Tag: Jammu-Kashmir Election

Jammu-Kashmir Election

  • Jammu-Kashmir Election: বছর শেষেই ভোট ভূস্বর্গে? কাশ্মীরে নির্বাচন নিয়ে বড় মন্তব্য রাজনাথের

    Jammu-Kashmir Election: বছর শেষেই ভোট ভূস্বর্গে? কাশ্মীরে নির্বাচন নিয়ে বড় মন্তব্য রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে বিধানসভা নির্বাচন (Assembly polls) হতে পারে ভূস্বর্গে। দু’দিনের সফরে জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। যোগ দেন জম্মুর (Jammu) একটি অনুষ্ঠানে। সেখানেই বছর শেষে বিধানসভা ভোটের ইঙ্গিত দেন রাজনাথ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সকলে প্রস্তুত থাকুন। বছর শেষে বিধানসভার ভোট করানোর ভাবনা আছে।

    আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে ভোট নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত নাড্ডার

    ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরে রদ হয় ৩৭০ ধারা (Article 370)। যার জেরে ভূস্বর্গ হারায় তার বিশেষ মর্যাদা। সেদিনই রাজ্যকে ভাগ করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল— জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) ও লাদাখ (Ladakh) গঠন করা হয়। সেখানে অবশ্য কোনও বিধানসভা রাখা হয়নি। এর পর নাশকতা দমনে কোমর কষে নামে কেন্দ্র। মেরুদণ্ড ভেঙে যায় জঙ্গিদের। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা বাদ দিলে কাঙ্খিত শান্তি ফেরে কাশ্মীরে।

    আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে জামাত অনুমোদিত স্কুল বন্ধ করল সরকার, কেন জানেন?

    ভূস্বর্গে জঙ্গিদের বাড়বাড়ন্ত কমতেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয় নরেন্দ্র মোদির (Modi) সরকার। সেইমতো শুরু হয় সীমানা পুনর্বিন্যাসের (Delimitation) কাজ। সম্প্রতি শেষ হয় সেই কাজ। জমা পড়েছে রিপোর্টও। উপত্যকায় বিধানসভার আসন সংখ্যা ৯০টি। এর মধ্যে জম্মুতে রয়েছে ৪৩টি, কাশ্মীরে ৪৭।

    ডিলিমিটেশন কমিশনের সুপারিশ মতো নির্বাচন কমিশন নতুন বিধানসভা ভিত্তিক মানচিত্র তৈরির কাজ শুরু করতে চলেছে। এই কাজ শেষ হওয়ার আগেই হয়ে যাবে ভোটার তালিকা সংশোধনের কাজ। সেই কাজটি যথেষ্টই কঠিন। কারণ আগের বিধানসভাগুলি লোপ পেয়েছে। তাই ওই বিধানসভাগুলির ভোটারদের নাম তুলতে হবে নয়া কেন্দ্রে।

    সূত্রের খবর, ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিককে ভোটার তালিকা সংশোধনের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) রাজীব কুমার। ওই কাজ শেষ হলেই হবে উপত্যকায় বিধানসভা নির্বাচন। যার ইঙ্গিত এদিন মিলল প্রতিরক্ষামন্ত্রীর কথাতেই।

    আরও পড়ুন : কাশ্মীরি পণ্ডিতদের অন্যত্র সরানোর দাবি খারিজ জম্মু-কাশ্মীর সরকারের

     

LinkedIn
Share