Tag: jihadi

jihadi

  • Assam: অসম এসটিএফের জালে আরও এক ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, ধৃত আনসারুল্লা বাংলার সদস্য

    Assam: অসম এসটিএফের জালে আরও এক ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, ধৃত আনসারুল্লা বাংলার সদস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অসমে (Assam) এসটিএফের জালে ১ সন্দেহভাজন। এই ধৃত ব্যক্তি আনসারুল্লা (Ansarullah) বাংলা টিমের সদস্য বলে দাবি তদন্তকারী অফিসারদের। তাকে আগেই মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করেছিল পুলিশ। বাংলাদেশের রাজশাহী জেলার শাদ রাডি ওরফে সাব শেখকেও অসমে পাঠানো হয়েছে জেহাদি সংগঠনের কাজের বিস্তারের জন্য। তার সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল। সেই সূত্র ধরে অভিযান চালানো হয়েছিল। উল্লেখ্য আগে ২১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল অসম এসটিএফ।

    অভিযুক্ত আনসারুল্লা বাংলা টিমের সদস্য (Assam)

    অসম (Assam) এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধুবিড়িতে একটি অভিযান চালিয়ে এই জেহাদিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম জাহের আলি। অভিযুক্ত আনসারুল্লা বাংলা টিমের সদস্য। আগে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে জাহের আলি সম্পর্কে তথ্য জোগাড় করা হয়েছিল। জাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়। জেরায় তার বয়ানে অমিল পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তবে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এখন তার কাছ থেকে পাওয়া তথ্য আরও জানার চেষ্টা করছে। দেশের একাধিক প্রান্ত থেকে আনসারুল্লা জেহাদি সংগঠন সম্পর্কে নেটওয়ার্ক চিহ্নিত করে সংগঠনের সদস্যদের গ্রেফতার করছে অসম পুলিশ। আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিদের (Ansarullah) সঙ্গে জামাত-উল-মুজাহিদিনের জঙ্গিদের যোগাযোগ রয়েছে। ‘অপারেশন প্রঘাত’-এ অসম পুলিশের খাতায় নাম উঠে আসে জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের। এই ব্যক্তি শেখ সাদেক বা সাদেক সুমন নামেও পরিচিত। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত তারিকুলের সঙ্গে জেলে সাক্ষাৎ হয়েছিল আনসারুল্লা বাংলা টিমের দুই জঙ্গি আব্বাস আলি এবং মিনারুলের। তাই এই জঙ্গি সংগঠনের কাজকে নির্মূল করতে অসম সরকার অত্যন্ত তৎপর হয়ে জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে।

    প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বাজেয়াপ্ত

    অসম (Assam) এসটিএফ প্রধান পার্থসারথি মহন্ত বলেন, ‘অপারেশন প্রঘাত’ নামে অভিযানের কথা ঘোষণা করেছে আমাদের বিশেষ টিম। এই অভিযানে ধরা পড়ে কুখ্যাত দুষ্কৃতী শাদও (Ansarullah)। একই ভাবে তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। আবার গত ৩০ ডিসেম্বর কোকরাঝাড় পুলিশ সহযোগিতা করায় গ্রেফতার করা সম্ভব হয়েছে এই জঙ্গি সংগঠনের মুখ্য অভিযুক্ত গাজি রহমানকেও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • TMC Shahid Dibas: হাসপাতালগুলিতে মজুত রাখতে হবে রক্ত! ২১ জুলাইয়ের আগে সরকারি নির্দেশ ঘিরে বিতর্ক

    TMC Shahid Dibas: হাসপাতালগুলিতে মজুত রাখতে হবে রক্ত! ২১ জুলাইয়ের আগে সরকারি নির্দেশ ঘিরে বিতর্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: পালন হবে শহিদ দিবস (shahid dibas)। অথচ হাসপাতালগুলিকে (Hospitals) পরিকাঠামো প্রস্তুত করে রাখতে বলা হয়েছে। বিরোধীদের প্রশ্ন, তৃণমূলের একুশে জুলাই শহিদ সমাবেশে কী এমন ঘটবে, যে সরকারি হাসপাতালের পরিকাঠামো প্রস্তুত রাখতে হবে? ব্লাড ব্যাংকে (Blood Bank) মজুত রাখতে হবে রক্ত? 

    ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস (Yuba Congress)। অভিযান হয়েছিল তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) নেতৃত্বে। তখন বাম আমল। অভিযান রুখতে গুলি চালায় পুলিশ। খুন হন ১৩ জন। তাঁদের শহিদ আখ্যা দেয় কংগ্রেস। তার পর থেকে প্রতি বছর ওই দিনে শহিদ দিবস পালন করে কংগ্রেস। কংগ্রেস ভেঙে মমতা যখন তৃণমূল প্রতিষ্ঠা করেন, তখন থেকে ফি বছর ২১ জুলাই ঘটা করে দিনটি পালন করেন তৃণমূল নেত্রী। ২০১১ সালে ক্ষমতায় আসার পর শহিদ দিবসের অনুষ্ঠান পরিণত হয়েছে তৃণমূলের প্রচারের হাতিয়ারে। ইদানিং শহিদরা চলে গিয়েছেন পিছনের সারিতে। সামনে চলে এসেছেন তৃণমূলের তারকারা। প্রতিবার যাদের দেখিয়ে ভোট কুড়োয় ঘাসফুল শিবির। 

    আরও পড়ুন : দলীয় কোন্দলের জের, আরামবাগে যুবর মারে জখম তৃণমূল নেতা

    এবারও ২১ জুলাই পালিত হবে শহিদ দিবস। সেই উপলক্ষে সরকারের তরফে হাসপাতালগুলিকে দেওয়া হয়েছে চিঠি। তাতেই সভা চত্বরের বিভিন্ন রাস্তায় থাকা হাসপাতালগুলিকে পরিকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে। মজুত রাখতে বলা হয়েছে প্রচুর রক্ত। যা দেখে বিরোধীদের প্রশ্ন, তাহলে কি এবারের শহিদ দিবসে রক্ত ঝরানোর প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল নেত্রী? রাজ্য প্রশাসনের জোড়া চিঠিকে হাতিয়ার করে শাসক দলের কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ২১ জুলাই দিনটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে “জেহাদি” দিবস হিসেবে ঘোষণা করেছেন। তাঁর প্রশ্ন, কেন শহিদ মিছিলের রাস্তায় থাকা হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে? তাঁর আরও প্রশ্ন, এটা দলের কর্মকাণ্ড না সরকারের? তাঁর মতে, এভাবে ক্ষমতায় থেকে জনস্বাস্থ্য পরিকাঠামোর চরম অপব্যবহার করছে তৃণমূল। 

    [tw]


    [/tw]

    গণতান্ত্রিক দেশ ভারতে দলীয় কর্মসূচি পালনের অধিকার রয়েছে সব দলেরই। তবে সেই কর্মসূচিকে ঘিরে যেভাবে রক্ত ইত্যাদি শব্দ ব্যবহার করা হচ্ছে, তাতে আতঙ্কিত বিরোধীরা। 

  • insas rifle snatched: “বাংলা জেহাদিদের আঁতুড়ঘর”, বিএসএফের রাইফেল ছিনতাইকাণ্ডে ট্যুইট সুকান্তর

    insas rifle snatched: “বাংলা জেহাদিদের আঁতুড়ঘর”, বিএসএফের রাইফেল ছিনতাইকাণ্ডে ট্যুইট সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূলের রাজত্বে বাংলা হয়েছে জেহাদিদের (jihadi) আঁতুড়ঘর। রাজ্যটি জেহাদিদের প্রিয় জায়গা হয়ে উঠেছে।” এমনটাই মনে করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumder)। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা স্থলবন্দরের কাছে বিএসএফের (BSF) কর্তব্যরত এক মহিলা কনস্টেবলের কাছ থেকে ইনস্যাস (Insas) রাইফেল ছিনতাই প্রসঙ্গে এমন ট্যুইট করেন সুকান্ত।

    বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ১৫৩ ব্যাটেলিয়নের এক মহিলা কনস্টেবল পাহারা দিচ্ছিলেন ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh border) ঘোজাডাঙা স্থলবন্দরের কাছে। আচমকাই কয়েকজন দুষ্কৃতী তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয় ইনসাস অ্যাসল্ট রাইফেল (Assault rifle) ও ২০ রাউন্ড গুলি। বিএসএফের এক আধিকারিক জানান, প্রহরারত মহিলা কনস্টেবলকে মারধর করে দুষ্কৃতীরা তাঁর সঙ্গে থাকা রাইফেল ও গুলি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।  

    এরপরই এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করে বিএসএফ। আটক করা হয় এক ডজনেরও বেশি সন্দেহভাজনকে। তবে বুধবার সন্ধে পর্যন্ত হদিশ মেলেনি খোয়া যাওয়া রাইফেলের। শেষমেশ বিএসএফের তরফে অভিযোগ দায়ের হয়েছে বসিরহাট থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জোবি টমাস কে সংবাদমাধ্যমকে বলেন, তাদের একটি ইনসাস রাইফেল (insas rifle) চুরি গিয়েছে বলে আমরা বিএসএফের কাছ থেকে অভিযোগ পেয়েছি। সেই অনুযায়ী, আমরা মামলা শুরু করেছি। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। পুলিশের একটি অংশের মতে, রাইফেলটি ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা বাংলাদেশে গা-ঢাকা দিতে পারে।

    বিএসএফের এক মহিলা কনস্টেবলকে মারধর করে রাইফেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় যারপরনাই বিস্মিত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে ট্যুইট করেন তিনি। লেখেন, “তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ জেহাদিদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ঘোজাডাঙার এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এ রাজ্য জিহাদিদের প্রিয় জায়গায় পরিণত হয়েছে।”

    [tw]


    [/tw]

    বিজেপির রাজ্য সভাপতির এই ট্যুইটের প্রেক্ষিতে তৃণমূলের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।

     

LinkedIn
Share