Tag: ITI

ITI

  • Success Story: বাবার পানের দোকান, মা আশা কর্মী! আইটিআই-তে পূর্ব ভারতে প্রথম ক্যানিংয়ের সায়ন

    Success Story: বাবার পানের দোকান, মা আশা কর্মী! আইটিআই-তে পূর্ব ভারতে প্রথম ক্যানিংয়ের সায়ন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবার পানের দোকান রয়েছে। মা আশাকর্মী ছেলে আইটিআই (IT) তে ৬০০-তে ৬০০ নম্বর পেয়ে চমকে দিলেন সকলকে (Success Story)। ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের বয়সিং গ্রামের সুব্রত নস্কর ও রিনা নস্করের এক মাত্র সন্তান সায়ন নস্কর (Sayan Naskar) আইটিআই কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেড ফর গভর্নমেন্ট-এ এবারে পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। শংসাপত্র নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) হাত থেকে। গর্বে বুক ভরে গিয়েছে বাবা-মা-এর।

    সায়নের সাফল্যে (Success Story) অবাক সকলে

    তালদি রেল স্টেশনের কাছে একটি ছোট্ট ঠান্ডা পানীয়ের দোকান রয়েছে সুব্রতর। মা রিনা নস্কর আশা কর্মী। পরিবার যে খুব স্বচ্ছল এমনটা নয়। আইটিআইতে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এবার পূর্ব ভারতের এক নম্বর স্থানটা দখল করেছে তাঁদেরই ঘরের এক মাত্র ছেলেটা। খুশির হাওয়া গোটা পরিবারে (Success Story)। ছোট থেকেই এলাকায় মেধাবী বলে পরিচিত সুব্রত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ক্যানিং থানার তালদি মোহনচাঁদ স্কুল থেকে। তারপর ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করার পর আইটিআই-তে পা। আইটিআই নিয়ে ট্যাংরাখালি আইটিআই গভর্মেন্ট কলেজ থেকে পড়াশোনা। ছেলে পড়াশোনায় ভাল, ছেলেকে নিয়ে উচ্চাশাও ছিল মা-বাবার। কিন্তু রেজাল্টে (Success Story) যে এক্কেবারে ফুল মার্কস এসে যাবে তা ভাবতে পারেননি কেউই।

    প্রধানমন্ত্রী মোদির হাত থেকে সম্মান গ্রহণ

    সায়নের অভাবনীয় ফল তাঁকে নিয়ে গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে। খোদ দেশের প্রধানমন্ত্রী তাঁর হাতে শংসাপত্র তুলে দেওয়ায় খুশির রেশ গোটা এলাকা, আত্মীয়-স্বজনদের মধ্যেও। তাঁর এই কৃতিত্ব (Success Story) তাঁর বা মা ও কলেজের প্রিন্সিপাল-সহ শিক্ষকদের সঙ্গেও ভাগ করেছেন সায়ন। তাঁদেরই এই রেজাল্ট উৎসর্গ করতে চান বলেও জানিয়েছেন সায়ন। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার পেয়ে খুবই ভাল লাগছে। এর পিছনে সবথেকে বড় অবদান আমার পরিবারের, আমার শিক্ষকদের। আগামীতে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতে চাই। রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেব।”

  • ITI Apprentice Jobs: স্টাইপেন্ড সহ মাধ্যমিক পাশ ১৮০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে নেভাল এয়ারক্র্যাফট ও শিপ রিপেয়ার ইয়ার্ড

    ITI Apprentice Jobs: স্টাইপেন্ড সহ মাধ্যমিক পাশ ১৮০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে নেভাল এয়ারক্র্যাফট ও শিপ রিপেয়ার ইয়ার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা, কর্নাটকের (Karnataka) কারওয়ারের নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড এবং গোয়ার (Goa) নেভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড ১৮০জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ দেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস, ১৯৯২ অনুসারে, আইটিআইয়ের (ITI) বিভিন্ন ট্রেডে। আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে যে ট্রেডের প্রশিক্ষণের জন্য আবেদন করা হবে, সেই ট্রেডে ৬৫% নম্বর সহ আইটিআই পাশ করে থাকতে হবে। মেধার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার বিষয়গুলি হল, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স। www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে আপ্রেন্টিস হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি প্রিন্ট বের করতে হবে‌। প্রিন্টের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি পোস্টের মাধ্যমে (মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, আইটিআইয়ের প্রতি সেমিস্টারের রেজাল্ট এবং ফাইনাল মার্কশিটের জেরক্স, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, শারিরীক প্রতিবন্ধকতার সার্টিফিকেট) পাঠাতে হবে ২১ শে নভেম্বর এর মধ্যে। নিম্নলিখিত ঠিকানায়।

    The officer-in-charge, Dockyard Apprentice school, Naval Ship Repair Yard, Naval Base, Karwar, Karnataka – 581308 .

    বয়স: প্রার্থীর বয়স হতে হবে ০১-০৪-২০২৩ অনুযায়ী ১৪ থেকে ২১ বছরের মধ্যে। তফসিলি জাতি এবং উপজাতিরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

    দৈহিক মাপজোক: প্রার্থীর অবশ্যই ১৫০ সেমি উচ্চতা থাকতে হবে। শারীরিক ওজন ন্যূনতম ৪৫ কেজি হতে হবে। ছাতি ৫ সেমি অবধি ফোলানোর ক্ষমতা থাকতে হবে‌। দৃষ্টিশক্তি ৬/৬ থেকে ৬/৯ এর মধ্যে হতে হবে। চশমা-সহ ৬/৯ পর্যন্ত সংশোধন যোগ্য।

    স্টাইপেন্ড:

    যাঁরা ১ বছরের আইটিআই কোর্স করেছেন তাঁরা প্রতিমাসে ৭,৭০০টাকা এবং যাঁরা ২ বছরের আইটিআই কোর্স করেছেন তাঁরা প্রতিমাসে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাবেন।

    প্রশিক্ষণ কোন কোন বিষয়ে দেওয়া হবে:

    ১) নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড, কারওয়ার, কর্নাটক। এখানে ট্রেড অনুসারে আসন সংখ্যা রয়েছে যথা- কার্পেন্টার ১৪টি, ইলেকট্রিশিয়ান ১৫টি, ইলেকট্রনিক্স মেকানিক ১৯টি, ফিটার ১৮টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনট্যান্স ৪টি, ইন্সট্রুমেন্ট মেকানিক ৯টি, মেশিনিস্ট ৪টি, মেকানিক্যাল ডিজেল ১৪টি, মেকানিক মেশিন টুল মেইনটেন্স ৯টি, মেকানিক মোটর ভেহিকেল ৪টি, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি ৫টি, পেইন্টার ৪টি, প্লাম্বার ৯টি, শীট মেটাল ওয়ার্কার ১১টি, টেলর জেনারেল ২টি, ওয়েল্ডার ৯টি।

    ২) নেভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড, গোয়া। এখানে মোট আসন রয়েছে ৩০টি। প্রশিক্ষণ দেওয়া হবে এই সমস্ত ট্রেডে। কার্পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান এয়ারক্র্যাফট, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্স, ইন্সট্রুমেন্ট মেকানিক, ইন্সট্রুমেন্ট এয়ারক্র্যাফট, মেশিনিস্ট, প্লাম্বার, পাইপ ফিটার, পেইন্টার, শীট মেটাল ওয়ার্কার এবং ওয়েল্ডার ‌।

    আরও পড়ুন: ২১ জন নয়, ২০১৪-১৭-র ‘লক্ষাধিক’ টেট অনুত্তীর্ণ পরীক্ষায় বসতে পারবেন! কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      

     

LinkedIn
Share