Tag: ITBP Recruitment

ITBP Recruitment

  • ITBP: আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ ২৯৩, জানুন বিস্তারিত

    ITBP: আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ ২৯৩, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: যাঁরা দেশের জন্য কাজ করতে চান তাঁদের জন্যে সুখবর। কর্মী নিয়োগ করছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই জারি করা হয়েছে। কনস্টেবল গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ হবে।

     শূন্যপদ 

    আইটিবিপি কনস্টেবল নিয়োগ ২০২২ সব পদ মিলিয়ে এখানে মোট শুন্য পদ ২৯৩ টি। হেড কনস্টেবল ১২৬টি। কনস্টেবল ১৬৭টি।

    আরও পড়ুন: ‘শান্তিকুঞ্জে’র সামনে ‘অশান্তি’ তৃণমূলের, সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু

    যোগ্যতা 

    মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। সাথে এক বছরের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য দ্বাদশ পাশ করতে হবে। সঙ্গে, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। আইটিবিপি কনস্টেবল নিয়োগ অনলাইন আবেদন, বয়স, বেতন, যোগ্যতা বিস্তারিত সহ আইটিবিপি কনস্টেবল পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে আবেদন করতে পারবেন আইটিবিপি কনস্টেবল পদে।

    আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের 

    বয়স সীমা

    আইটিবিপি কনস্টেবল পদে চাকরি ২০২২ আবেদন করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে বয়সের ক্ষেত্রে।

    আরও পড়ুন: বাংলায় গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে, মুখ্যমন্ত্রীর ‘আবেদনে’র প্রেক্ষিতে পাল্টা দিলেন রিজিজু 
     
    নির্বাচন প্রক্রিয়া

    আইটিবিপি কনস্টেবল নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in থেকে।
    আইটিবিপি কনস্টেবল অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে। ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • ITBP Recruitment: ১৮৬  জন কনস্টেবল নেবে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বেতন কত জানেন?

    ITBP Recruitment: ১৮৬ জন কনস্টেবল নেবে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, বেতন কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কনস্টেবল (মোটর মেকানিক) পদে ১৮৬ জন নিয়োগ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ (ITBP Recruitment)। আবেদনের শেষ তারিখ ২৭-১১-২০২২, দু ধরনের কনস্টেবল নিয়োগ করা হবে। একটি ‘হেড কনস্টেবল’ অপরটি ‘কনস্টেবল’ ।

    ১) হেড কনস্টেবল (মোটর মেকানিক): মোট শূন্য পদ ৫৮ টি (জেনারেল ২৬ ,ওবিসি ১৪, তফশিলি জাতি আর তফশিলি উপজাতি ৪। মূল বেতন ₹ ২৫,৫০০- ₹ ৮১,১০০

    উচ্চ মাধ্যমিক পাশরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স করে থাকলে এই পদে আবেদন করতে পারেন অথবা উচ্চ মাধ্যমিক পাশরা আইটিআই বা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলেও আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে ৩ বছরের হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

    আরও পড়ুন: চিকিৎসা করাতে এসে প্রণয়, মানসিক হাসপাতালেই সাতপাকে বাঁধা পড়লেন ২ রোগী 

    ২) কনস্টেবল (মোটর মেকানিক): শূন্য পদ ১২৮ টি (জেনারেল ৫৪ ,ওবিসি ৩৩, তফশিলি জাতি, ১৮ তফশিলি উপজাতি ১০)
    মূল বেতন ₹ ২১,৭০০ – ₹৬৯,১০০ 

    যারা মাধ্যমিক পাশ করেছেন তারা আইটিআই বা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মোটর মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। আবার মাধ্যমিক পাশরা কোন সংস্থায় মোটর মেকানিক সংক্রান্ত কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে‌। সাড়ে ৭ মিনিটে ১.৬ কিমি দৌড়‌, ৩ বার সুযোগে ১১ ফুট লং জাম্প, ৩ সুযোগে সাড়ে তিন ফুট হাই জাম্প। সফল হলে লিখিত পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা হবে।  www.recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পরীক্ষার ফি ১০০টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share