Tag: Kangana Ranaut

Kangana Ranaut

  • Kangana Ranaut: সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’, কী বললেন অভিনেত্রী?

    Kangana Ranaut: সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’, কী বললেন অভিনেত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত ‘ইমার্জেন্সি’ অবশেষে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছাড়পত্র দিয়েছে। অভিনেত্রী নিজেই এই তথ্য জানিয়েছেন। এর আগে এই ছবিটি ৬ সেপ্টেম্বর বড় পর্দায় আসার কথা ছিল। তবে, সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির জন্য সবুজ সঙ্কেত না দেওয়ায় এতদিন তা ঝুলে ছিল। এবার সব জটিলতা কাটিয়ে ছবিটি মুক্তি পেতে চলেছে বলে অভিনেত্রীর দাবি।

    ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর সার্টিফিকেট (Kangana Ranaut)

    কঙ্গনা (Kangana Ranaut) তাঁর ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। তিনি বলেন, ‘‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আমাদের সিনেমা ‘ইমার্জেন্সি’র (Emergency) জন্য সেন্সর সার্টিফিকেট পেয়েছি। আমরা শীঘ্রই মুক্তির তারিখ ঘোষণা করব। আপনার ধৈর্য এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’’

     

    ২১ মাসের জরুরি অবস্থা তুলে ধরা হয়েছে

    সেপ্টেম্বরের শুরুতে একটি সাক্ষাৎকারে ছবিটির মুক্তি দেরি হওয়ার প্রসঙ্গে কঙ্গনা (Kangana Ranaut) বলেছিলেন,  ‘‘আমি জানি কীভাবে আমি এই ছবিটি তৈরি করেছি। আমি চলচ্চিত্র শিল্প থেকে কোনও সমর্থন পাইনি। এটি একটি বিশাল বাজেটে তৈরি করা হয়েছে। এখন সিনেমাটি রিলিজ হতে দেরি হওয়ায় সবাই একটি বিশাল ক্ষতি বহন করছে। আমি মনে করি, সেন্সর বোর্ডের উচিত দ্রুত এই ছবিটি মুক্তি দেওয়ার দায়িত্ব নেওয়া।’’ প্রসঙ্গত, এই সিনেমাটি রাজনৈতিক থ্রিলার ধর্মাবলম্বী। ইন্দিরা গান্ধীর জীবনকে তুলে ধরা হয়েছে। যিনি ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ২১ মাসের জরুরি অবস্থা জারি করেছিলেন। জি স্টুডিও এবং মণিকর্ণিকা ফিল্মস দ্বারা প্রযোজিত ছবিটি ভারতের সবচেয়ে উত্তাল রাজনৈতিক সময়ের একটির পটভূমিতে তৈরি করা হয়েছে। ঐতিহাসিক ঘটনাগুলির চিত্রিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kangana Ranaut: জট কাটেনি, ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না কঙ্গনার ‘ইমার্জেন্সি’

    Kangana Ranaut: জট কাটেনি, ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না কঙ্গনার ‘ইমার্জেন্সি’

    মাধ্যম নিউজ ডেস্ক: স্থগিত হয়ে গেল কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ছবি ‘ইমার্জেন্সি’-র মু্ক্তি। ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। এই ছবির মুক্তির দিনই পিছিয়ে যাচ্ছে। কারও কারও মতে, দিন দশেক পরে মুক্তি (CBFC) পাবে ছবিটি। অনেকেই আবার বলছেন, এত সহজে সব কিছু মিটতে নাও পারে। সেক্ষেত্রে, ঠিক কবে ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    কঙ্গনার দাবি (Kangana Ranaut)

    ছবিটি পরিচালনা করেছেন কঙ্গনা স্বয়ং। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। কথা ছিল, ৬ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে ছবিটি। সেটা যে হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। একটি ভিডিও ট্যুইট করে অভিনেত্রী-সাংসদ দাবি করেন, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এই ছবির প্রদর্শন স্থগিত রেখেছে। পদ্ম সাংসদ বলেন, “প্রাথমিকভাবে ছাড়পত্র মিললেও, হুমকির কারণে তা স্থগিত করতে বাধ্য হয়েছে বোর্ড। সেন্সর বোর্ড সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে।”

    তথ্য বিকৃতির অভিযোগ 

    এর আগে ছবিতে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন শিখ সম্প্রদায়ের মানুষ। কঙ্গনা অভিযোগ করেছিলেন, কোনও কোনও সংগঠনের তরফে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। শিরোমণি অকালি দল সেন্সর বোর্ডের কাছে ছবিটি যাতে মুক্তি না পায়, সেই আবেদন জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে। জব্বলপুরের একটি শিখ সংগঠনের তরফে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে। এই মামলার শুনানি হবে সোমবার।

    আরও পড়ুন: ‘‘বিলকে আইনে রূপান্তর করার দায়িত্ব মুখ্যমন্ত্রীরই’’, বিধানসভায় কৌশলী শুভেন্দু

    তারকা-রাজনীতিকের দাবি, ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলার জন্যও চাপ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, ইন্দিরা গান্ধীর হত্যা, অর্নাইল সিং ভিন্দ্রানওয়ালে বা পঞ্জাব দাঙার প্রসঙ্গও। এহেন আবহে তিনি যে খুবই আশাহত, ভিডিওবার্তায় তা জানিয়েছেন পদ্ম সাংসদ।

    প্রসঙ্গত, এটি কঙ্গনা পরিচালিত প্রথম ছবি। তিনি আগেই বলেছিলেন, “ছবিটিকে বাঁচাতে আদালতের দ্বারস্থ হতেও আমি রাজি। ইন্দিরা গান্ধীর জীবনকে পর্দায় তুলে ধরতে গিয়ে (CBFC) যদি পঞ্জাব রায়টই না দেখাতে পারি, তাহলে তো ওর জীবনটাই অধরা থেকে যাবে (Kangana Ranaut)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kangana Ranaut: কঙ্গনা রানাউতকে অপমান, আকাশ ব্যানার্জির, নেপথ্যে কে?

    Kangana Ranaut: কঙ্গনা রানাউতকে অপমান, আকাশ ব্যানার্জির, নেপথ্যে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) কটাক্ষ ইউটিউবার আকাশ ব্যানার্জির (akash banerjee)। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। গত ২৮ অগাস্ট তিনি কঙ্গনার পুরানো একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। এই ভিডিওয় কঙ্গনাকে একটা পার্টিতে নাচতে দেখা যাচ্ছে। এই ছবিই পোস্ট করে নারী বিদ্বেষী মনোভাব ব্যক্ত করেন আকাশ। প্রশ্ন করেন, কঙ্গনা যে নাচ নাচছেন, তার নাম কী?

    আগেও খবর হয়েছেন ইউটিউবার আকাশ (Kangana Ranaut)

    কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন এই ইউটিউবার। তামাম বিশ্ব যখন দেখছে, বাংলাদেশে কার্যত হিন্দু নিধন যজ্ঞ হচ্ছে, তখন আকাশ সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে হোয়াইট ওয়াশ করতে পদক্ষেপ নিয়েছিলেন। এহেন এক ইউটিউবার ফের চলে এসেছেন খবরে। এবার অবশ্য বিদেশ নয়, স্বদেশের এক সাংসদকে অপমান করে।

    কঙ্গনাকে ‘অপমান’

    আকাশের গুণপনার শেষ এখানেই নয়। কঙ্গনার বিজ্ঞাপন সম্পর্কিত একটি পুরানো ভিডিও শেয়ার করে এই ইউটিউবার অভিনেত্রীর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। ভিডিওয় কঙ্গনাকে মজার মুডে দেখা যাচ্ছে। কঙ্গনা ‘চাবুক মারা’ নিয়ে মন্তব্য করে দলে তিরস্কৃত হয়েছিলেন। সেটাকেই হাতিয়ার করে আকাশ বলেন, “কঙ্গনা ফান পার্টিতে চাবুক খাওয়ার পর এখন নিজের রাজনৈতিক পার্টির কাছ থেকে চাবুক খাচ্ছেন।” এর পরেই এই ইউটিউবার হ্যাশট্যাগ দিয়ে লেখেন, “কঙ্গনা রানাউতের জার্নিটা খুব এক্সাইটিং।”

    এই প্রথম নয়, এর আগেও কঙ্গনা হিংসা এবং যৌন নির্যাতনের হুমকি পেয়েছেন। আকাশের মতো লোকজন তাঁর চরিত্রে কালি ছেটানোর চেষ্টা করেছেন আগেও। অনলাইনেও তাঁকে হেনস্থা করা হয়েছে বহুবার। আকাশের পোস্টের পর একলপ্তে সেই ঘটনা বেড়ে গিয়েছে বহুগুণ। ঘটছে অভিনেত্রীকে (Kangana Ranaut) অপমানের ঘটনাও।

    আরও পড়ুন: মেদিনীপুর মেডিক্যালে তৃণমূল নেতার দাদাগিরি, কী করেন জানেন?

    ঘটনাচক্রে ভারতের মার্কিন দূতাবাস আকাশের মতো একজন নারী বিদ্বেষীকে সামাজিক পরিবর্তনের ইনফ্লুয়েন্সার হিসেবে বেছে নিয়েছে। ভারতীয় যুব সমাজ কীভাবে সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগাবে, কীভাবেই বা সক্রিয় নাগরিক হবে, তা শেখাবেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, আকাশের মতো ইনফ্লুয়েন্সাররা কখনওই সক্রিয় নাগরিকত্ব কিংবা ‘মিনিংফুল চেঞ্জে’র ক্ষেত্রে উৎসাহিত করতে পারেন না। বরং তাঁরা কেবল নারীদের (Kangana Ranaut) বিরুদ্ধে অসন্তোষজনক সত্য প্রকাশ করে কীভাবে নারী বিদ্বেষী হওয়া যায় এবং এটা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, সেই শিক্ষা দিতে পারে (akash banerjee)। এ ব্যাপারে অবশ্য মার্কিন দূতাবাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • JP Nadda: ‘‘দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়’’, চোপড়া ইস্যুতে মমতাকে তোপ নাড্ডার

    JP Nadda: ‘‘দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়’’, চোপড়া ইস্যুতে মমতাকে তোপ নাড্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভার নামে যে ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে, তাতে নিন্দায় সরব হয়েছে গোটা দেশের সভ্য সমাজ। ইতিমধ্যে প্রতিবাদে সামিল হয়েছে গেরুয়া শিবিরও। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর (JP Nadda) দাবি, ‘‘দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়।’’

    তৃণমূলের ক্যাডার ও বিধায়করা জাস্টিফাই করার চেষ্টা করছেন, মত নাড্ডার (JP Nadda)

    সোমবার এক্স হ্যান্ডেলে জেপি নাড্ডা (JP Nadda) লেখেন, ‘‘পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। নৃশংসতায় চরমে। অথচ তৃণমূলের ক্যাডার ও বিধায়করা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। সন্দেশখালি হোক বা উত্তর দিনাজপুর বা অন্য কোনও জায়গা, দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়।’’

    বিতর্কিত মন্তব্য বিধায়ক হামিদুলের 

    চোপড়ার (Chopra) ঘটনায় বিস্ফোরক দাবি করলেন বিধায়ক হামিদুল রহমান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘সমাজকে খারাপ করছিল। তাই গ্রামে সালিশি বসে এটা করেছে। যেটা করে দিয়েছে সেটা একটু বেশি বেশিই করে দিয়েছে। এটা নিয়ে আমরাও দুঃখিত। আর অন্যায় তো মেয়েটাও করেছে। নিজের স্বামী, নিজের সন্তান বাদ দিয়ে দুশ্চরিত্রবান হয়েছে। আমাদের মুসলিম রাষ্ট্রে সামাজিক আচার বিচার হয়েই থাকে।’’

    চোপড়া (Chopra) ইস্যুতে প্রতিবাদ সুকান্ত মজুমদারের

    চোপড়া ইস্যুতে আন্দোলনে নেমেছে বিজেপি। বিধানসভা চত্বরে দলের মহিলা বিধায়করা এদিনই অবস্থানে বসে পড়েন। সংসদে অধিবেশন চলার কারণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন দিল্লিতে। সোমবার চোপড়ার ঘটনা প্রসঙ্গে সংসদ চত্বরে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘মণিপুরে যখন এক মহিলাকে নিগ্রহ করা হয়েছিল, তখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। এখন চোপড়াতেও এক তরুণীকে নিগ্রহের ঘটনা ঘটেছে। এখন তিনি কোথায়? এ বার তিনি চোপড়ায় যান!’’ এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তিনি বলেন, “সন্দেশখালি শাহজাহান দিয়েছে, উত্তর দিনাজপুর দিল তাজেমুল।”

    ইন্ডি জোটের বিরুদ্ধে এনডিএ শিবিরের ইস্যু চোপড়া (Chopra)

    হিমাচলপ্রদেশের মাণ্ডীর বিজেপি সাংসদ কঙ্গনা লোকসভায় ঢোকার আগে বলেন, ‘‘গত কয়েক দিন ধরে আপনারা দেখেছেন, তৃণমূল-সহ বিরোধী জোট ‘ইন্ডি’র সাংসদেরা সংবিধান হাতে সংসদ চত্বরে দাঁড়িয়ে কী নাটক করছেন! কিন্তু বাংলায় যা হয়েছে, তার অনুমতিও কি সংবিধান দেয়? যে ভাবে ‘অবৈধ’ সম্পর্কের অভিযোগে শরিয়ত আইন বলবৎ করা হচ্ছে, তা সংবিধানে কোথাও বলা হয়েছে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আমার ‘ইন্ডি’র সমস্ত সতীর্থের কাছেই এর উত্তর জানতে চাইব। রাহুল গান্ধীকেও এর জবাব দিতে হবে। গোটা দেশে এ নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kangana Ranaut: সাংসদ কঙ্গনাকে চড় মারায় নিন্দার ঝড়, অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড 

    Kangana Ranaut: সাংসদ কঙ্গনাকে চড় মারায় নিন্দার ঝড়, অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড 

    মাধ্যম নিউজ ডেস্ক: চণ্ডীগড় বিমানবন্দরে (Chandigarh Airport) কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) চড় মারার ঘটনায় অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হল। কুলবিন্দর কৌর নামের ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করল সিআইএসএফ। ওই মহিলা জওয়ানের বিরুদ্ধে স্থানীয় পুলিশ থানায় এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি (Mandi) থেকে ৭৪ হাজার ভোটে জয়ী হয়েছেন কঙ্গনা।

    কেন এই ঘটনা

    জানা গিয়েছে, দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিং-এর সময় এক মহিলা সিআইএসএফ জওয়ান তারকা সাংসদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং তিনি নাকি তাঁকে চড় মারেন। এর পরে কঙ্গনার (Kangana Ranaut) সঙ্গে থাকা একজন পালটা চড় মারেন ওই জওয়ানকে। কুলবিন্দর কৌর নামে অভিযুক্ত জওয়ানকে বলতে শোনা যায়, কৃষক আন্দোলনের সময়ে কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, সেটি তাঁর মোটেই পছন্দ হয়নি। ওই জওয়ানের দাবি, কঙ্গনা ওখানে ছিলেন না। ওই জওয়ানের মা ওই আন্দোলনে বসেছিলেন। কিন্তু প্রশ্ন কোনও ব্যক্তিগত আক্রোশ থেকে একজন নিরাপত্তা কর্মী এই ধরনের ঘটনা ঘটাতে পারেন না। 

    আরও পড়ুন: আমন্ত্রিত মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে, শুক্রবার ভারতে আসছেন শেখ হাসিনা, প্রচণ্ড

    কঙ্গনার উদ্বেগ

    এই প্রসঙ্গে কঙ্গনা (Kangana Ranaut) একটি ভিডিও পোস্ট করেন। তাঁকে সেখানে বলতে শোনা যায়, ‘নমস্কার বন্ধুরা। আমার কাছে প্রচুর ফোন আসছে, মিডিয়ারও, আমার শুভাকাঙ্ক্ষীদেরও। প্রথমেই বলি যে আমি সুরক্ষিত আছি। আজ চণ্ডীগড় বিমানবন্দরে যে দুর্ঘটনা ঘটেছে সেটা সিকিউরিটি চেকিংয়ের সময় হয়েছে। যেই আমি চেকিং করে বেরোই, পাশের কেবিনে যে মহিলা সুরক্ষাকর্মী ছিলেন সিআইএসএফের, তাঁকে পেরিয়ে আসার অপেক্ষা করছিলেন। আর পাশ থেকে এসে আমার মুখে মারেন। গালিগালাজ করতে থাকেন। আমি যখন জিজ্ঞেস করি যে ওঁকে যে কেন এমন করলেন, তখন তিনি বলেন যে তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন। আমি সুরক্ষিত, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে পাঞ্জাবে যে আতঙ্কবাদ ও উগ্রবাদ বাড়ছে, সেটা কীভাবে সামলানো যাবে? ধন্যবাদ।’

    প্রতিবাদের ঝড়

    কঙ্গনার (Kangana Ranaut) সঙ্গে এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মান্ডিতে (Mandi) লোকসভা নির্বাচনে কঙ্গনার কাছে পরাজিত কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং৷ তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা৷ কোনও মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটা উচিত নয়৷ যিনি এখন পার্লামেন্টের একজন সদস্য আবার৷ একজন সুরক্ষা কর্মী এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার বিষয়টা দুর্ভাগ্যজনক৷ কঙ্গনা তাঁর নিজস্ব মতামত শেয়ার করেছেন৷ সেটা করতেই পারেন৷ কিন্তু কাউকে এইভাবে হেনস্থা করার আমি তীব্র নিন্দা করছি৷” বিজেপি নোতা জয়রাম ঠাকুর বলেন, “যা কিছু ঘটেছে তা দুর্ভাগ্যজনক। চণ্ডীগড় বিমানবন্দরে একজন নিরাপত্তা কর্মীর এমন আচরণ ভাবা যায় না। বিষয়টির তদন্ত প্রয়োজন।” ঘটনার তীব্র নিন্দা করে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বলেন, “তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা দুঃখজনক যে নিরাপত্তার সঙ্গে জড়িত একজন ব্যক্তি এর সঙ্গে জড়িত। যা হয়েছে তা ভুল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Himachal Pradesh: বিজেপি ফের চারে-চার! হিমাচল প্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস 

    Himachal Pradesh: বিজেপি ফের চারে-চার! হিমাচল প্রদেশে দাগ কাটতে পারল না কংগ্রেস 

    মাধ্যম নিউজ ডেস্ক: চারে-চার! হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চারটি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। হিমালয়ের রঙ শুধুই গেরুয়া। দাগ কাটতে পারল না কংগ্রেস। জেতা আসনও হাত থেকে বেরিয়ে গেল! নেপথ্যে বিজেপির বহু চর্চিত তারকা প্রার্থী তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মাণ্ডী আসনটিতে ৭৪ হাজারের বেশি ভোটে জিতেছেন বলিউড কুইন। যা পাল্টে দিয়েছে হিমাচলের অঙ্ক। রাজ্যে কংগ্রেস ক্ষমতাসীন থাকলেও ২০১৪ সালের পর থেকে হিমাচলের চারটি লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রে সে ভাবে তারা দাগ কাটতে পারেনি।

    হিমাচলের হাওয়া

    হিমাচলের (Himachal Pradesh) চারটি কেন্দ্রেই ২০১৪ এবং ২০১৯ সালে একতরফা জয় পেয়েছিল বিজেপি। দু’বারই ভোটের ফল ছিল চারে চার। তবে এবার লোকসভা নির্বাচনের আগে সমীকরণটা ছিল অন্যরম। বিজেপির দখলে ছিল তিনটি আসন— হামিরপুর, কাংড়া এবং শিমলা। মাণ্ডী আসনটি কংগ্রেসের দখলে। ২০২১ সালে মাণ্ডীর সাংসদ রামস্বরূপ শর্মার মৃত্যুর পর উপনির্বাচনে জিতেছিলেন কংগ্রেসের প্রতিভা সিং। তবে এ বার তিনি প্রার্থী হননি। বদলে কংগ্রেস টিকিট দিয়েছিল প্রতিভার পুত্র বিক্রমাদিত্যকে। তাঁকে হারিয়ে দিয়েছেন কঙ্গনা। এই প্রথম বার ভোটে লড়লেন বলিউড কুইন।

    বিজেপির দাপট

    মাণ্ডী ছাড়া হামিরপুর, শিমলা এবং কাংড়া নিয়ে বিশেষ সংশয় ছিল না বিজেপির। হামিরপুরে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ১ লক্ষ ৮২ হাজার ভোটে জিতেছেন। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছিল সৎপাল রায়জাদাকে। কাংড়ায় বিজেপির টিকিটে এবার লড়েছিলেন রাজীব ভরদ্বাজ। তিনি কংগ্রেসের আনন্দ শর্মাকে আড়াই লক্ষ ভোটে হারিয়ে দিয়েছেন। শিমলায় বিজেপির সুরেশ কুমার কাশ্যপও প্রায় ৯০ হাজারের বেশি ভোটে জিতেছেন।

    আরও পড়ুন: পর পর তিনবার ভারতের প্রধানমন্ত্রীর পদে মোদি, বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা

    অনুরাগে অনুগামী

    হিমাচলে (Himachal Pradesh) গত দুই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলাফল দেখলে বোঝা যাচ্ছে, হামিরপুরে ২০১৪ সালে ৫৩.৬ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। কংগ্রেস প্রার্থী রাজেন্দ্র সিং রানাকে হারিয়ে বিজেপির অনুরাগ জিতেছিলেন ৯৮ হাজারেরও বেশি ভোটে। পরের বার ব্যবধান চোখে পড়ার মতো বাড়িয়ে ফেলেন অনুরাগ। ২০১৯ সালে হামিরপুরে প্রায় ৪ লক্ষ ভোটে জেতে বিজেপি। অনুরাগের বিরুদ্ধে সে বার কংগ্রেসের প্রার্থী ছিলেন রামলাল ঠাকুর। ভোট পড়েছিল ৭০.৮৩ শতাংশ।

    হামিরপুরে এখন মোট ভোটার ১৪.১১ লক্ষ। অনুরাগ বর্তমানে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারমন্ত্রী। ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রকও সামলান তিনি। ২০০৮ সালে এই কেন্দ্র থেকে প্রথম বার উপনির্বাচনে লড়ে জয় পেয়েছিলেন অনুরাগ। পরে ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালেও জেতেন তিনি। হামিরপুরকে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত করে ফেলেছিলেন অনুরাগ। এবারও তাঁর ব্যতিক্রম হল না। একই কেন্দ্র থেকে পাঁচবার সাংসদ হলেন অনুরাগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kangana vs Mahesh: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    Kangana vs Mahesh: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও খবরের শিরোনামে কঙ্গনা-মহেশ (Kangana – Mahesh)। ফের নতুন বিতর্কে জড়ালেন বলিউড কুইন কঙ্গনা রানাউত (Kangana ranaut)। এবারে কঙ্গনার নিশানায় বিখ্যাত পরিচালক-প্রযোজক মহেশ ভাট (Mahesh Bhatt)। তিনি দাবি করলেন, মহেশ ভাটের আসল নাম আসলাম (Aslam), তাই তিনি প্রশ্ন করেছেন কেন  তিনি এই নাম বদল করেছেন এবং কেন তিনি এই নাম সবার থেকে গোপন রেখেছেন? কঙ্গনা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের একটি পুরনো ভিডিও শেয়ার করে এই প্রশ্ন করেন।

    এরপরেই তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। শুধু নামের কথাই নয়, তিনি তাঁর ধর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “মহেশজি খুব কাব্যিকভাবে হিংসার জন্য উস্কানি দিচ্ছেন।“ ভিডিও-এর আরেকটি অংশ শেয়ার করে তিনি বলেন, “আমায় বলা হয়েছিল, মহেশ ভাটের আসল নাম আসলাম। দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানকে বিয়ে করার জন্য তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন। নামটা সুন্দর, তবে লুকিয়ে রাখেন কেন?” তিনি  আরও একটি মন্তব্য করে বলেন, “নিজের আসল নাম ব্যবহার করা উচিত। আর উনি যখন ধর্ম পরিবর্তন করেছেন, তখন আর নির্দিষ্ট কোনও ধর্মের হয়ে কথা না বলাই উচিত।”

    আরও পড়ুন: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    এইবারই প্রথম নয়, এর আগেও তিনি মহেশ ভাটকে অনেক বিষয়ে আক্রমণ করেছেন। উল্লেখ্য ২০২০ সালে কঙ্গনা মহেশের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। কঙ্গনা দাবি করেছিলেন, মহেশ ভাটের মেয়ে পূজা ভাটের ছবি ‘ধোঁকা’-তে একটি বিশেষ দৃশ্যে কঙ্গনা অভিনয় করতে রাজি না হওয়ায় কঙ্গনার মুখে নাকি জুতো ছুঁড়ে মেরেছিলেন মহেশ। এছাড়াও চলতি বছরের প্রথমের দিকে মহেশ কন্যা আলিয়াকেও নিশানা করেছিলেন কঙ্গনা। আলিয়াকে কটাক্ষ করে ‘পাপা কী পরি’ বলেন ও মহেশকে ‘মুভি মাফিয়া’ বলেন।

    উল্লেখ্য়, মহেশ ভাটের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমেই কঙ্গনা বলিউডে তাঁর যাত্রা শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে তাঁর সঙ্গে মহেশের সঙ্গে সম্পর্ক আর আগের মত নেই। তাই বার বার কঙ্গনার নিশানায় আসতে হয়েছে মহেশ ভাটকে। এবার আবারও তাঁর নাম ও ধর্ম নিয়ে মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

  • Bollywood Bulletproof Cars: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    Bollywood Bulletproof Cars: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। আত্মরক্ষার জন্য বন্দুক রাখারও অনুমতি পেয়েছেন বজরঙ্গি ভাইজান। শুধু তাই নয়, বলিউডের সুলতানের বাড়ির গ্যারেজে এসেছে বুলেটপ্রুফ গাড়ি। তাতে চড়েই নাকি বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। তবে শুধু সলমন খান (Salman Khan) নন বলিউডে আরও অনেক তারকা চড়েন বুলেটপ্রুফ গাড়ি। শাহরুখ থেকে হৃত্বিক, প্রিয়াঙ্কা থেকে কঙ্গনা অনেকেই রয়েছেন সেই তালিকায়। 

    শাহরুখ খান (Shah Rukh Khan):  এই তালিকায় প্রথমেই নাম নেওয়া যেতে পারে বলিউড বাদশার। শুধু বুলেটপ্রুফ নয়, শাহরুখের গাড়িটি বোমা-প্রুফ বলেও শোনা গিয়েছে। বহু বছর ধরে কোটি কোটি নারীর মন জয় করে রয়েছেন তিনি। কোটি টাকার সম্পত্তির পাশাপাশি তিনি দামি গাড়ি রাখতে পছন্দ করেন। শাহরুখ খানের কাছে রয়েছে একটি Mercedes-Benz গার্ড, যার দাম প্রায় ১০ কোটি টাকা। এটি একটি বুলেটপ্রুফ গাড়ি।

    অজয় দেবগন (Ajay Devgn):  নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সবসময় তৎপর থাকেন অজয়। এই জন্যই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন তিনি। শোনা যায়, পরিবারের বাকি সদস্যদের জন্যও নাকি এই গাড়ি ব্যবহার করেন অজয়। 

    আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক

    আমির খান (Aamir Khan): বুলেটপ্রুফ এবং বোমা-প্রুফ গাড়ি  ব্যবহার করেন আমিরও। শোনা যায়, আন্ডারওয়ার্ল্ডের কোনও এক গ্যাংস্টার হুমকি দিয়েছিলেন আমিরকে। তারপর থেকেই এমন গাড়ি ব্যবহার করেন তিনি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির। বক্সঅফিসে যখনই আমির খানের সিনেমা মুক্তি পায় তখনই কোটি কোটি টাকার ব্যবসা করে সেই সমস্ত সিনেমা। কোটি কোটি টাকার মালিক আমির খানের কাছে রয়েছে একটি Mercedes-Benzs ৬০০ বুলেটপ্রুফ গাড়ি।

    হৃত্বিক রোশন (Hrithik Roshan): শুধু নিজের জন্য নয়, গোটা পরিবারের জন্যই নাকি বুলেটপ্রুফ গাড়ি রাখেন । নিরাপত্তার বিষয়ে কোনও আপস করতে চান না বলিউডের গ্রিক গড। বলিউডের সবথেকে হ্যান্ডসাম এই অভিনেতার কাছেও রয়েছে মার্সিডিজ বুলেটপ্রুফ গাড়ি। অভিনয় করার পাশাপাশি হৃত্বিক নাচের জন্য বিখ্যাত। শুধুমাত্র বুলেটপ্রুফ গাড়ি নয়, তার কাছে রয়েছে একাধিক দামি গাড়ি।

    আরও পড়ুন: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra): এখন হলিউড তাঁর কর্মক্ষেত্র। তবে যেখানেই থাকেন বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন । সুরক্ষার জন্য আরও কিছু বিশেষ ফিচার রয়েছে তাঁর গাড়িতে। বলিউড থেকে হলিউড, সর্বত্র বিচরণ করা এই অভিনেত্রী তাঁর লাইফ স্টাইল এবং অভিনয়ের জন্য বিখ্যাত। অনান্য সুপারস্টারদের মত প্রিয়াঙ্কা চোপড়ার কাছে রয়েছে একটি বুলেটপ্রুফ গাড়ি। এই গাড়ির নাম রোলস রয়েলস ফ্যান্টম।

    কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut): বিতর্ক কুইন’  এর কাছে রয়েছে একটি বিএমডব্লিউ 7 সিরিজ গার্ড গাড়ি, যেটি বুলেট প্রুফ। অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয় এবং স্পষ্ট কথার জন্য বিখ্যাত।

    সানি দেওল (Sunny Deol): উনবিংশ শতকের একজন অনন্য অভিনেতা ছিলেন সানি দেওল। ধর্মেন্দ্র পুত্রের কাছে রয়েছে একটি অডি A8 এবং রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মত বিলাসবহুল গাড়ি। এছাড়াও রয়েছে বুলেটপ্রুফ গাড়ি, যে গাড়িতে করে মাঝে মাঝেই সানি দেওয়লকে যাতায়াত করতে দেখা যায়।

  • Emergency: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক

    Emergency: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ‘এমার্জেন্সি’ ছবির প্রথম টিজার। মুখ্য ভূমিকায় ইন্দিরা গান্ধীর চরিত্রে রয়েছেন কঙ্গনা রানাউত। তাঁর লুকস আগেই প্রকাশ্যে এসেছে। তবে অনেক দিন ধরেই জল্পনা শুরু হয়েছিল যে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে কে থাকবেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তাঁর নাম সামনে আনা হল। এমার্জেন্সি ছবিতে অটল বিহারীর চরিত্রে থাকবেন শ্রেয়স তালপড়ে (Shreyas Talpade)। কঙ্গনার ইন্দিরা গান্ধী সাজে প্রথম লুকস সামনে আসাতেই চর্চায় ছিলেন তিনি। এবারে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রের লুকস প্রকাশ্যে এসেছে।

    আরও পড়ুন: এবার বড় পর্দায় তৈরি হবে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক

    ‘এমার্জেন্সি’ থেকে নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন শ্রেয়স। অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেশবাসীকে চমকে দিয়েছেন শ্রেয়স। এই ঝলক দেখে অটল বিহারী বাজপেয়ীর তরুণ বয়সের আভাস পাওয়া যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, “আমি আজকে ভীষণ খুশি ও সম্মানিত, এমন একজনের চরিত্র ফুটিয়ে তুলতে চলেছি যিনি সত্যিকারের দেশপ্রেমিক ও ভারতের জনসাধরণের নেতা অটল বিহারী বাজপেয়ী। আশা করি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব।“  তিনি আরও লিখেছেন, “আমাকে অটলজী হিসেবে ভাবার জন্য ধন্যবাদ কঙ্গনা। আপনি নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রীদের মধ্যে একজন। একইসঙ্গে সমান ভালো অভিনেতা-পরিচালক আপনি।“

    [insta]https://www.instagram.com/p/CggJqDLj5hl/?utm_source=ig_web_copy_link[/insta]

    এমার্জেন্সি ছবিতে পরিচালনা করার পাশাপাশি অভিনয়ও করছেন কঙ্গনা। এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এর আগের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। একের পর এক ফ্লপ ছবি দিয়েও তিনি থেমে থাকেননি। এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই প্রস্তুতি চালাচ্ছিলেন কঙ্গনা। বিপুল খরচও করছেন। তাঁর শেষ ছবি ‘ধকড়’ ও ফ্লপ ছিল। ফলে এই ছবি নিয়ে বড় আশা বলিউড কুইনের। এত ফ্লপ ছবি দেওয়ার পরেও এই ছবি কেমন হবে তা একমাত্র বড় পর্দায় আসলেই বোঝা যাবে। তাই বলিউড ‘কুইন’- এর অনুরাগীরা এই ছবির প্রতীক্ষায় বসে আছে।

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত 

  • Kangana Ranaut: জাভেদ আখতার মানহানি মামলায় মুম্বাই আদালতে হাজিরা কঙ্গনার

    Kangana Ranaut: জাভেদ আখতার মানহানি মামলায় মুম্বাই আদালতে হাজিরা কঙ্গনার

    মাধ্যম নিউজ ডেস্ক: জাভেদ আখতারের (Javed Akhtar) করা মানহানির মামলায় (Defamation Case) আদালতে গিয়ে বয়ান রেকর্ড করলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ২০২০ সালের নভেম্বরে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের গীতিকার জাভেদ আখতার। সেই মামলার বিষয়েই সোমবার, ৪ জুলাই আদালতে হাজিরা দেন কঙ্গনা। বয়ান রেকর্ডের সময়ে তাঁর সঙ্গে তাঁর দিদি রঙ্গোলি ও তাঁর আইনজীবী থাকবেন, এমন অনুরোধ করেছিলেন তিনি। সেইমতো তাঁরাও সেদিন উপস্থিত ছিলেন মুম্বাই আদালতে।

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত  

    কঙ্গনা তাঁর বয়ানে এদিন বলেন যে, হৃতিক রোশনের (Hrithik Roshan) কাছে ক্ষমা চাইতে রাজি না হওয়ায় তাঁকে অপমান করেছিলেন জাভেদ আখতার। এমনকি, জাভেদ আখতার নাকি তাঁকে এমনও হুমকিও দিয়েছেন যে ক্ষমা না চাইলে পরিণতি খুব খারাপ হতে পারে। এমনটাই দাবি করেছেন বলিপাড়ার ‘রেবেল’ নায়িকা। 
     
    শুধু তাই নয়, কঙ্গনার আরও দাবি, জাভেদ আখতার তাঁকে আত্মহত্যার প্ররোচনা পর্যন্ত দিয়েছেন যার জন্য তাঁর মানসিক স্থিতি ব্যাহত হয়েছে। 

    এর আগে সংবাদমাধ্যমের সামনেও এমন দাবি করেছিলেন কঙ্গনা। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ আখতার। জাভেদের অভিযোগ ছিল, এক সাক্ষাৎকারে বলিউডকে আক্রমণ করার সময়ে তাঁর নামও নিয়েছিলেন  কঙ্গনা।

    সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন যে, জাভেদ আখতার তাঁকে ও তাঁর দিদিকে জুহুর বাড়িতে ডেকে হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে জোর করেছিলেন। ক্ষমা না চাইলে হুমকিও দেন বলে অভিযোগ করেন কঙ্গনা।  

    বলিউডে ‘লাগামহীন জিভ’- এর জন্যে পরিচিত কঙ্গনা রানাওয়াত। কখন কাকে তিনি আক্রমণ শানিয়ে বসেন তা নিয়ে ভয়ে থাকেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা- নির্দেশকরা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনার ছবি ধাকড়। ছবিটির ট্রেলার সাড়া ফেললেও শেষ পর্যন্ত বক্স অফিসে খুব একটা সুবিধে করে উঠতে পারেনি সিনেমাটি। মাত্র ১০ কোটি টাকা আয় হয়েছে সিনেমাটি থেকে। এর জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছেন অভিনেত্রী। ছবিতে তাঁকে একজন স্পাইয়ের চরিত্রে দেখা গিয়েছে। কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্জুন রামপাল, দিব্যা দত্ত। প্রযোজনা করেছেন দীপক ও সোহেল মাকলাই।  

     

LinkedIn
Share