Tag: Jeff Bezos

Jeff Bezos

  • Amazon Job: ট্যুইটার-মেটার পর এবারে কর্মী ছাঁটাই অ্যামাজনেও! কাজ হারাতে পারেন কত জন কর্মী?

    Amazon Job: ট্যুইটার-মেটার পর এবারে কর্মী ছাঁটাই অ্যামাজনেও! কাজ হারাতে পারেন কত জন কর্মী?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটার, ফেসবুকের গণছাঁটাইয়ের পর এবারে অ্যামাজনেও হবে কর্মী ছাঁটাই (Amazon Job)। এমনটাই খবরে উঠে এসেছে, ইলন মাস্ক ও মার্ক জুকারবার্গের দেখানো পথেই হাঁটতে চলেছেন অ্যামজনের মালিক জেফ বেজোসও । সূত্রের খবর অনুযায়ী, অ্যামাজন লোকসানে চলছে, আর তার ফলেই এমন পদক্ষেপ নিতে চলেছে। প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে এই সংস্থা। আর এই সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাই।

    ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করলে কর্মী ছাঁটাই করবেন এই খবর আগের থেকেই শোনা গিয়েছিল। কিন্তু অ্যামাজনের কর্মী ছাঁটাইয়ের খবর আচমকা উঠে আসায় টেক মহলে ফের আশঙ্কার সৃষ্টি হয়েছে (Amazon Job)। আরও জানা গিয়েছে, যদি অনুমান মত অ্যামাজনে ১০ হাজার কর্মীই ছাঁটাই করা হয়, তবে এটি এই সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে। বিশ্বজুড়ে এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। ফলে এই পরিমাণ ছাঁটাইয়ে ১৬ লক্ষ কর্মীর মাত্র ১ শতাংশই ছাঁটাই করার পরিকল্পনা করছে অ্যামাজন।

    কর্মী ছাঁটাইয়ের পিছনে কারণ কী?

    কয়েকদিন আগেই অ্যামাজনের তরফে জানানো হয়েছিল যে, চলতি বছরে উৎসবের মরশুমে (বড়দিন এবং নববর্ষ) সংস্থার ব্যবসার পরিমাণ আগের তুলনায় হ্রাস পাবে (Amazon Job)। যেখানেই এই সময়কালেই সংস্থার সবথেকে বেশি আয় হত আগের বছরগুলিতে। কিন্তু এবছর তার উল্টো হতে চলেছে। আর এই পরিস্থিতিতে সংস্থার আয় কমার সতর্কবার্তার পরই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যামাজন। অ্যামাজনের থেকে আরও জানানো হয়েছে, আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। গ্রাহকদের কাছে খরচ করার মত টাকাও নেই। উল্লেখ্য, এই বছরে অ্যামাজনের শেয়ারের মূল্য এ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। এরপর অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্যিক মন্দার ফলেই অ্যামাজনে কর্মী ছাঁটাই করা হচ্ছে।

    কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে অনুমান করা হয়েছে?

    জানা গিয়েছে, বেশিরভাগই ই-কমার্স সংস্থার ডিভাইস ইউনিটের কর্মীদের ছাঁটাই করা হবে (Amazon Job)। এই ইউনিটেরই ‘প্রোডাক্ট’ ভয়েস অ্যাসিস্টেন্ট অ্যালেক্সা। এছাড়া সংস্থার রিটেল বিভাগ এবং হিউম্যান রিসোর্স বিভাগেও কর্মী ছাঁটাই করা হবে।

    প্রসঙ্গত উল্লেখ্য, আগের সপ্তাহে ট্যুইটার প্রায় ৫০ শতাংশ ও মেটা প্রায় ১১০০০ হাজার কর্মী ছাঁটাই করেছে। অর্থাৎ ১৩ শতাংশ কর্মী সরানো হয়েছে ফেসবুক থেকে। তবে অ্যামাজন সেই পরিমাণ ছাঁটাই না করলেও একটি বড় অংশ বাদ যাবে, সূত্রের খবর।

  • IPL Media Rights: আইপিএলের স্বত্ব কেনার লড়াই থেকে সরে দাঁড়াল অ্যামাজন!

    IPL Media Rights: আইপিএলের স্বত্ব কেনার লড়াই থেকে সরে দাঁড়াল অ্যামাজন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবছর আইপিএলের (IPL) স্বত্বের চ্যুক্তি শেষ হয়েছে স্টারের (Star)। আইপিলের সম্প্রচার স্বত্ব (IPL Media Rights) নিয়ে বিতর্কের শেষ নেই। কোন চ্যানেলে দেখানো হবে আইপিএল তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। স্বত্ব কেনার লড়াইয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল অ্যামাজনের কর্ণধার জেফ বেজোস (Jeff Bezos) এবং মুকেশ আম্বানির। কিন্তু বৃহত্তম সংস্থা অ্যামাজন স্বত্ব কেনার প্রতযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। দরপত্রও তুলেছিল অ্যামাজন (Amazon)। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। আইপিএলের মিডিয়া রাইটসের নিলামে অংশ নিচ্ছে না অ্যামাজন। সবচেয়ে বেশই দর হাঁকার আশা ছিল এই সংস্থার থেকেই। কিন্তু হঠাতই লড়াই থেকে সরে দাঁড়ায় তারা। শুক্রবার মুম্বাইয়ে বিডারদের আসরে দেখা যায়নি ই-কমার্স সংস্থাটিকে।

    আরও পড়ুন: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    আইপিএলের বাইরেও রিলায়েন্স এবং অ্যামাজনের মধ্যে প্রায়শই বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। তাই অনেকেই মনে করেছিলেন আইপিএলের স্বত্ব কেনার দৌড়ে কড়া টক্কর দিতে দেখা যাবে এই দুই সংস্থাকে। কিন্তু সে গুড়ে বালি। লড়াইয়ের ময়দান থেকেই বিদায় নিল অ্যামাজন।

    আরও পড়ুন: হৃদ-মাঝারে হার্দিকরা, প্রথমবারেই আইপিএল খেতাব গুজরাতের

    অ্যামাজনের মতো গুগলও দরপত্র তোলার পরে আইপিএল স্বত্বের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া রাইটসের সব বিভাগে এবছর আলাদা আলাদা নিলাম হবে। কোনও একটি সংস্থাও কিনতে পারে সার্বিক স্বত্ব। আপাতত লড়াইয়ের ময়দানে টিকে আছে স্টার, রিলায়েন্সের সংস্থা ভায়াকম, সোনি এবং জি।  

    ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত আইপিএলের মিডিয়া স্বত্ব ছিল স্টারের হাতে। এর জন্যে স্টারকে বিসিসিআইকে দিতে হয়েছে ১৬,৩৪৭ কোটি টাকা। এবার  ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত পাঁচ বছরের টেলিভিশন স্বস্ত কিনতে হলে এর দ্বিগুণ টাকা দিতে হবে যেকোনও সংস্থাকে। কারণ এই কয়েক বছরে আইপিএলের দল সংখ্যা ও ব্র্যান্ড ভ্যালু অনেক গুণ বেড়ে গিয়েছে। তাই মিডিয়া রাইটসের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২,৮৯০ কোটি টাকা।

    ১২ জুন ১১টা থেকে শুরু হবে নিলাম। কতক্ষণ চলবে এই নিলাম তা এখনও জানা যায় নি। একের বেশি দিন ধরেও চলতে পারে লড়াই।

LinkedIn
Share