Tag: Jaya bachchan

Jaya bachchan

  • Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    Jaya Bachchan: জয়া বচ্চন প্রথমে আসতেই চাননি সিনেমা জগতে, জানেন সেই কাহিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেক মানুষেরই নিজস্ব প্রিয় পেশা বেছে নেওয়ার একটা ইচ্ছে থাকে। কারও সেই স্বপ্ন পূরণ হয়, আবার কারও হয়ে ওঠে না। তেমনই জানা গেল, কালজয়ী স্বর্ণযুগের অভিনেত্রী জয়া বচ্চন প্রথমে সিনেমা জগতে আসতে চাননি। বরং তাঁর (Jaya Bachchan) ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগদান করার। কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। সম্প্রতি একটি পডকাস্ট শো-তে এসে তিনি এমনটাই জানালেন সবার সামনে।

    কী জানিয়েছেন তিনি? (Jaya Bachchan)

    বচ্চন-নাতনি নভ্যা নন্দার ভিডিও পডকাস্টের নতুন এপিসোড মুক্তি পেয়েছে। সেখানেই গেস্ট হিসেবে তাঁর মা শ্বেতা নন্দা ও দিদা জয়া বচ্চনের সাথে যোগ দিয়েছিলেন অগস্ত নন্দা। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয় করেছেন অগস্ত। এই পডকাস্ট অনুষ্ঠানে এসে নানা লিঙ্গ বৈষম্য নিয়ে কথা উঠতেই জয়া বচ্চন বলেন, “আমাদের সময় কলেজে কিছু কোর্স ছিল, যেগুলো শুধু ছেলেদের জন্য, আবার মেয়েদের জন্য আলাদা কিছু কোর্স ছিল। সেই সময় যদি কোনও ছেলেকে সরিয়ে কোনও মেয়ে ড্রাইভ করত, তাহলে সেটা খারাপ চোখে দেখা হত। অন্তত আজকের দুনিয়াটা আগের মতো নেই, মানসিকতা অনেকটা এগিয়েছে।’ এই প্রসঙ্গে কথা হতেই তিনি (Jaya Bachchan) আরও বলেন, “প্রথমে আমার অভিনয় করার কোনও ইচ্ছা ছিল না, আমি চেয়েছিলাম সেনাবাহিনীতে যোগদান করতে। কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি। কারণ তখন সেনাবাহিনীতে মহিলাদের কেবল নার্স হিসেবেই নেওয়া হত, সেনা হিসেবে নয়।’

    জয়া বচ্চনের অভিনয় জীবনের শুরু (Jaya Bachchan)

    অনেক ছোট বয়স থেকেই জয়া বচ্চন অভিনয় জগতে প্রবেশ করেন। ১৯৭১ সালে  প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁকে (Jaya Bachchan) প্রথম ‘গুড্ডি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।  আবার সম্প্রতি ২০২৩ সালে তাঁকে ‘রকি অর রানি কী প্রেম কাহানি’ তে অভিনয় করতে দেখা গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: খবর নাকি সত্যি। সত্যিই বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের কারণেই নাকি মেয়ে আরাধ্যাকে নিয়ে ‘জলসা’ ছেড়েছেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। শাশুড়ি জয়া বচ্চন নিজের নাতিনী এবং বৌমার সঙ্গে বহু বছর ধরে নাকি কথা বলেন না। এমনকি একে অপরের সামনে উপস্থিতও হন না। বাবা হিসাবে অভিষেক কন্যা এবং স্ত্রীর প্রতি নাকি খুব একটা আনুগত্য নন। তাই মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়লেন গেলেন বিশ্বসুন্দরী। তাহলে কি এবার বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ সঞ্চার হল? ঠিক ভক্তদের মনে এই কথাই উঠছে বারবার। 

    জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan)?

    গত ১ নভেম্বর নিজের জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। পরিবারের বাকি লোকজন তাঁর জন্মদিনে খুব একটা উচ্ছ্বাস দেখায়নি বলে খবর। সামজিক মাধ্যমে অভিষেক শুভ জন্মদিন লিখে কেবল মাত্র দায় সেরেছেন। সেই সময় থেকেই ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কের মধ্যে তিক্ততা ধরা পড়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি অমিতাভ বচ্চন নিজের মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ বাংলো লিখে দেন। এরপর থেকেই জানা যায় ঐশ্বর্য এবং শ্বেতার সম্পর্ক খুব একটা মধুর নয়। তবে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসলেও ঐশ্বর্য-অভিষেকের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নয়, ফলে মনোমালিন্য স্পষ্টত।

    ১৬ বছরের দাম্পত্য

    ২০০৭ সাল থেকে ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে বিবাহ সম্পর্কের সূচনা হয়েছিল। নিজের পরিচয়ের সঙ্গে ঐশ্বর্য বচ্চন পরিবারের ‘বচ্চন বহু’ নামে পরিচিতি লাভ করেছিলেন। আজ পর্যন্ত ১৬ বছর হয়ে গেল বলিউডের কোনও অনুষ্ঠানে একক ভাবে ঐশ্বর্যকে দেখা যায়নি। সবসময় অভিষেককে দেখা যেত। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই ছন্দের পতন ঘটেছে। ঐশ্বর্য-অভিষেকের ভক্তরা এবার নিশ্চিন্তে থাকতে পারছেন না কারণ শোনা যাচ্ছে দিল্লি থেকে ননদ শ্বেতা বচ্চন এবার থেকে বচ্চন পরিবারের মধ্যে থাকতে শুরু করেছেন। সূত্রে আরও জানা গিয়েছে গত একবছর ধরে জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক একদম ভাল নেই ঐশ্বর্যর। ‘জলসা’য় চলেছে চরম অশান্তি। তবে সম্পর্ক তালানিতে ঠেকলেও পরিবারের প্রতি যে বৌয়ের দায়িত্ব পালনে অভাব রাখছেন না ঐশ্বর্য। গত শুক্রবার সকালে ধীরুভাই অম্বানির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে এক সঙ্গেই দেখা গিয়েছে ঐশ্বর্যকে। উল্লেখ্য শ্বেতার ছেলে অভিনীত ‘দ্য আর্চিজ’ ছবির প্রিমিয়ামে গোটা পরিবারকে দেখা গেলেও, ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সঙ্গে পরিবারের কথাবার্তা, আলাপচারিতার মধ্যে দূরত্ব লক্ষ্য করা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    Amitabh-Jaya Bachchan: কেবিসি ১৪-এর সেটে কেঁদে ফেললেন ‘বিগ বি’! কী এমন হল…

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’ নিয়ে বর্তমানে ব্যস্ত বিগ বি (Big B)। এই ১৪ সিজনের আসন্ন একটি পর্ব ধামাকাদার হতে চলেছে যা একটি প্রোমো দেখেই বোঝা গিয়েছে। আগামী ১১ অক্টোবর কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ৮০ বছরে পা রাখতে চলেছেন তিনি। আর তার আগে বার্থ ডে স্পেশ্যাল এপিসোড শ্যুট করা হয় কেবিসি-র সেটে। আর সেখান থেকেই এল বড় চমক। এই প্রোমো তে বিগ বি-এর চোখে জলও দেখা গিয়েছে। তাই তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে যে, সেটে কী এমন হল যে তিনি কান্নায় ভেঙে পড়লেন?  

    আরও পড়ুন: চোল রাজত্বকালে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল না, দাবি অভিনেতা কমল হাসানের

    তাঁর জন্মদিনকে বিশেষ বানাতে চ্যানেলের তরফে এক উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাই কেবিসি-এর নির্মাতারা অভিনেতার জন্য জয়া (Amitabh-Jaya Bachchan) এবং অভিষেক বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে একটি বিশেষ চমক দেওয়ার পরিকল্পনা করেন। সেই সূত্রেই দুই জনের সেটে আসা। ইতিমধ্যেই ওই বিশেষ এপিসোডের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, শো চলাকালীন আচমকা অন্তিম হুটার বেজে উঠছে। বিষয়টিতে চমকে উঠছেন অমিতাভও। প্রশ্ন করছেন, “একটু তাড়াতাড়িই শো শেষ হয়ে গেল না?” সঞ্চালক সহ দর্শকরা সবাই অবাক, আর তখনই হটসিটে বসে থাকা অভিষেক বচ্চন বলেন, “সারপ্রাইজ, বুলা লেতে হ্যায় জো রিশতে মে হমারি মা লগতি হ্যায়।“ 

    [insta]https://www.instagram.com/p/Cje6OfSsZzf/?utm_source=ig_web_copy_link[/insta]

    জয়া বচ্চনকে সেটে দেখে সত্যিই অবাক হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh-Jaya Bachchan)। তিনি তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁকে (Amitabh-Jaya Bachchan) জড়িয়েও ধরেন। প্রোমোতে আরও দেখা যায়, হট সিটে বসে জয়া বলেন, “ওঁর ব্যাপারে একটা বিষয় সকলের জানা উচিত…।” এরপরেই টিস্যু দিয়ে চোখের জল মুছতে দেখা যায় অমিতাভকে। কী এমন বললেন জয়া যে অমিতাভ বচ্চনের চোখে জল? কেন বা কোন কথায় তাঁর চোখে জল, এই বিষয়টি প্রোমো তে চ্যানেলের তরফে ধোঁয়াশা রাখা হয়েছে। ফলে ১১ অক্টোবর পর্বটি চ্যানেলে প্রচার হওয়ার পরেই বিগ বি-এর কান্নার পিছনের কারণ জানা যাবে। 

LinkedIn
Share