Tag: King Charles

King Charles

  • King Charles: মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস, আরোগ্য কামনা করলেন মোদি

    King Charles: মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস, আরোগ্য কামনা করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ব্রিটেনের রাজা চার্লস (King Charles)। তাঁর আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে ট্যুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৫ বছরের এই ব্রিটেনের রাজা গত মাসে প্রস্টেট সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর শারীরিক আরও কিছু সমস্যার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানা গিয়েছে, তাঁর ক্যান্সার হয়েছে। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর তাঁর মা রানি এলিজাবেথের মৃত্যু হলে নতুন রাজা হন তৃতীয় কিং চার্লস। মাত্র ছয় মাস আগে তাঁর রাজ্য অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। 

    বাকিংহাম প্যালেস সূত্রে খবর (King Charles)

    ব্রিটেনের রাজ সিংহাসনে অভিষেক হওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা কিং চার্লস (King Charles)। বাকিংহাম প্যালেস সূত্রে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এদিকে বাবার সংবাদ পেয়েই দেশে ফেরার পরিকল্পনা করেছেন ছেলে প্রিন্স হ্যারি। তবে কোন ধরনের ক্যান্সার, সেই বিষয়ে নিশ্চিত করে জানায়নি বাকিংহাম। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর ডাক্তাররা তাঁকে সমস্ত কাজ স্থগিত করার পরামর্শ দিয়েছেন। তবে তাঁর চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চিকিৎসক এবং হাসপাতালের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন রাজা। তিনি চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে। কত তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন, সেই অপেক্ষায় তিনি রয়েছেন বলে জানা গিয়েছে।

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরোগ্য প্রার্থনা

    সূত্রে জানা গিয়েছে, জনসমক্ষে না এলেও রাজপ্রাসাদ থেকেই চার্লস (King Charles) সরকারি নথি দেখার কাজ করবেন। ঘটনায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক রাজা চার্লসের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানিয়েছেন। তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বলেছেন, “কোনও সন্দেহ নেই রাজা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। গোটা দেশ তাঁর জন্য প্রার্থনা করছে।”

    চার্লসের আরোগ্য কামনায় মোদি

    ব্রিটেনের রাজা চার্লসের (King Charles) আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, “আমি মহামান্য রাজা তৃতীয় চার্লসের দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর শারীরিক সুস্বাস্থ্য কামনায় ভারতের জনগণের সঙ্গে একত্রে আশা ব্যক্ত করছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • King Charles: ব্রিটেন রাজা তৃতীয় চার্লসের গুরুদ্বার পরিদর্শন, মেঝেতে বসেই করলেন প্রার্থনা

    King Charles: ব্রিটেন রাজা তৃতীয় চার্লসের গুরুদ্বার পরিদর্শন, মেঝেতে বসেই করলেন প্রার্থনা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজা হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই বহু মানুষের রোষের মুখে পড়েছেন তিনি। তবে তিনি কোনও কিছুর তোয়াক্কা না করে গোটা ব্রিটেন জুড়ে সফর করছেন নতুন রাজা তৃতীয় চার্লস (King Charles)। সংবাদমাধ্যমে উঠে এসেছে, এর আগে একাধিকবার সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। কিন্তু এবারে তাঁকে এক অন্য রূপেই দেখা গেল, তাও আবার একটি গুরুদ্বারে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ব্রিটেনের নয়া রাজা চার্লস ইংল্যান্ডের লুটনের একটি গুরুদ্বার পরিদর্শন করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি সেখানকার সম্প্রদায়ের নেতা, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদের সঙ্গে কথাও বলেছেন। তাঁর আসাতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিল গুরুদ্বারে উপস্থিত ভক্তরা।

    ব্রিটেন রাজার গুরুদ্বার পরিদর্শন

    মঙ্গলবার ব্রিটেন ভ্রমণ করতে গিয়ে প্রথমে যান পূর্ব ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটনে। লন্ডন থেকে সামান্য দূরে এই লুটন নামক শহর, যেখানে তিনি (King Charles) জনসংযোগ করছিলেন। সেখানে গিয়ে তিনি পৌঁছে যান এক গুরুদ্বারে। লুটনে সেই নবনির্মিত গুরুদ্বারে প্রণাম করেন এবং ভক্তদের সঙ্গে মিশে যান তিনি। ইউনিয়ন জ্যাক এবং ‘নিশান সাহেব’-এর শিখ পতাকা ধরে তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন ধর্মের শিশুরা উপস্থিত ছিল। সূত্রের খবর সেদিন কিং চার্লসকে ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক গুরচ রনধাওয়া, স্থানীয় শিখ ধর্মসভার সদস্য এবং বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অভ্যর্থনা জানান।

    শিখ ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে রাজা চার্লস (King Charles) প্রার্থনা করার সময় তাঁর মাথায় একটি রুমাল পরেছিলেন এবং প্রার্থনা করার সময়ে তাঁকে মেঝেতে বসেই শিখ উপাসকদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। এমনকি গুরুদ্বারের লোকেদের সঙ্গে কথা বলার সময় কিং চার্লসকে ‘নমস্তে’ বলতেও দেখা যায়। এরপর তিনি গুরুদ্বারের লঙ্গর পরিদর্শনেও গিয়েছিলেন এবং সেখানকার লোকেদের সঙ্গে কথা বলেছেন।

    [insta]https://www.instagram.com/p/Cl1pKZaMOoP/?utm_source=ig_web_copy_link[/insta]

    উল্লেখ্য, এই গুরুদ্বারের নির্মাণ কাজ ২০২০ সালে শুরু হয়েছিল এবং এই গুরুদ্বারের লঙ্গন থেকে প্রতিদিন ৫০০ জনকে খাবার পরিবেশন করা হয়। আবার এক স্থানীয় সম্প্রদায় টাউন হলের বাইরে প্রতি রবিবার লুটন শিখ স্যুপ কিচেন পরিচালনা করে ও এখান থেকে প্রায় ১৫০ টি খাবার পরিবেশন করা হয়।

  • Rishi Sunak: ঋষি সুনককে দীপাবলির মিষ্টি খাওয়ার অনুরোধ করে সৌজন্য বিনিময় কিংস চার্লসের

    Rishi Sunak: ঋষি সুনককে দীপাবলির মিষ্টি খাওয়ার অনুরোধ করে সৌজন্য বিনিময় কিংস চার্লসের

    মাধ্যম নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম সাক্ষাৎ ঋষি সুনক (Rishi Sunak) এবং কিং চার্লসের (King Charles)। হল সৌজন্য বিনিময়। সুনকের ভারত-যোগের কথা মাথায় রেখে দীপাবলির মিষ্টি খাওয়ার অনুরোধ করেন চার্লস।    

    মঙ্গলবার ঋষি সুনককে সরকারিভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন কিং তৃতীয় চার্লস। বরিস জনসন এবং পেনি মর্ডান্টকে প্রতিযোগিতায় হারিয়ে কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছরের সুনক। এদিন বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি সুনক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ট্রাস সরকারিভাবে ইস্তফা দেওয়ার পরেই কিং চার্লস ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন ঋষি সুনককে। প্রসঙ্গত, রাজা হওয়ার পর, এই প্রথম কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন চার্লস। এর আগে তাঁর মা, রানী তৃতীয় এলিজাবেথ পনেরো জন প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন।

    আরও পড়ুন: কাশ্মীরে একের পর এক এনকাউন্টারে খতম একাধিক লস্কর জঙ্গি

    যুক্তরাজ্যের প্রথম হিন্দু, ভারতীয় বংশোদ্ভূত এবং গত ২০০ বছরের মধ্যে তরুণতম প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করলেন ঋষি সুনক। এদিন বাকিংহাম প্যালেসে, রাজা চার্লস ঋষি সুনককে করমর্দন করে অভিবাদন জানান। প্রধানমন্ত্রী নিয়োগ করা যুক্তরাজ্যের রাজার  অন্যতম সাংবিধানিক দায়িত্ব। এর জন্য সোমবার বিকেলে স্যান্ড্রিংহামের রাজকীয় এস্টেট থেকে ব্যক্তিগত বিমানে লন্ডনে ফিরে এসেছিলেন তিনি।  ঋষির হাত ধরে এই নিয়ে চলতি বছরেই তৃতীয় প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস। তার পরই ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।

    রাজা চার্লসের সঙ্গে দেখা করে বেরিয়ে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার যুক্তরাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তৃতা রাখেন ঋষি। তাতে দ্রুত অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন তিনি। পূর্বসূরীদের ব্যর্থতা কাটিয়ে, ঢিলেমি সরিয়ে, সরকারি রীতিনীতিতে প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনার শপথ নেন। এছাড়াও ন্যাশনাল হেল্থকেয়ার সিস্টেম-এর আওতায় ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে আরও মজবুত করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। দেশে উন্নততর স্কুল, নিরাপদ রাস্তা, অত্যাধুনিক সামরিক বাহিনী এবং কর্মসংস্থানের ব্য়বস্থাও করবেন বলে জানিয়েছন। ঋষির সাফ কথা, “সব স্তরে সকলের অন্তর্ভুক্তি, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের উপর জোর দেওয়া হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Queen Elizabeth II: ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, জাতীয় পতাকা অর্ধনমিত থাকল লালকেল্লায়

    Queen Elizabeth II: ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য, জাতীয় পতাকা অর্ধনমিত থাকল লালকেল্লায়

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার রাষ্ট্রীয় শোক দিবস৷ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকারের তরফে এক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই দিল্লির লালকেল্লায় অর্ধনমিত জাতীয় পতাকা৷ কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে, রবিবার, ১১ সেপ্টেম্বর দিনটি জাতীয় শোক দিবস (one day state mourning) হিসেবে পালন করা হবে। তাই আজ লালকেল্লা এবং রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    রানি প্রয়াত হওয়ার পরদিনই দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের তরফে একটি ট্যুইটে জানানো হয় যে, “গ্রেট ব্রিটেনের ইউকে এবং নর্দার্ন আয়ারল্যান্ডের হার ম্যাজেস্টি রানি দ্বিতীয় এলিজাবেথ মারা (Queen Elizabeth II) গিয়েছেন৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ১১ সেপ্টেম্বর দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে৷”

    আরও পড়ুন: রানির মৃত্যুর পর কার দখলে কোহিনূর? আদৌ কি ভারত ফিরে পাবে তার ‘অমূল্য রত্ন’?

    আজ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন স্কটল্যান্ডের ব্যালাটার গ্রামে নিয়ে আসা হয়েছে। আপাতত রানি এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানানো চলছে। তাঁর মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে (Westminster Abbey in London) রানির শেষকৃত্য হবে বলে শনিবার জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) ৷

    প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল (Balmoral retreat in the Scottish highlands) প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানি। দীর্ঘ ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন তিনি। এরপর রানির মৃত্যুর দুদিন পরেই ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করা হয়েছে তৃতীয় চার্লসের (Charles III)। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হলেন তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস। ৭৩ বছর বয়সে যুবরাজ থেকে রাজার গদিতে বসেছেন তৃতীয় চার্লস। ফলে চার্লসের উত্তরাধিকারী হবেন উইলিয়াম এবং তিনি হবেন প্রিন্স অব ওয়েলস। মায়ের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে।

LinkedIn
Share