Tag: knockout stage

knockout stage

  • FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের পর গ্রুপ স্টেজে প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ১৬-য় জায়গা করে নিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলের কাছে কখনও হারেনি সুইৎজারল্যান্ড। এবার সেই ট্রেন্ড বদলাল। উরুগুয়েকে হারিয়ে নকআউটে চলে গেল পর্তুগালও। সোমবার কাতারে বিশ্ব ফুটবলের আসরে জমজমাট লড়াই দেখল ক্রীড়াপ্রেমীরা।। 

    ব্রাজিলের দুরন্ত জয়

    এদিন নেইমারহীন  তিতের ব্রাজিল ছিল আত্মনির্ভর। সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল সেলেকাওরা। ম্যাচের একমাত্র গোল করেন কার্লোস হেনরিক  ক্যাসেমিরো। হেক্সা অভিযানে আরও একধাপ এগোল  ব্রাজিল। গ্যালারিতে তার সাক্ষী থাকলেন রোনাল্ডো, রবার্তো কার্লোস, কাফু, কাকারা। ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে মুহূর্তের মধ্যে গোল লক্ষ্য করে কোনাকুনি শট নেন ব্রাজিলীয় মিডিও। অনবদ্য গোল। এত দ্রুততার সঙ্গে শট নেন ক্যাসেমিরো, যে রিয়্যাকশন টাইম ছিল না সুইস কিপারের কাছে। শুধুমাত্র দর্শকের ভূমিকায় সোমার। তবে জিতলেও এদিন সেই গতিময় ফুটবল দেখা যায়নি। সার্বিয়া ম্যাচের তুলনায় অনেক বেশি মন্থর ছিল সেলেকাওরা। 

    নক আউটে পর্তুগাল

    উরুগুয়ে কাঁটা সরিয়ে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার লুসাইল সুয়ারেজ বনাম রোনাল্ডোর ম্য়াচে জোড়া গোল করে নায়ক পতুর্গালের ব্রুনো ফার্নান্ডেজ। ম্য়াচের ৫৪ ও ৯৩ মিনিটে গোল করেন ব্রুনো। এরমধ্য়ে তাঁর দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। চার বছর আগে রাশিয়ায় এই উরুগুয়ের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। চার বছর পর কাতারে উরুগুয়েকে হারিয়ে তাদেরই বিদায়ের মুখে ঠেলে দিল পর্তুগাল। বিশ্বকাপের নক-আউটে উঠতে হলে গ্রুপের শেষ ম্য়াচে ঘানার বিরুদ্ধে জিততেই হবে উরুগুয়েকে।

    আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে ইতিহাস জাপানের, আজ রাতেই ব্রাজিল-সার্বিয়া

    গোলের বন্যা

    সোমবার বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে গোলের বন্যা বইল। ক্যামেরুন বনাম সার্বিয়া এবং ঘানা বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ রীতিমতো উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। কাতারের আল ওয়াকরাহেতে আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ জি-র ম্যাচে সার্বিয়া এক সময় ৩-১ গোলে এগিয়ে থেকেও জয় আনতে পারল না। প্রথমে গোল করে অবশ্য ক্যামেরুন এগিয়ে গিয়েছিল। তার পর সার্বিয়া পর পর ৩টি গোল করে। কিন্তু অদম্য ক্যামেরুন আরও ২টি গোল করে ম্যাচে সমতা ফেরায়। এ দিন এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ এইচ-এর ম্যাচে ঘানা ২-০ গোলে এগিয়ে ছিল। দক্ষিণ কোরিয়া সমানে সমানে পাল্লা দিয়ে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু ভাগ্যদেবী ঘানারই সহায় হন। শেষ পর্যন্ত ঘানা জেতে ৩-২ গোলে।

    গতকালের ম্যাচের ফলাফল:

    সার্বিয়া ৩ : ক্যামেরুন ৩

    দক্ষিণ কোরিয়া ২ : ঘানা ৩

    ব্রাজিল ১ : সুইৎজারল্যান্ড ০

    পর্তুগাল২ : উরুগুয়ে ০

    আজকের ম্যাচ:

    ইকুয়েডর-সেনেগাল (রাত সাড়ে ৮টা)

    নেদারল্যান্ডস-কাতার (রাত সাড়ে ৮টা)

    ইরাম-মার্কিন যুক্তরাষ্ট্র (রাত সাড়ে ১২টা)

    ওয়েলস-ইংল্যান্ড (রাত সাড়ে ১২টা)

     
LinkedIn
Share