Tag: Kamtapur

Kamtapur

  • Jalpaiguri: আলাদা রাজ্যের দাবিতে রেল রোকো, আটকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন

    Jalpaiguri: আলাদা রাজ্যের দাবিতে রেল রোকো, আটকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের ডাকা রেল রোকো আন্দোলনে আটকে গেল বন্দেভারত ট্রেন সহ আরও বহু দূরপাল্লার ট্রেন। শুক্রবার সকাল সাতটা থেকে এই আন্দোলন শুরু হয় জলপাইগুড়ির (Jalpaiguri) জলঢাকা ব্রিজ সংলগ্ন ধূপগুড়ি ও বেতগাড়া স্টেশনের মাঝখান এলাকায়। মূলত আলাদা রাজ্য এবং জীবন সিংহের সঙ্গে দ্রুত শান্তি আলোচনার জন্য এই রেল রোকো আন্দোলন করা হয় সংগঠনের পক্ষ থেকে। যার জেরে তিন ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে উত্তর পূর্বের রেল চলাচল।

    কী শর্ত দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারীরা? (Jalpaiguri)

    এদিন সকাল থেকেই রেলের আধিকারিক, রেল পুলিশ, জি আর পি, এবং ময়নাগুড়ি থানার পুলিশ উপস্থিত ছিল ঘটনাস্থলে। রেল রোকোর জেরে বন্দেভারত এক্সপ্রেস বেতগাড়া স্টেশনে, আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস জলপাইগুড়ি (Jalpaiguri)রোড স্টেশনে, রানি নগরে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস নিউ ময়নাগুড়ি স্টেশনে, কোয়েম্বাটুর- শিলচর এক্সপ্রেস নিউ দোমহনী স্টেশনে এবং এন জে পি -কামাখ্যা রানিনগরে আটকে যায়। প্রথম থেকেই আন্দোলনকারীরা অবরোধ তুলতে নারাজ ছিলেন। রেলের তরফে এ ডি ই এন বিনোদ ভরদ্বাজ এবং অতিরিক্ত সিকিউরিটি কমিশনার উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক উপস্থিত ছিলেন। এদিন আন্দোলনকারীরা রেল ও জেলা প্রশাসনের আধিকারিকদের হাতে তাদের দাবি সম্বলিত স্মারক পত্র তুলে দেন। তারা শর্ত রাখেন আগামী ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে যদি তাঁদের দাবি পূরণ না হয় তাহলে তাঁরা আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রয়োজনে তাঁরা গায়ে পেট্রোল ঢালতে রাজি রয়েছে। আলোচনায় প্রশাসনের কাছে কিছুটা আশ্বাস পেয়ে তিন ঘণ্টা অবরোধ চলার পর রেল আধিকারিক এবং জেলাপ্রশাসনের সঙ্গে আলোচনা করে শর্ত সাপেক্ষে তাঁরা অবরোধ তুলে নেন।

    কী বললেন রেলের আধিকারিক?

    উত্তর পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, এদিনের এই অবরোধে ট্রেন যাত্রীরা নাকাল হন। তিন ঘন্টা অবরোধের জেরে বেশ সমস্যায় পড়েন সব দূর পাল্লার ট্রেনের যাত্রীরা। তবে, আটকে থাকা যাত্রীদের জন্য রেলের তরফে জলের ব্যবস্থা করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North Bengal: পৃথক রাজ্যের দাবিতে কেপিপি-র রেল রোকো অভিযান! ময়নাগুড়ি স্টেশনে থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    North Bengal: পৃথক রাজ্যের দাবিতে কেপিপি-র রেল রোকো অভিযান! ময়নাগুড়ি স্টেশনে থমকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথক রাজ্যের দাবিতে ফের উত্তরবঙ্গ জুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি শুরু করল ‘কামতাপুর পিপল্‌স পার্টি’ (কেপিপি)। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কামতাপুর রাজ্যের দাবি নিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের ১২ ঘন্টার রেল অবরোধ কর্মসূচি চলছে। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। থমকে গিয়েছে রেল পরিষেবা। ট্রেন চলাচলে বিঘ্নের কারণে অসুবিধায় পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গের একাধিক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    বিঘ্ন পরিষেবা

    আন্দোলনের জেরে ময়নাগুড়িতে (Moynaguri) আটকে পড়ল কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে এই সংগঠন। ফলে এই রুটে যাতায়াতকারী সমস্ত ট্রেনের যাত্রীদেরই যে আজ দুর্ভোগ পোহাতে হবে তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে ময়নাগুড়িতে। এই পথে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু (DEMU) ট্রেন চলে। ফলে এই ট্রেনগুলিও সমস্যায় পড়েছে। সমস্যা পড়তে হয়েছে পদাতিক এক্সপ্রেসের যাত্রীদেরও। শুধু ময়নাগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গ জুড়েই রেল রোকো চলছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কেপিপির আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে আটকে পড়েছে মালগাড়ি। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে স্টেশনে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরাও। অনেকে স্টেশনে এসে ঘুরে যাচ্ছেন। অনেকে বাস ধরে গন্তব্যে যাচ্ছেন। অবরোধের জেরে কোচবিহার (Cooch behar), মালদহেও (Maldah) রেল চলাচল বিপর্যস্ত। আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। খাবার, জলটুকুও মিলছে না বলে অভিযোগ। সকাল থেকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। 

    আরও পড়ুন: “তাসের ঘরের মত ভেঙে পড়বে তৃণমূল সরকার”, বললেন নিশীথ প্রামাণিক

    আন্দোলনকারীদের দাবি

    কামতাপুর পিপলস পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির তরফে বিশ্বনাথ রায় বলেন, “কামতাপুর আলাদা রাজ্যের জন্য আমরা অনেকদিন ধরেই আবেদন নিবেদন করে এসেছি। স্বরাষ্ট্রদফতর থেকে নবান্ন, বহু জায়গায় গিয়েছি। তাই এবার আমরা বড়সড় আন্দোলনে নামলাম। কামতাপুর রাজ্য করতেই হবে। তাই এই রেল রোকোর ডাক। আমরা কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মিলে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের উদ্যোগে এই কর্মসূচি নিয়েছি। এই দাবি তো আমাদের আজকের নয়।” সব বাধা অতিক্রম করেই তাঁরা ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচি চালাবেন বলে জানান, সংগঠনের সদস্যরা। চাঁদের অনেককে পুলিশ আটক করেছে বলেও দাবি করেন তাঁরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share