Tag: Kane Williamson

Kane Williamson

  • ICC World Cup 2023: ভাবনায় ভারত! শ্রীলঙ্কাকে হারিয়ে এবার রোহিতদের রুখতে চাইছেন উইলিয়ামসন

    ICC World Cup 2023: ভাবনায় ভারত! শ্রীলঙ্কাকে হারিয়ে এবার রোহিতদের রুখতে চাইছেন উইলিয়ামসন

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে কিউইরা।  শনিবার শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও রানরেটে অনেক পিছিয়ে পাকিস্তান। তাঁদের সেমিতে যেতে হলে ইংল্যান্ডকে ২৮৭ রানে হারাতে হবে। যা কার্যত অসম্ভব, বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অতএব চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডের শেষ চারে যাওয়া এখন সময়ের অপেক্ষা। 

    উইলিয়ামসনের চিন্তায় রোহিতরা

    বিশ্বকাপের সূচি অনুযায়ী, রাউন্ড রবিন লিগের শেষে শীর্ষে থাকা দল এবং চতুর্থ স্থানে থাকা দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল। সেই অনুযায়ী,  আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি দু’দল ভারত এবং নিউ জিল্যান্ড। তাই কিউই অধিনায়ক  উইলিয়ামসন বলেছেন, ‘‘আশা করি, আমরা দিন দুয়েক বিশ্রাম নিতে পারব। আমরা হয়তো ঘুরে বেড়াব। কী করব সত্যিই জানি না। সেমিফাইনালে আমাদের হয়তো বিশ্বকাপ আয়োজক দেশের বিরুদ্ধে খেলতে হবে। সন্দেহ নেই বেশ কঠিন হবে ম্যাচটা। বেশ চ্যালেঞ্জিং হবে। আমরা সামনে তাকাতে চাই। সত্যিই সেটা হলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করব।’’

    আরও পড়ুন: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    ভারতকে হুঁশিয়ারি বোল্টের

    বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছেন, এটা ধরে নিয়েই ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। বেঙ্গালুরুতে ম্যাচ-পরবর্তী সংবাদিক সম্মেলনে বোল্ট বলেছেন, ‘ওরা (ভারত) ইতিবাচক স্টাইলের ক্রিকেট খেলছে এবং আমি মনে করি, ওদের শট খেলার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পরিষ্কার ভাবে জানি, কী ভাবে সেই খেলাটি আমাদের মোকাবিলা করতে হবে। আমি মনে করি, অনেক উত্তেজনা এবং সেই চ্যালেঞ্জের সম্ভাবনা থাকবে … যেমনটা আমি বলেছি, দেড় কোটি মানুষের সামনে ভারতের মুখোমুখি হওয়ার চেয়ে বড় কিছু হতে পারে না। হ্যাঁ, এটা খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    ICC World Cup 2023: একই ম্যাচে চোট দুই ক্যাপ্টেনের! বাংলাদেশকে হারিয়ে শীর্ষে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল নিউজিল্যান্ড। তবে এদিন ম্যাচে চোট পেয়ে বসেন দু’দলের অধিনায়ক। শুক্রবার চেন্নাইয়ে চিপকে ব্যাট করার সময় শাকিব আল হাসানকে অস্বস্তিতে দেখায়। তাঁর পেশিতে টান ধরে। মাঠেই প্রাথমিক শুশ্রুষা নেওয়ার পরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে বল হাতে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন।  কিন্তু ম্যাচ শেষ হতেই মাঠ ছাড়েন তিনি। সোজা হাসপাতালে যান শাকিব। আজ, শনিবার চকিৎসকের পরামর্শ নেবেন কেন উইলিয়ামসনও।

    দুরন্ত কিউইদের সামনে দিশেহারা টাইগাররা

    চলতি বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের রানার-আপরা এবারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) জয়ের হ্যাটট্রিকও করল এদিন। টস হেরে শুক্রবার শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা। মুশফিকুর রহিম ৬৬, শাকিব আল হাসান ৪০, মেহেদি হাসান মিরাজ ৩০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৪১ রান করেন। ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। ২টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪২.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৮ রান করে অবসৃত হন কেন উইলিয়ামসন। এছাড়া ডেভন কনওয়ে ৪৫ ও ডারিল মিচেল অপরাজিত ৮৯ রান করেন।

    আরও পড়ুন: বাড়ানো হল নিরাপত্তা! ভারত-পাক মহারণের সময় আকাশে উড়বে ড্রোন

    কেমন আছেন কেন  উইলিয়ামসন

    আইপিএলে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে সাত মাস মাঠের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও চোট সারিয়ে সরকারিভাবে আন্তর্জাতিক ম্যাচে এদিনই প্রথম খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক। তবে এদিনও ফের চোট পেলেন তিনি। ব্যাট করার সময় আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। ৩৭.১ ওভারে ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হাতে। তিনি বুড়ো আঙুলে চোট পান। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন কিউয়ি দলনায়ক। তবে ষন্ত্রণা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৮.২ ওভারের পরে চোট নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, “আঙুলে লেগেছে। কিছুটা ফুলেছে। কাল স্ক্যান করাব, তবে আশা করি সমস্যা হবে না।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share