Tag: kalipuja 2023

kalipuja 2023

  • Murshidabad: মন্দিরের পাম্প থেকে জল নয় বেরিয়ে এল দুধ! অলৌকিক ঘটনা নয় তো? তীব্র চাঞ্চল্য

    Murshidabad: মন্দিরের পাম্প থেকে জল নয় বেরিয়ে এল দুধ! অলৌকিক ঘটনা নয় তো? তীব্র চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বাসন ধুতে গিয়ে সাবমার্সিবল পাম্প থেকে জল নয় বেরিয়ে এলো দুধ! যা দেখে চক্ষু চড়কগাছ উপস্থিত মানুষের। ঘটনা ঘটেছে সাগরদিঘীর (Murshidabad) পাটকেলডাঙ্গা অঞ্চলের বাসন্তী বুড়িতলা মায়ের মন্দিরে। দীপাবলীর উৎসবের শেষ দিনে বিভিন্ন জায়গার পাশাপাশি এই মায়ের মন্দিরেও মেলায় বেশ লোকসমাগম হয়েছিল। ব্যাপক প্রসাদ এবং ভোগের আয়োজন ছিল মন্দিরে। কিন্তু মায়ের মন্দিরের কলে জলের বদলে দুধ বের হলে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজ্ঞানমঞ্চের সদস্যরা বলছেন, কোনও রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকতে পারে। পরীক্ষা করলে বোঝা যাবে, ঘটনা অলৌকিক ভাবার কোনও প্রয়োজন নেই। 

    কীভাবে ঘটল ঘটনা (Murshidabad)?

    মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সাগরদিঘী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের বাসন্তী বুড়িতলা মায়ের মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষে চলছিল মেলার আয়োজন, সেই সঙ্গে হাজার হাজার দর্শনার্থীদের খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেন পুজো কমিটি। খাওয়া-দাওয়ার পরেই বেলা বারোটা নাগাদ, যখন সবাই বাড়ি চলে গিয়েছে, সেই সময় খিচুড়ি রান্নার হাঁড়ি-কড়াই ধোয়ার সময়, জল আনতে গেলে, জলের বদলে বেরিয়ে আসে দুধ। যা দেখে রীতিমতো অবাক সকলে। ঘটনায় মন্দির চত্বরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়। পুজো কমিটির অনেকেই সেই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে গিয়েছিলেন সেখান থেকে। হঠাৎ করে জলের বদলে কী বেরোচ্ছে? কিছুক্ষণ দেখার পর এই দৃশ্য মোবাইলের ক্যামেরায় বন্দি করতে শুরু করে অনেকেই। এমনকী অনেকে খেয়েও দেখেন একেবারে দুধের মতই স্বাদ। কেউ কেউ বলছেন মায়ের কৃপায় এই দুধ। আবার অনেকেই বলছেন কোথা থেকে এলো এই দুধ, কেনই বা এসেছে দুধ! যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সাগরদিঘীর বসন্তী বুড়িতলায়।

    বিজ্ঞান মঞ্চের বক্তব্য

    পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কনভেনার সজল বিশ্বাস বলেন, “লাল জল, সবুজ জল, কালো জলের অনেক ঘটনার ঘটে থাকে। মাটির নিচে সিলভার নাইট্রেটের সঙ্গে এইচসিএলের বিক্রিয়া হলে এমন সাদা দুধের তরল তৈরি হতে পারে। মাটির নিচে রাসায়নিক বিক্রিয়ার প্রক্রিয়া সব সময় ঘটতে থাকে। এটা খুব প্রকৃতি সুলভ ঘটনা হতে পারে। বাসন্তী বুড়িতলা মায়ের মন্দিরেও খুব সাধারণ ঘটনা ঘটেছে আমার বিশ্বাস, কেউ আতঙ্কিত হবেন না, অহেতুক ভয় পাবেননা। পরীক্ষা করলেই বাস্তবতার পরিচয় পাওয়া যাবে। সম্পূর্ণ বৈজ্ঞানিক ভাবে একটি প্রাকৃতিক ঘটনা ঘটেছে। অলৌকিক বিষয় ভাবার কোনও কারণ নেই এর মধ্যে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: “রাজ্য পুরোপুরি অন্ধকারে ডুবে গিয়েছে, মুক্ত করুন” কালীপুজোতে প্রার্থনা শিশিরের

    Purba Medinipur: “রাজ্য পুরোপুরি অন্ধকারে ডুবে গিয়েছে, মুক্ত করুন” কালীপুজোতে প্রার্থনা শিশিরের

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের নিউ দিঘার (Purba Medinipur) এক কালীপুজোর উদ্বোধন করতে এসে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ি কমিটির শ্রী শ্রী শ্যামপুজোর শুভ সূচনা করেন তিনি। দীপান্বিতা কালী পুজোর অনুষ্ঠানে শ্যামা মায়ের কাছে প্রার্থনা করে বলেন, “রাজ্য পুরোপুরি অন্ধকারে ডুবে গিয়েছে। বাংলাকে অন্ধকার থেকে মুক্ত করুন।” পাশাপাশি সেনা কর্মীদের হাতে মানপত্র তুলে দিয়ে বিশেষ সম্মান প্রদান করেন এই দীপাবলির অনুষ্ঠানে।

    কী বললেন শিশির অধিকারী (Purba Medinipur)

    নিউ দিঘায় (Purba Medinipur) কালীপুজোর শুভ সূচনা করে সাংসদ শিশির অধিকারী বলেন, “মা আমাদের অন্ধকার থেকে মুক্ত করুন, আমাদের খারাপ অবস্থা থেকে উদ্ধার করুন। বাংলা এখন পুরোপুরি ডুবে গিয়েছে। যেদিকে দেখি সে দিকেই শুধু অন্ধকার আর অন্ধকার। চোখ খুললেই শুধু চুরি আর চুরি। চাল চুরি, আটা চুরি, গম চুরি, ডাল চুরি রাজ্যে লাখ লাখ টাকা চুরির কথা উঠে আসছে। রেশন কার্ডেও ব্যাপক দুর্নীতি হয়েছে। এমন দিনের কথা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। বাংলা ও বাঙালিরা এই চুরি এবং দুর্নীতি থেকে মুক্তি পাক। সকলের মঙ্গল কামনা করি। মা কালী সকলকে এই কু-প্রভাব অন্ধকার সময় থেকে মুক্ত করুন। সর্বত্র আলোর বর্ষণ হোক। এই দিঘায় ব্যবসায়ীরা আরও বাণিজ্য লাভ করুক। সকলের সমৃদ্ধি কামনা করি।”

    তৃণমূলের সাংসদ হয়েও দুর্নীতিতে সরব

    খাতায় কলমে কাঁথির (Purba Medinipur) সাংসদ হলেন শিশির অধিকারী। যদিও তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাংসদ। কিন্তু তবুও রাজ্য রাজনীতিতে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আগেও। তিনি শাসক দলের দ্বারা গণতন্ত্রহরণ, সন্ত্রাস, বোমাবাজি নিয়ে সরব হয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচন নিয়ে পূর্ব মেদিনীপুর উত্তপ্ত হলে বারবার শাসক দলের খারাপ কাজকে সমর্থন করেননি। সম্প্রতি বোর্ড গঠনে অংশ নিলে তাঁর গাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামালা করে বলে অভিযোগ উঠেছিল। রাষ্ট্রপতি নির্বাচনে দুর্নীতিগ্রস্থ দলের হয়ে ভোট প্রদান করেননি বলে জানা গিয়েছে। তৃণমূলের সামালোচনা করার জন্য দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে আরও একটি কারণ হল রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বাবা তিনি। আর এই পরিচয়টাও তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর কাছে প্রধান মাথা ব্যথা।

    তৃণমূলের বক্তব্য

    সাংসদ শিশির অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Purba Medinipur) বলেন, “শিশির বাবুর অনেক বয়স হয়েছে। তাঁর জীবন এখন অন্ধকারে নিমজ্জিত। মাথা ঠিক নেই তাঁর। আর তাই সরকারের বিরুদ্ধে এই সব কিছু বলছেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন বালু” কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন বালু” কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: খেজুরির বাঁশগোড়া বাজার কমিটি আয়োজিত “শ্রীশ্রী কালীপুজো ও দীপাবলি” উৎসবের শুভ সূচনা করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বালুর শরীর খারাপ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন।” পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, “সনাতনকে রক্ষা করতে পারলেই আমাদের উদ্বাস্তু হতে হবে না।”

    বালুকে কটাক্ষ শুভেন্দুর

    প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আজ সংবাদ মাধ্যমকে বলেন, “আমি মারা যাবো, অবস্থা খুব খারাপ।” এরপর বালুর শরীর খারাপ প্রসঙ্গে  শুভেন্দু বলেন, “এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড হল মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড়। সেখানেই যেতে চাইছেন। ওখানে গেলে আদর-যত্ন ভালো পাবেন। আর এই জন্যই এমন করছেন। ওসব নাটক ছাড়া কিছুই নয়। ওঁর কিচ্ছু হয়নি।”

    খেজুরি নিয়ে কী বলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    খেজুরিতে কালীপুজোর শুভ সূচনা করে শুভেন্দু অধিকারী বলেন, “২০১০ সালে তৎকালীন সিপিএমের হার্মাদরা মানুষের গণতন্ত্রকে লুট করে গোটা খেজুরিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দিয়েছিল। সেই দিন আমি এলাকার রাস্তায় নেমে পদযাত্রা করে শান্তি প্রতিষ্ঠা করেছিলাম। বর্তমানে তৃণমূল কংগ্রেসের চোর-গুন্ডারা সনাতন ধর্মের উপর আক্রমণ করলে মানুষের পাশে দাঁড়াবো। পুজো উদ্যোগতাদের বলব বাজারের খুচরো ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের টাকা যেন বৃদ্ধি না করা হয়। রাজ্যে মুখ্যমন্ত্রী ২ কোটি বেকার তৈরি করেছেন। এই রাজ্যের প্রায় ৫০ লাখ মানুষ অন্য রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়েছেন।”

    সনাতন ধর্ম নিয়ে কী বলেন শুভেন্দু?

    কালীপুজোর উদ্বোধন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এই রাজ্যের মুখ্যমন্ত্রী সনাতন ধর্মকে বারবার অপমান করেছেন। দুর্গাপুজোয় দেবী পক্ষের আগেই উদ্বোধন করে হিন্দু ধর্মের সম্মানহানি করেছেন তিনি। মন্ত্রের পাঠ এবং উচ্চারণ ভুল করে বিকৃত করছেন। তথাকথিত সেকুলারদের সনাতন ধর্মের উপর আক্রমণ করার সুযোগ করে দেন মাননীয়া। তাই বঙ্গে ভারতীয় সনাতনী মূল্যবোধ গীতা, উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারতকে রক্ষা করতে হবে। ধর্মকে রক্ষা না করলে, ধর্মও মানুষকে রক্ষা করবে না।

    সনাতন ধর্ম রক্ষা এবং উদ্বাস্তু নিয়ে শুভেন্দু বলেন, “আফগানিস্তানে তালিবান শাসন চলছে। যাঁরা ধর্ম সংরক্ষণ করেছেন তাঁদের অনেককেই ভারতে পুনর্বসতি দেওয়া হয়েছে। আর যাঁরা ধর্ম ত্যাগ করেছেন তাঁদেরকে ধর্মও ত্যাগ করেছে। তাই এই কার্তিক মাসে আমাদের হিন্দু সনাতনী ভাবনার মূল্যবোধকে রক্ষা করতে হবে। দামোদর মাস, হরিনাম, বৈষ্ণব ভোজন, পূজা-পার্বণ করতে হবে। সেই সঙ্গে সনাতনীদের উপর আক্রমণ হলে সকলকে একত্রিত হতে হবে। এই কাজ করতে পারলেই ভারত কখনও ইউক্রেন, প্যালেস্টাইন বা লেবাবান হবে না। তাই আমরা সনাতনকে রক্ষা করলেই আর উদ্বাস্তু হবো না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

LinkedIn
Share