠিক লিখবেন। 

    আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন

    ৪। আপনি চাকরি করুন অথবা ব্যবসা, শুধুমাত্র সেইটুকু আয়ের বিষয়েই তথ্য দেবেন এমন যেন না হয়। যদি আপনি কোথাও বিনিয়োগ করেন এবং সেখান থেকে আপনি সুদ পেয়ে থাকেন, সেই টাকাও কিন্তু আপনার  আয়ের মধ্যে পড়ে। অথবা যদি আপনার বাড়ি বা দোকান থাকে এবং সেটি আপনি ভাড়া দেন এবং সেখান থেকে একটা টাকা প্রতি মাসে আপনার ব্যাঙ্কে জমা হয়, তাও আপনার আয়ের মধ্যে পড়ে। সুতরাং সমস্ত আয়ের টাকার অঙ্কই উল্লেখ করবেন। তা না হলে পরে সমস্যায় পড়তে পারেন।

    ৫। আপনি যদি ডিজিটাল সই এবং আধার কার্ডের তথ্য ছাড়াই আইটিআর ফাইল করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আইটিআর- ভি -এর সই করা একটি কপি আয়কর দফতরের বেঙ্গালুরুর অফিসে আইটিআর ফাইল করার ১২০ দিনের মধ্যে পাঠাতে হবে। নাহলে আপনার আইটিআর ফাইলিংকে বাতিল করা হবে। যতক্ষণ না আপনি এই তথ্যগুলি পাঠাবেন ততক্ষণ আপনার দাখিল সম্পূর্ণ হবে না। 

    ৬। বেতনভুক কোনও কর্মচারিকে আগাম কর দিতে হয়না। কারণ প্রতিমাসে তাঁর বেতন থেকে টিডিএসের মাধ্যমে সেই কর কেটে নেওয়া হয়। কিন্তু আপনি যদি বেতনভুক কর্মচারি না হন, তাহলে অবশ্যই আপনাকে আগাম কর দিতে হবে। যদি এই আগাম কর না দেন, তাহলে আপনাকে বাড়তি টাকা গুনতে হতে পারে। 
     

  • IT Return File: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

    IT Return File: এখনও দাখিল করেননি আয়কর রিটার্ন! গুনতে হতে পারে বাড়তি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করা শুরু হয়েছে ১৫ জুন, ২০২২ থেকে। ফর্ম-১৬ পেয়ে গিয়ে থাকলে এখুনি দাখিল করুন আয়কর রিটার্ন। কারণ ধীরে ধীরে আরও বেশি সংখ্যক মানুষ রিটার্ন ফাইল করা শুরু করবেন, তাতে ওয়েবসাইটে লোড বাড়বে, ফাইলিং- এর সময় প্রযুক্তিগত সমস্যা বাড়বে। যদি কোনওরকম সমস্যা এড়িয়ে যেতে চান তাহলে বিলম্ব না করে আয়কর রিটার্ন (ITR) ফাইল করে দিন। ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করলে কর বিভাগ থেকে শীঘ্রই আপনার প্রাপ্য টাকা অর্থাৎ রিফান্ড ফেরত পাবেন। আয়কর রিটার্ন দাখিলে দেরি হলে বা তাড়াহুড়ার কারণে কোনও ভুল হলে রিফান্ড পেতে পেতে অনেক দেরি হতে পারে।

    আরও পড়ুন: ট্যাক্স-সেভিং স্থায়ী আমানতে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাংক?    

    ২০২১-২২ অর্থবর্ষ এবং ২০২২-২৩ মূল্যায়ন বছরের জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২২। ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে কোনও ‘লেট ফি’ দিতে হবে না। তবে কেউ যদি এই তারিখের পরে আয়কর রিটার্ন দাখিল করেন, তাহলে তাঁকে আয়করের ধারা ২৩৪এ এবং ধারা ২৩৪এফ-এর অধীনে লেট ফি সহ করের উপর সুদ দিতে হবে।

    আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন 

    অন্যদিকে, অডিট করতে হয় এমন কোনও ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২। টিপি রিপোর্ট হয় এমন ব্যবসার জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২২৷

    আয়কর রিটার্ন দাখিল করতে বেশি বিলম্ব করলে জরিমানা অবধি হতে পারে। করদাতার বার্ষিক করযোগ্য আয় ৫ লাখ টাকার কম হলে ১০০০ টাকা জরিমানা দিতে হয়। 

    আইটি রিটার্ন স্ল্যাব:

     

    কী করে দাখিল করবেন আইটি রিটার্ন? 

    • ই-ফাইলিং পোর্টালে লগইন করুন এবং ই-ফাইলে যান তারপর আয়কর রিটার্ন এবং তারপর ই-ভেরিফাই রিটার্নে যান।
    • আইটি রিটার্নের ক্ষেত্রে উপলব্ধ ই-ভেরিফাই লিঙ্কে ক্লিক করুন যার ফলে ই-ভেরিফাইড হয়ে যাবে ।
    • ই-ভেরিফিকেশন , মোড নির্বাচন করুন যা অ্যাপ্লিকেবল হবে ।
    • আপনার আইটি রিটার্ন ই-ভেরিফাই করার জন্য EVC/OTP লিখুন ।
    • আইটি রিটার্নের ই-ভেরিফিকেশন এখন সম্পূর্ণ ।
    • ফাইল করার কারণ নির্বাচন করুন এবং আইটি রিটার্নের প্রযোজ্য ক্ষেত্রগুলি পূরণ করুন ৷
    • যাচাইকরণ মোড নির্বাচন করুন ।
    • আইটি রিটার্নে সমস্ত প্রযোজ্য ক্ষেত্রগুলি পূরণ করুন ৷
    • আপনার আইটি রিটার্ন ই-ভেরিফাই করার জন্য EVC অথবা OTP লিখুন বা যাচাইয়ের জন্য স্বাক্ষরিত ITR-V CPC পাঠান ।
    • আইটি রিটার্নের ই-ফাইলিং এখন সম্পূর্ণ ।  

    আইটি রিটার্ন ভেরিফিকেশন ফর্ম কীভাবে ডাউনলোড করবেন?

    • https://www.incometax.gov.in/iec/foportal – এই ওয়েবসাইটটিতে লগইন করুন। 
    • সেখানে এই ‘View Returns/ Forms’ লিঙ্কে ক্লিক করুন।
  • I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    I-T returns deadline: সময়সীমা বাড়ছে না! ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে আয়কর

    মাধ্যম নিউজ ডেস্ক: অর্থবর্ষ ২০২১-২২-এ যাঁরা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাঁদের হাতে আর খুব বেশি সময় নেই। কারণ চলতি মাসের শেষ দিন অর্থাৎ ৩১ জুলাইয়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কোনওভাবেই আয়কর দাখিলের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে আয়কর দফতর। সময় পেরিয়ে গেলে দিতে হতে পারে জরিমানা। 

    একটি নির্দিষ্ট সীমার বেশি আয় করলেই আয়কর দিতে হয়। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়, তারমধ্যেই আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। যদি কেউ ওই নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা না দেন, তবে অতিরিক্ত জরিমানা লাগু করা হয়। এবারও আয়কর জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই। কেন্দ্রীয় সূত্রে খবর, আগে বেশ কয়েকবার আয়কর জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বাড়ানো হলেও, এবার আর তা করা হবে না। 

    আরও পড়ুন: প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণ নয়, জানালেন রেলমন্ত্রী

    সরকারি সূত্রে খবর, আয়কর জমা দেওয়ার মেয়াদ আর না বাড়ানো নিয়ে বদ্ধপরিকর কেন্দ্র। কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই বকেয়া আয়কর রিটার্ন জমা পড়ে যাবে বলে আশাবাদী সরকার। সেই কারণেই এবার আর আয়কর জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হচ্ছে না। ২০২১-২২ অর্থবর্ষে ২০ জুলাইয়ের মধ্যে ২.৩ কোটি টাকারও বেশি আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে এই অর্থের পরিমাণ আরও বাড়বে।

    আরও পড়ুন: হত্যার হুমকি! বন্দুক কাছে রাখার আর্জি বজরঙ্গি ভাইজানের

    মেয়াদ না বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “আয়করদাতাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে তারা মনে করেন রিটার্নের মেয়াদ তো বাড়ানো হবেই, সেই কারণে তারা আয়কর জমা দেওয়া নিয়ে গড়িমসি করেন। তবে বর্তমানে প্রতিদিনই ১৫ থেকে ১৮ লাখ আয়কর জমা পড়েছে। আগামী কয়েকদিনে তা বেড়ে ২৫ থেকে ৩০ লাখে পৌঁছবে।” নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

LinkedIn
Share