Tag: JoSAA

  • JoSAA: দ্বিতীয় রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করল জোসা

    JoSAA: দ্বিতীয় রাউন্ডের আসন বরাদ্দের ফল ঘোষণা করল জোসা

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় রাউন্ডের আসন বরাদ্দের ফল (Result 2025) ঘোষণা করল জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি, সংক্ষেপে জোসা (JoSAA)। আজ, ২৫ জুন ঘোষণা হয় ফল। আইআইটি এবং এনআইটি আসনে ভর্তির ফল ঘোষণা করা হয়েছে।

    জোসা (JoSAA)

    শিক্ষামন্ত্রক ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১২৭টি প্রতিষ্ঠানে ভর্তির জন্য যৌথ আসন বরাদ্দ পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য জোসা প্রতিষ্ঠা করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীরা দেশের ২৩টি আইআইটি, ৩১টি এনআইটি, আইআইইএসটি শিবপুর, ২৬টি আইআইআইটি এবং ৪৭টি অন্যান্য-সরকারি অর্থায়নে পরিচালিত টেকনিক্যাল ইনস্টিটিউট দ্বারা প্রদত্ত অ্যাকাডেমিক প্রোগ্রামের জন্য একটি সিঙ্গল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

    অনলাইনে শুরু ফি জমা

    জানা গিয়েছে, দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের ফল প্রকাশিত হওয়ার পর আবেদনকারীরা এদিনই বিকেল ৫টা থেকে অনলাইনে ফি জমা দেওয়া, নথি আপলোড করা এবং রেসপন্স করতে পারবেন। আবেদনকারীরা ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে জোসা আসন বণ্টন প্রক্রিয়া থেকে আসন প্রত্যাহার ও প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার কাজ শুরু করতে পারবেন। রবিবার ২৯ জুনের মধ্যে প্রার্থীদের দ্বিতীয় রাউন্ডে জোসার আসন বরাদ্দের জন্য ফি দিতে হবে। আসন প্রত্যাহার সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার শেষ দিন ১ জুলাই।

    কীভাবে দেখবেন ফল

    জোসা ২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের আসন বরাদ্দের ফল, কীভাবে দেখবেন? অফিসিয়াল ওয়েবসাইটে যান – জোসা.এনআইসি.ইন। হোমপেজে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড-এ যান (JoSAA)। রাউন্ড ২ সিট অ্যলোটমেন্ট রেজাল্ট লিংকে ক্লিক করুন। আপনার জেইই মেইন ২০২৫ এর অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিন। সমস্ত তথ্য জমা দিন। আপনার আসন বরাদ্দের ফল স্ক্রিনে দেখানো হবে। নির্বাচিত হলে বরাদ্দ অর্ডারটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে রাখুন (Result 2025)। জানা গিয়েছে, সব মিলিয়ে ছটি রাউন্ডে হবে জোসা কাউন্সেলিং। ষষ্ঠ রাউন্ডে জোসার আসন বরাদ্দ হবে ১৬ জুলাই। এদিনই বিকেল ৫টায় ঘোষণা করা হয় জোসার দ্বিতীয় রাউন্ডের ফল (JoSAA)।

  • JoSAA 2025: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে ভর্তি, আজ থেকে শুরু কাউন্সেলিং

    JoSAA 2025: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে ভর্তি, আজ থেকে শুরু কাউন্সেলিং

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে ভর্তির ক্ষেত্রে আজ, শনিবার থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। প্রসঙ্গত, জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JoSAA 2025) তাদের রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং উইন্ডো আগেই বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার, ১২ জুন বিকেল ৫টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা গিয়েছে, JoSAA এবার অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ছয়টি রাউন্ডে কাউন্সেলিং পরিচালনা করবে। এর মধ্যে প্রথম রাউন্ডের ফল প্রকাশিত হবে শনিবার (১৪ জুন) সকাল ১০টায়। অন্যদিকে IIT-র ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত রাউন্ডের ফলাফল প্রকাশিত হবে ১৬ জুলাই এবং সম্পূর্ণ কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে ২২ জুলাই (JoSAA 2025)।

    ১২৭টি সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান পড়ুয়ারা

    JoSAA কাউন্সেলিংয়ের মাধ্যমে দেশের মোট ১২৭টি সেরা প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান পড়ুয়ারা। এর মধ্যে রয়েছে ২৩টি IIT, IIEST শিবপুর, ২৬টি IIIT এবং ৪৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত টেকনিক্যাল ইনস্টিটিউট। যে সকল ছাত্রছাত্রী কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করে ভর্তি নিশ্চিত করবেন, তাঁরা পঞ্চম রাউন্ডের আগেই নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করার সুযোগ পাবেন (JoSAA 2025)।

    লগ-ইন সংক্রান্ত তথ্য

    JEE Main 2025 পরীক্ষার্থীদের লগইন করার জন্য নিজেদের আবেদন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। বিদেশি নাগরিক এবং OCI/PIO প্রার্থীরা যাঁরা JEE Main পরীক্ষায় অংশ নেননি, তাঁদের JEE Advanced 2025-এর শংসাপত্র ব্যবহার করে লগইন করতে হবে (Top Engineering Colleges)।

    JoSAA 2025 কাউন্সেলিং-এর মূল তারিখসমূহ

    ১৪ জুন: প্রথম রাউন্ড আসন বরাদ্দ (সকাল ১০টা)

    ২১ জুন: দ্বিতীয় রাউন্ড ফলাফল (বিকাল ৫টা)

    ২৮ জুন: তৃতীয় রাউন্ড ফলাফল (বিকাল ৫টা)

    ৪ জুলাই: চতুর্থ রাউন্ড ফলাফল (বিকাল ৫টা)

    ১০ জুলাই: পঞ্চম রাউন্ড ফলাফল (বিকাল ৫টা)

    ১৬ জুলাই: IIT-এর চূড়ান্ত রাউন্ডের ফলাফল (বিকাল ৫টা)

LinkedIn
Share