Tag: Joka ESI

Joka ESI

  • Partha Chaterjee: মাথায় লাগলে শান্তি পেতাম, পার্থকে জুতো ছুড়ে বললেন মহিলা

    Partha Chaterjee: মাথায় লাগলে শান্তি পেতাম, পার্থকে জুতো ছুড়ে বললেন মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। জুতোর পাটিটা অবশ্য পার্থর গায়ে লাগেনি। মহিলার আফশোস, জুতোটা মাথায় লাগলে শান্তি পেতাম।

    এদিন জোকা ইএসআই (ESI) হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে। নিয়ে যাওয়া হয়েছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee)। ওই হাসপাতালেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন এক মহিলাও। খুব কাছ থেকে পার্থকে দেখতে পেয়ে পা থেকে এক পাটি জুতো খুলে আচমকাই ছুড়ে মারেন পার্থকে লক্ষ্য করে। জুতোর পাটিটা অবশ্য পার্থর গায়ে লাগেনি। লাগে গাড়িতে। এর পরেই আফশোস করতে দেখা যায় ওই মহিলাকে। বলেন, জুতোটা মাথায় লাগলে শান্তি পেতাম।

    জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি আমতলা এলাকায়। তাঁর একমাত্র মেয়ে উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করছে। কেন মারলেন জুতো? ওই মহিলা বলেন, রাগ ছিল। ওঁকে জুতো মেরে আমি শান্তি পেয়েছি। মালা দিয়ে বরণ করলে আপনাদের ভালো লাগত! এর পরেই গটগটিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন ওই মহিলা। পায়ের আর এক পাটি জুতো ফেলে খালি পায়েই হাঁটা দেন ওই মহিলা।

    আরও পড়ুন : পার্থ-অর্পিতার পর এবার কাকে জেরা করতে চলেছে ইডি, জানেন?

    হাসপাতাল সূত্রে খবর, পার্থ-অর্পিতাকে হাসপাতালে নিয়ে আসার সময় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল হাসপাতাল চত্বর। রোগী, রোগীর আত্মীয়, সাংবাদ মাধ্যমের কর্মী সব মিলিয়ে ভিড়ে ভিড়াক্কার। সেই সময় ওই মহিলা তাঁর এক আত্মীয়কে নিয়ে এসেছিলেন হাসপাতালে। ভিড়ের চোটে অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। তার পরেই উগরে দেন ক্ষোভ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত। ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হলে তা সমর্থনযোগ্য নয়। তবে এটায় বোঝা যাচ্ছে, এই সরকারের প্রতি মানুষের ক্ষোভ কতটা!  

    প্রসঙ্গত, এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় ৫০ কোটিরও বেশি নগদ টাকা এবং সোনা। তা নিয়ে ক্রমেই বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ।

    এদিনের ঘটনা কি তারই বহিঃপ্রকাশ?

    আরও পড়ুন : তৃণমূলের হয়ে প্রচার অর্পিতার, প্রকাশ্যে ছবি, এর পরেও অস্বীকার করবে শাসক দল?

  • Dilip Attacks Partha: কার চক্রান্তের কথা বলছেন? পার্থকে নিশানা দিলীপের, আক্রমণ অর্পিতাকেও

    Dilip Attacks Partha: কার চক্রান্তের কথা বলছেন? পার্থকে নিশানা দিলীপের, আক্রমণ অর্পিতাকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। সম্প্রতি তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছে তাঁর দল তৃণমূল (TMC)। পার্থের মাথার ওপর থেকে আশীর্বাদী হাত সরে গিয়েছে তৃণমূল নেত্রীর। আক্ষরিক অর্থেই একা হয়ে গিয়ে পার্থের দাবি, আমি ষড়যন্ত্রের শিকার। পার্থের এই দাবিকেই হাতিয়ার করেছেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর প্রশ্নবাণ, পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন?

    এসএসসি দুর্নীতিকান্ডে তদন্তে নেমে কেঁচো নয়, কেউটের সন্ধান পেয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। পার্থ ও তাঁর ঘনিষ্ঠ জনৈক অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। অর্পিতার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয়েছে রাশি রাশি টাকা। হাইকোর্টের নিয়ম মেনে এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ অর্পিতাকে। সেখানেই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা। আর পার্থ দাবি করেন তিনি ষড়যন্ত্রের শিকার। পার্থের এই ‘ষড়যন্ত্র তত্ত্ব’কেই অস্ত্র করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন? দিলীপ বলেন, উনি কোনও সাধারণ মানুষ নন। ওনার দায়িত্ব লোকের সামনে নিয়ে আসা। উনি মন্ত্রী, এত বড় নেতা, পুরানো রাজনীতিবিদ। তাই লোকে ওনাকে এত টাকা দিয়েছিল। তিনি বলেন, মানুষের বিশ্বাসটাকে রেখে বাংলার রাজনীতি যাতে কলুষমুক্ত হয়, সেজন্যও অন্তত ওনার বলা উচিত কারা চক্রান্ত করছে। এখন ফেঁসে গিয়েছেন। সত্যি সত্যিই কেউ চক্রান্ত করে থাকলে বলা উচিত।

    আরও পড়ুন : বেনামি ফ্ল্যাটের ‘মালকিন’ অর্পিতা, ভিজিটরদের নাম-ধাম জানতে কেন নিষেধ ছিল নিরাপত্তাকর্মীদের?

    এদিন অর্পিতাকেও নিশানা করেছেন দিলীপ। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, উনিও ঘর থেকে বেরনোর সময় বলেছিলেন বিজেপির চক্রান্ত। কান্নাকাটি করে তো আর বাঁচা যাবে না। তাহলে হয়তো লঘু হতে পারে সাজা। নইলে আরও কঠোর সাজা হবে। তিনি বলেন, উনি কান্নাকাটি না করে সত্য সামনে নিয়ে আসুন।

    এদিন তৃণমূলকে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রস সভাপতি অধীর চৌধুরীও। তিনি বলেন, তৃণমূলের ভোটার, সমর্থকরা সৎ। তাঁদের সততা, আন্তরিকতাকে ব্যবহার করে তৃণমূলের নেতারা ধনকুবেরে রূপান্তরিত হয়েছে। বাংলার মানুষ নতুন চেহারা দেখছেন তৃণমূলের। সবে তো শুরু হয়েছে, এখনও অনেক বাকি রয়ে গিয়েছে।

    আরও পড়ুন : পার্থকে সরালেও এখনও কেন বহাল পরেশ? মমতাকে আক্রমণ বিজেপির

    বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, কে ষড়যন্ত্র করেছে, সেই নামটা ওঁর নির্দিষ্ট করে বলা উচিত। কারণ বাংলার মানুষ গভীরতম ষড়যন্ত্রের শিকার। বাংলার মানসম্মান নষ্ট হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বলা উচিত কে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। না হলে একথা বলার কোনও মানে হয় না। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, চক্রান্ত হলে আইনের পথ খোলা রয়েছে।

     

LinkedIn
Share