Tag: Kajol

Kajol

  • Ronit Roy: কঙ্কালীতলায় পুজো দেওয়ার লাইনে রণিত রায়, ছবি শেয়ার করে কী লিখলেন?

    Ronit Roy: কঙ্কালীতলায় পুজো দেওয়ার লাইনে রণিত রায়, ছবি শেয়ার করে কী লিখলেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত টেলিভিশন ফিল্ম জগতে এক চেনা মুখ রণিত রায় (Ronit Roy)। বিভিন্ন হিন্দি, তেলুগু এবং বাংলা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাছাড়াও বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। অসাধারণ অভিনয় করেন রণিত রায়, এমনটাই বলেন তাঁর অনুরাগীরা। জন্মসূত্রে বাঙালি হলেও তাঁর শৈশব কেটেছে গুজরাটের আমেদাবাদে। তাছাড়াও জীবনের একটা লম্বা সময় মুম্বইয়ে কাটিয়েছেন। আর সেখান থেকেই তাঁর এই টেলিভিশন ও অভিনয়ের যাত্রা শুরু। জীবনের অনেকটা অংশ বাংলার বাইরে কাটলেও বাংলার সঙ্গে তাঁর অন্য সম্পর্ক। বাংলাতে এবার বেশ কিছুটা সময় নিয়েই এসেছেন তিনি তাঁর পরবর্তী ছবির শুটিংয়ের জন্য। শান্তিনিকেতন এবং বর্ধমানের আয়ুশগ্রামের রাজবাড়িতে শুটিং করেছেন তিনি। শান্তিনিকেতনে পৌঁছেই প্রথমে কঙ্কালীতলায় যান অভিনেতা। সেখানে পুজোও দেন তিনি।

    সমাজমাধ্যমে কঙ্কালীতলায় পুজো দেওয়ার ছবি (Ronit Roy) 

    রণিত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের পুজো দেওয়ার ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “মা কালী আর ভোলে বাবা আমাকে টেনেছেন, তাই আমি আগে এখানে পৌঁছেই পুজো দিতে এসেছি। কী সুন্দর পুজো দিলাম! কঙ্কালী মায়ের পূজো দেব বলে লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একজন এসে আমাকে (Ronit Roy) দেখে সোজা মন্দিরের গর্ভগৃহে নিয়ে গেলেন, পুরোহিত মশাই আমার পুজো নিলেন। সেই সময় আমার মনে হচ্ছিল ভোলেবাবা আমার জন্য গোটা মন্দিরের দ্বার খুলে দিয়েছেন। সেই সময় বাইরে আরও অনেকে পুজো দেওয়ার জন্য লাইনে ছিলেন। পুজো শেষে আমার অনুরাগীদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেলাম। এটি আমার অনেক বড় প্রাপ্তি। জয় মা কালী, জয় মহাদেব!” 

    ৬ এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনে শুটিং (Ronit Roy)

    প্রসঙ্গত আগামী ৬ এপ্রিল পর্যন্ত শান্তিনিকেতনে শুটিং করবেন তিনি (Ronit Roy)। এই নতুন ছবিটির নাম ‘মা’। এতে অভিনয় করতে দেখা যাবে কাজলকে। এই ছবির পরিচালক বিশাল ফারিয়া জানিয়েছেন, আগামী ৭ তারিখে আবার কলকাতায় ফিরে সেখানে শুটিং পর্ব সারবেন তাঁরা। ছবির পরিচালক বিশাল ফুরিয়া এর আগে নুসরত ভারুচার ‘ছোরি’ ছবির পরিচালনা করেছিলেন। এবার কাজল-রণিতের ছবির দায়িত্বে তিনি। তবে ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Tanuja: মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা, ভক্ত মহলে উদ্বেগ

    Tanuja: মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা, ভক্ত মহলে উদ্বেগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা (Tanuja)। সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। উল্লেখ্য, তাঁকে ২০১৮ সালে শেষ ‘সোনার পাহাড়’ বাংলা ছায়াছবিতে কাজ করতে দেখা গিয়েছে।

    জুহু হাসপাতাল সূত্রে কী খবর (Tanuja)?

    মুম্বই জুহু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী তনুজা (Tanuja) বার্ধক্যজনিত কারণে শারীরিক ভাবে অসুস্থ হয়েছেন। তাঁকে চিকিৎসকদের নজরে রাখা হয়েছে। তবে সূত্রে আরও জানা গিয়েছে, তিনি এখন ভালো রয়েছেন, চিন্তার তেমন কোনও কারণ নেই। তাঁর পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

    বেশ জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তনুজা

    চলচ্চিত্র পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের মেয়ে হলেন তনুজা সমর্থ (Tanuja)। ১৯৭৩ সালে চিত্র পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তনুজার। তাঁদের দুই কন্যাসন্তান কাজল এবং তানিশা। ১৯৫০ সাল থেকে ‘হামারি বেটি’ সিনেমা দিয়ে কাজের শুরু তনুজার। ১৯৬০ সালে নিজের মা শোভনার ‘ছাবিলি’ সিনেমাতে অভিনয় করেছিলেন তনুজা। এছাড়াও ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

    বাংলা সিনেমাতেও কাজ করেছেন তনুজা

    তনুজা (Tanuja) হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমায়ও অনেক কাজ করেছেন। ১৯৬৩ সালে উত্তম কুমারের সঙ্গে ‘দেয়া নেয়া’ ছবিতে অভিনয় করেন। এরপর ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯ সালে ‘তিন ভুবনের পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০ সালে ‘রাজকুমারী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করে প্রচুর দর্শকদের মন জয় করেছেন তিনি। এছাড়াও ‘বাহারে ফির ভি’, ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথী’ ‘মেরে জীবন সাথী’-সহ একাধিক সিনেমায় অভিনয় করে সম্মানিত হয়েছেন। তবে ১৯৬৭ সালের ‘জুয়েল থিফ’ সিনেমায় সহ অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন তিনি। আবার ১৯৬৯ সালে ‘প্যায়সা ইয়া পেয়ার’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান তনুজা। তাঁর অসুস্থতায় ভক্ত মহলে উদ্বেগের ছায়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durga Puja: পুজোর আনন্দে মাতলেন রানি-সুস্মিতা! রাত পোহালেই দশমী, জেনে নিন দেবী বরণের নিয়ম

    Durga Puja: পুজোর আনন্দে মাতলেন রানি-সুস্মিতা! রাত পোহালেই দশমী, জেনে নিন দেবী বরণের নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখের পলকে কেটে গেল পুজোর দিনগুলি। এসে গেল নবমীর বিকেল। রাত পোহালেই বিজয়া দশমী। এবার উমা ফিরবেন শিবের ঘরে। আবার একটা বছরের লম্বা অপেক্ষায় দিন গুনবে বাঙালি। মঙ্গলবার ২৪ অক্টোবর ৬ কার্তিক বিজয়া দশমী। বিসর্জন হবে সকাল ৮টা ৩২ মিনিট থেকে সকাল ৯টা ২৮ মিনিট পর্যন্ত। ভাসানের পুজো শেষ হওয়ার পরই সিঁদুর খেলা শুরু হবে। এটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। 

    কীভাবে বরণ করবেন 

    দশমীর দিন থালায় দুটো পান পাতা, ফুল, ধান-দুর্বা, সিঁদুর, রুপো ও সোনা, মিষ্টি, পানের খিলি, ঠাকুরের গ্লাসে জল নিয়ে ঠাকুর বরণে যান মহিলারা। প্রথমে পান পাতা দিয়ে আলতা-সিঁদুর পরে সধবা স্ত্রীরা মাকে বরণ করেন। লাল বস্ত্র পরে বরণের কাজ করা হয়। চলতি বছরে দেবীর গমন হবে ঘোটকে। যা খুব একটা শুভ হিসেবে ধরা হয় না। এই সময় ছত্রভঙ্গ পরিস্থিতি হওয়ার ইঙ্গিত রয়েছে। দেবী বরণের পর অনেক জায়াগায় শুরু হয় ধুনুচি নাচ। নবমীর রাতেও চলে ধুনুচি নাচের প্রতিযোগিতা। ইতিমধ্যেই চলতি বছরের পুজোয় অভিনেত্রী সুস্মিতা সেনের ধুনুচি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। মেয়ে আলিসাকে নিয়ে তিনি মুম্বইয়ের একটি পুজো মণ্ডপে যান। গোলাপি শাড়ির সঙ্গে ম্যাচ করে কানের দুল ও পনিটেলে খুব সুন্দর লাগছিল তাঁকে।

    পুজোয় মাতলেন রানি-কাজল

    বম্বে সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে বলি তারকা রানি মুখার্জি, কাজল, বিদ্যা ব্যালান থেকে শুরু করে একাধিক অভিনেত্রী ভিড় করেছিলেন। বাঙালিয়ানায় ভরপুর থাকে এই পুজো মণ্ডপের পরিবেশ। পুজোর পাশাপাশি ভোগ খাওয়াও থাকে এখানকার বিশেষ আকর্ষণ। শনিবার সকালে একফ্রেমে ধরা দিয়েছিলেন রানি, তানিশা, সর্বানী মুখোপাধ্যায়রা। শনিবার সকাল থেকেই রানির সঙ্গে দেখা গিয়েছিল কিয়ারাকেও। ওইদিন রানির সঙ্গে বসে পুজোর ভোগও খান কিয়ারা। চামচ নয়, হাতে করেই চেটেপুটে ভোগ খেতে দেখা গেল তাঁদের। খাওয়ার সঙ্গে চলল গল্প ও আড্ডা। এরই মাঝে নজর কাড়ে কুমার শানুর দুর্গাপুজো। শোভাবাজার রাজবাড়ির আদেলে তৈরি হয়েছিল এই পুজোর মণ্ডপ। বাণিজ্যনগরীতে কলকাতার ছোঁয়া এনে দিতেই এই পরিকল্পনা বলে মনে করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kajol: দিশেহারা ভক্তরা! কেন নেটদুনিয়া থেকে বিরতি নিলেন কাজল?

    Kajol: দিশেহারা ভক্তরা! কেন নেটদুনিয়া থেকে বিরতি নিলেন কাজল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাজমাধ্যম থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেত্রী কাজল (Kajol)। শুক্রবারের বিকেলে আচমকা কাজলের এক পোস্টে উত্তাল নেটপাড়া। ইনস্টাগ্রামে কালো-সাদায় লেখা সেই পোস্ট। সঙ্গে একটি ক্যাপশন। লেখা, ‘জীবনের অন্যতম কঠিন একটা সময় পেরোচ্ছি।’কী হয়েছে কাজলের? সে উত্তর অবশ্য অজানা অনুরাগীদের। 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Kajol Devgan (@kajol)

     

    জল্পনায় মুখর নেটদুনিয়া

    ইনস্টাগ্রাম থেকে নিজের যাবতীয় ছবি আর্কাইভ করে নেন কাজল (Kajol)। আর্কাইভ করার অর্থ, সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে কিছু লুকনো। নায়িকার যে প্রোফাইল ভরে থাকত বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তে, এখন সেই প্রোফাইলেই রয়েছে কেবল একটি সাদা-কালো ছবি। ট্যুইটার হ্যান্ডলও তাই। ইনস্টাগ্রামে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর সাদা হরফে অভিনেত্রী লিখেছেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” এর চেয়ে বেশি কিছু উল্লেখ করেননি অবশ্য। যদিও উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা, “সব ঠিক আছে তো?” কেউ আবার ভাবছেন, পারিবারিক সমস্যা। জল্পনায় মুখর নেটদুনিয়া।

    আরও পড়ুন: হটস্টার অ্যাপে বিনামূল্যে দেখা যাবে একদিনের বিশ্বকাপ!

    উদ্বিগ্ন অনুরাগীরা 

    ইনস্টাগ্রামে প্রায় ১৪ মিলিয়ন অনুরাগী নিয়ে রাজত্ব ছিল নায়িকার। নিত্যদিন সেখানে ভেসে আসত তাঁর রোজকারের আপডেট। কখনও মেয়ে নাইসা, ছেলে যুগ আবার কখনও বা অজয় দেবগণের সঙ্গে তাঁর মিষ্টি ছবিতে বুঁদ হয়ে থাকতেন নেটিজেন। কিন্তু আচমকাই কাজল (Kajol) ঘোষণা করলেন সব ধরনের সামাজিক মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিতে চলেছেন তিনি। হালফিলের ভাষায় যাকে বলে ‘সোশ্যাল ডিটক্স’। পারিবারিক কোনও সমস্যা নাকি ব্যক্তিগত কোনও কারণ, তা খোলসা করেননি কাজল। বন্ধুরা অবশ্য লিখেছেন, প্রার্থনা। অনেকে লিখেছেন, ‘আপনি যথেষ্ট শক্ত। ঝড় সামলে নিতে পারবেন।’এক অনুরাগী লেখেন, “জানি না কেন, এই সিদ্ধান্ত নিলেন আপনি, বা কী কারণে নিত্যে বাধ্য হলেন। কিন্তু জেনে রাখুন, আপনার ভক্তরা কিন্তু আপনাকে ভীষণ ভালবাসে। আপনার সেই মনমুগ্ধকর ক্যাপশন আমরা মিস করব। মিস করব সেই সব মিষ্টি পোস্টও। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Oscar Committee: অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন কাজল-সুরিয়াসহ বেশ কিছু ভারতীয় 

    Oscar Committee: অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন কাজল-সুরিয়াসহ বেশ কিছু ভারতীয় 

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস (Academy of Motion Picture Arts and Sciences) এর তরফ থেকে ২০২২-এর অস্কার (Oscar) কমিটির আমন্ত্রিত অতিথিদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৩৯৭ জন শিল্পী, লেখক, ছবি নির্মাতা, প্রযোজকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারকাদের এই ‘ভিভিআইপি’ তালিকায় রয়েছেন ভারতের দুই মেগাস্টার। তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী কাজল (Kajol) এবং তামিল সুপারস্টার সুরিয়ার (Suriya) নাম।  

    কাজল ও সুরিয়া ছাড়াও তালিকায় জায়গা পেয়েছেন অস্কারে মনোনয়ন প্রাপ্ত ‘রাইটিং উইথ ফায়ার’ নির্মাতা সুস্মিত ঘোষ, রিন্টু থমাস, ‘গল্লি বয়’-এর লেখিক রিমা কাগতি এবং ইন্ডিয়ান-আমেরিকান প্রযোজক আদিত্য সুদ।   

    আরও পড়ুন: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    এছাড়াও এই তালিকায় রয়েছে বিশ্বের তারড় তাবড় তারকাদের নাম। তাদের মধ্যে আছেন ‘দ্য কুইন্স অব গ্যামবিট’ খ্যাত অ্যানা টেলর-জয়, বিলি আইলিশ, জ্যামি ডরনান ও অস্কার জয়ী ‘কোডা’- র তারকা ট্রয় কটসার।  

    বিশ্বের মোট ৩৯৭ জন কৃতি তারকাকে সদস্য়পদ গ্রহণ করার জন্য় আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৷ মঙ্গলবার রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করা হয় অ্যাকাডেমির তরফে (New Members of Academy of Motion Picture Arts)।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি যোগ্যতার মাপকাঠিকে মান্যতা দেওয়া হয়েছে ৷ প্রফেশনাল কেরিয়ার তো বটেই তার সঙ্গেই রয়েছে আরও কয়েকটি ধাপ ৷ অ্যাকাডেমি জানিয়েছে এবারের সদস্যপদের জন্য ৪৪ শতাংশ নারী-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য়কে আমন্ত্রণ জানানো হয়েছে৷ 

    কাজলের ঝুলিতে রয়েছে ‘মাই নেম ইজ খান’ এবং ‘কভি খুশি কাভি গম…’, ‘দিলোয়ালে দুলহানিয়া…’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ – এর মতো ব্লক বাস্টার সব ছবি ৷ দক্ষিণী তারকা সুরিয়া তাঁর ‘জয় ভীম’ ছবির জন্য ইতিমধ্যেই সিনেমাবোদ্ধাদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। পরিচালক সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের তৈরি ডক্যুমেন্টরি ‘রাইটিং উইথ ফায়ার’ এই বছরই মনোনীত হয়েছিল অস্কারের ডক্যুমেন্টারি ফিচার বিভাগে ৷ রিমা ডাক পেয়েছেন ‘তালাশ’, ‘গালি বয়’ এবং ‘গোল্ড’-এর মতো অসাধারণ সব চিত্রনাট্যের লেখিকা হিসেবে ৷ 
        
    ভারত থেকে ইতিমধ্যেই অস্কার বিজয়ী এ আর রহমান, মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিদ্যা বালান, আমির খান, সলমন খান, আলি আফজল, প্রযোজক আদিত্য চোপড়া, গুনীত মঙ্গা, একতা কাপুর এবং শোভা কাপুর এই সদস্য হিসাবে মনোনীত হয়েছেন ৷ 

     

LinkedIn
Share