Tag: Jonny Bairstow

Jonny Bairstow

  • IPL 2024: বেয়ারস্টোর বাজিমাত! ইডেনে নজিরের পর নজির, কোথায় গেলেন বাদশা?

    IPL 2024: বেয়ারস্টোর বাজিমাত! ইডেনে নজিরের পর নজির, কোথায় গেলেন বাদশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ইতিহাস তৈরি হল শুক্রবার। পয়েন্ট তালিকায় অনেক পিছনে থাকা পাঞ্জাবের কাছে হারটা যেন মেনে নিতে পারছিল না কলকাতার ক্রিকেট ভক্তরা।  কিন্তু হার মানলেও এই ম্যাচ যেন ছিল ঘোরের মতো। টি-টোয়েন্টি ক্রিকেটের আসল নির্যাসটুকু ধরে রাখল এই ম্যাচ। বন্যা বইল চার-ছয়ের। এক দল আগে ব্যাট করে করল ২৬১ রান। অপর দল সেই রান তাড়া করে দিল ৮ বল বাকি থাকতেই। অতীতে এত রান তাড়া করে কোনও দল জিততে পারেনি। এই নজির অবশ্য মেনে নিতে পারেননি কেকআর কর্ণধার শাহরুখ খান। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন তিনি। কেকেআর হারলেও ভগ্ন হৃদয়ে একবার বাদশা-কে দেখার আশায় রাত ১২টা পর্যন্ত ইডেনের গ্যালারিতে অপেক্ষা করছিলেন দর্শকরা। তিনি যে বাজিগর, ‘হার কর জিত যাতে হ্যায়’। হারলেও বারবার অনুরাগীদের মন জিতেছেন বাদশা। কিন্তু শুক্রবার ইডেনে যেন উলাট পুরান। নজিরের পর নজির। 

    রেকর্ড রান তাড়া করে জয়

    শুক্র-রাতে ইডেন গার্ডেন্স ব্যাটিং প্যারাডাইসে পরিণত হয়েছিল। কেকেআরের দেওয়া ২৬২ রানের টার্গেট যে কারণে সফল ভাবে তাড়া করতে পেরেছে পঞ্জাব কিংস। টি-২০ ক্রিকেটে এটাই সর্বাধিক রান তাড়ার রেকর্ড। গত মার্চে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৫৯ রানের টার্গেট তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই রেকর্ড ভেঙে গেল ইডেনে। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নিরিখে এটি প্রথম স্থানে। এর আগে ২০২০ সালে রাজস্থান শারজায় ২২৪ তাড়া করে জিতেছিল এই পঞ্জাবের বিরুদ্ধে। এ বছর ইডেনে কিছু দিন আগে এই রাজস্থানই ২২৪ রান তাড়া করে জিতেছিল কলকাতার বিরুদ্ধে। ২০২১ সালে ২১৯ তাড়া করে চেন্নাইকে হারিয়েছিল মুম্বই।

    সর্বাধিক ছয়

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি ম্যাচে সর্বাধিক ছয়ের রেকর্ড হচ্ছে চলতি আইপিএলে। কলকাতা-পঞ্জাব ম্যাচে মোট ৪২টি ছয় রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচ। দু’টিতেই ৩৮টি করে ছয় হয়েছে। আইপিএলের একটি ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড হয়েছে ইডেনে (কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে)। কেকেআরের বিরুদ্ধে ২৪টি ছয় মেরেছে পাঞ্জাব কিংস।

    কেকেআরের ওপেনিং জুটিতে সর্বাধিক রান

    আইপিএলে দুই দলের করা সর্বাধিক রানের দিক থেকে আজকের ম্যাচ দ্বিতীয় স্থানে। কেকেআর ও পঞ্জাব মিলে ৫২৩ রান করেছে। চলতি আইপিএলেই হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও মোট ৫২৩ রান হয়েছিল। সর্বাধিক ৫৪৯ রান হয়েছিল আরসিবি বনাম সানরাইজার্স ম্যাচে। চলতি আইপিএলে কেকেআরের হয়ে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান করেছেন সুনীল নারিন এবং ফিল সল্ট। পঞ্জাবের বিরুদ্ধে তাঁরা ১৩৮ রানের পার্টনারশিপ গড়েছেন। যা আবার কেকেআরের হয়ে সর্বাধিক ওপেনিং পার্টনারশিপের তালিকায় দ্বিতীয়। এই তালিকায় প্রথমে রয়েছেন গৌতম গম্ভীর ও ক্রিস লিন। তাঁরা ২০১৭ সালে রাজকোটে ১৮৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IND vs ENG 5th Test: সিরিজ জয় অসম্পূর্ণ! ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হার ভারতের

    IND vs ENG 5th Test: সিরিজ জয় অসম্পূর্ণ! ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: হার এড়াতে পারল না টিম ইন্ডিয়া। এজবাস্টন টেস্টে যশপ্রীত বুমরার ভারতকে হারিয়ে ৭ উইকেটে জিতল ইংল্যান্ড। চতুর্থ দিনের খেলা যেখানে শেষ করেছিলেন,পঞ্চম দিন সকালে সেখান থেকেই শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাট্সম্যান জো রুট এবং জনি বেয়ারস্টো। এক দিনের মেজাজে ব্যাট করে মধ্যহ্নভোজের বিরতির আগেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। ৩ উইকেট হারিয়েই শেষ ইনিংসে প্রয়োজনীয় ৩৭৮ রান তুলল ইংল্যান্ড। কোনও প্রত্যাঘাত করতে পারল না ভারতীয় দল (India Edgbaston)। মাত্র দেড় ঘন্টার মধ্যেই মঙ্গলবার হার মানল ভারত।

    ৩৭৮ রান করতে হবে, সেই লক্ষ্যে ইংল্যান্ডের (England) দুই ব্যাটসম্যান জো রুট (১৭৩ বলে ১৪২) ও জনি বেয়ারস্টো (১৪৫ বলে ১১৪) মিলে সহজে রান তুলে দিয়েছেন। দুই ব্রিটিশ তারকাকে দু’দিনে আউটই করতে পারলেন না ভারতীয় বোলাররা। কেন ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো হল না, তা নিয়েও প্রশ্নও উঠছে। সমালোচনা চলছে বুমরার (Jasprit Bumrah) অধিনায়কত্ব নিয়েও। সময়মতো বোলিং পরিবর্তন করতে ব্যর্থ হন বুমরা। এমনকি ফিল্ড পজিশনেও গলদ ছিল বলে অভিমত ক্রীড়া বিশেষজ্ঞদের। প্রথম ইনিংসে ভাল ব্যাট করেও ছন্দ ধরে রাখতে পারল না ভারত। 

    ২০০৭ সালের পর আশা করা হয়েছিল ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। ম্যাচের শুরুতে সে সম্ভাবনা থাকলেও,  ম্যাচের শেষ দিনে এসে পুরো চিত্রটাই যেন পাল্টে গেল। বার্মিংহামের এজবাস্টনে ভারতকে হারিয়ে কার্যত ইতিহাস রচনা করল ইংল্যান্ড ক্রিকেট দল। এই জয়ের ফলে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় রান তাড়া করে জিতল ইংল্যান্ড। এর আগে কখনই টেস্টে ৩৬০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি ইংল্যান্ড। এ দিন এজবাস্টনে সেই রেকর্ড ভেঙেই জিতল বেন স্টোকসের দল। অন্যদিকে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে ৩৪০ রানের বেশি তাড়া করে জিতল ব্রিটিশ ব্রিগেড। সেইসঙ্গে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়ে গেল। 

LinkedIn
Share