Tag: Kuno-Palpur National Park in Madhya Pradesh’s Sheopur district

Kuno-Palpur National Park in Madhya Pradesh’s Sheopur district

  • African Cheetah: স্বাধীনতার ৭৫ বছরে ভারতে আসছে ৮টি আফ্রিকান চিতা

    African Cheetah: স্বাধীনতার ৭৫ বছরে ভারতে আসছে ৮টি আফ্রিকান চিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আফ্রিকা (Africa) থেকে এবার চিতা (Cheetah) আসছে ভারতে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষেই এই আয়োজন। সবকিছু ঠিক থাকলে সামনের মাসে স্বাধীনতা দিবসের আগেই আটটি চিতা ঘুরে বেড়াবে ভারতের জাতীয় উদ্যানে। দেশবাসীর কাছে এ এক বড় উপহার বলেই মনে করছেন অনেকে। মধ্যপ্রদেশের একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে রাখা হবে চিতাগুলিকে। দুদেশের মধ্যে বন্যপ্রাণ আদানপ্রদান সংক্রান্ত চুক্তির ভিত্তিতেই ভারত পাচ্ছে আফ্রিকান চিতা।  

    ১৯৫২ সালে ভারতে বিলুপ্ত বলে ঘোষণা করা হয় পৃথিবীর দ্রুততম এই প্রাণীটিকে। চিতা ঘণ্টায় ৮০- ১৩০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এবার থেকে সেই চিতাই দেখা যাবে শেওপুরের কুনো-পালপুর ন্যাশনাল পার্কে (Kuno-Palpur National Park in Madhya Pradesh’s Sheopur district)।

    আরও পড়ুন: বিলুপ্তির ৭০ বছর পর ফের ভারতে আসতে চলেছে চিতা?

    নামিবিয়া (Namibia) থেকে আনা হচ্ছে এই চিতাগুলিকে। এরজন্যে প্রয়োজনীয় মউ সাক্ষর হয়েছে বুধবার। অগাস্ট মাসেই চারটে পুরুষ এবং চারটি মহিলা চিতাকে ভারতে আনা হবে। বন দফতরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “বিষয়টি নিয়ে আলাপ আলোচনা এবং প্রাথমিক পর্যায়ের কাজ কর্ম শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সামনেই মাসেই চিতাগুলিকে দেশে দেখা যাবে। তবে সঠিক তারিখ সরকারি সূত্রে পরিষ্কার করা হয়নি।”

    আরও পড়ুন: ইবোলার পর এবার মারবার্গ ভাইরাসে কাঁপছে আফ্রিকা, মৃত ২

    পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব ট্যুইটে লেখেন, “স্বাধীনতার ৭৫ বছরে পৃথিবীর দ্রুততম প্রাণী ভারতে প্রবেশ করবে। ভারতের ইকোসিস্টেম, পরিবেশ আবার পুনরুজ্জীবিত হবে,”

    [tw]


    [/tw]

    চিতা আনার মূল উদ্দেশ্যই হল, ভারতে আবার চিতার বংশ গড়ে তোলা। এই মুহূর্তে কুনো জাতীয় উদ্যানে ২১টি চিতা থাকার মতো জায়গা রয়েছে। একবার তা এসে গেলে আরও বড় জায়গায় ৩৬টি চিতা থাকতে  পারবে। কুনো বন্যপ্রাণ ডিভিশনের বিপুল জায়গাকে আরও অনেক চিতার বসবাস উপযোগী করে তোলা হবে। আর এই সবটাই দেখবে ভারতের পরিবেশ মন্ত্রক।  

LinkedIn
Share