Tag: Kolkata New Year Eve

Kolkata New Year Eve

  • Kolkata New Year Eve: বর্ষবরণে মেতে শহর, বছরের শেষদিনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল পার্ক স্ট্রিটকে

    Kolkata New Year Eve: বর্ষবরণে মেতে শহর, বছরের শেষদিনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল পার্ক স্ট্রিটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনে পার্কিস্ট্রিটের জনজোয়ার রেকর্ড গড়েছে। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে কলকাতা পুলিশকে। শহরবাসীর সুরক্ষায় সেদিন মোতায়েন করা হয়েছিল দেড় হাজার পুলিশ। কিন্তু তাতেও বেশ বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে। তাই এবার আগে থেকেই সতর্ক থাকতে চাইছে তাঁরা। বর্ষবরণের সন্ধ্যায় ভিড় সামলাতে পার্কস্ট্রিটে মোতায়েন করা হল প্রায় আড়াই হাজার পুলিশ। আর বছরের প্রথমদিন ১ জানুয়ারিতে (Kolkata New Year Eve) থাকবে ২৩০০ পুলিশ। 

    রাত পোহালেই নতুন বছর। আজ, শনিবারও পার্ক স্ট্রিটে ভিড় জমাবেন বহু মানুষ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করে দেওয়া হয়েছে। ‘ওয়ান ওয়ে’ গাড়ি চলবে। পার্ক স্ট্রিটে বাইক কিংবা গাড়ি নিয়ে এলে রাসেল স্ট্রিট ও ক‌্যামাক স্ট্রিটে গিয়ে পার্কিং করতে হবে।

     

    নিরাপত্তার কী ব্যবস্থা থাকছে?   

    প্রতিবছরের মতো এবছরও নববর্ষের উৎসবে (Kolkata New Year Eve) নিরাপত্তার দিকে নজর দিতে চাইছে পুলিশ। গোটা শহরেই কমবেশি নিরাপত্তার বিষয়টিতে নজর দেওয়া হয়েছে। বর্ষবরণের রাতে সবথেকে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিটে। সেজন‌্য বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলে। পার্ক স্ট্রিটের জন‌্য আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্ষবরণের রাতে মোট ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। নজরদারির দায়িত্বে থাকবেন ১১ জন ডিসি। রবিবার ১ জানুয়ারি ৪টি সেক্টর করা হয়েছে। আগামীকাল থাকছেন সাতজন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হবে। দূর দূরান্ত থেকে মানুষ পার্ক স্ট্রিটে আসেন। তাঁদের সহায়তার জন‌্য থাকছে ১৫টি পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ। বর্ষবরণের রাতে পানশালা, হোটেল, রেস্তোরাঁগুলিতে ভিড় থাকে। হোটেল ও রেস্তোরাঁ, পানশালাতেও নজর থাকছে পুলিশের। অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকদের বাড়তি নিরাপত্তা রক্ষীর ব‌্যবস্থা করতে বলেছে পুলিশ। বড়দিনেএ মতো এদিনও যাতে শহরে বাইক দৌরাত্ম‌্য না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন, মদ‌্যপান করে গাড়ি চালানো ও অভ‌ব‌্য আচরণের অভিযোগে বড়দিনের রাত ও দিন মিলিয়ে ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। বর্ষবরণের আগে থেকে শহরে টহল দিচ্ছে পুলিশ।

    আরও পড়ুন: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও  

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন শহরে বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ জনকে। বর্ষবরণের রাতেও (Kolkata New Year Eve) বাইকবাহিনীর দাপট রুখতে ৯৭ পয়েন্টে নাকা চেকিং- এর ব্যবস্থা থাকছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ২০টি মোটর সাইকেলে করে পুলিশ টহলদারি চালাবে। বিশেষ কুইক রেসপন্স টিম থাকছে ২টি। একটি থাকবে পার্ক স্ট্রিট থানা এবং আর একটি থাকবে মিডলটন রো-তে। ৫৮টি পিসিআর ভ‌্যানের মধ্যে ২৩টিই থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে ১২টি। দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত চিকিৎসার ব‌্যবস্থা করা যায় সেজন‌্য ৭টি অ‌্যাম্বুল‌্যান্স থাকছে। নববর্ষের দিন আলিপুর চিড়িয়াখানায় বাড়তি নজর থাকছে পুলিশের। যানজট সামলাতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গে একজন ডিসি পদমর্যাদার আধিকারিকও থাকবেন আলিপুরে। পার্কিং লটে জুলুম রুখতে আজ ও কাল পুলিশের নজর থাকছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share