Tag: Karni Sena

Karni Sena

  • Sukhdev Singh Gogamedi : করণি সেনা প্রধান খুনে গ্রেফতার তিন শ্যুটার, ঘটনার নেপথ্যে বিষ্ণোই গ্যাং?   

    Sukhdev Singh Gogamedi : করণি সেনা প্রধান খুনে গ্রেফতার তিন শ্যুটার, ঘটনার নেপথ্যে বিষ্ণোই গ্যাং?   

    মাধ্যম নিউজ ডেস্ক: করণি সেনা প্রধান সুখদেব সিং গোগামেদিরকে (Sukhdev Singh Gogamedi) খুনের অভিযোগে গ্রেফতার তিন শ্যুটার। রাজস্থান ও দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে শ্যুটার রোহিত রাঠৌর, নীতিন ফৌজি এবং উঠম সিংহকে। শনিবার বিকেলেই চণ্ডীগড় থেকে গ্রফতার করা হয় দুজনকে। বাকি একজনকে গ্রেফতার করা হয় রাতে।

    খুনের ঘটনায় ধৃত ৪

    রোহিত রাজস্থানের বাসিন্দা। হরিয়ানার মহেন্দ্রগড়ে বাড়ি নীতিনের। রামবীর জাঠ নামে আগেই একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সব মিলিয়ে ওই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। রামবীরের বিরুদ্ধে অভিযোগ, রোহিত ও নীতিকে পালাতে সাহায্য করেছিল সে। মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়পুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার জাতীয় সভাপতি সুখদেব (Sukhdev Singh Gogamedi)। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে খুন করেন তাঁকে।

    নৃশংস সেই দৃশ্যের ভিডিও ভাইরাল

    সোশ্যাল মিডিয়ায় সুখদের খুনের নৃশংস সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই রাজস্থানে ছড়ায় উত্তেজনা। খুনের ঘটনার পরে পরেই দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ রোহিত গোদারা নামের এক দুষ্কৃতী। তার পরেই দুষ্কৃতীদের খোঁজে যৌথ অভিযানে নামে দুই রাজ্যের পুলিশ। একে একে গ্রেফতার করা হয় চারজনকে। জানা গিয়েছে, সুখদেবকে খুন করার আগে তাঁর সঙ্গে বসে চা খান দুষ্কৃতীরা। পরে তিনি যখন ফোন দেখছিলেন তখন আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। শেষ গুলিটি লাগে সুখদেবের মাথায়। সিসি টিভির ফুটেজ দেখে, দুই আততায়ীকে আগেই চিহ্নি করেছিল পুলিশ। তাদের খোঁজে ৫ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। পরে পুলিশ গ্রেফতার করে চারজনকে।

    আরও পড়ুুন: ‘‘ভারতের অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গেই জুড়ে তামাম বিশ্বের অগ্রগতি’’, বললেন প্রধানমন্ত্রী

    পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টার রোহিত গোদারা গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের খুবই ঘনিষ্ঠ। তারা হামলার দায়ও স্বীকার করেছে। কিছুদিন আগে ফেসবুক পোস্টে রোহিত গোদারা লিখেছিল, ‘গোগামেদি তাদের শত্রুদের সাহায্য করছে। তাই তার ওপর আঘাত হানা হবে।’ শ্যুটাররা রোহিত গোদারার কাছের লোক বীরেন্দ্র চৌহানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিল। এই বীরেন্দ্রর নামে একাধিক ক্রিমিনাল কেস রয়েছে (Sukhdev Singh Gogamedi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan Bandh: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    Rajasthan Bandh: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনেদুপুরে বাড়িতে ঢুকে রাষ্ট্রীয় রাজপুত কার্ণি সেনার (Karni Sena) প্রধানকে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সুখদেব সিং গোগামেদিকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজস্থানে (Rajasthan) উত্তেজনা ছড়ায়। খুনের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বুধবার রাজ্যে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই খুনের দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ গ্যাংস্টার রোহিত গোদারার গোষ্ঠী।

    কী ঘটেছিল

    জয়পুর পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শ্যামনগর এলাকায় সুখদেবের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত নেতার সামনে বসে রয়েছে কয়েক জন। গোগামেদি যখন নিজের ফোন দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎই উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে, গোগামেদিকে লক্ষ্য করে মোট ৫টি গুলি চালানো হয়। শেষ গুলিটি নিহতের মাথায় লাগে। তিন জন সশস্ত্র দুষ্কৃতীর মধ্যে এক জনকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করেন গোগামেদির এক নিরাপত্তারক্ষী। বাকি দু’জন চম্পট দেয়। রাজপুত নেতার হত্যার খবর প্রকাশ্যে আসতেই চুরু, উদয়পুর, আলওয়ার, যোধপুরের নানা জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়।

    প্রতিবাদ-বিক্ষোভ

    পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই  কার্ণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। পুলিশেও এই বিষয়ে জানিয়েছিলেন তিনি। এরপরই মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলা। রাষ্ট্রীয় রাজপুত কার্ণি সেনার তরফে জানানো হয়েছে, গোগোমেদির হত্যার তদন্তের দাবিতেই রাজস্থান জুড়ে আজ, বুধবার বনধের ডাক দেওয়া হয়েছে। রাজস্থানের অন্যান্য সম্প্রদায়গুলিও এই বনধে সমর্থন জানিয়েছে।

    রাজপুত প্রভাবিত কার্ণি সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন গোগামেদি। খুনের খবর ছড়িয়ে পড়তেই জয়পুরে পথে নেমে বিক্ষোভ দেখায় কার্ণি সেনার সদস্য ও সমর্থকরা। মেট্রো মাস হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখানো হয়। মানসরোবর যাওয়ার পথ আটকেও বিক্ষোভ দেখানো হয়। বহু দোকান জোর করে বন্ধ করিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share