Tag: Kaliagunj

Kaliagunj

  • Sukanta Majumdar: ‘‘কলকাতা লন্ডন না হলেও, মালদা হয়েছে আমেরিকা’’! বন্দুকবাজকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘কলকাতা লন্ডন না হলেও, মালদা হয়েছে আমেরিকা’’! বন্দুকবাজকাণ্ডে কটাক্ষ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা লন্ডন না হলেও তৃণমূলের রাজত্বে মালদা আমেরিকা হয়ে গিয়েছে। বুধবার মালদার স্কুলে পড়ুয়াদের পণবন্দি করে বন্দুকবাজের শাসানির প্রতিক্রিয়ায় এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

    সুকান্তর দাবি

    সুকান্তের কথায়, কালিয়াগঞ্জের ভিডিওতে দেখা গেল, পুলিশকে জনতা পেটাচ্ছে। এখানে দেখা গেল স্কুলে বন্দুক নিয়ে ঢুকে পড়ছে দুষ্কৃতী। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। মালদার এক স্কুলে (Malda School) বুধবার পিস্তল হাতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি (Gunman in School)। সটান ক্লাসরুমে। হাতে পিস্তল। টেবিলে রাখা দুটি বোতল। বোতলের মাথাগুলি সাদা কাপড়ে মোড়া। পিস্তল উঁচিয়ে ভরা ক্লাসরুমে ছোট ছোট পড়ুয়াদের সামনে শাসক দল তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে যাচ্ছিল ওই ব্যক্তি। অতীতে মার্কিন মুলুকে এমন স্কুলের ভিতের বন্দুকবাজের হানার কথা বহুবার শোনা গিয়েছে। কিন্তু এ দৃশ্য বাংলার কোনও স্কুলে অন্তত সাম্প্রতিক অতীতে দেখা যায়নি। কর্নাটকে প্রচার সেরে কলকাতায় ফিরেই সুকান্ত (Sukanta Majumdar) বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন করবেন। তা আদতে স্বপ্নই রয়ে গিয়েছে। তবে কলকাতা লন্ডন না হলেও মালদা আমেরিকা হয়ে গিয়েছে। আমেরিকাতে এরকম বন্দুকবাজের তাণ্ডব হয়। এখন সেটা পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জেও হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলার আইন-শৃঙ্খলার কী পরিস্থিতি!”

    আরও পড়ুন: স্কুলব্যাগে বিশ্ব বাংলা লোগো! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি শুভেন্দুর

    দিলীপ ঘোষের মন্তব্য

    মালদায় স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ শানিয়েছে মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “বাংলার পাড়ায় পাড়ায় যে খুন-ধর্ষণ হচ্ছে, সেটা কি দিল্লি করাচ্ছে। মুখ্যমন্ত্রী যখনই কোনও কাজে ব্যর্থ হন তখনই অন্যের ঘাড়ে দায় ঠেলেন। উনি পুলিশমন্ত্রী হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। তাই এখন দিল্লির ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করছেন। এটা অযোগ্যতার প্রাথমিক লক্ষ্মণ। এভাবে উনি পার পাবেন না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Malda News: মালদার কালিয়াচকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৫ শিশু, টুইটে নিন্দা মালব্যর

    Malda News: মালদার কালিয়াচকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম ৫ শিশু, টুইটে নিন্দা মালব্যর

    মাধ্য়ম নিউজ ডেস্ক: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে (bomb blast) গুরুতর জখম ৫ শিশু। আশঙ্কাজনক অবস্থায় তিনজন বর্তমানে মালদা মেডিক্যাল কলেজের (Malda medical college) চিকিৎসাধীন। বাকি দুজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার (Malda) কালিয়াচক (Kaliachak) থানার গোলাপগঞ্জ ফাঁড়ি এলাকার গোপালনগর গ্রামে। 

    রবিবার বিকেলে মালদার কালিয়াচক থানার গোপালনগর এলাকার বাসিন্দা নিখিল সাহার বাড়ির পিছনের বাগানে খেলা করছিল পাঁচ বালক। সেখানেই জঙ্গলে একটি অগভীর পরিত্যক্ত কুয়োর মধ্যে মজুত করা ছিল বোমাগুলি। বল ভেবে সেই বোমাগুলি নিয়ে খুদেরা খেলতে শুরু করে। বল ছুড়ে ক‍্যাচ ধরতে গিয়েই ঘটে বিপত্তি। বিকট শব্দে আচমকাই বিস্ফোরণ হয়। 

    বিস্ফোরণের শব্দে গ্রামবাসীরা ছুটে এসে শিশুদের উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে আহতরা হল বিক্রম সাহা(৮), শুভজিৎ সাহা (৯) মিঠুন সাহা (১০) সুবল সাহা (৬) আব্দুল রেহান (৪)। তাদের মধ্যে বিক্রম সাহা (৮), মিঠুন সাহা (৯) এবং আব্দুর রাহানের (১০) অবস্থা আশঙ্কাজনক। ‌মালদা মেডিক‍্যাল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন। কারও হাতে, কারও পায়ে আবার কারও গোটা শরীরে বারুদের ঝলসানো চিহ্ন।

    খবর পেয়েই গোলাপগঞ্জ ফাঁড়ি এবং কালিয়াচক থানা থেকে পুলিশ বাহিনী ছুটে যায়।  তল্লাশিতে কুয়ো থেকে ২টি জার-ভর্তি বোমা উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, জমির মালিক স্থানীয় তৃণমূল (TMC) কর্মী। তার আত্মীয় যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, কীভাবে ওই বোমা-গুলি সেখানে মজুত করা ছিল এবং কারা এর পিছনে জড়িত রয়েছে, সেই সব বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 

    ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)। টুইটে তিনি লেখেন, “কীভাবে পাঁচ নাবালক বোমার ঘায়ে জখম হল, কারণ জানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata) উচিত কালিয়াচকে তৃণমূল (TMC) প্রতিনিধিদের  নিয়ে গঠিত একটি তথ্য অনুসন্ধান কমিটি (fact finding team) পাঠানো। পশ্চিমবঙ্গের করুণ অবস্থা কল্পনা করুন। এটা চলতে দেওয়া যাবে না।”

    [tw]


    [/tw]

    এর আগে, গত ২৭ মার্চ স্থানীয় ফুটবল মাঠে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৩০টির মতো বোমা খুঁজে পেয়েছিল বীরভূম জেলা পুলিশ। বাহিনী সেগুলিকে সফলভাবে নিষ্ক্রিয় করায় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে রাজ্য পুলিশ মামলাটি তদন্তের জন্য সিআইডি-কে হস্তান্তর করে।

     

     

LinkedIn
Share