Tag: jyotipriya mallick

jyotipriya mallick

  • ED: জ্যোতিপ্রিয় সম্পর্কে তথ্য পেতে ১০ পুরসভার চেয়ারম্যানকে জেরা করবে ইডি?

    ED: জ্যোতিপ্রিয় সম্পর্কে তথ্য পেতে ১০ পুরসভার চেয়ারম্যানকে জেরা করবে ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর (ED) সম্পর্কে তথ্য পেতে এবার উত্তর ২৪ পরগনার ২৭টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এক সময় উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সর্বময় কর্তা ছিলেন জ্যোতিপ্রিয়। এই পুরসভাগুলির কর্তাদের সঙ্গে তাঁর সুসম্পর্কও ছিল। তাই তাঁদের জিজ্ঞাসাবাদ করে জ্যোতিপ্রিয় সম্পর্কে আরও কংক্রিট তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

    বেড়েছে সম্পত্তির বহর

    নিয়োগ কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই একাধিকবার জেরা করা হয়েছে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে। এই পুরসভার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডির স্ক্যানারে রয়েছে উত্তর ২৪ পরগনার ২৭টি পুরসভা। তাঁদের কর্তাদেরও জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে ইডি। ইডি (ED) জেনেছে, উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভার কাউন্সিলরদের একটা বড় অংশের সম্পত্তির পরিমাণ এক লপ্তে অনেকখানি বেড়েছে তৃণমূল জমানায়। এঁদের অনেকেই জ্যোতিপ্রিয়র হাত ধরে পৌঁছেছেন ক্ষমতার ভরকেন্দ্রে। তার জেরেই এঁদের সম্পত্তি উঠেছে ফুলেফেঁপে। কীভাবে তাঁরা এত সম্পত্তির মালিক হলেন, জ্যোতিপ্রিয়র সঙ্গেই বা তাঁদের সম্পর্ক কী রকম, এই পুরসভাগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জেরা করে এসবই জানতে চাইতে পারে ইডি।

    জ্যোতিপ্রিয়র সঙ্গে যোগসূত্র

    ইতিমধ্যেই যেসব পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরকে জেরা করা হয়েছে, তাঁদের সঙ্গে জ্যোতিপ্রিয়র যোগসূত্র রয়েছে বলেই অনুমান ইডির কর্তাদের। তাঁরা এমন ১০টি পুরসভার হাজার দেড়েক কর্মীর সন্ধান পেয়েছেন, যাঁরা আদতে প্রভাবশালীদের ধরে কিংবা প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন। ইডির আধিকারিকরা পুরনিগম দফতরের কাছে ফের ওই ১০টি পুরসভার সম্পর্কে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন। ইডির দাবি, যে কটি পুরসভার নাম আপাতত জানা যাচ্ছে, তার সিংহভাগই উত্তর ২৪ পরগনার। যেটি আবার জ্যোতিপ্রিয়র জেলা নামেই পরিচিত। এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয়র ভালই প্রভাব ছিল।

    আরও পড়ুুন: বালু ঘনিষ্ঠ ব্যবসায়ীর ডেরা সহ একাধিক জেলায় হানা ইডির, কোথায় কোথায় জানেন?

    তবে নিয়োগ কেলেঙ্কারি এবং রেশন বণ্টন কেলেঙ্কারির তদন্ত একযোগে চললেও, তদন্ত হচ্ছে (ED) আলাদা আলাদাভাবে। প্রসঙ্গত, রাজ্যে পুরসভা রয়েছে ১২২টি, পুরনিগম ৭টি। এর মধ্যে নিয়োগ কেলেঙ্কারির তালিকাভুক্ত হয়েছে প্রায় ৭০টি পুরসভা। এর মধ্যে সব চেয়ে বেশি অনিয়ম হয়েছে ১০টিতে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: বালু ঘনিষ্ঠ ব্যবসায়ীর ডেরা সহ একাধিক জেলায় হানা ইডির, কোথায় কোথায় জানেন?

    ED: বালু ঘনিষ্ঠ ব্যবসায়ীর ডেরা সহ একাধিক জেলায় হানা ইডির, কোথায় কোথায় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও রাজ্যের একাধিক জেলায় হানা দিল ইডি। রেশন বন্টন দুর্নীতির তদন্ত করতে ইডি হানা দেয়। একাধিক জেলার  আট তৈরির কারখানা, চালকল কারখানায় ইডি (ED) আধিকারিকরা হানা দেয়। রেশন দুর্নীতি নিয়ে একের পর এক তথ্য উঠে এসেছে ইডির হাতে। এরপরে গ্রেফতার হয় প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখান থেকে নতুন তথ্য পেয়ে ইডি হানা দেয়।  শনিবার সাত সকালে একসঙ্গে ফের রাজ্যজুড়ে ইডি-র হানার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    নদিয়াতে হানা দিল ইডি (ED)  

    নদিয়ায় পৃথক দুটি রেশন ডিলার ও চালকলের মালিকের বাড়িতে ইডি (ED) হানা দেয়। শনিবার নদিয়ার রানাঘাট পুরসভার-১ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার সিদ্ধেশ্বর বিশ্বাস ও ১৭ নম্বর ওয়ার্ডের চাল কল মালিক নিতাই ঘোষের বাড়িতে হানা দেন ইডির প্রতিনিধিরা। সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী প্রতিনিধিরা।

    মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি, হোটেলে হানা দিল ইডি

    উত্তর ২৪ পরগনার বনগাঁর কালুপুরে একটি আটা কলে এবং একটি চাল কলে ইডি (ED)  হানা দেয়। এই এলাকা থেকে বাংলদেশ সীমান্ত ১০ কিলোমিটার দূরে। তাই, এই এলাকা থেকে  রেশন সামগ্রী বাংলাদেশে পাচার হত কি না তা খতিয়ে দেখতে ইডি হানা দেয়। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী মন্টু সাহা ও কালীদাস সাহার বাড়িতে ইডি হানা দেয়। তাঁদের আট কল, চাল কলেও তল্লাশি চালানো হয়। পাশাপাশি, সল্টলেক সেক্টর ফাইভের হোটেলে হানা দেয় ইডি। সল্টলেক সেক্টর ফাইভের রাধাকানাইয়া হোটেলের এক কর্মচারীকে প্রথমে ডেকে আনে ইডি। হোটেলে ঢোকার আগেই ওই ব্যক্তি জানিয়ে দেন তিনি মালিক নন, হোটেল মালিকের নাম মন্টু সাহা ও কালিদাস সাহা। এই হোটেলটি কবে কেনা হয়েছিল, এই হোটেলে কারা কারা আসতেন? সেব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, মন্টু সাহা ও কালিদাস সাহা নামে দুই ব্যবসায়ী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

     ইডি হানা দিল হাওড়ায়

    হাওড়ার ডোমজুড়ে জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটা তৈরির কারখানা এবং গোডাউনে ইডি (ED) হানার খবর মিলেছে। গভীর রাত থেকে এখনও সেখানে তল্লাশি চলছে। ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এখান থেকেই রেশন দোকানে আটা, ময়দা এবং অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের খাবার সরবরাহ করা হত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: বাকিবুরের বাড়িতেই অস্থায়ী ‘খাদ্যদফতর’! ‘আমি নির্দোষ, মমতা সব জানেন..’, বললেন জ্যোতিপ্রিয়

    Jyotipriya Mallick: বাকিবুরের বাড়িতেই অস্থায়ী ‘খাদ্যদফতর’! ‘আমি নির্দোষ, মমতা সব জানেন..’, বললেন জ্যোতিপ্রিয়

    মাধ্যম নিউজ ডেস্ক :  তিনি নির্দোষ, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সব জানেন। দুদিনের মধ্যে সবকিছু স্পষ্ট হয়ে যাবে বলে এদিন দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের নির্দেশ মতো এদিন ফের জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে যাওয়া হল আলিপুর কমান্ড হাসপাতালে। সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে বার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তখনই মন দাবি করেন তিনি।

    হিসেব চেয়েছে ইডি

    রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এজেন্টরা। সূত্রের খবর, এজেন্টদের মাধ্য়মেই রেশন দুর্নীতির টাকা লেনদেন হত। বাকিবুর রহমান যে টাকা পাঠাতেন সেই টাকা এজেন্টদের মাধ্য়মে লেনদেন হত বলে তদন্তে উঠে এসেছে। সূত্রের খবর, বাকিবুর রহমানের মালিকানাধীন গমকল ও চালকলে কত ধান-গম আসত তার হিসেব চেয়েছে ইডি। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে চাল ও আটা গিয়েছে, এফসিআইয়ের কাছে তারও হিসেব চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, এই দুর্নীতির তদন্তে নেমে, তাঁরা বাকিবুর রহমানের পাহাড় প্রমাণ সম্পত্তির কথা জানতে পারেন। যার মধ্য়ে ছিল তাঁর একাধিক সংস্থাও। গোয়েন্দা সূত্রে দাবি, ৬টি এমন সংস্থার কথা জানা যায়, যেখানে আটা বণ্টন দুর্নীতির টাকা ঢুকেছিল।

    আরও পড়ুন: “খাদ্য দফতরের আধিকারিকের প্রতারণায় বন্ধ হয়েছে চালকল”, বিস্ফোরক মালিক

    বাকিবুরের বাড়িতেই ছোট ‘খাদ্য দফতর’ 

    রেশন দুর্নীতি মামলায় ধৃত মিল মালিক বাকিবুর রহমানের বাড়িতেই ছোটখাট একটি ‘খাদ্য দফতর’ গড়ে তোলা হয়েছিল বলে দাবি ইডির। অভিযুক্তের বাড়ি এবং সংস্থায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত যে বিপুল পরিমাণ সরকারি স্ট্যাম্প উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখার পরে একথা মনে করছেন ইডি আধিকারিকেরা। উদ্ধার হওয়া স্ট্যাম্পগুলিকে খুটিয়ে পরীক্ষা করে ইডি মনে করছে, খাদ্য দফতরের মাথায় বসে থাকা কর্তা-ব্যক্তিরাই শুধু দুর্নীতির সঙ্গে জড়িত নন, বাকিবুরের ঘনিষ্ঠ জেলাস্তরের সরকারি আধিকারিকেরাও এতে জড়িত থাকতে পারেন। তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে দাবি, বারাসতের খাদ্যদফতরের প্রায় সমস্ত সরকারি আধিকারিকদের সঙ্গে বাকিবুরের যোগ ছিল। তা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই। অভিযোগ, পরে নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাতেও নিজের প্রভাব খাটাতেন তিনি। এমনকী, মন্ত্রীর কনভয়েও কখনও কখনও বাকিবুরের গাড়িকে যেতে দেখা যেত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Scam Case: মন্ত্রী জ্যোতিপ্রিয়র কনভয়ে থাকত ব্যবসায়ী বাকিবুরের গাড়ি! বিস্ফোরক দাবি ইডির

    Ration Scam Case: মন্ত্রী জ্যোতিপ্রিয়র কনভয়ে থাকত ব্যবসায়ী বাকিবুরের গাড়ি! বিস্ফোরক দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় (Ration Scam Case) জ্যোতিপ্রিয়-বাকিবুর যোগের চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ইডি। তদন্তকারীদের দাবি, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের মধ্যেই থাকত পেশায় ব্যবসায়ী বাকিবুর রহমানের গাড়ি।

    ঝুলি থেকে বেরল বেড়াল

    মঙ্গলবার ইডির আধিকারিকরা জেরা করেছিল জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অমিত দে-কে। তার পরেই বের হয় ঝুলি থেকে বেড়াল। তদন্তকারীরা জেনেছেন, খাদ্য দফতরে গিয়ে জ্যোতিপ্রিয়র সঙ্গে প্রায়ই বৈঠক করতেন বাকিবুর। মন্ত্রিমশাইয়ের নির্দেশেই রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখতেন বাকিবুর। অমিতের মোবাইল থেকেও কথা হত বাকিবুরের সঙ্গে। এদিকে, আলিপুরের কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র চিকিৎসা নিয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ৮ নভেম্বর পর্যন্ত পিছল মামলার শুনানি। তাই কমান্ড হাসপাতালে মন্ত্রিমশাইয়ের চিকিৎসা করার ক্ষেত্রে কোনও বাধা রইল না ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কেবল বাকিবুর এবং জ্যোতিপ্রিয়ই এই কেলেঙ্কারিতে যুক্ত, তা নয়। তৎকালীন খাদ্য দফতরে কর্মরত একাধিক সরকারি আধিকারিক এবং আমলাও কাঠগড়ায় (Ration Scam Case)।

    কেলেঙ্কারির সুতোয় টান

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে প্রথমে গ্রেফতার করা হয় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। তাঁকে জেরা করতেই উঠে আসে জ্যোতিপ্রিয়র নাম। গত বৃহস্পতিবার টানা ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় জ্যোতিপ্রিয়র বাড়িতে। করা হয় জিজ্ঞাসাবাদও। শুক্রবার ভোরে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। পরে তোলা হয় আদালতে। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। রায় শুনে আদালতেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার রাত ১০টা নাগাদ মন্ত্রীকে হেফাজতে নেয় ইডি। পরের দিন জেরা করা হয় তাঁকে।

    আরও পড়ুুন: ‘পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিক্রি করেছে দল’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস সাহা

    এদিনই জেরা করা হয় মন্ত্রীর দুই প্রাক্তন আপ্ত সহায়ককে। এঁদেরই একজন হলেন অমিত। তিনিই জানান, বাকিবুরের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠতার কথা। এর আগেও মন্ত্রীর সঙ্গে বাকিবুরের ঘনিষ্ঠতার কথা জেনেছে ইডি। তারা জেনেছে, তিনটি শেল কোম্পানির মাধ্যমে নয়ছয় করা হয়েছে রেশন কেলেঙ্কারির টাকা। এই কোম্পানিগুলিতে ছিলেন জ্যোতিপ্রিয় ও বাকিবুরের পরিবারের সদস্যরা (Ration Scam Case)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Ration Scam Case: রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় ফের হানা ইডির, কার বাড়িতে জানেন?

    Ration Scam Case: রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় ফের হানা ইডির, কার বাড়িতে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি মামলায় (Ration Scam Case) এবার আরও একজনের বাড়িতে তল্লাশি ইডির। বৃহস্পতিবার শান্তনু ভট্টাচার্য নামের এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শান্তনু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এর আগেও একবার তাঁর বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেদিন বাড়িতে ছিলেন না শান্তনু। যদিও তাঁর ফ্ল্যাট সিল করে দিয়ে গিয়েছিলেন ইডি কর্তারা। ঘটনাটি জানিয়েছিলেন স্থানীয় থানায়।

    নেতাজি নগরের ফ্ল্যাটে হানা

    এদিন দুপুর আড়াইটে নাগাদ ফের শান্তনুর নেতাজি নগর এলাকার ফ্ল্যাটে হানা দেয় ইডি (Ration Scam Case)। শুরু হয়েছে তল্লাশি। তদন্তকারীদের অনুমান, রেশন বণ্টন কেলেঙ্কারিতে যোগ থাকতে পারে শান্তনুর। তাঁর ফ্ল্যাট থেকে মিলতে পারে কেলেঙ্কারি সংক্রান্ত নথি। নেতাজি নগরের একটি আবাসনের আটতলার ফ্ল্যাটে থাকেন শান্তনু। তাঁর নাম উঠে আসে সিপি জেনা নামে এক ব্যক্তিকে একটি সংস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সময়। ইডি যেদিন প্রথম জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালায়, সেদিন তারা হানা দিয়েছিল জেনার বাড়িতেও। পরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তখনই প্রসঙ্গক্রমে আসে শান্তনুর নাম। শান্তনু ওই সংস্থার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ইডি কর্তাদের ধারণা, শান্তনুর ফ্ল্যাটে মিলতে পারে রেশন বণ্টন কেলেঙ্কারির মূল্যবান তথ্য।

    জ্যোতিপ্রিয়-কাণ্ড

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে প্রথমে গ্রেফতার করা হয় পেশায় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। বাকিবুরকে জেরা করে জানা যায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। গত বৃহস্পতিবার টানা ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয় জ্যোতিপ্রিয়র বাড়িতে। শুক্রবার কাকভোরে গ্রেফতার করা হয় মন্ত্রীকে। ওই দিনই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ব্যাঙ্কশাল কোর্টে তোলে ইডি। বিচারক তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। রায় শুনেই এজলাসে জ্ঞান হারান মন্ত্রিমশাই। তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষা কমান্ড হাসপাতালে সম্ভব, বলল কলকাতা হাইকোর্ট

    সোমবার রাতে তাঁকে ছেড়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরেই ইডির আধিকারিকরা তাঁকে নিয়ে যান সল্টলেকে সিজিও কমপ্লেক্সে। পরের দিন সকালে শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব। জেরা করা হয় মন্ত্রীর দুই প্রাক্তন আপ্ত সহায়ককেও। তাঁদের সঙ্গে জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর (Ration Scam Case)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষা কমান্ড হাসপাতালে সম্ভব, বলল কলকাতা হাইকোর্ট

    Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষা কমান্ড হাসপাতালে সম্ভব, বলল কলকাতা হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনাবাহিনীর বাইরে অন্য কারও চিকিৎসায় আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে এসেছিল কমান্ড হাসপাতাল। কিন্তু বৃহস্পতিবার আদালত যা নির্দেশ দিয়েছে, তার পরে আপাতত ইডি হেফাজতে থাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে আসা যাবে। প্রয়োজনে তাঁর চিকিৎসার পরিষেবাও পাওয়া যাবে কমান্ড হাসপাতাল থেকেই, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

    কী বলল আদালত

    আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি মধুরেশ প্রসাদ জানান, কমান্ড হাসপাতালের আপত্তি নিয়ে ইডির বক্তব্য জানার পরই বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে। তবে সেই বিষয়টি হবে পরবর্তী শুনানির দিন। অর্থাৎ আগামী ৮ নভেম্বর। সেনাবাহিনীর বাইরে অন্য কোনও সাধারণ নাগরিকের চিকিৎসা করতে চায় না কমান্ড হাসপাতাল। এই বিষয়টি নিয়েই গতকাল বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কমান্ড হাসপাতাল। আজ এই মামলার শুনানি ছিল। সেখানে কমান্ড হাসপাতালের আপত্তিতে সাড়া দিল না আদালত।

    আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র জন্য বাড়ি থেকে আসছে খাবার, পরীক্ষা করতে হচ্ছে বাড়ির লোককেই!

    কেন আপত্তি হাসপাতালের

    কমান্ড হাসপাতালের তরফে আইনজীবী অনামিকা পাণ্ডে বলেন, ‘‘কমান্ড হাসপাতাল সেনার চিকিৎসার জন্য। সেখানে সাধারণ নাগরিকদের যাতে ভর্তি করানো না হয়, সেই আবেদনে মামলা করা হয়েছে। এই হাসপাতালে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিরাই চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। বাইরের রোগী এলে কর্তৃপক্ষের উপর বাড়তি চাপ পড়ে। তাই চিকিৎসায় সমস্যা হয়। সেই কারণেই এই মামলাটি করা হয়েছে।’’এর আগেও একাধিক বার ইডি ওই হাসপাতালে বাইরের অনেক ধৃতকে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছে। তাই আপাতত এতে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হোক। অন্য দিকে, ইডির আইনজীবী জানান, কেন্দ্রীয় সরকারের দুই সংস্থা একে অপরের বিরুদ্ধে আদালতে আসতে পারে না।  এর পরেই বৃহস্পতিবার আদালত জানিয়ে দেয় এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: জ্যোতিপ্রিয়র জন্য বাড়ি থেকে আসছে খাবার, পরীক্ষা করতে হচ্ছে বাড়ির লোককেই!

    Ration Scam: জ্যোতিপ্রিয়র জন্য বাড়ি থেকে আসছে খাবার, পরীক্ষা করতে হচ্ছে বাড়ির লোককেই!

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ইডি হেফাজত শুরু হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিকের (Ration Scam)। বাড়ি থেকে খাবার আসছে মন্ত্রীর জন্য। তিনি সুগারের রোগী। তাই এই ব্যবস্থা। তবে মন্ত্রীর জন্য বাড়ি থেকে আনা খাবার পরীক্ষা করানো হচ্ছে জ্যোতিপ্রিয়রই বাড়ির লোককে দিয়ে। তার পরেই তা খেতে দেওয়া হচ্ছে উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতাকে।

    ইডি হেফাজতে মন্ত্রী

    আর পাঁচজন ইডি হেফাজতে থাকা ব্যক্তির মতো জ্যোতিপ্রিয়কেও খাবার দেওয়ার কথা ছিল ইডিরই। তবে তৃণমূলের এই নেতা আদালতে জানিয়েছিলেন তিনি সুগারের রোগী। নিয়ম মেনে খাওয়াদাওয়া করেন। এর পরেই জ্যোতিপ্রিয়কে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। বিচারকের এজলাসেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জ্যোতিপ্রিয় অসুস্থ হয়ে পড়ায় তাঁর পরিবার বাড়ি থেকে খাবার পাঠানোর আবেদন জানায়। অসুস্থ জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে (Ration Scam) সেই আবেদন মঞ্জুর করে আদালত।

    খাবার পরীক্ষা মেয়েকে দিয়েও!

    বিচারক জানিয়ে দেন, ইডি হেফাজতে থাকার সময় বাড়ির খাবার খেতে পারবেন জ্যোতিপ্রিয়। আদালতের সেই নির্দেশ মেনেই জ্যোতিপ্রিয়কে দেওয়া হচ্ছে তাঁর বাড়ি থেকে আনা খাবার। তবে সেই খাবার মন্ত্রীর পাতে দেওয়ার আগে খেয়ে দেখতে হচ্ছে তাঁর বাড়ি থেকে যিনি খাবার আনছেন, তাঁকেই। জানা গিয়েছে, বুধবার রাতে মন্ত্রীর জন্য খাবার নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী। তাঁকে দিয়েও নাকি পরীক্ষা করানো হয়েছে মন্ত্রীর জন্য আনা খাবার।

    আরও পড়ুুন: হাতে মেরুন ডায়েরি! বালুর বিরুদ্ধে ইডি-র হাতিয়ার বাকিবুর, আপ্ত সহায়কদের বয়ান?

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে সপ্তাহখানেক আগে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তার আগে গ্রেফতার করা হয়েছিল পেশায় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। মন্ত্রী ঘনিষ্ঠ এই বাকিবুরই ইডির জেরার মুখে নাম নেন জ্যোতিপ্রিয়র। তার পরেই গ্রেফতার করা হয় মন্ত্রিমশাইকে। আদালতে তোলা হলে বিচারক তাঁকে ইডি হেফাজত দেন। রায় শুনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে সেখান থেকে ছাড়া পান তিনি। তার পরেই শুরু হয় ইডি হেফাজত। মঙ্গলবার একপ্রস্ত জেরা করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। এদিনই তলব করা হয়েছিল তাঁর দুই আপ্ত সহায়ককে। জিজ্ঞাসাবাদ করা (Ration Scam) হয়েছে তাঁদেরও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Ration Scam: ৬ সংস্থার শেয়ারে ৫০ কোটি বিনিয়োগ! বাকিবুরের ছবির পরিচালক খাদ্য দফতরের কর্মীই?

    Ration Scam: ৬ সংস্থার শেয়ারে ৫০ কোটি বিনিয়োগ! বাকিবুরের ছবির পরিচালক খাদ্য দফতরের কর্মীই?

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন-বণ্টন (Ration Scam) দুর্নীতির টাকা ছবি তৈরির কাজেও বিনিয়োগ করেছিলেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান। বাকিবুর রহমানের তৈরি করা ওই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতিকাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায় বর্তমানে জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমান গ্রেফতার (Ration Scam) হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। সেই তথ্যের সূত্র ধরেই পুজোর পরে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। জানা গিয়েছে, বাকিবুর রহমান যে ছবিতে টাকা ঢেলেছিলেন, সেই ছবির গল্প লিখেছিলেন খাদ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিক, যাঁর নাম পার্থসারথী গায়েন। পরিচালনাও করেছিলেন খাদ্য দফতরের কর্মী সৌরভ মুখোপাধ্যায়। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যানগ্রোভ’ ছবি। টলিউডের অন্যতম অভিনেত্রী দোলন রায়কেও সেখানে দেখা যায় (Ration Scam)। ইডি সূত্রে আরও খবর, ছবির প্রিমিয়ামে হাজির ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

    বাকিবুরের ছবির পরিচালক কী বলছেন?

    এনিয়ে অবশ্য বিন্দুমাত্র ভাবতে নারাজ খাদ্য দফতরের কর্মী সৌরভ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘ছবি তৈরি করা আমার শখ ছিল। খাদ্য দফতরের তৎকালীন অ্যাডিশনাল ডিরেক্টর পার্থসারথি গায়নের লেখা ‘ম্যানগ্রোভ’ পড়ে আমার খুব ভালো লেগে যায়। তাই এটা নিয়ে আমি আগ্রহী হই। আমার আগের ছবি যিনি প্রযোজনা করেছিলেন, তাঁর সঙ্গে কথাও বলি। তবে তিনি রাজি হননি। এ বিষয়টি আমি অ্যাডিশনাল ডিরেক্টর (Ration Scam) পার্থসারথিবাবুকে জানাই। তখন পার্থসারথিবাবু বলেন একজন ছবি প্রযোজনা করতে পারবেন বলেছেন। তাঁর চালকল রয়েছে। পরে জানতে পারি যে তিনি বাকিবুর রহমান।

    বাকিবুরের ১,৬৩২ কাঠা জমির হদিশ মিলেছে রাজ্যের ৯৫টি স্থানে

    ইডি সূত্রে জানা গিয়েছে, বাকিবুরের এখনও পর্যন্ত ছটি কোম্পানির হদিশ মিলেছে। বাকিবুর রহমানের সেইসব সংস্থার উৎস (Ration Scam) এবং বেআইনি কার্যকলাপ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ছয়টি সংস্থা করতে বাকিবুর রহমান ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে জানা গিয়েছে। এক সাধারণ ব্যবসায়ীর রকেট গতিতে এই উত্থান নজর এড়ায়নি তাঁর পাড়া প্রতিবেশীদেরও। এখনও পর্যন্ত ১০০ কোটি টাকা মূল্যের জমির হদিশ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ১,৬৩২ কাঠা জমির হদিশ মিলেছে। রাজ্যের ৯৫টি জায়গাতেই জমি কেনা হয়েছিল। ইডি আধিকারিকরা জানিয়েছেন, বাকিবুরের বেঙ্গালুরুতে রয়েছে হোটেল এবং ফ্ল্যাট। শুধু তাই নয় দুবাইতেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র দফতরে কারা আসতেন, করতেনই বা কী? মন্ত্রী ঘনিষ্ঠ অমিতের কাছে প্রশ্ন ইডির

    Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র দফতরে কারা আসতেন, করতেনই বা কী? মন্ত্রী ঘনিষ্ঠ অমিতের কাছে প্রশ্ন ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির দফতরে ফের এলেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) ঘনিষ্ঠ অমিত দে। এই নিয়ে চতুর্থবার। প্রথমে তিনি ছিলেন নিতান্তই এক তৃণমূল কর্মী। ২০১১ সালে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রকেটের গতিতে উত্থান হতে থাকে অমিতের। মঙ্গলবার সকালে জেরা করা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিককে। পরে ফের তলব করা হয় অমিতকে।

    অমিতের সম্পত্তি

    ২০১১ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পরে জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক হন অমিত। ইডির দাবি, নামে-বেনামে তাঁর প্রচুর সম্পত্তি রয়েছে। রয়েছে রিসর্টও। রেশন দুর্নীতির টাকা ঢুকেছে তাঁর অ্যাকাউন্টেও। ইডির দাবি, অমিত জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক। যদিও অমিতের দাবি, তিনি আদৌ মন্ত্রীর আপ্তসহায়ক নন। তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ। তাঁর অফিসে কাজ করতেন। ছোট থেকে একই সঙ্গে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) পাড়ায় বড় হয়েছেন। সেই সূত্রেই মন্ত্রীর কোটায় খাদ্য দফতরে চাকরি পেয়েছেন।

    অমিতকে প্রশ্নবাণ ইডির

    জ্যোতিপ্রিয়কে যেদিন গ্রেফতার করা হয়, সেদিন সিজিও কমপ্লেক্সে ডেকে একপ্রস্ত তলব করা হয়েছিল অমিতকে। সূত্রের খবর, মঙ্গলবার ব্যবসায়ী বাকিবুর রহমান ছাড়া আর কারা আসতেন জ্যোতিপ্রিয়র দফতরে, তাঁরা কে কী করতেন, এসব জানতে চাইবেন ইডির আধিকারিকরা। জ্যোতিপ্রিয়র মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। এদিনই তলব করা হয়েছে জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও। ইডি সূত্রে খবর, এই অভিজিতের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে একটি মেরুন রংয়ের ডায়েরি হাতে পান তদন্তকারীরা। ওই ডায়েরিতে ‘বালু দা’ (জ্যোতিপ্রিয়র ডাক নাম বালু) নামের উল্লেখ রয়েছে। সেই কারণেই তদন্তকারীদের স্ক্যানারে রয়েছেন অভিজিৎও।

    আরও পড়ুুন: বাকিবুরের আরও ৫৬০ কাঠা জমির হদিশ আমডাঙায়! সবই কি বেনামে জ্যোতিপ্রিয়র?

    অমিত এবং অভিজিৎকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। জানা গিয়েছে, বাকিবুর সহ এতদিন ধরে যাঁদের জেরা করা হয়েছে, তাতে যেসব তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই করা হবে জেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) দফতরে কী ধরনের কাজ হত, বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় কী ধরনের কাজ করতেন, এসবও জিজ্ঞাসা করা হতে পারে অমিতকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: রাত প্রায় জেগেই কাটালেন জ্যোতিপ্রিয়, সকাল থেকে সামলাচ্ছেন ইডির প্রশ্নবাণ

    Ration Scam: রাত প্রায় জেগেই কাটালেন জ্যোতিপ্রিয়, সকাল থেকে সামলাচ্ছেন ইডির প্রশ্নবাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: সোম-রাতে হাসপাতাল থেকে ছাড়া পেতেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিককে (Ration Scam) সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছিল ইডি। আর মঙ্গলবার সকাল থেকেই ইডির তদন্তকারীদের প্রশ্নবাণ সামলাচ্ছেন উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতা।

    ১০ দিনের ইডি হেফাজত

    রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর আদালতে তোলা হয়েছিল জ্যোতিপ্রিয়কে। সেখানে ১০ দিনের ইডি হেফাজতের রায় শুনেই জ্ঞান হারান তিনি। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার রাতে ছাড়া পান তিনি। তার পর তাঁকে হেফাজতে নেয় ইডি। রেশন বণ্টন কেলেঙ্কারির (Ration Scam) মূলে পৌঁছতে জ্যোতিপ্রিয় ও ব্যবসায়ী বাকিবুর রহমানকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভেবেছিলেন ইডির তদন্তকারীরা।

    ভেস্তে গেল ইডির পরিকল্পনা

    মন্ত্রিমশাই অসুস্থ হয়ে পড়ায় ইডির সেই পরিকল্পনা ভেস্তে যায়। কারণ ইডি হেফাজত শেষ হয়ে গিয়েছে বাকিবুরের। তদন্তকারীদের ধারণা ছিল, জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে মুখোমুখি বসিয়ে জেরা করলেই ঝুলি থেকে বেরিয়ে আসবে বিড়াল। তবে আপাতত তা না হওয়ায়, কীভাবে সত্যের গভীরে পৌঁছানো যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা করছেন তদন্তকারীরা। এদিকে, ইডি হেফাজতে মন্ত্রীকে প্রথম রাত কাটাতে হয়েছে মেঝেতে শুয়েই। মেঝেতেই তাঁকে গদি পেতে দেওয়া হয়েছিল। সেখানেই রাত কাটান উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতা।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    তবে মেঝেতে গদি পেতে দেওয়া হলেও, ঠিকঠাক ঘুম হয়নি জ্যোতিপ্রিয়র। সূত্রের খবর, রাতের বেশিরভাগ সময়টাই ঘরের মধ্যে পায়চারি করেছেন তিনি। ভোরের দিকে ক্লান্তি এলে খানিক ঘুমোন। মঙ্গলবার সাত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েন জ্যোতিপ্রিয়। সকাল ৮টা নাগাদ খালি পেটে তিন ধরনের ওষুধ খান। কিছুক্ষণ পরে খান চিনি ছাড়া লিকার চা, সঙ্গে সুগার ফ্রি বিস্কুট এবং পাউরুটি। বেলা ১০টা নাগাদ শুরু হয় জিজ্ঞাসাবাদ-পর্ব।

    জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করার আগে ইডি গ্রেফতার করেছিল বাকিবুরকে। বাকিবুরকে জেরা করতেই উঠে আসে মন্ত্রিমশাইয়ের নাম। তার আগে তল্লাশি (Ration Scam) চালানো হয় ১১টি চালকলে। তখনই জানা গিয়েছে, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়-ছয় করা হয়েছে। ইডির দাবি, এই সব ভুয়ো কোম্পানি জ্যোতিপ্রিয় চালাতেন স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য এবং বাকিবুরের পরিবারের সদস্যদের মাধ্যমে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share