Tag: Kuldeep Yadav

Kuldeep Yadav

  • T20 World Cup 2024: সুপার ৮-এ আফগানদের বিরুদ্ধে আজ লড়াই রোহিতদের, ভারতীয় দলে হবে বদল?

    T20 World Cup 2024: সুপার ৮-এ আফগানদের বিরুদ্ধে আজ লড়াই রোহিতদের, ভারতীয় দলে হবে বদল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যারিবিয়ান উইকেটে বরাবরই রিস্ট স্পিনাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। এই ভাবনা মাথায় রেখেই সুপার এইটের প্রথম ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে পারে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানের (India vs Afghanistan) বিপক্ষে দলে দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ম্যাচের (T20 World Cup 2024) আগে সাংবাদিক সম্মেলনে এমনই ইঙ্গিত দিলেন কোচ রাহুল দ্রাবিড়। মিস্টার ডিপেন্ডবল জানান, যুজবেন্দ্র চহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে।

    কী বললেন দ্রাবিড়

    আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারত। সেখানকার পিচ আলাদা। এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, “কাউকে বাদ দেওয়া খুব কঠিন। নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে বার্বাডোজে আলাদা কিছু দরকার। কুলদীপ বা চহালকে খেলানো হতে পারে। আমাদের দলে অলরাউন্ড দক্ষতার ক্রিকেটার রয়েছে। আট জন ব্যাটারের পাশাপাশি সাত জন বোলার রয়েছে। আমরা ভাগ্যবান।” ব্যাটিং অর্ডারেও পরিবর্তন হতে পারে। দ্রাবিড়ের কথায়, “প্রতিটা পরিস্থিতিই একে অপরের থেকে আলাদা। সে ভাবেই ভাবতে হবে। ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে। পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল। বাকি সময় তিন নম্বরে ঋষভ পন্থ খেলেছে। টেস্ট ক্রিকেটে এই নমনীয়তা দেখানো সম্ভব বলে মনে হয় না।”

    বৃষ্টি হলে কী হবে

    স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজটাউনের আকাশে আগামী কয়েকদিন ঘন কালো মেঘের আনাগোনা থাকবে। এছাড়া আগামী শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে যদি ভারত বনাম আফগানিস্তান ম্যাচ (T20 World Cup 2024) বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে  টুর্নামেন্টের নিয়ম অনুসারে দুটো দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

    ম্যাচটি (India vs Afghanistan) ভারতীয় সময়ে রাত ৮ টায় শুরু হবে। স্টার স্পোর্টসের বিভিন্ন নেটওয়ার্কে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ডিজনি প্লাস হটস্টারে ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) এই ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs South Africa: সূর্য-যশস্বীর দুরন্ত ব্যাটিং! কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে কাহিল দক্ষিণ আফ্রিকা

    India vs South Africa: সূর্য-যশস্বীর দুরন্ত ব্যাটিং! কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে কাহিল দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের দুরন্ত সেঞ্চুরি আর বল হাতে স্পিনার কুলদীপ যাদবের ৫ উইকেট, জোড়া ফলায় ছারখার দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টি-২০ ম্যাচে এডেন মার্করামদের ১০৬ রানে হারিয়ে টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে ড্র করল ভারত।

    চেনা ছন্দে ভারত

    টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। তবে শুরুটা ভালো হয়নি। কেশব মহরাজ তৃতীয় ওভারে পর পর তুলে নেন শুভমান গিল ও তিলক ভার্মার উইকেট। তবে সেই ধাক্কা সামলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে বড় পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক সূর্যকুমার। তাঁর হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে লেগেছে ৩২টি বল। আর ৩৪ বলে অর্ধশতরান করেন যশস্বী। তবে বাঁহাতি ওপেনার ৬০ রানে আউট হলেও সূর্য ছিলেন চেনা মেজাজে। ৫৫ বলে টি-২০ কেরিয়ারের চতুর্থ শতরান করেন। যদিও পরের বলেই আউটন হয়ে যান তিনি। তবে এদিন রিঙ্কু সিংকে ফর্মে পাওয়া যায়নি। ১৪ রান করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ব্যর্থ জিতেশ শর্মা ও রবীন্দ্র জাদেজাও।

    আরও পড়ুন: “সাজঘরে প্রধানমন্ত্রীর উপস্থিতি মনোবল ফিরিয়ে দেয়”, মোদি-তে মুগ্ধ শামি

    কুলদীপের পাঁচ উইকেট

    গত ম্যাচে ঝড়ের গতিতে রান তুলে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। মনে করা হয়েছিল, বৃহস্পতিবারও সেভাবেই শুরু করবেন রেজা হেনরিকরা। কিন্তু ভুল শুধরে ভারতীয় পেসাররা এদিন দুর্দান্ত পারফর্ম করেন। পর পর উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সুযোগ কাজে লাগান স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। মাত্র ২.৫ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন কুলদীপ। জাদেজার সংগ্রহ ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট। তার ফলে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

    এই জয় শুধু ভারতকে সিরিজ বাঁচাতে সাহায্য করল না, সেই সঙ্গে ওয়ান ডে এবং টেস্ট সিরিজের আগে মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। এমন পারফরম্যান্স মেলে ধরতে পারলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ হয়তো এবার দূর হবে ভারতীয় দলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: আজ ফের ম্যাচ, ক্লান্ত কোহলি! পাকিস্তান-বধে পাঁচ উইকেটের রহস্য জানালেন কুলদীপ

    Asia Cup 2023: আজ ফের ম্যাচ, ক্লান্ত কোহলি! পাকিস্তান-বধে পাঁচ উইকেটের রহস্য জানালেন কুলদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির, জানালেন কিং কোহলি। রবিবার ২৪ ওভার, সোমবার খেলতে হল ৫৭ ওভার, মঙ্গলবার আবার মাঠে নেমে ১০০ ওভার খেলতে হতে পারে। এশিয়া কাপে ভারতের কঠিন সূচির কথা মেনে নিলেন বিরাট। পাকিস্তানকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে আগে ভাগেই কোহলি বলে দিলেন, “আমি অনুরোধ করব আপনি যাতে সাক্ষাৎকারটা খুব ছোট নেন। আমি প্রচণ্ড ক্লান্ত।”

    টানা ক্রিকেটের ধকল বিরাটের মুখে

    সোমবার বৃষ্টির কারণে স্বাভাবিক সময়ে খেলা শুরু হয়নি। প্রায় দেড় ঘণ্টার বেশি দেরি হয়েছে শুরু হতে। মাঝেও বৃষ্টিতে অনেক ক্ষণ খেলা বন্ধ থেকেছে। পাকিস্তান পুরো ৫০ ওভার খেললে রাত প্রায় ১টা বেজে যেত ম্যাচ শেষ হতে। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ক্লান্তি প্রসঙ্গে কোহলি বললেন, “মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, কাল আবার দুপুর ৩টের সময় আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কী ভাবে পর দিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার ৩৫ বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।”

    কোহলির রেকর্ড

    এদিন এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। সোমবার রিজার্ভ ডে-র দিনে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন তিনি। কোহলির আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের ক্রিকেটারেরা দাঁড়াতেই পারেননি। হ্যারিস রউফকে হারিয়ে এমনিতেই একটু চাপে ছিল পাকিস্তান। শাহিন আফ্রিদি, নাসিম শাহেরা কোহলির আগ্রাসনের সামনে দাঁড়াতে পারেননি। এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। শাহিনের বলে দু’রান নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরান হল কোহলির। শীর্ষে থাকা সচিনের থেকে আর দু’টি শতরান পিছনে তিনি।

    আরও পড়ুন: কুলদীপের কেরামতি! কোহলি-রাহুলের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    কুলদীপের কেরামতি

    কিছু দিন পরে ভারতের মাটিতে শুরু হচ্ছে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভারতের অন্যতম অস্ত্র কুলদীপ যাদব। পাঁচ উইকেট নিয়ে একার হাতে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এদিন কুলদীপ বলেন, “চার বছর আগে ২০১৯-এর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলাম। ওদের দলের বেশির ভাগ ক্রিকেটারকেই চিনি। তাই স্পিন ওরা কী ভাবে খেলে সেটাও জানি। চেষ্টা করেছিলাম বলের মধ্যে বৈচিত্র আনতে। উইকেট লক্ষ্য করে বল করতে চেয়েছিলাম। স্পিন ভাল খেলে এমন দলের বিরুদ্ধে খেলার সুবাদে দেখেছি, ওরা শুধু সুইপ এবং রিভার্স সুইপ মারার চেষ্টা করে। ওখানেই উইকেট নেওয়ার সুযোগ চলে আসে।”

    কুলদীপ জানিয়েছেন, পাঁচ উইকেট নেওয়া কখনওই তাঁর লক্ষ্য ছিল না। তিনি চেয়েছিলেন ভাল বল করতে। কুলদীপের কথায়, “প্রথম ওভার থেকেই ভাল ছন্দ পেয়ে গিয়েছিলাম। ধারাবাহিক ভাবে ভাল বল করে গিয়েছি। পাঁচ উইকেট পেলে ভাল লাগে ঠিকই। কিন্তু চারটে উইকেট পেয়ে যাওয়ার পরে কখনও ভাবি না যে আর একটা উইকেট আমাকে পেতেই হবে। সেই মুহূর্তে ভাল লেংথে বল করাই আমার লক্ষ্য থাকে। কিন্তু পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি যে আলাদা সেটা স্বীকার করতে বাধা নেই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mahakaleshwar temple: মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা! প্রার্থনা করলেন ঋষভ পন্থের জন্য

    Mahakaleshwar temple: মহাকালেশ্বর মন্দিরে ভারতীয় ক্রিকেটাররা! প্রার্থনা করলেন ঋষভ পন্থের জন্য

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে দেশের মাটিতে বসবে একদিনের বিশ্বকাপের আসর। তারই প্রস্তুতিতে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ব্যস্ত টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে দুরমুশ করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরে ফেলেছেন হার্দিক পান্ডিয়ারা। মঙ্গলবার তৃতীয় তথা অন্তিম একদিনের ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেটাররা এখন ইন্দোরে। সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দলের ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে। সোমবার সূর্যকুমার যাদবরা দল বেঁধে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar temple) পুজো দিলেন। প্রার্থনা করলেন সতীর্থ ঋষভ পন্থের জন্য। যিনি গত বছর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে আপাতত চিকিৎসাধীন। ভারতীয় উইকেটরক্ষকটি কবে ফের মাঠে ফিরবেন, তা নিয়ে অনেকেই সন্দিহান। কারণ, ঋষভের চোট গুরুতর। তবে বিশ্বকাপের আগে তিনি যাতে সুস্থ হয়ে দলে যোগ দিতে পারনে, সেটাই প্রার্থনা করছেন ভারতীয় ক্রিকেটাররাও।

    সতীর্থের জন্য প্রার্থনা

    সংবাদসংস্থাকে সূর্যকুমার বলেন, ‘পন্থকে দ্রুত সুস্থ করে তোলার জন্য ঈশ্বরের কাছে প্রাথর্না করেছি। কারণ ও আমাদের দলের খুবই গুরুকত্বপূর্ণ একজন সদস্য।’ একই সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ প্রসঙ্গে সূর্যকুমার জানান, ‘পর পর দু’টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছি আমরা। তার মানে এই নয় যে তৃতীয় ম্যাচটিকে হাল্কাভাবে নিচ্ছি। বিশ্বকাপের প্রস্তুতিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’’

    কিছুদিন আগে শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার পালা নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে কিউয়িরা কিছুটা লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে মাথা তুলতে পারেনি। রোহিত বাহিনী জিতেছিল ৮ উইকেটে।

    আরও পড়ুন: মাঘেও উধাও শীত! গরমেই কাটবে সরস্বতী পুজো, জানিয়ে দিলেন আবহবিদরা

    সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ রাহুল দ্রাবিড় হয়তো রিজার্ভ পরখ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তৃতীয় ম্যাচে ভারতীয় বোলিংয়ে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকছে। খেলানো হতে পারে উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল কিংবা শাহবাজ আহমেদকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

LinkedIn
Share