Tag: Karnataka Assembly

Karnataka Assembly

  • Karnataka Assembly: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    Karnataka Assembly: পাখির চোখ কর্নাটক বিধানসভার ভোট, তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: পাখির চোখ কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন। দক্ষিণের এই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তারকা প্রচারক কারা, সোমবার তার তালিকা প্রকাশ করল বিজেপি (BJP)। ১০ মে হতে চলেছে কর্নাটক বিধানসভা নির্বাচন। সেই কারণেই কোমর কষে নামছে পদ্ম শিবির। জানা গিয়েছে, তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতানেত্রীর। এদিন যে ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির, তা থেকে স্পষ্ট, কর্নাটকে ক্ষমতায় ফিরতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি।

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন…

    উত্তর ভারতে একের পর রাজ্য দখল করতে সক্ষম হলেও, দক্ষিণের রাজ্যগুলিতে সেভাবে দাঁত ফোটাতে পারেনি পদ্ম শিবির। কর্নাটককে (Karnataka Assembly) বলা হয় দক্ষিণের গেটওয়ে। তাই কর্নাটকে ক্ষমতায় ফিরতে কোমর বেঁধে নামছেন বিজেপি নেতারা। তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতীশ গড়করি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি প্রমুখের। তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নামও। বিজেপির ওই তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশেরও।

    আরও পড়ুুন: কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, কেএস এসারাপ্পাও রয়েছেন ওই তালিকায়। বর্তমানে কর্নাটকে (Karnataka Assembly) প্রচারে রয়েছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। দু দিনের সফরে কর্নাটকে রয়েছেন তিনি। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম কর্নাটক সফরে গিয়েছেন নাড্ডা। ২১ এপ্রিল থেকে তিনদিনের কর্নাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই রাজ্যে দুটি রোড শোয়ে অংশ নেবেন শাহ। গত মাসে নির্বাচন ঘোষণা হওয়ার পর এই প্রথম কর্নাটক সফরে যাচ্ছেন শাহও। এদিনই মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বিদায়ী মুখ্যমন্ত্রী বোম্মাই এবং ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্রের। প্রসঙ্গত, কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। ভোট হবে এক দফায়। ফল বেরবে ১৩ মে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২০ এপ্রিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly: কর্নাটকে রাজ্যসভায় জয়ী কংগ্রেসের নাসির, অনুগামীদের গলায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান!

    Karnataka Assembly: কর্নাটকে রাজ্যসভায় জয়ী কংগ্রেসের নাসির, অনুগামীদের গলায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি জিতেছেন কংগ্রেসের প্রতীকে। সাংসদ হয়েছেন ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার। অথচ দলীয় প্রার্থীর জয়ে উল্লসিত কংগ্রেসের নাসির হুসেনের অনুগামীরা ধ্বনি দিতে শুরু করলেন পাকিস্তান জিন্দাবাদ বলে (Karnataka Assembly)। অন্তত এমনই অভিযোগ বিজেপির। কর্নাটকের এই ঘটনায় চাঞ্চল্য গোটা দেশে। কংগ্রেস অবশ্য খারিজ করে দিয়েছে বিজেপির অভিযোগ।

    পাকিস্তান জিন্দাবাদ স্লোগান

    মঙ্গলবার গোটা দেশে রাজ্যসভার ১৫টি আসনে হয় নির্বাচন। এর মধ্যে ছিল কর্নাটকের একটি আসনও। এখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের রাজনৈতিক সচিব নাসির হুসেন। নির্বাচনে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন নাসির। সেই সময় হঠাৎই পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন (Karnataka Assembly) নাসিরের অনুগামীরা। এর কিছুক্ষণ পরেই নাসিরের অনুগামীদের পাকিস্তান-প্রেমের কথার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন বিজেপির আইটি সেলের সভাপতি অমিত মালব্য। ভিডিওটিতে স্পষ্টই পাকিস্তানের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে নাসিরের অনুগামীদের। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম

    ‘কংগ্রেসের আবেগ বিপজ্জনক’

    এক্স বার্তায় অমিত জানিয়েছেন, “পাকিস্তানের প্রতি কংগ্রেসের আবেগ বিপজ্জনক। এটা দেশের পক্ষে নিরাপদ নয়। এর বিরুদ্ধে আন্দোলনে নামবে বিজেপি।” নাসিরের অনুগামীদের পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও কর্নাটকের নেতা সিটি রবি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছেন তাঁরাও।

    আরও পড়ুুন: এবার মন্ত্রী অরূপ বিশ্বাস! অ্যালকেমিস্ট মামলায় তলব করল ইডি

    নাসির ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেঙ্গালুরু পুলিশে অভিযোগ দায়ের করেছেন কর্নাটকের বিজেপি নেতৃত্ব। মামলা করা হয়েছে ১৫৩ ধারায়। বুধবার বিধান সৌধের সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। রাজ্যপালের সঙ্গে দেখা করে কর্নাটকের কংগ্রেস সরকারকে বরখাস্ত করার দাবিও জানানো হবে বলে জানান তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, “বিধানসভার মধ্যে নাসির হুসেনের অনুগামীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। ভিডিওতে তা স্পষ্ট। তার পরেও কংগ্রেস সাংসদ বিষয়টি অস্বীকার করেছেন।” তিনি বলেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ঘনিষ্ঠ নাসির হুসেন। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে কংগ্রেস কোনও ব্যবস্থা না নিলে রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলনে নামবে বিজেপি (Karnataka Assembly)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly: কর্নাটকে বিদ্যুতের দাম বাড়ল একলপ্তে ৭০ পয়সা, কংগ্রেস রাজত্বে কি দুঃসময়?

    Karnataka Assembly: কর্নাটকে বিদ্যুতের দাম বাড়ল একলপ্তে ৭০ পয়সা, কংগ্রেস রাজত্বে কি দুঃসময়?

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই ফল প্রকাশ হয়েছে কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনের। বিধানসভার ২২৪টি আসনের মধ্যে ১৩৬টিতে জয়ী হয়েছে কংগ্রেস (Congress)। যদিও ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেস জয়ী হলেও, এখনও মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা ঠিক হয়নি। শোনা যাচ্ছে, দলের ওবিসি নেতা সিদ্দারামাইয়েকই বসানো হচ্ছে মুখ্যমন্ত্রী পদে। সেক্ষেত্রে চটে যেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। তাই ৩ জনকে উপমুখ্যমন্ত্রী করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে কংগ্রেসেরই একটি সূত্রের খবর।

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly)…

    ক্ষমতায় আসতে চলেছে যে কংগ্রেস, সেই দলেরই গোষ্ঠীদ্বন্দ্বের আবহে কর্নাটকবাসীর জন্য এল আরও একটি খারাপ খবর। এক লপ্তে বিদ্যুতের দাম বাড়ল ইউনিট পিছু ৭০ পয়সা। গত এক দশকের মধ্যে সর্বাধিক। শনিবার ভোটের ফল বেরনোর পর পরই কর্নাটক (Karnataka Assembly) বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের তরফে ইউনিট পিছু ৭০ পয়সা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এক ধাক্কায় বিদ্যুতের দাম ৭০ পয়সা বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। কারণ এতদিন যে ব্যক্তি মাসে বিদ্যুতের বিল দিতেন ১৫০০ টাকা, নয়া হারে তাঁকে গুণতে হবে অতিরিক্ত ১৫০ থেকে ২০০ টাকা।

    কর্নাটক বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন সূত্রে খবর, রাজ্যে বিদ্যুতের ইউনিট পিছু ৭০ পয়সা শুল্ক বৃদ্ধির প্রস্তাবটি ১ এপ্রিল,২০২৩ সাল থেকেই কার্যকর করার কথা বলা হয়। কিন্তু এতদিন বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনের ফল প্রকাশের আগের দিন শুক্রবার এ ব্যাপারে সম্মতি দেয় কর্নাটক বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন। কমিশন জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি ইউনিট পিছু ১ টাকা ৩৯ পয়সা বাড়ানোর দাবি জানিয়েছিল।

    আরও পড়ুুন: মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া? কর্নাটকে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে ৩ উপমুখ্যমন্ত্রী!

    কর্নাটক বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কাঁচামালের দাম ও পরিবহণ খরচ বৃদ্ধির পাশাপাশি কর্মীদের ভাতা দেওয়ার খরচও বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। কর্নাটক বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজস্ব ঘাটতি হতে পারে ৪,৪৫৭.১২ কোটি টাকা। সেই ঘাটতি পূরণ করতেই সমস্ত ক্ষেত্রে বিদ্যুতের শুল্ক ইউনিট পিছু ৭০ পয়সা বাড়ানোয় সম্মতি দেওয়া হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Karnataka Assembly: মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া? কর্নাটকে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে ৩ উপমুখ্যমন্ত্রী!

    Karnataka Assembly: মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া? কর্নাটকে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে ৩ উপমুখ্যমন্ত্রী!

    মাধ্যম নিউজ ডেস্ক: বেঙ্গালুরুর কুমারকুরুপা রোডে রয়েছে ‘অনুগ্রহ’। কর্নাটকের মুখ্যমন্ত্রীর সরকারি ঠিকানা এই বাড়িই। কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস (Congress)। তার পরেই শুরু হয়েছে জোর চর্চা। অনুগ্রহের শিকে ছিঁড়বে কার ভাগ্যে?

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন…

    কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। তার মধ্যে ১৩৬টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ম্যাজিক সংখ্যা ১১৩। প্রত্যাশিতভাবেই ‘অনুগ্রহে’র অনুগ্রহ কে পাবেন, তা নিয়ে কংগ্রেসের অন্দরেও শুরু হয়েছে জোর চর্চা। কর্নাটকে প্রধানমন্ত্রীর দৌড়ে রয়েছেন দুজন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। সিদ্দারামাইয়ার পাশে রয়েছেন কর্নাটক (Karnataka Assembly) কংগ্রেসের সিংহভাগ নেতা এবং বিধায়ক। তবে দিল্লিতে এআইসিসির ক্ষমতার অলিন্দে তাঁর তেমন প্রভাব নেই। শিবকুমারের রয়েছে সাংগঠনিক দক্ষতা। গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও সুবিদিত। শিবকুমার যখন জেলে ছিলেন, তখন দিল্লি থেকে কর্নাটক উড়ে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন সোনিয়া গান্ধী স্বয়ং।

    আরও পড়ুুন: কংগ্রেসের দখলে কর্নাটক, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

    সিদ্দারামাইয়া ওবিসি জনগোষ্ঠীর নেতা। পুরানো মাইসুরু অঞ্চলের বরুণা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। জিতেওছেন। জয়ী হয়েছেন শিবকুমারও। তিনি নিজের পুরানো কেন্দ্র বেঙ্গালুরু গ্রামীণ এলাকার কনকপুরায় হারিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী আর অশোককে। তাই মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে রয়েছেন দুই নেতাই। এমতাবস্থায় আজ, রবিবার বেঙ্গালুরুতে নব নির্বাচিত দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের একটি সূত্রের খবর, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচন (Karnataka Assembly) হবে না। মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব সঁপে দেওয়া হবে দলের হাইকমান্ডের হাতে। মুখ্যমন্ত্রী নির্বাচন যদি কার পাশে কতজন বিধায়ক রয়েছেন, সেই নিক্তিতে হয়, তাহলে ‘অনুগ্রহে’র শিকে ছিঁড়তে চলেছে সিদ্দারামাইয়ার কপালেই। আর মুখ্যমন্ত্রিত্বের মানদণ্ড যদি আনুগত্য হয়, তাহলে কর্নাটকের রশি যেতে পারে শিবকুমারের হাতে।

    কন্নড় রাজনীতিতে সিদ্দারামাইয়ার সঙ্গে শিবকুমারের ঠান্ডা লড়াই সুবিদিত। তাই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছে জোর চর্চা। কংগ্রেসের একটি সূত্রের খবর, কর্নাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন ওবিসি সম্প্রদায়ের নেতা সিদ্দারামাইয়-ই। গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে ৩জনকে।

    সমস্যা মিটবে কি? প্রশ্ন সেটাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly: পড়ল রেকর্ড ভোট, ত্রিশঙ্কু হবে কর্নাটক বিধানসভা?

    Karnataka Assembly: পড়ল রেকর্ড ভোট, ত্রিশঙ্কু হবে কর্নাটক বিধানসভা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার নির্বিঘ্নেই শেষ হল কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন। ভোট হয়েছে বিধানসভার ২২৪টি আসনেই। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫.৬৯ শতাংশ। নির্বাচনের ফল বেরবে ১৩ মে। তবে এবার বিধানসভা হতে পারে ত্রিশঙ্কু। পাঁচটি এক্সিট পোলের (Exit Poll) ইঙ্গিত অন্তত তাই। কিংমেকার হতে পারে এইচডি কুমারস্বামীর জনতা দল সেকুলার। যে দল ক্ষমতায় আসবে, তাদের পেতে হবে ম্যাজিক ফিগার ১১৩টি আসন।

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন…

    এবিপি নিউজ-সি ভোটারের (Karnataka Assembly) সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৮৩-৯৫টি আসন। কংগ্রেস পেতে পারে ১০০-১১২টি আসন। কুমারস্বামীর দল পেতে পারে ২১-২৯টি আসন। অন্যদের ভাগ্যে জুটতে পারে ২-৬টি আসন। ইন্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৮০-৯০টি, কংগ্রেস ১১০-১২০টি, কুমারস্বামীর দল ২০-২৪টি এবং অন্যরা ১-৩টি আসন। নিউজ নেশান-সিজিএসের ভবিষ্যদ্বাণী, বিজেপি পেতে পারে ১১৪টি, কংগ্রেস ৮৬টি, কুমারস্বামীর দল ২১টি এবং অন্যরা ৩টি আসন। রিপাবলিক টিভি-পি এমএআরকিউয়ের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৮৫-১০০টি, কংগ্রেস ৯৪-১০৮টি, কুমারস্বামীর দল ২৪-৩২টি এবং অন্যরা ২-৬টি আসন পেতে পারে।

    সুবর্ণ নিউজ-জন কি বাতের মতে, বিজেপি পেতে পারে ৯৪-১১৭টি, কংগ্রেস ৯১-১০৬টি, কুমারস্বামীর দল ১৪-২৪টি এবং অন্যরা ০-২টি আসন পেতে পারে। টাইমস নাও-ইটিজির সমীক্ষায় প্রকাশ, বিজেপি ৮৫টি, কংগ্রেস ১১৩টি, কুমারস্বামীর দল ২৩টি এবং অন্যরা ৩টি আসন পেতে পারে। টিভি ৯ ভারতবর্ষ-পোল্সট্রাটের (Karnataka Assembly) সমীক্ষায় প্রকাশ, বিজেপি পেতে পারে ৮৮-৮৯টি, কংগ্রেস ৯৯-১০৯টি, কুমারস্বামীর দল ২১-২৬টি এবং অন্যরা ০-৪টি আসন। জি নিউজ মার্টিজের সমীক্ষায় প্রকাশ, বিজেপি পেতে পারে ৭৯-৯৪টি, কংগ্রেস ১০৩-১১৮টি, কুমারস্বামীর দল ২৫-৩৩টি এবং অন্যরা পেতে পারে ২-৫টি আসন।

    আরও পড়ুুন: ইমরানকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ, পাকিস্তানে এমন ঘটনা ঘটেছে আগেও

    কর্নাটকের (Karnataka Assembly) শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি। বিরোধী দল কংগ্রেস। লড়াইয়ের ময়দানে রয়েছে কুমারস্বামীর দল। রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। তবে এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী মিললে এবার ত্রিশঙ্কু হতে চলেছে বিধানসভা। যদিও কুমারস্বামীর দল যাদের সঙ্গ নেবে, শেষ হাসি হাসবে তারাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly Election: ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা! কর্নাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    Karnataka Assembly Election: ভোটে লড়ছেন না ইয়েদুরাপ্পা! কর্নাটকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্নাটক বিধানসভা ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এবার নির্বাচনে লড়ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর কেন্দ্র শিমোগো জেলার শিকারিপুরায় প্রার্থী করা হয়েছে ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্রকে। কর্নাটকের ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ১৮৯টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এই দফায়। তার মধ্যে নতুন মুখের সংখ্যা ৫২। 

    নতুন প্রজন্মকে প্রাধান্য

    মঙ্গলবার দিল্লিতে প্রার্থী তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘নতুন প্রজন্মের নেতৃত্বকে প্রার্থীতালিকায় স্থান দেওয়া হয়েছে।’’ দলের সাধারণ সম্পাদক অরুণ কুমার জানিয়েছে ৩২ জন অনগ্রসর (ওবিসি), ৩০ জন তফসিলি জাতি এবং ১৬ জন তফসিলি জনজাতির প্রার্থী রয়েছেন তালিকায়। ১৮৯ জন প্রার্থীর মধ্যে আটজন মহিলা মুখ রয়েছে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে তাঁর পুরনো কেন্দ্র ধারওয়াড় জেলার শিগ্গাওয়ে প্রার্থী করেছে বিজেপি। ২০০৮ সাল থেকে টানা ৩ টি বিধানসভা ভোটে ওই কেন্দ্রে জিতেছেন তিনি।

    কে কোথায় প্রার্থী

    কনকপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের বিরুদ্ধে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী আর আশোক প্রার্থী হয়েছেন। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বরুণা আসনে প্রার্থী করা হয়েছে ভি সোমান্নাকে। সোমান্নাকে আরও একটি আসনে প্রার্থী করা হয়েছে। বরুণার পাশাপাশি চামারাজনগরে প্রার্থী হচ্ছেন তিনি। এতদিন তিনি গোবিন্দরাজা নগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই প্রথম দুটি আসনে প্রার্থী হলেন। এদিনের এই তালিকায় ৩১ প্রার্থী-র পিএইচডি ডিগ্রি রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ৩১ প্রার্থীর। এছাড়াও তালিকায় ৮ চিকিৎসক রয়েছেন। কয়েকজন অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসারের নাম রয়েছে তালিকায়।

    আরও পড়ুন: আজ লাভপুরে সভা! ‘কাক কখনও ময়ূর হতে পারে না…’ তৃণমূলকে কটাক্ষ সুকান্তর

    প্রসঙ্গত, আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে হবে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে, আগেই প্রথম দফায় কর্নাটকের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। পরে দ্বিতীয় দফায় আরও ৪১ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে হাত শিবির। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জনতা দল সেকুলার ইতিমধ্যে অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এদিন তালিকা প্রকাশের পর বাসবরাজ বোম্মাই ট্যুইটারে লেখেন, ‘কর্নাটকে ডবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে হাওয়া বইছে। এবার আমরা সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব।’ দ্রুত দ্বিতীয় তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোম্মাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka Assembly: কর্নাটক বিধানসভা নির্বাচন ১০ মে, মোদি ম্যাজিকে জিতবে দল, আশাবাদী বিজেপি

    Karnataka Assembly: কর্নাটক বিধানসভা নির্বাচন ১০ মে, মোদি ম্যাজিকে জিতবে দল, আশাবাদী বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গেল কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনের দামামা। নির্বাচন হবে ১০ মে, এক দফায়। ফল ঘোষণা ১৩ মে। বুধবার সাংবাদিক বৈঠক করে এ খবর জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ইতিমধ্যেই ১২৪টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস (Congress)। ৯৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জেডিএস। কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। তার মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) পেয়েছিল ১১৯টি আসন। কংগ্রেস জিতেছিল ৭৫টি আসনে। আর তাদের জোট সঙ্গে জেডিইউ পেয়েছিল ২৮টি আসন। কর্নাটকের মোট ভোটার সংখ্যা ৫.২১ কোটি। এর মধ্যে মহিলা ভোটার ২.৫৯ কোটি। শতায়ু ভোটার রয়েছেন ১৬ হাজার ৯৭৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ হাজার ৬৯৯ জন। নতুন ভোটার ৯.১৭ লক্ষ।

    কর্নাটক বিধানসভা (Karnataka Assembly) নির্বাচন…

    গত বিধানসভা (Karnataka Assembly) নির্বাচনে জোট সঙ্গী জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক মঞ্চে হাজির ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো বিজেপি বিরোধী নেতারা। সেই সরকারের আয়ু অবশ্য বেশিদিন ছিল না। তার পরেই সরকার গড়ে বিজেপি। মুখ্যমন্ত্রী হন বাসবরাজ বোম্মাই। কংগ্রেস ও জেডিইউ প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেও ক্ষমতাসীন দল বিজেপি তা করেনি। বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

    আরও পড়ুুন: আজ শহরে ধর্নায় বিজেপি! কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে পথে সুকান্ত-শুভেন্দু-দিলীপরা

    এবার লড়াইয়ের ময়দানে রয়েছে আম আদমি পার্টিও। ইতিমধ্যেই ৮০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। কেজরির দল যে বিজেপি বিরোধী ভোটেই ভাগ বসাবে, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। কর্নাটক বিধানসভা নির্বাচনও মোদি ম্যাজিকে জিততে চাইছে বিজেপি। গত রবিবার কর্নাটকে সরকার প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে ফের সরকার গড়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কংগ্রেসও জোরকদমে প্রচারে নেমে পড়েছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়াকে হাতিয়ার করে কর্নাটক জয়ের স্বপ্ন দেখছে সোনিয়া গান্ধীর দল।

    প্রসঙ্গত, কর্নাটক বিধানসভার (Karnataka Assembly) মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে। তার আগেই মিটিয়ে ফেলতে হবে ভোটপর্ব। এদিন থেকেই কর্নাটকে লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। এবার ১৩ হাজারেরও বেশি বুথ পরিচালনা করবেন কেবল মহিলারা। সেখানে সব দায়িত্বেই থাকবেন মহিলারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হবেন মহিলা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২৪ এপ্রিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share