Tag: Jennifer Lopez

Jennifer Lopez

  • Ben Affleck-JLo Marriage: দীর্ঘ ২০ বছর সম্পর্কের পরিণতি! বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    Ben Affleck-JLo Marriage: দীর্ঘ ২০ বছর সম্পর্কের পরিণতি! বিয়ে করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘপ্রেমের পর এবারে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন হলিউড গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ (Jennifer Lopez) ও অভিনেতা বেন অ্যাফ্লেক (Ben Affleck)। বিগত ২০ বছরের ভালোবাসার সম্পর্কের কিছুটা ছিল মধুর ও কিছুটা তিক্ত। ২০০২ সালে ‘গিগলি’ সিনেমায় তাঁদের দেখা হয়েছিল এবং তারপর থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। তবেও তাতেও ছিল অনেক মান-অভিমান। পরে ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু আবারও জেনিফার-বেন তাঁদের পুরনো ভালোবাসার কাছেই ফিরে আসেন।

    সূত্রের খবর, লাস ভেগাসে শনিবার গভীর রাতে তাঁরা দুজন আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁরা যখন সম্পর্কে ছিলেন অনুরাগীরা তাঁদের একসঙ্গে ভালোবেসে ‘বেনিফার’ বলতেন। তাঁরা একসময় মিডিয়া সেনসেশন হয়ে উঠেছিলেন। কিন্তু তাঁদের বিচ্ছেদের পর ভক্তদেরও মন ভেঙে গিয়েছিল কিন্তু তঁদের আবার একসঙ্গে দেখে ও তাঁদের বিয়ে ঘিরে অনুরাগীদের মনে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: মারভেল সিরিজে দেখা যাবে বলিউড অভিনেতা ফারহান আখতারকে, উচ্ছ্বসিত ভক্তকুল

    জেনিফারের এটি চতুর্থ বিয়ে ও বেনের দ্বিতীয়। জেনিফারের প্রাক্তন বরের নামগুলো হল- ওজানি নোয়া (Ojani Noa), ক্রিস জুড (Cris Judd), মার্ক অ্যান্থনি (Mark Anthony)। মার্ক অ্যান্থনির সঙ্গে তাঁর দুটো যমজ সন্তানও রয়েছে। অন্যদিকে বেন জেনিফার গার্নারকে (Jeniffer Garner) বিয়ে করেছিলেন এবং তাঁদের তিনটি সন্তান রয়েছে। কিন্তু তাঁরা দুজনেই আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসে ২০১৯ সালে আবারও সম্পর্কে আসেন।

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার পক্ষ থেকে বেন ও জেনিফারের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। জেনিফারের হেয়ার স্টাইলিস্ট ক্রিস অ্যাপেলটাউন(Chris Appletown) তাঁর বিয়ের আগের একটি ভিডিও প্রকাশ করেন। যেখানে সাদা গাউন পরেছিলেন জনপ্রিয় পপ তারকা জেনি।

    [insta]https://www.instagram.com/reel/CgIaA1kAMlz/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: চড়ের শাস্তি, ১০ বছরের জন্য অস্কার মঞ্চে নিষিদ্ধ উইল স্মিথ

    এর মধ্যেই বিয়ের পর জেনিফার তার পদবি পরিবর্তন করে ফেলেছেন। তিনি হয়েছেন জেনিফার অ্যাফ্লেক। তাঁদের এত বছরের সম্পর্কে বিচ্ছেদ আসলেও তাঁরা একে অপরের কাছে পুনরায় ফিরে এসেছে এবং শেষপর্যন্ত তাঁদের ভালোবাসার সম্পর্ককে এক পরিণতি দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই হলিউডের দুই বিখ্যাত তারকা যুগলের এই বিয়ে নিয়ে বিশ্বজুড়ে এক উন্মাদনার সৃষ্টি হয়েছে। 

     

LinkedIn
Share