Tag: khaki shorts on fire

khaki shorts on fire

  • Himanta Biswa Sarma: আগুনে পুড়ছে খাকি প্যান্ট, কংগ্রেসের এহেন ছবির প্রেক্ষিতে কী বললেন হিমন্ত?  

    Himanta Biswa Sarma: আগুনে পুড়ছে খাকি প্যান্ট, কংগ্রেসের এহেন ছবির প্রেক্ষিতে কী বললেন হিমন্ত?  

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসকে (Congress) মোক্ষম জবাব দিলেন আসামের (Assam) মুখ্যমন্ত্রী বিজেপির (BJP) হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। একটি খাকি (Khaki) প্যান্ট পোড়ানো হচ্ছে এমন একটি ছবি পোস্ট করা হয় কংগ্রেসের তরফে। এই ছবিকেই হাতিয়ার করেছেন আসামের মুখ্যমন্ত্রী। ট্যুইটারে তিনি জওহরলাল নেহেরুর একটি খাকি প্যান্ট পরিহিত ছবি পোস্ট করেন। তার পরেই প্রশ্ন তোলেন, আপনারা এটাকেও আগুনে পোড়াবেন…।

    সম্প্রতি খাকি পরিহিত নেহেরুর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবি দেখিয়ে দাবি করা হয়েছে, খাকি পরে আরএসএসের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন নেহেরু। যদিও তথ্য যাচাইকারী সংস্থার দাবি, খাকি পরে নেহরু আরএসএসের অনুষ্ঠানে যোগ দেননি। ওটি কংগ্রেস সেবাদলের ইউনিফর্ম। ওই পোশাক পরে কংগ্রেসের সেবাদলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।

    আরও পড়ুন : রাজ্যে বিজেপি সরকার গড়লে ২৪ ঘণ্টার মধ্যে ডিএ দিয়ে দেব! দাবি শুভেন্দুর

    কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটারে একটি খাকি প্যান্ট পুড়ছে ছবি দেওয়া হয়েছে। এই খাকি প্যান্ট পরেন আরএসএসের স্বেচ্ছাসেবকরা। রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়েছেন, তারই অঙ্গ হিসেবে এই ছবি দেওয়া হয়েছে। পরে বলা হয়েছে, দেশকে বিজেপি-আরএসএসের ঘৃণা এবং ক্ষতিকর শৃঙ্খলের হাত থেকে মুক্ত করতে। ধাপে ধাপে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। ভারত জোড়ো যাত্রা।

    প্রসঙ্গত, দেশজুড়ে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস। যাত্রা শুরু হয়েছে কেরলের কন্যাকুমারিকা জেলা থেকে। যাবে কাশ্মীর পর্যন্ত। যাত্রা শেষ হবে ১৫০ দিনে। আপাতত যাত্রায় অংশ গ্রহণকারী কংগ্রেস কর্মীরা রয়েছেন কেরলেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share