Tag: Jama Masjid

Jama Masjid

  • Sambhal Violence: মসজিদকাণ্ডের জেরে সোমবারও থমথমে সাম্ভাল, বন্ধ ইন্টারনেট, ছুটি স্কুলেও

    Sambhal Violence: মসজিদকাণ্ডের জেরে সোমবারও থমথমে সাম্ভাল, বন্ধ ইন্টারনেট, ছুটি স্কুলেও

    মাধ্যম নিউজ ডেস্ক: মসজিদ (Shahi Jama Masjid) নিয়ে হিংসার জেরে নিহত হয়েছেন চারজন। রবিবার উত্তরপ্রদেশের সাম্ভালের (Sambhal Violence) ওই ঘটনার উত্তেজনার আঁচ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলে।

    সমীক্ষা করতে গিয়ে অশান্তি

    আদালতের নির্দেশে এদিন সকালে সমীক্ষা শুরু হয় মোগল যুগের শাহি জামা মসজিদে (Shahi Jama Masjid)। তার জেরে শুরু হয় অশান্তি। সংঘর্ষ বাঁধে (Sambhal Violence) পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হিন্দুত্ববাদীদের দাবি, মসজিদটি গড়ে উঠেছে হিন্দুদের মন্দিরের জায়গায়। ঘটনার জেরে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় কয়েকটি যানবাহনে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে উত্তেজিত জনতা। টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে, লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। অশান্তির জেরে জখম হয়েছেন ২০ জন পুলিশ কর্মী। এঁদের মধ্যে এক কনস্টেবলের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর।

    কী বলছেন পুলিশ কর্তা?

    এক পুলিশ কর্তা বলেন, “দুই মহিলা-সহ একুশজনকে আটক করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তিনি বলেন, হিংসায় (Sambhal Violence) অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর অধীনে মামলা দায়ের করা হবে।” ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেন্সিয়া বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে দুজনের মৃত্যুর কারণ স্পষ্ট – দেশি পিস্তলের গুলির ক্ষত। ময়নাতদন্তের পর পরিষ্কার হয়ে যাবে তৃতীয় ব্যক্তির মৃত্যুর কারণ।” সাম্ভাল (Sambhal Violence) তহসিলে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জেলা প্রশাসন ২৫ নভেম্বর পর্যন্ত সমস্ত সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে। প্রশাসন জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত কোনও বহিরাগত, সামাজিক সংগঠন বা জনপ্রতিনিধি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাম্ভালে প্রবেশ করতে পারবে না।

    আরও পড়ুন: যোগীরাজ্যে ৬৫ শতাংশ মুসলিম অধ্যুষিত আসনে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপির হিন্দু প্রার্থী

    প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সাম্ভাল (Sambhal Violence)। স্থানীয় আদালতের নির্দেশে জামা মসজিদে সমীক্ষা করা হয়েছিল। আদালতে জমা দেওয়া একটি পিটিশনে দাবি করা হয়েছে, যেখানে এখন মসজিদ রয়েছে, সেখানে একসময় হরিহর মন্দির ছিল। হিন্দু পক্ষের এক আইনজীবীর দাবি, ১৫২৯ সালে মুঘল সম্রাট বাবর সেখানে মন্দিরটি ধ্বংস করেছিলেন। তার পরেই গড়ে ওঠে মসজিদ (Shahi Jama Masjid)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Delhi High Court: পার্কের একাংশ দখল করে রেখেছে জামা মসজিদ! অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

    Delhi High Court: পার্কের একাংশ দখল করে রেখেছে জামা মসজিদ! অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: জামা মসজিদের সামনে রয়েছে একটি পার্ক। সেই পার্কটির একটা বড় অংশ দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। পুরসভা পার্কটির দখল না নেওয়ায় শুক্রবার অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আইন মোতাবেক জামা মসজিদের বেআইনি দখলদারি হঠাতে পুরসভাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এদিন মামলাটির শুনানি হয় দিল্লি আদালতের কার্যকরী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মিনি পুস্কর্মার ডিভিশন বেঞ্চে।

    আদালতের নির্দেশ

    উত্তর ও দক্ষিণ পার্ক দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। সেই পার্কেরই দখলদারি হটানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, দিল্লি পুরসভাকে অবিলম্বে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাবলিক পার্কের রাশ হারাতে পারে না পুরসভা। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে স্টেটাস রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত (Delhi High Court)। এই মামলার পরবর্তী শুনানি হবে ডিসেম্বরের ২১ তারিখে। দিন কয়েক আগে পুরসভা নির্দেশিকা জারি করে জানায়, জামা মসজিদের শাহিন গেটে, নর্থ পার্কে আমরা কাউকে প্রবেশ করতে দেব না।

    আদালতের প্রশ্ন

    এদিন সে ব্যাপারেও, পুরসভার প্রতি অসন্তোষ প্রকাশ করে আদালত। পুরসভা কর্তৃপক্ষ আরও জানিয়েছিলেন, মসজিদের ওজুখানার কাছেও পার্কে প্রবেশ করা যাবে না। সাউথ পার্কে যেসব বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলি আমরা ভেঙে দেব। পার্কের বাকি অংশ আমরা রক্ষণাবেক্ষণ করছি। বেঞ্চের প্রশ্ন, “আপনারা কীভাবে পার্কের দখলদারি হারালেন? আপনারা কীভাবে পার্কের রক্ষণাবেক্ষণ করতে পারেন? দিল্লি পুরসভা কীভাবে পার্কের নিয়ন্ত্রণ হারাতে পারে? একবিংশ শতাব্দীতে পাবলিক পার্কের দখল নেওয়া যায় না। আমরা পুলিশকে পার্কের দখল নেওয়ার নির্দেশ দেব। পার্কের পরিবেশ রক্ষার বিষয়েও আমরা জানতে চাই। আমরা শ্বাস নিতে পারছি না। আর আপনারা পার্ক দখলদার মুক্ত করতে পারছেন না! হয় পার্কটি আপনাদের এবং আপনারাই এর মালিক হবেন। তাই আপনারা এর অধিকার হারাতে পারেন না। পাবলিক পার্কের অধিকার নষ্ট হতে দেওয়া যায় না।”

    আরও পড়ুুন: ‘লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার নামে গিমিক করছেন’, তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, পার্কের একটা বড় অংশ দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছে। ই-রিক্সা চার্জিং পয়েন্টও করা হয়েছে। এসবই হয়েছে জামা মসজিদ এলাকায় থাকা এই পার্কে। এনিয়ে আদালতের (Delhi High Court) দ্বারস্থ হন স্থানীয় এক বাসিন্দা।

     

  • Jama Masjid: মহিলাদের ‘একা’ প্রবেশে নিষেধাজ্ঞা! বিতর্কিত নোটিশ প্রত্যাহারে রাজি জামা মসজিদ

    Jama Masjid: মহিলাদের ‘একা’ প্রবেশে নিষেধাজ্ঞা! বিতর্কিত নোটিশ প্রত্যাহারে রাজি জামা মসজিদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির জামা মসজিদে (Jama Masjid) মহিলারা যেতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছিলেন মসজিদ কর্তৃপক্ষ। তার পরেই হইচই পড়ে যায় দেশজুড়ে। মসজিদ কর্তৃপক্ষকে এ নিয়ে নোটিশও পাঠায় দিল্লির (Delhi) মহিলা কমিশন। তার পরেও অবশ্য পিছু হটেননি মসজিদ কর্তৃপক্ষ। শেষমেশ জট খুলল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার হস্তক্ষেপে। তিনি কথা বলেন জামা মসজিদের শাহি ইমামের (Shahi Imam) সঙ্গে। মহিলাদের মসজিদে ঢোকার নির্দেশিকা প্রত্যাহার করতে তাঁকে অনুরোধ করেন। তার পরেই মসজিদ কর্তৃপক্ষ ওই নির্দেশিকা প্রত্যাহার করে নেন। সূত্রের খবর, ইমাম বুখারিও ওই নির্দেশিকা প্রত্যাহারে সম্মত হয়েছেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে। তাতে বলা হয়েছে, দর্শনার্থীদের মসজিদের পবিত্রতা বজায় রাখতে হবে।

    জামা মসজিদের নোটিশ…

    দিল্লির জামা মসজিদ (Jama Masjid) কর্তৃপক্ষ মসজিদের প্রধান ফটকের বাইরে একটি নোটিশ টাঙায়। তাতে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়। কোনও মহিলা একাই আসুন কিংবা দলবদ্ধভাবে আসুন, তাঁরা কেউই প্রবেশ করতে পারবেন না মসজিদে। তার পরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। প্রবল বিতর্কের মুখে পড়ে মসজিদের শাহি ইমাম বৃহস্পতিবার জানিয়ে দেন, যাঁরা প্রার্থনার জন্য মসজিদে আসবেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়।

    মসজিদের (Jama Masjid) মূল গেটের সামনে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে যে নোটিশ টাঙানো হয়েছিল, তাতে নোটিশ ইস্যুর কোনও তারিখ দেওয়া ছিল না। দিন কয়েক আগে তিনটি ফটকের সামনে ওই নোটিশ ঝুলতে দেখা যায়। তার পরেই শুরু হয় বিতর্ক। মসজিদ কমিটির তরফে জারি করা নোটিশে বলা হয়েছে, কোনও মহিলা যদি একা আসেন কিংবা দলবদ্ধভাবেও আসেন, তাহলেও তাঁরা মসজিদে ঢুকতে পারবেন না। প্রসঙ্গত, দিল্লির জামা মসজিদ তৈরি হয়েছি মুঘল আমলে, সপ্তদশ শতাব্দীতে। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন মসজিদ দর্শনে।

    আরও পড়ুন: জামা মসজিদে মেয়েদের ‘একা’ ঢোকায় নিষেধাজ্ঞা! ‘‘এটা ইরান নাকি?’’ তোপ মহিলা কমিশনের

    মসজিদ (Jama Masjid) কমিটির ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয় বিশ্ব হিন্দু পরিষদের তরফেও। মসজিদ কমিটির ওই সিদ্ধান্তকে ‘মহিলা বিরোধী’ বলেও দাবি করে বিশ্ব হিন্দু পরিষদ। এই বিষয়ে তারা দাবি করে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ। পরে মসজিদ কমিটিকে নোটিশ পাঠায় দিল্লির মহিলা কমিশনও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jama Masjid: জামা মসজিদে মেয়েদের ‘একা’ ঢোকায় নিষেধাজ্ঞা! ‘‘এটা ইরান নাকি?’’ তোপ মহিলা কমিশনের

    Jama Masjid: জামা মসজিদে মেয়েদের ‘একা’ ঢোকায় নিষেধাজ্ঞা! ‘‘এটা ইরান নাকি?’’ তোপ মহিলা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলারা মসজিদে (Jama Masjid) একা যেতে পারবেন না। সম্প্রতি এমনই নির্দেশ জারি করেছে দিল্লির জামা মসজিদ। আর এই নির্দেশিকা আসার পরই, এই সিদ্ধান্তের বিরুদ্ধে মসজিদকে নোটিস পাঠাল দিল্লির মহিলা কমিশন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি লিখে মসজিদে মহিলাদের একা প্রবেশ নিষিদ্ধ করার বিষয় ক্ষোভ উগরে দিয়েছেন।

    স্বাতী ট্যুইটে ক্ষোভ উগরে দেন 

    ট্যুইটারে স্বাতী মালিওয়াল লিখেছেন, ‘”জামা মসজিদে (Jama Masjid) মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত একেবারেই ঠিক না। এক জন পুরুষের যেমন উপাসনার অধিকার আছে, তেমনই এক জন নারীরও আছে। আমি জামা মসজিদের ইমামকে নোটিস পাঠিয়েছি। উপাসনা কেন্দ্রে মহিলাদের এ ভাবে প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই।”

     

    স্বাতী আরও বলেন, “এটা ইরান নাকি? যে মহিলাদের সঙ্গে অসম আচরণ করা হবে, আর কেউ কিছু বলবে না!”  

    জামা মসজিদের (Jama Masjid) জনসংযোগ আধিকারিক সাবিউল্লাহ খান এর জবাবে বলেন, “মসজিদ কর্তৃপক্ষের সিদ্ধান্তে কোনও ভুল নেই। এই সিদ্ধান্ত লিঙ্গবিদ্বেষমূলক নয়। পরিবারের সঙ্গে বা স্বামীর সঙ্গে এলে মহলাদের মসজিদে কোনও বাধা থাকবে না। মসজিদ চত্বরে অশোভন কাজকর্ম যাতে না হয়, তাই এই সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, “মহিলাদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা নেই। অনেক সময়ই দেখা যায়, মহিলারা একা এলে অনেক অশোভন কাজকর্ম হয়। তাঁরা টিকটক ভিডিয়ো রেকর্ড করেন, নাচগান করেন। পরিবার বা দম্পতিদের মসজিদে প্রবেশে কোনও বাধা নেই।মসজিদকে মহিলা-পুরুষদের মিলনক্ষেত্র বানানোটা ঠিক নয়।”

    আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন! এবার কি সুপ্রিম দুয়ারে যাবে রাজ্য সরকার?

    বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের (Jama Masjid) তীব্র সমালোচনা করা হয়েছে। এই সিদ্ধান্তকে ‘মহিলা-বিরোধী’ বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share