Tag: Jamshedpur FC

Jamshedpur FC

  • ISL 2023-24: জামশেদপুরকে তিন গোলে হারিয়ে লিগের দু’নম্বরে উঠে এল মোহনবাগান

    ISL 2023-24: জামশেদপুরকে তিন গোলে হারিয়ে লিগের দু’নম্বরে উঠে এল মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে জামশেদপুর এফসিকে একপ্রকার খড়কুটোর মত উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সবুজ মেরুনের বিদেশি ত্রিফলার আক্রমণে দিশেহারা হয়ে গেল খালেদ জামালের দল। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর করা গোলে ৩-০ গোলে ম্যাচ জিতল মোহনবাগান। এই জয়ের ফলে আইএসএল (ISL 2023-24) পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এল তারা। অ্যান্তোনিও লোপেজ হাবাসের লক্ষ্য এবার শীর্ষস্থান। সামনে শুধুই ওড়িশা। লড়াই যদিও কঠিন। এর জন্য সব ম্যাচই জিততে হবে তাদের।

    দুরন্ত ছন্দে মোহনবাগান

    শুক্রবার যুবভারতীতে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এ দিন সাত মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন মোহনবাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস। দ্বিতীয়ার্ধে, ৬৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন তাঁর স্বদেশীয় বিশ্বকাপার জেসন কামিন্স। দু’জনেরই মোট গোলের সংখ্যা দাঁড়াল সাত (ISL 2023-24)। ৮০ মিনিটের মাথায় তৃতীয় গোল করে দলের দশম জয় সুনিশ্চিত করেন পরিবর্ত হিসেবে নামা আলবানীয় স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। এ দিন প্রথমার্ধে দুই দল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে কলকাতার দ্বিতীয় গোল করার পরই খেলা থেকে কার্যত হারিয়ে যায় জামশেদপুর এফসি। প্রথমার্ধে দু’টি শট লক্ষ্যে রাখলেও দ্বিতীয়ার্ধে একটিও শট গোলে রাখতে পারেনি তারা। কামিন্সের গোলের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরিই নিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। নতুন বছরে লিগে (ISL 2023-24) এই প্রথম হারল ইস্পাতনগরীর দল। অন্য দিকে, ২০২৪-এ এই নিয়ে টানা ছয়টি আইএসএল ম্যাচে অপরাজিত রইল সবুজ-মেরুন বাহিনী, যার মধ্যে চারটিতে জয়।

    লিগ টেবিলে কে কোথায়

    সাপ-লুডোর খেলা চলছে লিগ (ISL 2023-24) টেবিলে। চলতি লিগের দশম জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি-কে টপকে টেবলের দু’নম্বরে চলে এল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। একটি ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে দু’পয়েন্ট এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে ওড়িশা এফসি। তবে মোহনবাগানের সমান সংখ্যক ম্যাচ খেলে ৩২ পয়েন্ট পেয়ে মুম্বইয়ের দল রয়েছে তিন নম্বরে। শনিবার পঞ্জাব এফসি-কে হারাতে পারলে মুম্বই সিটি এফসি ফের মোহনবাগানকে পিছনে ফেলে পৌঁছে যাবে দু’নম্বরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    Mohun Bagan: প্রথম দল হিসেবে আইএসএলে টানা চার ম্যাচ জিতে ইতিহাস গড়ল মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আইএসএলের শীর্ষস্থান ধরে রেখে রেকর্ড গড়ল সবুজ মেরুন দল। বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। পিছিয়ে পড়েও বিপক্ষের মাঠে দুর্দান্ত ভাবে ফিরে এলেন লিস্টনরা। মোহনবাগানের হয়ে গোল করেন আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি। টানা চার ম্যাচ জিতে আইএসএল-এর ইতিহাসে রেকর্ড গড়ল মোহনবাগান। প্রথম কোনও দল টানা চার ম্যাচ জয়ের নজির সৃষ্টি করল আইএসএল-এর ইতিহাসে। এই জয়ের ফলে, পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখে অবিচল থাকল সবুজ মেরুন।

    জামশেদপুরের রং সবুজ মেরুন (Mohun Bagan)

    বুধবার প্রথম থেকেই ম্যাচে জামশেদপুর আক্রমণাত্মক ছিল। খেলার গতি ছিল বেশ তীব্র। টানটান উত্তেজনায় বল তাঁদের পায়ে পেয়েই ছিল। মাত্র সাত মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় জামশেদপুর। কিন্তু গোল খেয়েই আক্রমণে তেজ বাড়ায় মোহনবাগান (Mohun Bagan)। খেলার ২৯ মিনিটের মাথায় সাহাল এবং মনবীরের দুরন্ত পাসে গোল করেন সাদিকু। বিরতির পর খেলার গতিকে আরও তীব্র করে মোহনবাগান। গোটা মাঠ জুড়ে সবুজ মেরুনদের দখলে চলে যায় বল। ৫০ মিনিটের মাথায় গোল করেন লিস্টন। রীতিমতো ডিফেন্ডারদের পাশ কাটিয়ে বল ঢুকিয়ে দেন গোলে। ৭০ মিনিটের মাথায় জামশেদপুরের গোলকিপার টিপি রেহনেশ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৭৩ মিনিটের মাথায় কিয়ান নাসিরি নেমে দুরন্ত গোল করেন। এই খেলায় ৮৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় জামশেদপুর। সেখান থেকে একটি গোল করে স্টিভ আম্বরি। শেষের ২৫ মিনিটে জামশেদপুরের পক্ষে ম্যাচে ভারসাম্য ফেরানো আর সম্ভব হয়নি। সবুজ মেরুনের কোচ জুয়ান বলেন, খেলোয়াড়দের খেলায় আমি খুব আনন্দিত। আগামী দিনে ওঁরা আরও ভালো খেলবে।

    প্রতিকূল ছিল ম্যাচ   

    বুধবার খেলায় দলের তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। ফলে ম্যাচ ছিল মোহনবাগানের পক্ষে প্রতিকূল। ম্যাচে এদিন ছিলেন না বুমোস। জ্বরে আক্রান্ত ছিলেন কামিন্স। সেই সঙ্গে চোট লেগেছিল ডিফেন্ডার আনোয়ার আলির। কিন্তু জয় দলের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। আইএসএলে মোহনবাগানের (Mohun Bagan) পরবর্তী ম্যাচ ২ ডিসেম্বর। মাঝে ২৭ নভেম্বর এফসি-র বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ রয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share