Tag: Kiara Advani

Kiara Advani

  • AU Bank: আমির-কিয়ারার বিতর্কিত বিজ্ঞাপন তুলে নিল এইউ ব্যাংক

    AU Bank: আমির-কিয়ারার বিতর্কিত বিজ্ঞাপন তুলে নিল এইউ ব্যাংক

    মাধ্যম নিউজ ডেস্ক: সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমির-কিয়ারার বিজ্জাপন তুলে নিল এইউ ব্যাংক (AU Bank)। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউডের মিস্টার পারফেক্টশানিস্ট আমির খানের (Amir Khan)। সম্প্রতি ফের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে আমিরের বিরুদ্ধে। এক ব্যাংকিং সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হিসাবে আমির-কিয়ারার (Kiara Ad একটি বিজ্ঞাপন সম্প্রচারিত হয়। আর সেই বিজ্ঞাপনকে ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। নতুন বর-কনের বেশে দুর্দান্ত মানিয়েছে আমির-কিয়ারাকে। কিন্তু এরপরেও সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ দুই অভিনেতার বিরুদ্ধে।  

    ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিদাই হওয়ার পর নতুন বউ কিয়ারাকে নিয়ে বাড়ি ফিরছেন আমির খান। আমিরকে বলতে শোনা গেল, “এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।” তখন কিয়ারা উত্তরে বলেন, “তুমিও তো কাঁদছ না।” পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, “এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?” কিয়ারার পাল্টা প্রশ্ন, “এই ঘরে নতুন কে?”, আমিরের উত্তর, “আমিই তো নতুন। মানে..” ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিরও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, “নুতুন জামাইকে স্বাগত।” কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, এতবড় পদক্ষেপ নেওয়ার জন্য। অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, “দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাংকিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।”

    আরও পড়ুন : মুদ্রাস্ফীতির দিকে চোখ রেখে তৈরি হবে আগামী বাজেট, জানালেন সীতারমন

    এই বিজ্ঞাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, “ভারতের সংস্কৃতির কথা মাথায় রেখে এই ধরনের বিজ্ঞাপনে কাজ করা উচিৎ নয় আমির-কিয়ারার মতো জনপ্রিয় অভিনেতাদের। কারও আবেগে আঘাত করার অধিকার নেই তাঁদের।”   

     

    এই ভিডিও পোস্ট করে নির্মাতাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ছবি নির্মাতা বিবেক অগ্নিহোত্রী।  তিনি লিখেছিলেন, “আমি ঠিক বুঝতে পারলাম না, ব্যাঙ্ক কবে থেকে সমাজ এবং ধর্মীয় প্রথাকে বদলানোর দায়িত্ব নিল? আমার মনে হয় কিছু করতে হলে @aubankindia-র উচিত ব্যাঙ্কিং ব্যবস্থায় যে দূর্নীতি রয়েছে তা দূর করা। এধরনের ভুলভাল কথা বলেন, আর তারপর বলবেন হিন্দুরা ট্রোল করছে। মূর্খ।” 

    বিজ্ঞাপনটি ব্যাপকভাবে নিন্দিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। #BoycottAUSmallFinanceBank এবং #BoycottAamirKhan হ্যাশট্যাগও ভাইরাল হয়। তারপরেই বিজ্ঞাপনটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এইউ ব্যাংক। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Bhool Bhulaiyaa 2: ১০০ কোটির গণ্ডি পার করার পথে ‘ভুল ভুলাইয়া ২’

    Bhool Bhulaiyaa 2: ১০০ কোটির গণ্ডি পার করার পথে ‘ভুল ভুলাইয়া ২’

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2) সিনেমা হলে মুক্তি পাওয়ার এক সপ্তাহ কেটে গিয়েছে। সিনেমা হলে আসার পর থেকেই চুটিয়ে ব্যবসা করে চলেছে এই বলিউড (Bollywood) ছবি। প্রায় ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে এই হরর কমেডি (Horror Comedy)। কার্তিক আরিয়ান ছাড়াও ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani), তাব্বু (Tabu)। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব (Rajpal Yadav)। ছবি মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবিটি।

    এই ছবিটি কার্তিক আরিয়ানের জন্য সবচেয়ে বড় ওপেনার তথা ২০২২ সালে বলিউডের সবচেয়ে বড় ওপেনার হিসেবে গণ্য করা হয়েছে। কারণ ২০২২-এ মুক্তি পাওয়া আগের ছবিগুলি যেমন- ‘রানওয়ে ৩৪’ ‘হিরোপান্তি’ ‘বচ্চন পাণ্ডে’, একটিও বক্স অফিসে তথা মানুষের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। কোভিডের (Covid-19) সময় থেকে বলিউড ইন্ডাস্ট্রির যে দুর্দশা হয়েছিল সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে ‘ভুল ভুলাইয়া ২’ ।

    ছবি মুক্তির প্রথম দিনে ১৩.৫ কোটির ব্যবসা করার পর থেকেই পুরো সপ্তাহ জুড়ে ভালোই ব্যবসা করে চলেছে। দ্বিতীয় দিনে ১৮ কোটি, তৃতীয় দিনে ২৩.৩৫ কোটি অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় দিন মিলে মোট ৫৪.৮৫ কোটির ব্যবসা করতে পেরেছে এই ছবিটি। এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাও করতে দেখা গিয়েছে দর্শকদের। প্রথম সপ্তাহেই মোট ৫৮ লাখ টাকার টিকিট বিক্রি করতে পেরেছে।

    ছবিটির প্রথম সপ্তাহে মোট ৯০ কোটি টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’। সিনেমা হলে একই সঙ্গে চলছে কঙ্গনা রানাউতের (Kangna) ‘ধাকড়’ (Dhakkad)। সেই ছবিকে ইতিমধ্যেই অনেক পেছনে ফেলেছে এই হরর কমেডি ছবিটি। ফলে এর থেকে বোঝা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ১০০ কোটির গণ্ডি অনায়াসেই পার করে ফেলবে এই ছবিটি। তবে ‘ভুল ভুলাইয়া ২’ কে টক্কর দিতে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত ‘আনেক’, টম ক্রুজ (Tom Cruise) অভিনীত ‘টপ গান ম্যাভেরিক’ (Top Gun Maverick)। এক নজরে দেখে নিন কোন দিনে কত টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’।

    প্রথম দিন – ১৩.৫ কোটি

    দ্বিতীয় দিন- ১৮ কোটি

    তৃতীয় দিন- ২৩.৩৫ কোটি

    চতুর্থ দিন- ১০.৭৫ কোটি

    পঞ্চম দিন- ৯.৫০ কোটি

    ষষ্ঠ দিন- ৮.২৫ কোটি

    সপ্তম দিন- ৭.২৫ কোটি

  • Bhool Bhulaiyaa 2: টিজার দেখে উচ্ছ্বসিত কার্তিক অনুরাগীরা, মুক্তির দিন ঘোষণা ভুলভুলাইয়া-২ এর

    Bhool Bhulaiyaa 2: টিজার দেখে উচ্ছ্বসিত কার্তিক অনুরাগীরা, মুক্তির দিন ঘোষণা ভুলভুলাইয়া-২ এর

    Bhool Bhulaiyaa 2: বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ২০০৭ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান(Vidya Balan), অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত হরর-কমেডি “ভুলভুলাইয়া” (Bhool Bhulaiyaa)। আজও সেই ছবি দর্শকদের স্মৃতিতে রয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল “ভুলভুলাইয়া ২” (Bhool Bhulaiyaa 2) এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। কিন্তু কবে সেই ছবি সামনে আসবে, তা নিয়ে জল্পনা চলছিল। 

    এবার সব জল্পনার অবসান করে প্রকাশ্যে এল ভুলভুলাইয়া-২ এর প্রথম টিজার। সূত্রের খবর, এই ছবিতে মূল ভূমিকায় থাকছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। প্রথম টিজারে কার্ত্তিককে দেখেই তাঁর প্রেমে পড়ে গিয়েছেন অনুরাগীরা। এই ছবিতে অক্ষয় কুমারের জায়গায় দেখা যাবে তাঁকে। ‘রুহ বাবা’র প্রথম দর্শনেই ভাষা হারিয়েছেন তাঁর ভক্তরা। ভুলভুলাইয়া ২-এর টিজার কার্তিক তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর ভক্তরা আবার তা রি-পোস্ট করেছেন।

    [tw]


    [/tw]

    কিছু নতুন এবং কিছু পুরনো মুখের মিশেলে তৈরি হচ্ছে ভুলভুলাইয়া-২। কিয়ারা ও কার্তিকের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন তাব্বু (Tabu)। আগের ছবির মতো এই ছবিতেও রয়েছেন রজপাল যাদব (actor Rajpal Yadav)। সদ্যমুক্তিপ্রাপ্ত টিজারে তাঁকেও দেখা গিয়েছে। এবারেও ভূতুরে বাড়ির প্রেক্ষাপটেই থাকবে নানা ঘটনা। টিজারের পাশাপাশি ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ মে মুক্তি পাবে ভুলভুলাইয়া-২। আপাতত দেখার, ভুলভুলাইয়া-২ দর্শকের মনে কতটা ছাপ ফেলতে পারে।

     

  • Sidharth-Kiara Break-up: সবার সঙ্গেই মিশে থাকতে চান, ভুলতে চান না কাউকেই জানালেন কিয়ারা

    Sidharth-Kiara Break-up: সবার সঙ্গেই মিশে থাকতে চান, ভুলতে চান না কাউকেই জানালেন কিয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমে পড়ার সময় তাঁরা শিরোনামে ছিলেন৷ এ বার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জনেও ফের চর্চিত সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী৷ ‘শেরশাহ’ ছবি থেকেই তাঁরা দর্শকদের মন জয় করে নিয়েছেন। ভক্তরা  সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে দেখার অপেক্ষায় দিন গুনছিলেন৷ পর্দায় ছবি হিট৷ বাইরে তাঁদের প্রেমের গুঞ্জন সুপারহিট৷ তাঁদের অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দের ছিল দর্শকদের৷ তবে শোনা যাচ্ছে, প্রেম এখন অতীত৷ সম্পর্ক ছেড়ে নাকি বেরিয়ে এসেছেন তাঁরা৷ যদিও এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি এই জুটি। কিয়ারার আগামী ছবি ভুল ভুলাইয়া-২ এর ট্রেলর লঞ্চের সেটে বরং অভিনেত্রী জানিয়েছেন তিনি কাউকে ভুলে যেতে চান না। তাঁর জীবনে সবাই এক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। তাই কাউকে ভোলার প্রশ্নই নেই।

    প্রেমের কথাও যেমন কখনও প্রকাশ্যে স্বীকার করেননি কিয়ারা-সিদ্ধার্থ, তেমনই গুঞ্জরিত বিচ্ছেদ নিয়েও তাঁদের মুখে কুলুপ। সামাজিক মাধ্যমে অবশ্য তাঁরা আগের মতোই সপ্রতিভ৷  নিজেদের মতো করে সোশ্যাল সাইটে ছবি দিচ্ছেন, কমেন্ট করছেন দু’জনে।

    কাজের সূত্রে সিদ্ধার্থ এখন তুরস্কে৷ প্রেমের কথা স্বীকার না করলেও তিনি যে কিয়ারার ব্যক্তিত্বে মুগ্ধ, সে কথা ইতিমধ্যেই জানিয়েছেন সিদ্ধার্থ৷  তিনি বলেছেন, কিয়ারার মধ্যে যে নায়িকাসুলভ আচরণ নেই, সেটা তিনি পছন্দ করেন৷  প্রশংসা করেন তাঁর অভিনয়েরও৷  কাজের দিকে সিদ্ধার্থর হাতে এখন আগামীতে বেশ কয়েকটি ছবি আছে৷ ‘কিটি মিশন মজনু’, ‘যোদ্ধা’-সহ বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যাবে৷ অন্যদিকে কিয়ারা অভিনয় করছেন ‘ভুলভুলাইয়া২’, ‘গোবিন্দা নাম মেরা’ এবং ‘যুগ যুগ জীয়ো’-তে৷

    শ্যুটিং ফ্লোরে ব্যস্ত এই জুটি কোনওদিন সম্পর্কের কথা স্বীকার না করলেও একসঙ্গে মলদ্বীপ, দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছেন৷ একাধিক অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে৷ 

     

LinkedIn
Share