Tag: Kamareddy

Kamareddy

  • Telangana: তেলঙ্গানায় বিজেপির ভোট বেড়ে দ্বিগুণ, ১৪ শতাংশ ভোট সমেত মিলল ৮ আসন

    Telangana: তেলঙ্গানায় বিজেপির ভোট বেড়ে দ্বিগুণ, ১৪ শতাংশ ভোট সমেত মিলল ৮ আসন

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকালই চার রাজ্যের বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানাতে (Telangana) বিজেপি প্রার্থীর কাছে গোহারা হয়েছেন মুখ্যমন্ত্রী কেসিআর। ধরাশয়ী হয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি রেভানাথ রেড্ডি। রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন, এই নির্বাচন তেলঙ্গানাতে (Telangana) বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ ২০১৮ সালের নির্বাচনের সাপেক্ষে প্রায় দ্বিগুণ ভোট বৃদ্ধি হয়েছে বিজেপির।

    তেলঙ্গানায় বাড়ছে বিজেপি

    দেখা যাচ্ছে ২০১৮ সালে যেখানে সারা তেলঙ্গানা জুড়ে গেরুয়া শিবির ভোট পেয়েছিল ৭%, সেখানে চলতি বিধানসভা নির্বাচনে সেই ভোট দাঁড়িয়েছে ১৩.৮৮ শতাংশে। ২০১৮ সালে তেলঙ্গানাতে গেরুয়া শিবির একটি মাত্র আসনে জিততে সমর্থ হয়। ২০২৩ সালের ভোটে বিজেপির সেই আসন বেড়ে দাঁড়িয়েছে ৮। অন্যদিকে সেখানকার জনপ্রিয় নেতা টি রাজা সিং একমাত্র প্রার্থী হিসাবে ২০১৮ সালের বিধানসভা ভোটে (Telangana) জয়লাভ করেছিলেন। চলতি বছরের বিধানসভা ভোটে তিনি আবার জিতেছেন। সবথেকে জোর চর্চা চলছে তেলঙ্গানার (Telangana) কামারেড্ডি আসনকে নিয়ে। এখানেই কেভিআর-এর কাছে পরাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রী কেসিআর এবং রাজ্য কংগ্রেস সভাপতি রেভানাথ রেড্ডি।

    মোদির ট্যুইট

    বিজেপি যে বাড়ছে একথা উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইট বার্তাতেও। তিন রাজ্যে জয়ের পরেই শুভেচ্ছা জানান মোদি। তেলঙ্গানাকে নিয়ে আলাদা ট্যুইটও করেন প্রধানমন্ত্রী। নিজের ট্যুইটে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফলাফল এটা দেখায় যে সাধারণ মানুষ সুশাসন এবং উন্নয়ন চান, যা বিজেপির মূল মন্ত্র। এই রাজ্যের বাসিন্দাদের সমর্থনের জন্য ধন্যবাদ। তাঁদের জন্য নিরলসভাবে কাজ করতে চাই। দলের কার্যকর্তাদের ধন্যবাদ জানাই। তাঁদের প্রত্যেকেই উদাহরণ স্থাপন করেছেন। তাঁরা নিরলসভাবে কাজ করেছেন এবং বিজেপির উন্নয়নের যে পরিকল্পনা তা মানুষের কাছে তুলে ধরেছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • KVR: গোহারা মুখ্যমন্ত্রী, ধরাশায়ী কংগ্রেস সভাপতি, তেলঙ্গনায় সুপার হিরো বিজেপির কেভিআর

    KVR: গোহারা মুখ্যমন্ত্রী, ধরাশায়ী কংগ্রেস সভাপতি, তেলঙ্গনায় সুপার হিরো বিজেপির কেভিআর

    মাধ্যম নিউজ ডেস্ক: তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কেসিআর পরাস্ত হলেন বিজেপি প্রার্থী কেভিআর-এর (KVR) কাছে। শুধু তাই নয় ওই একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি। তিনিও পরাস্ত হয়েছেন। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী অবশ্য গাজোওয়েল আসনটি থেকেও প্রতিদ্বন্দিতা করেছেন। সেখানে তিনি এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে।

    জোড়া জয়েন্ট কিলারের মর্যাদা পেলেন কেভিআর (KVR)

    তেলেঙ্গনা রাজ্যে জয়লাভ করেছে কংগ্রেস। সেক্ষেত্রে বলা যেতেই পারে যে রাজ্য সভাপতি সেখানকার মুখ্যমন্ত্রীর মুখ। হারের পরও শোনা যাচ্ছে ওই পদে আসতে চলেছেন তিনি। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে কংগ্রেস সভাপতি ও বর্তমান মুখ্যমন্ত্রীকে হারতে হল। রাতারাতি খবরের শিরোনামে এলেন কাটিপাল্লি ভেঙ্কট রমন রেড্ডি। জোড়া জয়েন্ট কিলারের মর্যাদা পেলেন তিনি (KVR)।

    কেভিআর-এর সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন

    জানা যাচ্ছে কাটিপাল্লি ভেঙ্কট রমন রেড্ডি (KVR), যিনি জনপ্রিয় কেভিআর নামে তিনি একজন নামকরা ব্যবসায়ী তেলঙ্গনা রাজ্যের। সব থেকে জোর চর্চা চলছে এখন তাই চলছে কামারেড্ডি আসনটি নিয়ে। কারণ এখানেই কংগ্রেসের রাজ্য সভাপতি রেভানাথ রেড্ডি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। জানা গিয়েছে, কেভিআর তাঁর রাজনৈতিক কেরিয়ারের সূচনা করেছিলেন কংগ্রেসের একজন কর্মী হিসেবে এবং স্থানীয় নিজামাবাদ জেলাতে জেলা পরিষদের জন প্রতিনিধি ছিলেন। তখন অবশ্য তেলেঙ্গনা ভাগ হয়নি। অন্ধ্রপ্রদেশের নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডির নেতৃত্বেই তিনি কংগ্রেস করতেন। রাজশেখর রেড্ডির মৃত্যুর পরে তিনি কংগ্রেস ত্যাগ করেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগদান করেন। সেসময় তেমন কিছু না করতে পারলেও ২০১৮ সালের নির্বাচনের পর থেকেই তিনি ব্যাপক জনসংযোগ করতে থাকেন। যে কোনও মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানো এবং তাঁদেরকে সব রকমের সাহায্য করার ক্ষেত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে থাকেন। এর ফলেই তাঁর ছবি চওড়া হতে থাকে। ফল মিলল আজ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share