Tag: job

job

  • SSC CGL 2022: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত

    SSC CGL 2022: সিজিএলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন। গ্রুপ বি এবং সি ক্যাটেগরিতে ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন মন্ত্রকের অধীনে নিয়োগ করা হবে। ssc.nic.in – এই ওয়বসাইটে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। কিন্তু প্রার্থীরা অনলাইন মোডে ৯ অক্টোবর এবং ই-চালান মোডে ১০ অক্টোবর অবধি আবেদন ফি জমা দিতে পারবেন। 

    আরও পড়ুন: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন 

    • আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর।
    • আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। 
    • ১০ তারিখ অবধি টাকা জমা দেওয়া যাবে। 
    • আবেদন পত্রে কোনও ভুল-ত্রুটি থাকলে, তা ১২-১৩ অক্টোবরের মধ্যে ঠিক করে নিতে হবে।
    • ডিসেম্বরে নেওয়া হবে টিয়ার ১- এর পরীক্ষা।
    • প্রায় ২০,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ঠিক কত শূন্যপদ তা এখনও জানা যায়নি। 
    • ssc.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 
    • আবেদনকারীকে এই পরীক্ষায় বসার জন্যে গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়া যোগ্যতা সম্পর্কে বিশদে জানতে ওয়েবসাইটে যান। 
    • আবেদন করতে প্রার্থীকে ১০০ টাকা ফি জমা দিতে হবে। এসটি, এসসি, প্রাক্তন সরকারি কর্মী, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।  

    আরও পড়ুন: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

    কী  করে আবেদন করবেন? 

    • প্রথমে ssc.nic.in – এই অফিশিয়াল ওয়েব সাইটে যান।
    • লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
    • যারা প্রথম বার আবেদন করছেন তাদের রেজিস্ট্রেশন করতে হবে।
    • “Combined Graduate Level Examination, 2022”- এই ট্যাবে গিয়ে ‘Apply’- এ ক্লিক করুন। 
    • নির্দেশিকা ভালো করে পড়ে আবেদন পত্রটি ফিলআপ করুন।
    • আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিন।
    • ভবিষ্যতের জন্যে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখুন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • SBI Recruitment 2022: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    SBI Recruitment 2022: ৫০০৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসবিআই, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India Recruitment 2022)। জানানো হয়েছে, ৫০০৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।  ভারতীয় নাগরিকরাই একমাত্র এই পদে আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। sbi.co.in – এই ওয়েবসাইটে দেখা যাবে বিজ্ঞপ্তিটি। 

    আরও পড়ুন: আবহাওয়া দফতরে ১৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ৭৮,০০০ টাকা

    • সংস্থার নাম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
    • পোস্টের নাম: জুনিয়র অ্যাসোসিয়েট
    • মোট শূন্যপদ: ৫০০৮টি
    • বেতন: ১৭,৯০০ থেকে ৪৭,৯২০ টাকা পর্যন্ত
    • চাকরির স্থান: সমগ্র দেশে
    • আবেদন মাধ্যম: অনলাইন
    • অফিশিয়াল ওয়েবসাইট: sbi.co.in
    • শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
    • আবেদনের শেষ: তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।
    • নিয়োগ প্রক্রিয়া: এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেন পরীক্ষা নেওয়া হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। এরপর প্রার্থীদের নিয়োগ করা হবে।
    • বয়স: বয়স হতে হবে ০১.০৮.২০২২ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়াও আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৫ বছর এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত ৩ বছর বয়সের ছাড় পাবেন।
    • আবেদন প্রক্রিয়া: আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers অথবা https://www.sbi.co.in/careers -এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

    প্রয়োজনীয় নথিপত্র 

    এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

    • সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
    • বয়সের প্রমাণপত্র 
    • বাসস্থানের প্রমাণপত্র
    • পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
    • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
    • পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
  • UGC NET Phase 2: ১৬ সেপ্টেম্বর নেট ফেজ ২- এর অ্যাডমিট প্রকাশ করবে ইউজিসি, কীভাবে ডাউনলোড করবেন?

    UGC NET Phase 2: ১৬ সেপ্টেম্বর নেট ফেজ ২- এর অ্যাডমিট প্রকাশ করবে ইউজিসি, কীভাবে ডাউনলোড করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৬ সেপ্টেম্বর ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২ নেট ফেজ ২ পরীক্ষার (UGC NET Phase 2) অ্যাডমিট কার্ড প্রকাশ করতে পারে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেশজুড়ে ৬৪টি বিষয়ে ২০-৩০ সেপ্টেম্বর নেট পরীক্ষা নেওয়া হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক এবং গবেষক নিয়োগের জন্যে এই পরীক্ষা নেওয়া হয়। 

    আরও পড়ুন: ৫৪০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে সিআইএসএফ, জানুন বিস্তারিত

    কী করে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

    • প্রথমে ugcnet.nta.nic.in– এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান।
    • হোম পেজে ‘View Admit Card’- এই লিঙ্কে ক্লিক করুন।
    • একটি নতুন উইন্ডো খুলবে। জরুরি তথ্য দিয়ে লগইন করুন।
    • অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ এবং ক্যাপচা কোড দিন।
    • তাহলেই স্ক্রিনে আপনার নেট- এর অ্যাডমিট কার্ড চলে আসবে। 
    • ইউজিসি নেট ফেজ ২- এর অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন।

    কী করে পরীক্ষা কেন্দ্র জানবেন? 

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান। 
    • ‘candidate activity’- এই ট্যাবে  ‘check exam city information’- এই লিঙ্কে যান। 
    • জরুরি তথ্য দিয়ে লগইন করুন।
    • আপনার পরীক্ষা কেন্দ্রের বিবরণ স্ক্রিনে চলে আসবে। 
    • পেজটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্যে প্রিন্ট আউট রেখে দিন। 

    সাধারণত বছরে দুবার ইউজিসি নেট (UGC NET)  পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাসের জন্য ২০২১ সালের ডিসেম্বরের নেট পরীক্ষা হয়নি ও ২০২২ সালের জুন মাসের পরীক্ষাও পিছিয়ে যায়। তাই নেট পরীক্ষা আবারও বছরের ঠিক সময় মত করার জন্য এবারে দুই সেশনের পরীক্ষা একসঙ্গে হতে চলেছে।

    আরও পড়ুন: ৫০০০- এর বেশি পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি এফসিআই- এর

    উল্লেখ্য, ২০২২ সালের ৩০ মে নেট পরীক্ষার আবেদনপত্র দাখিল করার শেষ দিন ছিল। খুব শীঘ্রই পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হলটিকিট দেওয়া হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    Indian Coast Guard Recruitment 2022: শূন্য পদে কর্মী নিয়োগ করবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সরকারি চাকরির অপেক্ষায় যারা বসে রয়েছেন, তাদের জন্যে রয়েছে সুবর্ণ সুযোগ। নাবিক, যান্ত্রিক পদে নেওয়া হবে কর্মী। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.in – এ দেখে নিতে পারেন।

    আরও পড়ুন: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত

    এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। আবেদন শেষের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২। অনলাইনে করতে হবে আবেদন।
     
    শূন্যপদ

    নাবিক (জেনারাল ডিউটি) – ৫০ 
    যান্ত্রিক – ২০
    আইন – ১
    মোট – ৭১

    শিক্ষাগত যোগ্যতা

    আরও পড়ুন: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত

    নাবিক (জেনারেল ডিউটি): এই ক্ষেত্রে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। কাউন্সিল (COBSE) দ্বারা স্বীকৃত একটি বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা নিয়ে পাশ করতে হবে। 

    যান্ত্রিক: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের দশম শ্রেণি পাশ সহ বোর্ড অফ স্কুল এডুকেশন (COBSE) দ্বারা স্বীকৃত ও অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত ৩-৪ বছর মেয়াদের ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন (রেডিও/পাওয়ার) ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিন।

    আইন: আইনের পদে যারা আবেদন করতে চান তাঁদের থাকতে হবে ল-এ স্নাতক ডিগ্রি এবং তাতে থাকতে হবে ৬০% নম্বর। 

    আরও পড়ুন: বাড়ল সুদের হার, কোন কোন ব্যাংক দিচ্ছে জানেন? 

    বয়সসীমা 

    এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে|

    নির্বাচনের পদ্ধতি

    লিখিত পরীক্ষা, তথ্য যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের বাছাই করা হবে।  

    আরও পড়ুন: এফডি করার কথা ভাবছেন? আগে জেনে নিন রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম 

    বেতনক্রম

    ৫৬,১০০ টাকা (লেভেল ১০) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • AAI Recruitment 2022: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত 

    AAI Recruitment 2022: ১৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, জানুন বিস্তারিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI Recruitment 2022)।  অফিশিয়াল ওয়েবসাইট www.aai.aero – এ গিয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর, ২০২২।  আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২২। মোট ১৫৬টি শূন্য পদে নিয়োগ করা হবে। 

    আরও পড়ুন: কারিগরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিও- র, জানুন বিস্তারিত

    এই বিষয়ে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

    আবেদন শুরু: ১ সেপ্টেম্বর

    আবেদন শেষ: ৩০ সেপ্টেম্বর

    মোট শূন্য পদ সংখ্যা: ১৫৬টি

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): ১৩২ 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): ১০

    সিনিয়র সহকারী (অ্যাকাউন্ট): ১৩

    সিনিয়র সহকারী (রাজভাষা): ১ 

    শিক্ষাগত যোগ্যতা: 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): প্রার্থীদের যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ডিপ্লোমা অটোমোবাইল বা মেকানিক্যাল বা ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্স সহ যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে।

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। 

    সিনিয়র সহকারী (অ্যাকাউন্ট): ৩ বা ৬ মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্সসহ একটি স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হতে হবে।

    সিনিয়র সহকারী (রাজভাষা): কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজিতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চাকরি প্রার্থীর। 

    আরও পড়ুন: কর ছাড়ের প্রমাণপত্র জোগাড় করে রেখেছেন তো? সাবধান ২০০% জরিমানা হতে পারে

    আবেদনের ফি

    ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদনের ফি হল ১০০০ টাকা। এসসি, এসটি, মহিলা, প্রাক্তন সৈনিক, পিডাব্লিউডি প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। 

    বয়সসীমা

    সর্বনিম্ন বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৩০ বছর।  

    বেতন 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস): ৩১০০০- ৯২০০০ টাকা 

    জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস): ৩১০০০- ৯২০০০ টাকা 

    সিনিয়র সহকারী (অ্যাকাউন্ট): ৩৬০০০- ১১০০০০ টাকা 

    সিনিয়র সহকারী (রাজভাষা): ৩৬০০০- ১১০০০০ টাকা 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • SAI Recruitment 2022: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    SAI Recruitment 2022: চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ১৩৮ 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগ করবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI Recruitment 2022)। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে করা হবে কর্মী নিয়োগ। শুরুতে এক বছরের জন্যে চুক্তি করা হবে। হাই-পারফর্ম্যান্স পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতি বছর এক বছর করে বাড়ানো যেতে পারে চুক্তির মেয়াদ। সর্বোচ্চ ৮ বছরের চুক্তি করা যাবে। ১৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ৫ সেপ্টেম্বর, ২০২২। আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

    আরও পড়ুন: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?  

    এই বিষয়ে কিছু তথ্য জেনে নিন

    পদের সংখ্যা 

    ফিজিও থেরাপিস্ট: ৪২টি

    স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং এক্সপার্ট: ৪২টি

    ফিজিওলজিস্ট: ১৩টি

    আরও পড়ুন: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?

    সাইকোলজিস্ট: ১৩টি

    বায়ো মেকানিক্স: ১৩টি

    নিউট্রিশনিস্ট: ১৩টি

    বায়ো কেমিস্ট: ২টি

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা 

    পে স্কেল

    ১,০৫০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। বছরে ১০% হারে বাড়বে এই টাকা।

    চুক্তির সময়কাল

    শুরুতে ১ বছরের চুক্তি করা হবে। পরবর্তীতে ১ বছর করে সর্বোচ্চ ৮ বছর অবধি বাড়ানো যেতে পারে এই চুক্তি। 

    বয়সসীমা

    আবেদনের শেষ দিনে আবেদনকারীর বয়স ৪৫ বছরের বেশি হওয়া যাবে না।

    কী করে আবেদন করবেন?

    • websitehttps://sportsauthorityofindia.gov.in/saijobs/ – এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
    • অন্য কোনও উপায়ে আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না।
    • আবেদনকারীর একটি সচল ইমেল আইডি থাকা আবশ্যক। 
    • এই ইমেল আইডিতে এর মাঝে কোনও বদল আনা যাবে না।
    • আবেদনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই আবেদন করতে হবে। 

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    আবেদনের সময়সীমা

    ৫ অগাস্ট সন্ধ্যে ৬ টায় শুরু হয়েছে আবেদন করা। শেষ হবে ৫ সেপ্টেম্বর সন্ধ্যে ৬ টায়।

     

  • Job Vacancies In Canada: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?  

    Job Vacancies In Canada: কানাডায় ১০ লক্ষ শূন্যপদ, যাবেন নাকি?  

     মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি খুঁজছেন? যোগ্যতা যাই হোক না কেন, কোনও না কোনও একটা চাকরি (Job) মিলবেই। তবে হ্যাঁ, দেশের কোনও প্রান্ত নয়, এজন্য আপনাকে যেতে  হবে কানাডায় (Canada)। আপাতত ১০ লক্ষ শূন্য পদে হবে ওই নিয়োগ। ২০২১ সালের মে মাসে এই সংখ্যাটা ছিল তিন লক্ষের কিছু বেশি। শুধু চাকরি নয়, পাকাপাকিভাবে সে দেশে থিতু হতে চাইলেও মিলবে নাগরিকত্ব (Citizenship)।

    কানাডার জনসংখ্যা এমনিতেই কম। অথচ শিল্পোন্নত দেশ। স্বাভাবিকভাবেই শিল্পক্ষেত্রে লোকজন প্রয়োজন। জনসংখ্যা কম হওয়ায় কর্মপ্রার্থীর সংখ্যা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। সেই কারণেই কানাডা সরকার অভিবাসীদের ঠাঁই দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। ২০২২ সালে তাদের এ ক্ষেত্রে তাদের টার্গেট ছিল ৪.৩ লক্ষ। ২০২৪ এর মধ্যে তারা এটাকেই নিয়ে যেতে চাইছে ৪.৫ লক্ষে। তাই যাঁরা দেশ ছেড়ে বাড়তি রোজগারের আশায় বিদেশ যেতে চান, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ এটাই।

    আরও পড়ুন : শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন?

    গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রেই এই মুহূর্তে চলছে লোকাভাব। তবে অ্যালবার্টো এবং ওন্টারিও প্রদেশের ছবিটা খুবই করুণ। ওই দুই প্রদেশে, প্রতি দশ জনের জন্য শূন্য পদ ১১টি। অর্থাৎ যাঁরাই যাবেন, তাঁরাই চাকরি পাবেন। তা বাদেও থেকে যাবে শূন্যপদ। এপ্রিলে এই হার ছিল প্রতি দশজনে ১২ জন। আর চলতি বছরের গোড়ায় এটাই ছিল প্রতি ২০ জনে ২৪ জন। নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর এই দুই প্রদেশে সাকুল্যে বেকার রয়েছেন চারজন। তাঁরা অবশ্য চাকরি নিতে চাননি বলেই বেকার। তাই এই দুই প্রদেশেও প্রচুর চাকরির সুযোগ।

    করোনা অতিমারির আগেও ছবিটা এত করুণ ছিল না কানাডায়। করোনা অতিমারির পর লোকজন তাড়াতাড়ি চাকরি ক্ষেত্র থেকে অবসর নিয়ে নিচ্ছেন। জন্মহারও ক্রমেই কমছে। চাকরি করতেও চাইছেন না সে দেশের বহু মানুষ। সব মিলিয়ে তৈরি হয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, প্রোফেশনাল, ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউসিং, ফিনান্স, ইন্স্যুরেন্স, অবসর ও বিনোদন এবং রিয়েল এস্টেস কর্মীর অভাব সর্বত্র। দেশের নির্মাণ সংস্থাগুলোতেও প্রচুর লোকের প্রয়োজন।

    এবার ভেবে দেখুন, তল্পিতল্পা গুটিয়ে কানাডা পাড়ি দেবেন কিনা!

    আরও পড়ুন : কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা

  • IB Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    IB Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)। তাতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার-১ (একজিকিউটিভ), এসিআইও-২ (একজিকিউটিভ), জেআইও-১ (একজিকিউটিভ), জেআইও-২ (একজিকিউটিভ) পদে ৭৭৬ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্টেলিজেন্স ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। 

    আরও পড়ুন: সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    এক নজরে কিছু তথ্য:

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা 

    আবেদন শুরু: বর্তমানে চলছে
    আবেদন পদ্ধতি: অফলাইন
    আবেদনের শেষ তারিখ: ১৯.০৮.২০২২

    যোগ্যতা

    যারা শেষ ডেপুটেশনের পর থেকে ৩ বছর কুলিং-অফ পিরিয়ড পূর্ণ করেছেন এবং যারা একটির বেশি ডেপুটেশনে অংশগ্রহণ করেননি তাঁরা নিজেদের আবেদনপত্র পাঠাতে পারেন, এই ঠিকানায়- ‘Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021’।  

    কী কী তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে? 

    শিক্ষাগত যোগ্যতা/ট্রেনিং সার্টিফিকেট যা আছে তার অ্যাটেস্টেড করা কপি এবং স্বাক্ষরিত বায়ো-ডেটা, কপিক্যাডার কন্ট্রোলিং অথরিটি দ্বারা অ্যাটেস্টেড করা ভিজিল্যান্স ক্লিয়ারেন্স এবং ইন্টিগ্রিটি সার্টিফিকেট। এছাড়াও বিগত ১০ বছরে অফিসারদের উপর আরোপিত বড়/ ছোট পেনাল্টির কপি (যদি থাকে)। 

    নির্বাচন প্রক্রিয়া

    প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়ায় গেট স্কোর এবং ইন্টারভিউকে প্রাধান্য দেওয়া হবে। এর পর প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে নির্বাচন করা হবে।

    ডেপুটেশনের মেয়াদ

    ডেপুটেশনের ন্যূনতম মেয়াদ হবে ৩ বা ৫ বছর (সংশ্লিষ্ট পোস্টের আরআর-এর উপর নির্ভর করে)। পরবর্তীতে তা আরও সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। 

    বেতন ও শূন্যপদ

    • অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার-১/ একজিকিউটিভ (গ্রুপ-বি)- পে ম্যাট্রিক্সের লেভেল ৮ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ৪৭,৬০০- ১,৫১,১০০ টাকা (শূন্যপদ- ৭০টি)
    • অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার- ২/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৭ অনুযায়ী ৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা (শূন্যপদ- ৩৫০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ১/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৯,২০০- ৯২,৩০০ টাকা (শূন্যপদ- ৫০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১,১০০ টাকা (শূন্যপদ- ১০০টি)
    • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/ একজিকিউটিভ- পে ম্যাট্রিক্সের লেভেল ৩ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ১০০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ১ (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৫ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১১০০ টাকা (শূন্যপদ- ২০টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- গ্রেড- ২ (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ৩৫টি)
    • সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (মোটর ট্রান্সপোর্ট)- পে ম্যাট্রিক্সের লেভেল ৩ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ২০টি)
    • হালওয়াই কাম কুক- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২১,৭০০– ৬৯,১০০ টাকা (শূন্যপদ- ৯টি)
    • কেয়ারটেকার- পে ম্যাট্রিক্সের লেভেল ৫ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৯,২০০– ৯২,৩০০ টাকা (শূন্যপদ- ৫টি)
    • জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার- ২/ টেক- পে ম্যাট্রিক্সের লেভেল ৪ এবং ৭ম সিপিসি অনুযায়ী মাসিক ২৫,৫০০- ৮১১০০ টাকা (শূন্যপদ- ৭টি)
  • IBPS PO Recruitment: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন? 

    IBPS PO Recruitment: শুরু হয়েছে আইবিপিএস পিও- র রেজিস্ট্রেশন, শূন্যপদ কত জানেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। শুরু হয়ে গিয়েছে আইবিপিএস পিও-র রেজিস্ট্রেশন (IBPS PO Registration 2022)। সরাসরি আইবিপিএসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আবেদন করার শেষ  দিন ২২ অগাস্ট। শূন্য পদের সংখ্যা ৬,৪৩২। 

    এক নজরে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। 

    আরও পড়ুন: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইবি, শূন্যপদের সংখ্যা ৭৭৬

    শূন্যপদ 

    মোট শূন্যপদের সংখ্যা ৬,৪৩২।

    ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৫৩৫

    কানাড়া ব্যাঙ্ক- ২৫০০

    পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ৫০০

    পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক- ২৫৩

    ইউকো ব্যাঙ্ক- ৫৫০

    ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ২০৯৪ 

    বয়স

    আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ন্যূনতম বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর। ২০২২ সালের ১ অগস্ট অনুযায়ী বয়স হিসাব করা হবে। অর্থাৎ যে প্রার্থীরা ১৯৯২ সালের ২ অগস্ট থেকে ২০০২ সালের ১ অগস্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন।  

    আরও পড়ুন: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা  

    যোগ্যতা

    আবেদনকারীকে স্নাতক হতে হবে। ভারত সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীদের স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর দিতে হবে। এখন যে পড়ুয়ারা স্নাতক স্তরের তৃতীয় বর্ষে পড়ছেন ও পরীক্ষা দিয়েছেন, তাঁদের পরীক্ষার ফলাফল ২২ অগাস্টের মধ্যে বেরোলে, তবেই তাঁরা আবেদন করতে পারবেন।

    আবেদনের শেষ দিন

    ২২ অগাস্ট 

    পরীক্ষা কবে নেওয়া হবে?     

    যদিও পরীক্ষার দিন সুনির্দিষ্ট করে জানানো হয়নি। তবে প্রিলিমিনারি পরীক্ষা ১৫, ১৬ এবং ২২ অক্টোবর হবে বলে জানা গিয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বেরোবে ২০২২ সালের নভেম্বরে। মেইন পরীক্ষাটি হবে ২০২২ সালের ২৬ নভেম্বর। মেইন পরীক্ষার ফল প্রকাশিত হবে ডিসেম্বরে। এরপর ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে ইন্টারভিউ।  

    বেতন 

    বেতন হবে ৫২-৫৭ হাজার টাকা। বেসিক পে শুরু  হবে ২৩ হাজার ৭০০ টাকায়। ৪টে ইনক্রিমেন্ট পাবেন। 

    কীভাবে করবেন আবেদন?

    সরাসরি আইবিপিএস-এর ওয়েবসাইট ibps.in -এ গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে।   

    কী নথি আপলোড করত হবে আবেদনকারীদের?

    • নির্দিষ্ট মাপের ফটোগ্রাফ।
    • বলে দেওয়া নির্দিষ্ট মাপের সিগনেচার। 
    • বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ। 
    • হাতে লেখা একটি ডিক্লেরেশন।  

    সমস্ত নথিপত্র আপলোড করার পর আসবে পেমেন্ট অপশন। মাথায় রাখতে হবে, পেমেন্ট ছাড়া কোনও আবেদনই গৃহীত হবে না। একবার কোনও তথ্য আপলোড করলে তা আর বদলানো যাবে না। তাই অনলাইনে আবেদন করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। 

     

     

     

  • Indian Oil Recruitment: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা

    Indian Oil Recruitment: কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল, শূন্যপদ ১৮, সর্বাধিক বেতন ১,৮০,০০০ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনিয়র ল অফিসার এবং ল অফিসার পদে কর্মী নিয়োগের (Indian Oil Recruitment 2022) বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল (Indian Oil)। শূন্যপদের সংখ্যা ১৮। বেতনক্রম ৬০,০০০-১,৮০,০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২০২২ সালের ১৪ অগাস্ট। আবেদন করতে কোনও টাকা দিতে হবে না। গ্রেড এ পদের জন্যে আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে সর্বোচ্চ ৩০ হতে হবে এবং গ্রেড এ১ পদের জন্যে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩। 

    আরও পড়ুন: স্টক মার্কেটে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করলে ফলবে সোনা, জানুন কীভাবে

    জেনে নিন এ বিষয়ক কিছু তথ্য

    পদের নাম: সিনিয়র ল অফিসার 

    গ্রেড: এ১ 

    বেতনক্রম: ৬০,০০০-১,৮০,০০০ টাকা 

    শূন্যপদ: ৯টি

    পদের নাম: ল অফিসার 

    গ্রেড:

    বেতনক্রম: ৫০,০০০-১,৬০,০০০ টাকা 

    শূন্যপদ: ৯টি

    যোগ্যতা: 

    • এআইসিটিই বা ইউজিসির অনুমোদনপ্রাপ্ত কোনও কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফুল টাইম রেগুলর কোর্সের ডিগ্রি থাকতে হবে।
    • যেকোনও বিষয়ের স্নাতক ডিগ্রির সঙ্গে সঙ্গে ল- এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    • অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এলএলবি-র ডিগ্রি থাকতে হবে।
    • গ্রেড এ১ -এর জন্যে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    • গ্রেড এ- এর জন্যে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

    বয়স সীমা:  গ্রেড এ পদের জন্যে আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে সর্বোচ্চ ৩০ হতে হবে এবং গ্রেড এ১ পদের জন্যে আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩।

    আরও পড়ুন: ১৯১টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনার শর্ট সার্ভিস কমিশন

    আবেদনের শেষ তারিখ:  ১৪ অগাস্ট, ২০২২

    কী করে আবেদন করবেন?

    • www.iocl.com – এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। 
    • প্রথমে ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে পোর্টালটিতে রেজিস্ট্রেশন করতে হবে। 
    • এই দুটি তথ্যকেই আবেদনের দিন থেকে অন্তত এক বছর সচল থাকতে হবে।
    • এবার ‘Latest Job’- এই লিঙ্কে গিয়ে সব সঠিক তথ্য দিয়ে আবেদন করুন।
    • আবেদনকারীকে স্ক্যান করে তথ্য দিতে হবে।
    • পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। যা ২০২২ সালের জানুয়ারির থেকে পুরোনো হওয়া যাবে না। 

     

     

     

LinkedIn
Share