Tag: jharkhand government

jharkhand government

  • Amit Shah: “অনুপ্রবেশকারীদের আদিবাসী মহিলাদের বিয়ে করার অনুমতি দিচ্ছেন হেমন্ত”, তোপ শাহের

    Amit Shah: “অনুপ্রবেশকারীদের আদিবাসী মহিলাদের বিয়ে করার অনুমতি দিচ্ছেন হেমন্ত”, তোপ শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “অনুপ্রবেশকারীদের আদিবাসী মহিলাদের বিয়ে করার অনুমতি দিচ্ছেন ঝাড়খণ্ডের (Jharkhand Polls) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।” শনিবার ভোটমুখী ঝাড়খণ্ডের দুমকায় এক জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

    কাঠগড়ায় হেমন্ত (Amit Shah)

    রাজ্যের আদিবাসী জনসংখ্যা হ্রাসের জন্যও হেমন্তকে কাঠগড়ায় তোলেন শাহ। বলেন, “হেমন্ত সোরেন আদিবাসী জনসংখ্যা হ্রাসের জন্য দায়ী। কারণ তিনি অনুপ্রবেশকারীদের ঝাড়খণ্ডে ঢুকতে এবং আদিবাসী নারীদের বিয়ে করতে দিচ্ছেন। তারা এখানকার আদিবাসী ভূমি দখল করছে, যা আমরা হতে দেব না।” বিজেপির এই প্রবীণ নেতা বলেন, “হেমন্ত সোরেন কংগ্রেসের সমর্থনে পিছনের দরজা দিয়ে মুসলমানদের সংরক্ষণ দিতে চাইছেন। আমি সতর্ক করে দিচ্ছি যে বিজেপি হেমন্ত সোরেন ও রাহুল গান্ধীর এমন কোনও পরিকল্পনা সফল হতে দেবে না।”

    শাহি আশ্বাস

    রাজ্যের কোনও যুবককে যাতে চাকরির জন্য অন্যত্র যেতে না হয়, তাই বিজেপি ক্ষমতায় এলে যথেষ্ট শিল্প প্রতিষ্ঠার আশ্বাসও দেন তিনি (Amit Shah)। শাহ বলেন, “হেমন্ত সোরেন দুর্নীতি এবং অর্থ আত্মসাতে জড়িত ছিলেন। তবে তাঁকে ২৩ নভেম্বর বিদায় জানানো হবে। ক্ষমতার লোভ হেমন্ত সোরেনকে আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে বাধ্য করেছিল। এরাই ঝাড়খণ্ড সৃষ্টির বিরোধিতা করেছিল।”

    আরও পড়ুন: “সত্য প্রকাশিত হচ্ছে”, ‘দ্য সবরমতী রিপোর্ট’ ফিল্মের প্রতিক্রিয়ায় বললেন মোদি

    মধুপুরে দেওঘর জেলায় অন্য একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “কংগ্রেস পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মুসলমানদের সংরক্ষণ দিতে চায়। ঝাড়খণ্ড ইতিমধ্যেই সংরক্ষণের জন্য ৫০ শতাংশ সীমায় পৌঁছে গিয়েছে। যদি মুসলমানদের সংরক্ষণ দিতে হয়, তবে তা তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণির সংরক্ষণের কোটা থেকে কেটে নিতে হবে। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, যতদিন আমাদের একজনও সাংসদ থাকবেন, ততদিন আমরা মুসলমানদের সংরক্ষণ পেতে দেব না।”

    তিনি বলেন, “এই নির্বাচন একজন বিধায়ক বা একটি দল নির্বাচিত করার জন্য নয়। এটি হেমন্ত সোরেনকে সরিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী আনার জন্য নয়। এই নির্বাচন ঝাড়খণ্ডের (Jharkhand Polls) নারী, যুবক এবং পিছিয়ে থাকা শ্রেণির ভবিষ্যৎ গড়ার জন্য (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Jharkhand School: গরমে ছুটি নয়, তীব্র তাপপ্রবাহে স্কুলের সময় এগিয়ে এনেছে ঝাড়খণ্ড সরকার

    Jharkhand School: গরমে ছুটি নয়, তীব্র তাপপ্রবাহে স্কুলের সময় এগিয়ে এনেছে ঝাড়খণ্ড সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে তাপপ্রবাহে একেবারে নাজেহাল অবস্থা। গতকাল শনিবার ঝাড়খণ্ডের (Jharkhand School) ডাল্টনগঞ্জে ছিল সব থেকে বেশি গরম। এখানে তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তাই এই তীব্র তাপপ্রবাহের কারণ মাথায় রেখে স্কুলের সময় পরিবর্তন করে দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে ঝাড়খণ্ড সরকার। তবে স্কুল ছুটি হচ্ছে না কিন্তু সোমবার সকাল থেকে ৭ টায় ক্লাস শুরু করার কথা জানিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশিকা আসা না পর্যন্ত এই নির্ধারিত সময়েই স্কুল চলবে। অপর দিকে বাংলায় সোমবার থেকেই স্কুলে গরমের ছুটি শুরু।

    ঝাড়খণ্ড শিক্ষা দফতর সূত্রে খবর (Jharkhand School)

    শনিবার ঝাড়খণ্ড শিক্ষা দফতর (Jharkhand School) থেকে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে ২২ এপ্রিল থেকে রাজ্যের সকল স্কুলের শিশুদের ক্লাস শুরু হবে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এই সময়ে চলবে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস। ওপর দিকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস চলবে সকাল ৭টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত। এই নির্দেশিকা ঝাড়খণ্ডের সমস্ত সরকারি, বেসরকারি সকল স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছে শিক্ষা দফতর। নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল চলাকালীন সময়ে খোলা আকাশ বা রোদে কোথাও প্রার্থনা করা যাবে না। ছাত্রছাত্রীদের কোথাও দাঁড় করানো যাবে না। তবে স্কুলে মিড ডে মিল আগের মতো পাওয়া যাবে। তবে যদি শিক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে ক্ষতি হয় তাহলে শিক্ষা মন্ত্রক প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হেবে বলে জানিয়েছে।

    আরও পড়ুনঃ “বাম-কংগ্রেস একই মুদ্রার এপিঠ-ওপিঠ”, তোপ প্রধানমন্ত্রীর

    তাপপ্রবাহের সতর্কতা

    ইতি মধ্যে মৌসম ভবন ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ঝাড়খণ্ডের (Jharkhand School) ১৫টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা সর্বত্র থাকবে ৪০ ডিগ্রির উপরে। এই রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত। ওপর দিকে এই বাংলায় কয়েকদিন ধরে ব্যাপক তাপপ্রবাহ চলছে। বাঁকুড়ায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল শনিবার। আবহাওয়া দফতর থেকে লালা সতর্কতা জারি করা হয়েছে এই রাজ্যের আটটি জেলায়। বাংলায় স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামী সোমবার থেকে গরমের ছুটি শুরু হবে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত কবে খোলা হবে তা জানা যায়নি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share