Tag: Kids Death

Kids Death

  • Uzbekistan Kids Death: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারী সংস্থার সদস্যপদ বাতিল ফার্মেক্সিলের

    Uzbekistan Kids Death: উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারী সংস্থার সদস্যপদ বাতিল ফার্মেক্সিলের

    মাধ্যম নিউজ ডেক্স: উজবেকিস্তানে শিশু মৃত্যুর (Uzbekistan Kids Death) জেরে ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের সদস্যপদ বাতিল করল ফার্মেক্সিল (Pharmexcil)। ফার্মেক্সিল হল এ দেশের সর্বোচ্চ ওষুধ রফতানি পর্ষদ। কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনে রয়েছে এই পর্ষদ। সম্প্রতি পর্ষদ জানিয়েছে, ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের জন্য বিশ্বের দরবারে ভারতের বদনাম হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে ভারতের (India) ওষুধ শিল্প। মার খাবে ওষুধের ব্যবসা। তাই ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের ফার্মেক্সিলের সদস্যপদ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সর্দিকাশির সিরাপ…

    ভারতে তৈরি সর্দিকাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে বিস্তারিত তথ্য চেয়ে সংস্থার চেয়ারম্যান শচিন জৈনকে চিঠি দেয় ফার্মেক্সিল। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে উপযুক্ত জবাব না পাওয়ায় বাতিল করা হয় সদস্যপদ। ফার্মেক্সিলের ডিরেক্টর জেনারেল উদয় ভাস্কর ওই সংস্থাকে দেওয়া চিঠিতে জানান, আপনার কোম্পানি নিম্নমানের ওষুধ সরবরাহ করেছে। যার জেরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। বদনাম হয়েছে ভারতের ওষুধ শিল্পের। বিদেশে ওষুধ রফতানিতে যার মারাত্মক প্রভাব পড়তে পারে।

    আরও পড়ুন: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    ফার্মেক্সিলের সদস্যপদ খারিজের আগেই অবশ্য ব্যবস্থা নিয়েছিল কেন্দ্র। ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের ওষুধ উৎপাদন বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ট্যুইটবার্তায় জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থায় অভিযান চালায়। তার পর বৃহস্পতিবার রাতে ওই সংস্থার নয়ডা ইউনিটে সব ওষুধের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এদিনই ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দিকাশির সিরাপ ডক-১ ম্যাক্স উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ সরকারও। প্রোপিলিন গ্লাইকলযুক্ত অন্যান্য ওষুধের উৎপাদনও বন্ধ রাখতে বলা হয় ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে।

    ওই সংস্থাকে লেখা চিঠিতে ভাস্কর জানিয়েছেন, ডিসেম্বরের ২৯ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য (Uzbekistan Kids Death) জমা দিতে ব্যর্থ হয়েছেন আপনারা। তাই আপনাদের রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হল। এই নির্দেশের জেরে আপাতত আর কোনও ওষুধ উৎপাদন করতে পারবে না ওই সংস্থা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share