Tag: job

job

  • BJP: ‘সংরক্ষণ বিল পেশে ব্যর্থ হলে কর্নাটক ফুঁসবে’, কংগ্রেসকে হুঁশিয়ারি পদ্মের

    BJP: ‘সংরক্ষণ বিল পেশে ব্যর্থ হলে কর্নাটক ফুঁসবে’, কংগ্রেসকে হুঁশিয়ারি পদ্মের

    মাধ্যম নিউজ ডেস্ক: “বেসরকারি সংস্থায় কন্নড়ভাষীদের নিয়োগ সংরক্ষণের বিল (Job Reservation Bill) বিধানসভায় পেশ করতে ব্যর্থ হলে কর্নাটকবাসীর ক্রোধের জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যের কংগ্রেস সরকারকে।” বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিয়েছে সে রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)। শিল্প, কারখানা এবং অন্যান্য সংস্থান বিল, ২০২৪-এ স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে ইউ-টার্ন নেওয়ায় মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্দারামাইয়ার তীব্র সমালোচনা করে পদ্ম শিবির।

    বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ! (BJP)

    বেসরকারি চাকরিতে কন্নড়ভাষীদের সংরক্ষণের জন্য নয়া আইন চালুর ইঙ্গিত দিয়েছিল কর্নাটক সরকার। বুধবারই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এ সংক্রান্ত একটি পোস্টও করেছিলেন। লিখেছিলেন, “কর্নাটকে ‘সি’ এবং ‘ডি’ গ্রুপের একশো শতাংশ সরকারি চাকরিই কন্নড়ভাষীদের জন্য সংক্ষরণ করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে পরেই বেসরকারি চাকরিতে স্থানীয়দের সংরক্ষণের জন্য নয়া আইন চালুর ইঙ্গিত দেন সে রাজ্যের শ্রমমন্ত্রী সন্তোষ লাড। তিনি জানিয়েছিলেন, প্রস্তাবিত বিলে বেসরকারি সংস্থাগুলির জন্য ৭০ শতাংশ কর্মী ও ৫০ শতাংশ আধিকারিকের পদ কন্নড়ভাষীদের জন্য সংরক্ষিত রাখা বাধ্যতামূলক করা হবে। শ্রমমন্ত্রী বলেছিলেন, “মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পাশ হয়েছে। বিলটি শীঘ্রই পেশ করা হবে বিধানসভায়।”

    পিছু হটল রাজ্য সরকার 

    মুখ্যমন্ত্রীর এই পোস্ট এবং পরে শ্রমমন্ত্রীর এই ঘোষণার পরেই শোরগোল শুরু (BJP) হয় রাজ্যে। কর্নাটকের উত্তর-পশ্চিম প্রান্তের মারাঠিভাষী অঞ্চল এবং পূর্বের তেলগুপ্রধান অঞ্চল থেকে আসে বিক্ষোভের খবর। আপত্তি তোলেন কর্পোরেট সংস্থার কর্তারা। তার জেরেই পিছু হটে রাজ্য সরকার। তড়িঘড়ি পোস্টটি মুছে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, বিধানসভায় পেশ করার আগে আরও একবার বিলটি নিয়ে পর্যালোচনা করবে রাজ্য সরকার।

    আরও পড়ুন: বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই টাস্ক ফোর্সের, কবুল ‘নিধিরাম’দের

    কংগ্রেস সরকার পিছু হটায় হাত শিবিরকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কন্নড়ভাষীদের চাকরি দিতে কেন বিলটি নিয়ে এসেছিলেন? কেনই বা সেটি স্থগিত করে দিলেন? কন্নড়ভাষীদের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছেন? কন্নড়ভাষীদের অপমান করার কোনও প্রয়োজন কি ছিল? সরকার কন্নড়ভাষীদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিলটি পেশ করুক। বিলটি নিয়ে গ্রামাঞ্চলে লাখ লাখ কর্মপ্রার্থী আশায় বুক বেঁধেছিলেন। যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি। তাই বিলটি পেশ না করা হলে জনগণের ক্রোধের মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে।” বিল স্থগিত করে দেওয়ার বিষয়টিকে ‘কাপুরুষোচিত’ বলেও উল্লেখ করেন এই পদ্ম-নেতা। বিষয়টিকে (Job Reservation Bill) ‘নাটকবাজি’ বলে উল্লেখ করেছেন বিজেপি (BJP) নেতা সিটি রবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ethical Hacker: পেয়েছেন নাসার ‘হল অফ ফেম’ স্বীকৃতি, এথিক্যাল হ্যাকিংকেই পেশা করেছেন কাশ্মীরের মুনীব

    Ethical Hacker: পেয়েছেন নাসার ‘হল অফ ফেম’ স্বীকৃতি, এথিক্যাল হ্যাকিংকেই পেশা করেছেন কাশ্মীরের মুনীব

    মাধ্যম নিউজ ডেস্ক: সফটওয়্যার ডেভেলপার নয়, বর্তমানে তথ্যপ্রযুক্তি শিল্পে সব চেয়ে বেশি চাহিদা হ্যাকারদের। কিন্তু এই হ্যাকারদের অপরাধী নয়, বরং গোয়েন্দা বলা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকিং শব্দটির সঙ্গে সাইবার অপরাধীরা ওতপ্রোত ভাবে জড়িত। কিন্তু হ্যাকারদের শায়েস্তা করতেও হ্যাকিং জানতে হয়। সেই কৌশলকে বলে ‘এথিক্যাল হ্যাকিং’ (Ethical Hacker) অর্থাৎ যেখানে নৈতিকতা থাকে। আর এই এথিক্যাল হ্যাকিং-এর দুনিয়ায় নয়া পালক যোগ করল দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জুঙ্গালপোরা গ্রামের বাসিন্দা মুনীব আমিন।

    কে এই মুনীব?  

    মুনীব হলেন একজন কাশ্মীরি প্রযুক্তিবিদ, যিনি সম্প্রতি এথিক্যাল হ্যাকিং-এর দুনিয়ায় তার কাজের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করেছে। একজন এথিক্যাল হ্যাকার হিসেবে ’ (Ethical Hacker) কাজের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২৩ সালের অগস্ট মাসে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)-এর ‘হল অফ ফেম’-এ বিশেষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। মুনীবের কৃতিত্ব সাইবার নিরাপত্তা জগতে ব্যাপক সাড়া ফেলেছে এবং আজকের ডিজিটাল ল্যান্ডস্কেপে সংবেদনশীল তথ্য রক্ষায় তা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক (BCA) ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। 
    আসলে বর্তমান সময়ে বিভিন্ন কর্পোরেট সংস্থা ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যে ভাবে তথ্য চুরি ও সাইবার হানা বাড়ছে তা ঠেকাতেও এই এথিক্যাল হ্যাকারদের ’ (Ethical Hacker)  প্রয়োজন। তাই সাইবার জগতে মুনীবের এই কৃতিত্ব একটি অনুপ্রেরণা হিসাবে রয়ে যাবে। এ প্রসঙ্গে মুনীব বলেছিল, “আজকের ডিজিটাল যুগে, কিছুই সম্পূর্ণ নিরাপদ নয়। একটি সংস্থা যত বড়ই হোক না কেন, যদি এটি কোনও নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে তবে এটি হ্যাক হওয়ার সম্ভবনা থেকেই যায়।”  

    আরও পড়ুন: মন্ত্রক বদলাল না শান্তনুর, মোদি মন্ত্রিসভায় জায়গা পেয়েই জোড়া দায়িত্ব সুকান্তর

    এথিক্যাল হ্যাকিং এর ভবিষ্যৎ ’ (Ethical Hacker)  

    আর ঠিক এই কারণেই সাইবার সিকিউরিটি (Cybersecurity Expert) এবং এথিক্যাল হ্যাকিং বর্তমান সময়ে একটি ক্রমবর্ধমান ক্ষেত্র হিসেবে অগ্রসর হচ্ছে, যেখানে ভারত এবং বিদেশে এই কাজের জন্য একাধিক চাকরির পরিসর রয়েছে। আর এই এথিক্যাল হ্যাকিং দুনিয়ায় প্রবেশ করতে সাধারন ডিগ্রির চেয়েও বেশি প্রয়োজন হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিং সম্পর্কে স্ব-শিক্ষা এবং জ্ঞান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: আর্থিক দুর্নীতির অভিযোগে দেব-ঘনিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে

    Calcutta High Court: আর্থিক দুর্নীতির অভিযোগে দেব-ঘনিষ্ঠের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভার (Calcutta High Court) ভোট চালাকালীন ফের দুর্নীতিকাণ্ডে বিতর্কে জড়ালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের প্রতিনিধি রামপদ মান্না। এই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক দুর্নীতির কথা অভিযোগ উঠেছে। আদালত সূত্রে খবর, মৌসুমি সাঁতরা নামে একমহিলা ২০২২ সালে আশাকর্মীর পরীক্ষা দিয়ে মে মাসে ইন্টারভিউয়ের ডাক পান। এরপর ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের এক কর্মীর মাধ্যমে রমাপদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। কিন্তু টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা হয় বলে অভিযোগ ওঠেছে। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই তৃণমূল নেতা টাকা নেওয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, এই অভিযোগে একটি অডিও ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। এবার এই বিষয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এলাকায় এই নিয়ে তীব্র চাঞ্চাল্য তৈরি হয়েছে। 

    হাইকোর্টে দ্বারস্থ হন অভিযোগকারী (Calcutta High Court)

    জানা গিয়েছে, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে ওঁই মহিলার কাছ থেকে। এরপর পুলিশের কাছে গেলে এফআইআর দায়ের করতে চায়নি। এরপর হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হন ওঁই মহিলা। এই মামলা বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সপ্তাহেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে। সবটাই বিরোধীদের ষড়যন্ত্র। সবটাই বিরোধীদের চক্রান্ত বলে জানানো হয়েছে। তবে লোকসভার (Lok Sabha Election 2024) নির্বাচনে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে।

    আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন অনুপ মাঝি

    ভাইরাল অডিও-ক্লিপ

    স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগ নতুন নয়। আগেও ঘাটালে চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়েছিলেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে একটি অডিও-ক্লিপ ‘ভাইরাল’ হয়েছে। এই অডিও-ক্লিপে রামপদের নাম শোনা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটের (Lok Sabha Election 2024) মুখে হাইকোর্টে (Calcutta High Court) এই মামলা দায়ের হওয়ায়, এই অভিযোগে তৃণমূলের উপর চাপ বাড়ল বলে মনে করেছে রাজনীতির এক অংশের মানুষ।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel: “এখানে চাকরি নেই, দিদিকে বলব কাজ দিন” সুড়ঙ্গ থেকে ফিরে কেন বললেন মানিক?

    Uttarkashi Tunnel: “এখানে চাকরি নেই, দিদিকে বলব কাজ দিন” সুড়ঙ্গ থেকে ফিরে কেন বললেন মানিক?

    মাধ্যম নিউজ ডেস্ক: সুড়ঙ্গ থেকে ফিরে শ্রমিক মানিক বললেন, “এখানে চাকরি নেই, দিদিকে বলব কাজ দিন”। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে (Uttarkashi Tunnel) ৪১ জন শ্রমিকদের মধ্যে ছিলেন কোচবিহারের বাসিন্দা মানিক তালুকদার। সুড়ঙ্গ থেকে উদ্ধার হয়ে ঋষিকেশ এইমসে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল তাঁকে। এরপর সেখান থেকে বিমানপথে বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাজ্যে কাজ কোথায়?” ফের একবার কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করলেন তিনিও। 

    রাজ্যে মমতার ১৩ বছরের শাসনে কর্মসংস্থান কোথায়? শিল্প, কল-কারখনার কোথায়? রাজ্যে সরকারি চাকরির নিয়োগ কোথায়? ঠিক এই প্রশ্নগুলি রাজ্যের বিরোধী দলনেতার মুখে প্রত্যেক দিন শোনা যায়। বিরোধী দলগুলি করোনার সময় এই রাজ্য থেকে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হরিয়ানাতে সবথেকে বেশি পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যায় বলে উল্লেখ করেছিল। পরিযায়ী শ্রমিকদের মুখেও বার বার শোনা গিয়েছে, বাংলায় কাজের সুযোগ নেই, তাই অন্য রাজ্যে যেতে হয়। সম্প্রতি বালেশ্বর রেল দুর্ঘটনায় বাংলা থেকে দক্ষিণ ভারতের কাজ করতে যাওয়া অনেক পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ফলে সুড়ঙ্গে আটকে থাকা কোচবিহারের শ্রমিক মানিকের কথায় ফের একই কথা শোনা গেল, রাজ্যে কাজ কোথায়?

    কী বললেন মানিক (Uttarkashi Tunnel)?

    সুড়ঙ্গ থেকে মুক্তি পেয়ে বাংলায় পা রেখে মানিক তালুকদার বলেন, “আমার ছেলে স্নাতক পাশ করে বসে রয়েছে। রাজ্যে কাজ কোথায়। আমাদের মতো দরিদ্র মানুষ কাজে না গেলে সংসার কীভাবে চলবে। কর্মসংস্থানের অভাবের জন্যই বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে হয়। কাজ দিলে বাংলাতেই থাকব। দিদিকে বলবো কাজ দিন। বাইরের রাজ্যে অনেক কোম্পানি রয়েছে। তাঁদের কাছে কাজ রয়েছে কিন্তু আমাদের রাজ্যে কাজ নেই।”

    রাজ্যে কর্মসংস্থান নেই তাই পরিযায়ী

    সুড়ঙ্গ (Uttarkashi Tunnel) থেকে উদ্ধার হওয়ার পর মানিকের স্ত্রী সোমা তালুকদার বলেছিলেন, “ঝুঁকির কাজে আর ওঁকে পাঠাবো না”। কিন্তু বাড়িতে ফিরে মানিক বলেন রাজ্যে কাজ নেই, অভাবের সংসার। অন্য রাজ্যে কাজে যেতে হয়। পাশপাশি মাণিক আরও খুব স্পষ্ট করে বলেন, “উত্তরকাশীতে ৩৪ হাজার টাকা বেতন পান। কিন্তু এই রাজ্যে কাজ কে দেবে?” অপর দিকে হুগলির শ্রমিক জয়দেব প্রামাণিকের বাবা তাপস প্রামাণিক বলেছেন, “আমার চায়ের দোকান, তা দিয়ে সংসার চলে না। ঝুঁকিপূর্ণ কাজ না হলে ছেলেকে আবার বাইরের রাজ্যে কাজে পাঠাবো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • HAL Recruitment 2023: হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড নিয়ে এল চাকরির বড় খবর

    HAL Recruitment 2023: হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড নিয়ে এল চাকরির বড় খবর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি চাকরির জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এবার চাকরির বড় খবর নিয়ে এল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL Recruitment 2023)। উচ্চশিক্ষার পর সরকারি চাকরি পেতে তাই নজর রাখতে পারেন এই সংস্থার বিজ্ঞাপনের দিকে। এখানে চাকরির সুযোগ রয়েছে প্রচুর, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে শূন্যপদ। আবেদন করার শেষ তারিখ ২৩ অগাস্ট। আগ্রহীরা জেনে নিন, কীভাবে আবেদন করবেন।

    কী রয়েছে বিজ্ঞাপনে (HAL Recruitment 2023)?

    হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL Recruitment 2023) বিজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষানবিশ পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। www.mhrdnats.gov.in এবং www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই সংস্থার। স্নাতকরা প্রথম সাইটে এবং আইটিআই প্রার্থীরা দ্বিতীয় সাইটে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মোট শূন্যপদ ৬৪৭। যার মধ্যে ১৮৬ টিতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ১১১ টিতে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, ৩৫০ টিতে আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যাঁরা স্নাতক, ডিপ্লোমা, আইটিআইতে ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন। এছাড়া সায়েন্স, আর্টস, কমার্স থেকেও অনেকে আবেদন করতে পারবেন। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলি কমিউনিকেশন, এরোনটিক্যাল, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, হোটেল ম্যানেজমেন্ট এবং নার্সিং ডিপ্লোমা করেছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অবশ্যই প্রার্থীদের  ২০২২-২৩ সালের মধ্যে স্নাতক হতে হবে। আর যাঁরা ডিপ্লমা নিয়ে আবেদন করবেন তাঁদের ক্ষেত্রেও ২০২২-২৩ এর মধ্যেই কমপ্লিট থাকতে হবে। স্নাতক অ্যাপ্রেন্টিসদের বেতন হবে মাসে ৯ হাজার, টেকনিশিয়ানরা ৪ হাজার এবং আইটিআই অ্যাপ্রেন্টিসরা ৪ হাজার টাকা পাবেন। 

    কীভাবে আবেদন করতে পারবেন?

    বিজ্ঞাপ্তির নিয়ম অনুযায়ী যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনে নির্দিষ্ট পদ্ধতি মেনে নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর, জন্মের সার্টিফিকেট, ই-মেইল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা, টেকনিক্যাল সার্টিফিকেট, ছবি, সই, মার্কশিট দিয়ে (HAL Recruitment 2023) আবেদন করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kaliaganj: কালিয়াগঞ্জে শুভেন্দু অধিকারী, নিহত মৃত্যুঞ্জয় বর্মণের স্ত্রীকে চাকরির আশ্বাস

    Kaliaganj: কালিয়াগঞ্জে শুভেন্দু অধিকারী, নিহত মৃত্যুঞ্জয় বর্মণের স্ত্রীকে চাকরির আশ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: কালিয়াগঞ্জে (Kaliaganj) গুলিতে নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ৩ দিনের মধ্যেই চাকরির নিয়োগপত্র পাবেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী। শুভেন্দু অধিকারী এদিন পুত্রহারা অসীম দেবশর্মাকেও আর্থিক সহায়তা তুলে দেন। মৃত্যুযন্ত্রণা ও হতাশার মধ্যে আর্থিক অনটনে কিছুটা সাহায্যের আশ্বাস দিয়ে এভাবেই পরিবারের পাশে থাকলেন বিরোধী দলনেতা। এছাড়া ভারত সেবাশ্রম কর্তৃপক্ষকে স্বর্গরথ কেনার জন্য আর্থিক সাহায্য প্রদান করেন। 

    মৃত বিজেপি কর্মীর বাড়িতে

    রাধিকাপুরের চাঁদগাঁও গ্রামে গুলিতে মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মণের (Kaliaganj) সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। মৃত্যুঞ্জয় বর্মণের পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি ঘোষণা করেন, তিনদিনের মধ্যেই চাকরির নিয়োগপত্র পাবেন মৃত মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মণ।

    অসীম দেবশর্মার সঙ্গে সাক্ষাৎ

    কালিয়াগঞ্জের (Kaliaganj) ডাঙ্গিপাড়ায় সদ্য পাঁচ মাস বয়সের পুত্রহারা অসীম দেবশর্মাকেও সাহায্যের হাত বাড়িয়ে দেন বিরোধী দলনেতা। টাকার অভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পেরে ব্যাগের ভিতর ভরে পাঁচ মাসের ছেলের মৃতদেহ বাসে করে বাড়ি নিয়ে এসেছিলেন তিনি। প্রশাসনের অমানবিক এবং নির্মম ব্যবহারে সাধারণ মানুষ নির্বাক হয়ে গিয়েছিল। সরকারের অমানবিক আচরণের ঠিক বিপরীত মেরুতে গিয়ে পরিবারের পাশে থাকলেন শুভেন্দু অধিকারী।

    নাবালিকার পরিবারকে সমবেদনা

    অন্যদিকে, এদিন ভারত সেবাশ্রমের স্বামীজিদের সঙ্গেই শুভেন্দু অধিকারী যান কালিয়াগঞ্জের (Kaliaganj) সাহেবঘাটা এলাকায় মৃত নাবালিকার বাড়িতে। সেখানে নাবালিকার সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করার পাশাপাশি শোকার্ত পরিবারকে সমবেদনা জানান তিনি।

    ভারত সেবাশ্রমকে ১২ লক্ষ টাকা আর্থিক অনুদান

    শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে (Kaliaganj) ঝটিকা সফরে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে তিনি প্রথমে যান কুনোর ভারত সেবাশ্রমে। আশ্রমের স্বামী প্রণবানন্দ মহারাজের মন্দিরে পুজোও দেন। এরপর স্বামীজিদের সাথে কথা বলেন তিনি৷ পাশাপাশি কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রমকে ১২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। স্বর্গরথ কেনার জন্যই এই আর্থিক অনুদান প্রদান করা হয়। মূলত মৃতদেহ বহনের জন্য বিনামূল্যে আশ্রমের তরফে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই অনুদান দেওয়া হয় বলে জানা গিয়েছে৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Agniveer Recruitment 2023: অগ্নিবীর বায়ুতে নিয়োগ, দ্বাদশ পাশেই দুর্দান্ত বেতনের চাকরি, জানুন বিস্তারিত

    Agniveer Recruitment 2023: অগ্নিবীর বায়ুতে নিয়োগ, দ্বাদশ পাশেই দুর্দান্ত বেতনের চাকরি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় বায়ুসেনা। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করে নিন যত দ্রুত সম্ভব। বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর (Agniveer Recruitment 2023) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। অগ্নিবীরবায়ু নিয়োগ পরীক্ষা ২০ মে ২০২৩ এ অনুষ্ঠিত হবে। এই নিয়োগ অবিবাহিত পুরুষ এবং মহিলা উভয়ের জন্য।

    আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অগ্নিবীরবায়ু anipathvayu.cdac.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ১৭ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হবে। যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে অনলাইন আবেদনপত্র জমা দিতে পারেন।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শান্তনুকে তলব করল ইডি

    জানুন বিস্তারিত

    অগ্নিবায়ু নিয়োগের জন্য যোগ্যতা

    বিজ্ঞান স্ট্রিমের জন্য: একটি স্বীকৃত বোর্ড থেকে গণিত, পদার্থবিদ্যা এবং ইংরেজিতে কমপক্ষে ৫০% নম্বর নিয়ে পাস করতে হবে। ইংরেজিতে ৫০% নম্বর থাকতে হবে। অথবা ৫০% নম্বর সহ তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা পদার্থবিদ্যা, গণিতের মতো দুটি অ-বৃত্তিমূলক বিষয় সহ ২ বছরের বৃত্তিমূলক কোর্সে ৫০% নম্বর।

    বিজ্ঞান স্ট্রীম ব্যতীত: ৫০% নম্বর সহ দ্বাদশ পাস। ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

    বয়স সীমা

    যোগ্য প্রার্থীদের অবশ্যই ২৬ ডিসেম্বর ২০০৬ থেকে ২৬ জুন ২০০৬- এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ বয়সসীমা ২১ বছরের বেশি নয়। আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।

    নিয়োগ প্রক্রিয়া

    ২০ মে ২০২৩ তারিখে যোগ্য আবেদনকারীদের প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে (Agniveer Recruitment 2023) । এর পর হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিকেল টেস্ট হবে। অগ্নিপথ প্রকল্পের আওতায়, ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীতে অগ্নিবীরদের ৪ বছরের জন্য নিয়োগ করা হয়। চার বছরের প্রশিক্ষণের পর ২৫ শতাংশ অগ্নিবীরের চাকরি স্থায়ী হবে। বাকিদের এককালীন প্রায় ১১ লক্ষ টাকা দিয়ে অবসর দেওয়া হবে। প্রশিক্ষণের সময়, অগ্নিবীর ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় বায়ুসেনার CSD ক্যান্টিনের সুবিধাও নিতে পারে। ৪৮ লক্ষ টাকার চিকিৎসা বিমা থাকবে। বছরে ৩০ দিন ছুটি পাবেন। এছাড়া অসুস্থ ছুটির বিকল্পও থাকবে। 

    কীভাবে আবেদন করবেন?

    অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ-ইন অনলাইন ফর্ম পূরণ করতে হবে। পরে প্রার্থীদের ছবি, স্বাক্ষর এবং অন্য নথি আপলোড করতে বলা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment: ৪০ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ, জানুন বিস্তারিত

    Recruitment: ৪০ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ, জানুন বিস্তারিত

    মাধ্যমিক নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন বিভাগে পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ দেশের যেকোনও রাজ্যের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন  করা যাবে।

    আরও পড়ুন: “জাতিপ্রথা আসলে পুরোহিতদের তৈরি”, দাবি আরএসএস প্রধানের

    ইন্ডিয়ান পোস্টের তরফে জানানো হয়েছে, মোট ৪০ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। এই শূন্যপদে আবেদনের জন্য ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in– এ লগ ইন করে আবেদন করতে হবে।

    শূন্যপদের সংখ্য়া

    মোট ৪০ হাজার ৮৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

    শূন্যপদ

    ভারতীয় ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার  পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

    আবেদন পাঠানোর শেষ তারিখ

    আগ্রহী আবেদনকারীরা আগামী ১৬ ফেব্রুয়ারি অবধি এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

    বয়সসীমা

    এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

    শিক্ষাগত যোগ্যতা

    আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণি পাশ হতে হবে। এছাড়া তাদের কম্পালসারি বা ইলেকটিভ বিষয় হিসাবে অঙ্ক ও ইংরেজি থাকতে হবে।

    আবেদন ফি

    আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, রূপান্তরিত মহিলা এবং জনজাতি, উপজাতিদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।

    কর্মী নিয়োগের পদ্ধতি

    সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। জিডিএসের অনলাইন পোর্টাল ও ওয়েবসাইটে বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

    কীভাবে আবেদন করবেন?

    • প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in – এ লগ ইন করতে হবে।
    • এবার আবেদনকারীকে রেজিস্টার করতে হবে।
    • এরপরে ফর্ম ফিল আপ করে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
    • আবেদনকারীদের একটি নির্দিষ্ট অঙ্ক ফি হিসাবে জমা দিতে হবে।
    • এবার ফর্ম সাবমিট করতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     
  • Agniveer Recruitment: দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগ শুরু হতে চলেছে, প্রক্রিয়ায় কী কী বদল এল?

    Agniveer Recruitment: দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগ শুরু হতে চলেছে, প্রক্রিয়ায় কী কী বদল এল?

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরতে না ঘুরতেই দ্বিতীয় ব্যাচের অগ্নিবীর নিয়োগের (Agniveer Recruitment) ঘোষণা করল ভারতীয় সেনা। তবে কিছু বদল আনা হয়েছে প্রক্রিয়ায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার থেকে অগ্নিবীর হিসেবে সেনায় যোগ দিতে হলে শুরুতেই সাধারণ প্রবেশিকা পরীক্ষা বা সিইই দিতে হবে। সিইই- তে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের এরপর দিতে হবে ফিটনেস টেস্ট। এরপর মেডিক্যাল  পরীক্ষা উতরোতে পারলে তবে ভারতীয় সেনায় সুযোগ পাওয়া যাবে। ইতিমধ্যেই সেনার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রমতে জানা গিয়েছে, চলতি মাসের মাঝামাঝি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করবে প্রতিরক্ষা মন্ত্রক। সেক্ষেত্রে চলতি বছরের এপ্রিলে অগ্নিবীর নিয়োগের জন্য প্রথম সিইই নেওয়া হতে পারে। এই পরীক্ষা অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি। দেশের প্রায় ২০০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে আগেও সিইই নেওয়া হত। তবে সেটা ছিল সব শেষের পরীক্ষা। এবার এই পরীক্ষাটাই নেওয়া হবে শুরুতে।

    কী জানা গেল? 

    ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, ‘অগ্নিবীর’ (Agniveer Recruitment)  হিসেবে সেনায় যোগ দিয়ে দেশের সেবা করার লক্ষ্যে যুবক-যুবতীরা আবেদনপত্র পাঠাচ্ছেন। আগের নিয়ম অনুযায়ী, প্রথম তাঁদের ফিটনেস টেস্ট নেওয়া হত। তারপর হত মেডিক্যাল পরীক্ষা। এই দু’টিতে যাঁরা নির্বাচিত হতেন, তাঁরা সিইই দিতেন। কিন্তু, এই পদ্ধতিতে সেনায় যোগ দিতে ফিটনেস টেস্টে আসতেন বিশাল সংখ্যক যুবক-যুবতী। তাঁদের সামলাতে রীতিমতো হিমসিম খেতে হত সেনাকর্মী ও অফিসারদের। সেই কারণেই এবার থেকে প্রথমে সিইই টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এতে ভিড় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সেনা কর্তাদের একাংশ।

    এ বছরের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন নৌসেনার ‘অগ্নিবীর’-রা (Agniveer Recruitment) । বর্তমানে ‘অগ্নিবীর’-দের প্রশিক্ষণ চলছে মহারাষ্ট্রের নাসিকের আর্টিলারি ট্রেনিং সেন্টারে। সেনায় এটাই ছিল অগ্নিবীর-দের প্রথম ব্যাচ। প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় আড়াই হাজার অগ্নিবীর। এই অগ্নিবীরদের শেখানো হচ্ছে আগ্নেয়াস্ত্র চালানো। এছাড়াও প্রযুক্তিগত সহকারী, রেডিও অপারেটর ও গাড়ির চালক হিসেবে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনা। মোট ৩১ সপ্তাহ ধরে চলবে এই ‘অগ্নিবীর’-দের প্রশিক্ষণ। এর মধ্যে প্রথম ১০ সপ্তাহে শেষ হবে প্রাথমিক প্রশিক্ষণ। পরবর্তী ২১ সপ্তাহ ধরে দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ।

    আরও পড়ুন: আয়কর সরল হোক, চেয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী, জানালেন নির্মলা সীতারমন

    নরেন্দ্র মোদি সরকার তিন সেনায় নিয়োগের ক্ষেত্রে ‘অগ্নিপথ’ প্রকল্প চালু  (Agniveer Recruitment) করে। শুধুমাত্র অফিসার পদে এই প্রক্রিয়ায় নিয়োগ হয় না। গত বছর থেকে চালু হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। সাড়ে ১৭ থেকে ২১ বছর পর্যন্ত যে কোনও যুবক-যুবতী এই প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের চুক্তি ভিত্তিতে নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।      
     
         

  • BSF Recruitment: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ, শূন্যপদ ১৪১০, জানুন বিস্তারিত

    BSF Recruitment: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ, শূন্যপদ ১৪১০, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বর্ডার সিকিওরিটি ফোর্স (BSF Recruitment)। ১৪১০ ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।ীই বিষয়ে জেনে নিন কিছু বিস্তারিত তথ্য। প্রতিষ্ঠানের তরফে মোট ১৪১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। ১৩৪৩টি পদ পুরুষ প্রার্থী এবং ৬৭টি পদ মহিলা প্রার্থীদের জন্য।

    আরও পড়ুন: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীগগির, জানুন বিস্তারিত

    কবলার- ২৩টি পদ, টেইলর- ১৩টি পদ, প্লাম্বার- ২৩টি পদ, পেইন্টার- ১৭টি পদ, ইলেকট্রিশিয়ান- ১২টি পদ, পাম্প অপারেটর- ১টি পদ, ড্রটসম্যান- ৮টি পদ, আপহলস্টার- ১টি পদ, টিন স্মিথ- ১টি পদ, বুচার- ১টি পদ, কুক- ৪৮০টি পদ, ওয়াটার ক্যারিয়ার- ২৯৪টি পদ, ওয়াশার ম্যান- ১৩২টি পদ, বার্বার- ৬০টি পদ, সুইপার- ২৭৭টি পদ, ওয়েটার- ৫টি পদ, মালি- ২৬টি পদ, খোজি- ৩৬টি পদ (BSF Recruitment)।

    আরও পড়ুন: ফের খারিজ পার্থের জামিনের আবেদন, ১৬ তারিখ পর্যন্ত থাকবেন জেলেই 

    জরুরী তথ্য 

    • পদের নাম: কনস্টেবল (ট্রেডসম্যান)
    • শূন্যপদের সংখ্যা: ১৪১০ (১৩৪৩ পুরুষ, ৬৭ মহিলা)
    • কাজের স্থান: ভারত
    • নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
    • আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলেছে
    • বেতনক্রম: ২১৭০০ টাকা- ৬৯১০০ টাকা 
    • আবেদন পদ্ধতি: অনলাইন
    • আবেদনের শেষ তারিখ: বিশদ দেখুন
    • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
    • বয়স: বয়স থেকে ১৮- ২৫ বছরের মধ্যে হতে হবে।

    কী করে আবেদন করবেন? 

    • বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর,ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন আপনার অ্যাকাউন্ট।
    • সেখানে অনলাইন আবেদনের একটি ট্যাব পাবেন।
    • সেখানে গিয়ে আবেদন করুন।
    • সব তথ্য আপলোড করুন।
    • প্রিভিউ দেখে আবেদনপত্র সাবমিট করে দিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share