Tag: Job Notification

Job Notification

  • SSC: ১৩২৪ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ স্টাফ সিলেকশন কমিশনে! কীভাবে করবেন আবেদন?

    SSC: ১৩২৪ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ স্টাফ সিলেকশন কমিশনে! কীভাবে করবেন আবেদন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! চলতি বছরে স্টাফ সিলেকশন কমিশনে (SSC) বিপুল নিয়োগ হতে চলেছে। কর্মী নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রকে এই নিয়োগ হবে। কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়াও। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (SSC) মাধ্যমে। আবেদনের শেষ দিন আগামী ১৬ অগাস্ট।

    একনজরে নিয়োগের খুঁটিনাটি

    শূন্যপদ

    কমিশনের (SSC) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১,৩২৪ পদে নিয়োগ করা হবে।

    বয়সসীমা

    দফতর অনুযায়ী বয়সসীমা আলাদা আলাদা রয়েছে। তবে সব বিভাগেই প্রার্থীদের ১৮-৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। যদিও সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

    বেতনক্রম

    বিজ্ঞপ্তি অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে মাহিনা পাবেন প্রার্থীরা। সেক্ষেত্রে মাসিক বেতনক্রম হবে ৩৫,৪০০- ১,১২,৪০০ টাকা। 

    শিক্ষাগত যোগ্যতা

    প্রার্থীকে (SSC) অবশ্যই টেকনিক্যাল কোর্সের ছাত্র হতে হবে। সিভিল, ইলেকট্রিক্যাল , মেকানিক্যাল এবং কোয়ানটিটি সার্ভেইং অ্যান্ড কনট্র্যাক্ট বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই/বিটেক পাশের সার্টিফিকেট থাকতে হবে। অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।

    আবেদন ফি

    সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে এসসি, এসটি সহ অন্যান্যা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা লাগবে না বলেই জানিয়েছে কমিশন (SSC)।

    পরীক্ষা কবে হবে?

    প্রার্থীদের প্রথমে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছে কমিশন (SSC)। এরপর সেই পরীক্ষায় পাশ করলে ডেসক্রিপটিভ পরীক্ষায় বসা যাবে এবং পরবর্তী পর্যায়ে নথি যাচাই করা হবে। আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা হবে ৯, ১০ ও ১১অক্টোবর।

    কীভাবে আবেদন করতে হবে

    ১) প্রথমে এসএসসির (SSC) অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in -তে যেতে হবে।

    ২) এবার হোমপেজে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করুন।

    ৩) এবার একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।

    ৪) নিজের নাম রেজিস্টার করুন এবার।

    ৫) আবেদনপত্র খুলে যাবে তা পূরণ করুন।

    ৬) আবেদন ফি এবং আবেদনপত্র সাবমিট করুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    FCI Recruitment 2022: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)। নন-একজিকিউটিভ পদে নিয়োগ করা হবে। যারা সরকারি চাকরির আশায় বসে আছেন তাঁদের জন্যে সুবর্ন ৫০৪৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। 

    আবেদনের প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

    আরও পড়ুন: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত    

    সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া

    পদের নাম: নন-একজিকিউটিভ

    শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদ ৫০৪৩। উত্তর অঞ্চল: ২৩৮৮টি পদদক্ষিণ অঞ্চল: ৯৮৯টি পদপশ্চিম অঞ্চল: ৭১৩টি পদপূর্বাঞ্চল: ৭৬৮টি পদউত্তর-পূর্ব অঞ্চল: ১৮৫টি 

    নির্বাচন পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে

    আবেদন শুরু: ০৬.০৯.২০২২

    আবেদনের শেষ তারিখ: ০৫.১০.২০২২

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    বয়স সীমা

    ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত পদে নিয়োগের বয়সসীমাও আলাদা রাখা হয়েছে। বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বয়সসীমা নিম্নরূপ।
    জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল ইঞ্জিনিয়ারিং)- ২১ থেকে ২৮ বছর 
    জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল)- ২১ থেকে ২৮ বছর
    স্টেনো। গ্রেড-II – ২১ থেকে ২৫ বছর
    AG-III (হিন্দি) – ২১ থেকে ২৮ বছর 
    AG-III (জেনারেল) – ২১ থেকে ২৭ বছর
    AG-III (অ্যাকাউন্ট) – ২১ থেকে ২৭ বছর
    AG- III (টেকনিক্যাল)- ২১ থেকে ২৭ বছর
    AG-III (ডিপো) – ২১ থেকে ২৭ বছর 
    পয়লা  অগাস্ট ২০২২ থেকে বয়স গণনা করা হবে।

    বেতন

    জুনিয়র ইঞ্জিনিয়র – টাকা ৩৪০০০- ১০৩৪০০
    স্টেনো গ্রেড ২ – টাকা ৩০৫০০- ৮৮১০০
    এজি গ্রেড ৩- টাকা ২৮২০০- ৭৯২০০

    আবেদন পদ্ধতি: অনলাইন

    আবেদন ফি: প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট, ইউপিআই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে পারেন।

    নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের ফেজ ১ এবং ফেজ ২ পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড ২ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার ৩-র পরীক্ষা দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • DRDO Job Notification: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    DRDO Job Notification: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিফেন্স জিওইনফরম্যাটিকস রিসার্চ এস্টাব্লিশমেন্টে (DGRE) নিয়োগের বিজ্ঞপ্তি (Job Notification) জারি করেছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। পদের নাম ‘জুনিয়র রিসার্চ ফেলো’ (Junior Research Fellow)। মোট পদের সংখ্যা ৮। ইচ্ছুক প্রার্থীরা ডিআরডিওর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন। 

    ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। অগাস্ট মাসের ২ এবং ৩ তারিখ হবে ওয়াক ইন ইন্টারভিউ। 

    বয়সসীমা:

    জুনিয়ার রিসার্চ ফেলো পদে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি প্রার্থীদের জন্যে ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্যে ৩ বছর বয়সে ছাড় রয়েছে। 

    আরও পড়ুন: ডিআরডিওর মুকুটে নয়া পালক! অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা 

    শিক্ষাগত যোগ্যতা:

    ইউজিসির অনুমোদনপ্রাপ্ত সংস্থা থেকে প্রার্থীকে ফার্স্ট ক্লাস নিয়ে বিটেক বা বিই পাশ করতে হবে। থাকতে হবে গেটের স্কোর। এছাড়া এমই, এমটেক করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে দেওয়া পেশায় থাকতে হবে কাজের অভিজ্ঞতা।  

    নিয়োগ প্রক্রিয়া:

    ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। 

    সকাল ১০-১১ টার মধ্যে কিছু প্রার্থীকে বাচাই করা হবে।

    ১১ টার পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

    আরও পড়ুন: চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা ডিআরডিও’র! উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী 

    স্থান: 

    চণ্ডিগড়ে  ডিজিআরই-র কার্যালয়

    কী করে ইন্টারভিউতে যোগ দেবেন? 

    ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। 

    সেখানে ‘What’s New’- এই বিভাগে যান।

    সেখানে গিয়েই পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটি। 

    আবেদনপত্রসহ পরিচয়পত্র, বায়োডেটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ছবি, ক্লাস ১০-এর পর থেকে সব মার্কশিট, ছবি নিয়ে হাজির হয়ে যান ইন্টারভিউর স্থানে।

    কিছুদিন আগেই বহু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (RAC), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) বিজ্ঞানী বি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ৬ই জুলাই এবং আবেদনের শেষ তারিখ ২৯ শে জুলাই। ৬৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা rac.gov.in– এই লিঙ্কে আবেদন করতে পারবেন। ১৬ অক্টোবর নেওয়া হবে পরীক্ষা।  

    ৫৭৯ পদে ডিআরডিওতে, ৪৩টি পদে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে এবং 8টি পদে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নিয়োগ করা হবে। গেট স্কোর/ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে।

     

  • Job Notification: ১৩০ শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, কীভাবে আবেদন করবেন? 

    Job Notification: ১৩০ শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, কীভাবে আবেদন করবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩০ শূন্যপদে  চ্যুক্তিভিত্তিক চাকরির (Contractual Job) বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক (Ministry of Labour and Employment)। শুরুতে ২ বছরের চ্যুক্তিতে চাকরিতে নিয়োগ করা হবে, পরবর্তীতে ৫ বছর অবধি চাকরির সময়সীমা বাড়ানো হতে পারে।   

    যোগ্য প্রার্থীরা শ্রম মন্ত্রকের দেওয়া লিঙ্কে www.ncs.gov.in ক্লিক করে আবেদন করতে পারেন। গুগল থেকেই এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে, এমনটাই বলা হয়েছে নির্দেশিকায়।  

    আবেদন জমা করার শেষ দিন ২২ জুন, ২০২২। 

    শূন্য পদের সংখ্যা: ১৩০ 

    শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্নাতক পাশ হতে হবে এবং চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (বিএ, বিই, বিটেক, বিএড)। অথবা স্নাতকোত্তর পাশ (এমবিএ, বা ইকোনমিক্স, সাইকোলজি, সোসিওলজি, অপারেশন রিসার্চ, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল ওয়ার্ক, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, কমার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন স্নাতকোত্তর পাশ হতে হবে)  এবং ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

    আরও পড়ুন: রাজ্যে আইন মেনে হচ্ছে না ১০০ দিনের কাজ 

    বয়সসীমা: এই শূন্যপদগুলিতে আবেদন করার জন্যে ০৮/০৬/২০২২- এর মধ্যে সর্বনিম্ন বয়স ২৪ এবং সর্বোচ্চ বয়স ৪০ হতে হবে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। 

    বেতন: প্রতি মাসে বেতন সমস্ত কর যোগ করে ৫০,০০০ টাকা।

    পোস্টিং: গোটা দেশে যেকোনও জায়গাতেই হতে পারে পোস্টিং। এছাড়া প্রার্থীর পছন্দের জায়গাকেও গুরুত্ব দেবে এনআইসিএস, ডিজিই। 

    দেশে বছর বছর কর্মসংস্থানের হার ৪০% করে বেড়েছে। এমনটাই জানা গেছে কর্মসংস্থান সাইট নকরি ডটকমের ইনডেক্সে। করোনার কারণে ২০২১-এ কর্মসংস্থান যেভাবে হ্রাস পেয়েছিল, সেই অবস্থা অনেকটাই উন্নীত হয়েছে ২০২২ সালে। বিশেষ করে পর্যটন, হোটেল, রিটেল, রিয়েল এস্টেটের ব্যবসায় বেকারত্বের হার অনেকটাই হ্রাস পেয়েছে। 

    পর্যটনে কর্মসংস্থান ৩৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিটেল এবং রিয়েল এস্টেটে যথাক্রমে ১৭৫ এবং ১৪১ শতাংশ। বিমা সংস্থাগুলিতেও ১২৬ শতাংশ কর্মসংস্থান বেড়েছে। ব্যাঙ্কে ১০৪ শতাংশ এবং শিক্ষাক্ষেত্রে ৮৬ শতাংশ বেড়েছে কর্মসংস্থানের (Employment) হার।  

     

     

     

LinkedIn
Share