Tag: Kolkata Winter Update

Kolkata Winter Update

  • West Bengal Weather: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে

    West Bengal Weather: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতাবাসী। আজ রেকর্ড শীত পড়েছে কলকাতায়। তাপমাত্রা নেমে এল দশের ঘরে। পাঁচ বছরের মধ্যে এই তাপমাত্রা সর্বনিম্ন। শুক্রবার এই মরশুমের শীতলতম দিন বলেও জানিয়েছে হাওয়া অফিস। বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত শীত উপভোগ করতে পারেনি বঙ্গবাসী। কিন্তু, নতুন বছরের কয়েকদিন কাটতে না কাটতে শীতের ঝোড়ো ব্যাটিং। জাঁকিয়ে বসেছে শীত। জেলায় জেলায় আরও নেমেছে পারদ। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে পারদ পতনের ধারা কিছুদিন অব্যাহত থাকবে।

    কলকাতায় রেকর্ড পারদ পতন

    কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ৫ বছরে এতটা পারদ পতন দেখেনি শহর কলকাতা। ফলে হাঁড় কাপানো ঠান্ডায় জবুথবু শহরবাসী। আগামী কয়েকদিন আরও পারদ পতন হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী এক সপ্তাহ জুড়ে এই পারদ পতনের ধারা জারি থাকবে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    কেমন ঠান্ডা পড়েছে জেলাগুলোতে?

    জমিয়ে ঠান্ডা পড়েছে জেলাগুলোতেও। অবাধ উত্তুরে হাওয়াতে কনকনে ঠান্ডা জেলায় জেলায়। কলকাতার পাশাপাশি রেকর্ড পারদ পতন হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে শীতের জাঁকে জবুথবু মানুষ। বৃহস্পতিবার বর্ধমানের পারদ নেমেছিল ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার সেখানে তাপমাত্রা কমেছে আরও কিছুটা। হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া। তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কনকনে ঠান্ডার মধ্যে কুয়াশার দাপটে জবুথবু উত্তরবঙ্গের মানুষও। উত্তরবঙ্গের তাপমাত্রা আরও ৩ ডিগ্রি কমতে পারে বলে জানা গিয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপট।

    হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গের আকাশ বেলা অবধি কুয়াশার চাদরে ঢাকা থাকবে। বেলা বাড়তেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ-ছয়দিন রাজ্যজুড়েই তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ওঠা-নামা করলেও শীতের আমেজ বজায় থাকবে।

LinkedIn
Share