Tag: kkr is spending high for retention

kkr is spending high for retention

  • IPL 2023: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    IPL 2023: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ আইপিএলে অনেকটাই বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের চেহারা। যারা ছিলেন তাদের অনেককেই পরের কোটিপতি লিগে খেলতে দেখা যাবে না। আবার নতুন মুখ ও যোগ হচ্ছে কেকেআর স্কোয়াডে।

    দলবদলের ডেট লাইন

    মঙ্গলবার ছিল ক্রিকেটারদের দলবদলের ডেট লাইন। নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে বা ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলি তা আজই স্পষ্ট হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স বোলিং বিভাগে কিছুটা ধাক্কা খেয়েছে। কারণ অস্ট্রেলিয়া তারকা পেশার প্যাট কামিন্স পরের আইপিএলে খেলবেন না বলে জানিয়েছেন। তিনি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান। সরে দাঁড়িয়েছেন স্যাম বিলিংস। এই পরিস্থিতিতে তাই পেশ আক্রমণকে শক্তিশালী করাই লক্ষ্য শাহরুখ খানের দলের।

    আরও পড়ুন: আইসিসির ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’-এ বিরাট-সূর্য, দ্বাদশ ক্রিকেটার হার্দিক

    নেই কামিন্স, কেকেআর-এ শার্দুল

    আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা ক্রীড়াসূচি। সে জন্য আগামী মরসুমে আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক প্যাট কামিন্স। মঙ্গলবার তিনি এ কথা জানান। প্যাট কামিন্স ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসা। কিন্তু তাঁকেই পাওয়া যাবে না ২০২৩ সালের আইপিএলে। দিল্লি ক্যাপিটালস থেকে পেশার-অলরাউন্ডার  শার্দুল ঠাকুরকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় পেশারটির ওপর নজর ছিল অন্য দলগুলিরও। শেষ পর্যন্ত এই লড়াইয়ে বাজিমাত করতে সফল হয়েছে বাজিগড়ের দল। শার্দুলকে গতবার দিল্লি ক্যাপিটালস ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলামে কিনেছিল। গত আইপিএলে শার্দুল অবশ্য নিলামের প্রাপ্য অর্থের তুলনায় পারফরম্যান্সে বেশ কিছুটা পিছিয়ে ছিলেন। চোদ্দটি ম্যাচে পেয়েছিলেন ১৫ টি উইকেট। ব্যাট হাতে করেছিলেন ১২০ রান। এখন দেখার এই শার্দুল ঠাকুর বেগুনি জার্সি গায়ে চাপানোর পর পুরনো ছন্দ ফিরে পান কিনা। এছাড়া ক্রিকেটার ট্রেডিং উইন্ডোতে নিউজিল্যান্ডের অলরাউন্ডার লকি ফার্গুসনকে নিয়েছে কেকেআর। উল্লেখ্য ফার্গুসন এর আগেও কলকাতায় খেলেছিলেন। পাশাপাশি আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজকে পেয়েছে কেকেআর। বিকেল পাঁচটায় শেষ হয়েছে ট্রেডিং উইন্ডো। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share