Tag: Kerala Driver Wins 25 crore lottery

Kerala Driver Wins 25 crore lottery

  • Kerala: লটারিতে ভাগ্যজয়! ২৫ কোটির বাম্পার পুরস্কার জিতলেন কেরলের অটোচালক

    Kerala: লটারিতে ভাগ্যজয়! ২৫ কোটির বাম্পার পুরস্কার জিতলেন কেরলের অটোচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: লটারি কেটে ভাগ্য ফেরার ঘটনা লাখের মধ্যে একজনের ঘটে। কিন্তু যাঁরাই এই জ্যাকপট জিতেছেন তাঁদের জীবনের মোড় ঘুরে গিয়েছে। তেমনই এক ভাগ্যবান হলেন কেরলের (Kerala) অনুপ, যিনি ওনমের বাম্পার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন। তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) বাসিন্দা বছর ত্রিশের এই অটোচালক ওনম বাম্পার লটারি (Onam Bumper Lottery) কেটে ২৫ কোটি টাকা জিতেছেন। কেরলের অর্থমন্ত্রী কে এন বালগোপাল এই বিপুল অর্থটি অনুপের হাতে তুলে দিয়েছেন। যদিও সরকারি ট্যাক্সের কাটছাটের পর ১৫.৭৫ কোটি টাকা তার হাতে পৌঁছেছে। 

    শনিবার ভাগ্যবতী এজেন্সি থেকে TJ 750605 নম্বরের টিকিটটি কিনেই ভাগ্যবান হন অনুপ। তিনি জানিয়েছেন, এর আগে পাঁচ হাজার টাকার মতো লটারি জিতেছিলেন। কিন্তু এটি তাঁর মেগা জয়। অনুপের পাশাপাশি দ্বিতীয় বিজয়ী ৫ কোটি টাকা জিতেছেন এবং তৃতীয় বিজয়ী হিসেবে ১ কোটি টাকা করে মোট ১০ জন ব্যাক্তি বাম্পার লটারিটি জিতেছেন। মালয়েশিয়ায় গিয়ে হোটেলে শেফ হিসেবে কাজ করার জন্য ব্যাংক থেকে অনুপ তিন লক্ষ টাকা ধার করেছিলেন। পরের দিনই কোটিপতি অনুপ।

    লটারি জেতার প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুপ বলেন, আমি ফলাফল নিয়ে নার্ভাস ছিলাম। আমি সন্ধ্যা ৭ টার দিকে প্রথমে অন্য টিকিটটি কিনি কিন্তু পরে তার বদলে এই টিকিট নেই। টিকিটের ফলাফল বের হবার পর স্ত্রীকে বারবার চেক করতে বলেছিলাম। কারণ আমি এই রেজাল্ট স্বপ্নে কল্পনাও করতে পারেনি। বাবার মৃত্যুর পর অনেক আর্থিক সমস্যার ভিতরে পড়তে হয়। জীবন চালাতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। ছেলের জমানো টাকাতেও হাত দিতে হয়েছে।

    প্রসঙ্গত, এই বছর ৫০০ টাকা মূল্যের ৬৭ লাখ টিকিট, সব গুলোই বিক্রি হয়ে গিয়েছিল। লটারি বিভাগের প্রধান আব্রাহাম রেন জানান, এ বছর বাম্পার লটারি জনসাধারণের ব্যাপক সমর্থন পেয়েছে। এজেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যপক উদ্দীপনা দেখা গিয়েছিল। বাংলার দুর্গাপুজোর মতো ওনম কেরলের সবচেয়ে বড় উৎসব। ১০ দিন ব্যাপী এই উৎসবে নৌকার রেস, কথাকলী নৃত্যের মতো ঐতিহ্যশালী সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন কেরলবাসী।

LinkedIn
Share