Tag: kylian mbappe

kylian mbappe

  • FIFA World Cup 2026: চূড়ান্ত ফিফা বিশ্বকাপের গ্রুপ, আর্জেন্টিনা-ব্রাজিল কে কার বিরুদ্ধে খেলবে আগামী বছর?

    FIFA World Cup 2026: চূড়ান্ত ফিফা বিশ্বকাপের গ্রুপ, আর্জেন্টিনা-ব্রাজিল কে কার বিরুদ্ধে খেলবে আগামী বছর?

    মাধ্যম নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালের সব গ্রুপ। শুক্রবার আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে হয়ে গেল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। এই প্রথমবারের মত ৪৮টি দলের টুর্নামেন্ট হতে চলেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্সের মতো দেশ জেনে গেল তাদের প্রতিপক্ষের নাম। চারটি দলের ১২টি গ্রুপ রয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফ্রান্স একটু কঠিন গ্রুপে। গ্রুপ পর্বেই দেখা যাবে কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ডের লড়াই। পর্তুগালেরও লড়াই তেমন কঠিন নয়। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

    গ্রুপ অফ ডেথ নেই বললেই চলে

    পরের বছরই প্রথম বার ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় ড্র সহজ হতে পারে, এমন অনুমান আগেই করা হয়েছিল। আদপে হলও তাই। ১২টি গ্রুপের কোনওটিকেই সে ভাবে ‘গ্রুপ অফ ডেথ’ বা মারণগ্রুপ বলা যায় না। তিনটি শক্তিশালী দেশ রয়েছে, এমন গ্রুপ হয়ইনি। গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোস্ট মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে থাকবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল। এদিনই প্রকাশ্যে আসে ২০২৬ বিশ্বকাপের থিম সং ‘ডিজায়ার’। সেই গান পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শারজিঙ্গার।

    কোন গ্রুপে কোন দল রয়েছে

    গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

    গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

    গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

    গ্রুপ ডি : মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

    গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

    গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

    গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

    গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

    গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

    গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

    গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

    গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

  • FIFA World Cup: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

    FIFA World Cup: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, রবিবাসরীয় সন্ধ্যায় ফুটবলে বিশ্বজয়ের শেষ লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা-ফ্রান্স। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় লুসাইল স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবেন মেসি এবং এমবাপে। বলাই বাহুল্য, একটি হাইভোল্টেজ ফাইনাল দেখতে চলেছে ফুটবল বিশ্ব। হতে চলেছে দুই মহাতারকার লড়াই। দুই ফুটবল প্রতিভার লড়াই। কার হাতে উঠবে বিশ্বকাপ (Qatar World Cup 2022)। কে জিতবেন গোল্ডেন বুট। কে টুর্নামেন্টের সেরা হবেন! ফাইনালের আগে সেই আলোচনায় উত্তাল ফুটবলবিশ্ব।

    কে পাবে গোল্ডেন বুট

    ২ ফুটবলারই এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়ার অন্য়তম দাবিদার। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২ জনই পাঁচটি করে গোল করেছেন। ফাইনালে যদি কোনও প্লেয়ারই গোল করতে না পারেন, তবে কীভাবে গোল্ডেন বুট দেওয়া হবে? সেক্ষেত্রে পেনাল্টি থেকে যে বেশি গোল করেছেন, তাঁকেই গোল্ডেন বুট দেওয়া হবে। এখনও পর্যন্ত মেসি ৩টি গোল করেছেন পেনাল্টি থেকে। সেখানে এমবাপের পাঁচটি গোলের একটিও পেনাল্টি থেকে নয়। সেক্ষেত্রে মেসিই এগিয়ে এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যদি আউটফিল্ড গোল ও পেনাল্টি দুটোতেই সমান থাকেন দু জন। তবে অ্যাসিস্ট কার বেশি, সেই নিরিখে গোল্ডেন বুটের বিজয়ী বেছে নেওয়া হবে। অবশ্য ২ ফুটবলারই চাইবেন ফাইনালে গোল করে সংখ্যাটা বাড়িয়ে নিতে। 

    আরও পড়ুন: একমাসের আলোর ঝলকানি অতীত! বিশ্বকাপ ফাইনালের আগেই ভাঙা হাটে পরিণত কাতার

    দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। এবার মেসির শরীরী ভাষা বুঝিয়ে দিয়েছে, তিনিই কেন সেরা। প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাননি ডি মারিয়া ও ডিবালা। ফর্মে ছিলেন না লাউতারো মার্টিনেজের মতো ফুটবলার। তিন সেরা ফুটবলার রিজার্ভ বেঞ্চে। কিন্তু মেসি একাই খেলা তৈরি করেছেন। নিজে গোল করেছেন, করিয়েওছেন। মেসির হাত ধরে তৈরি হয়েছে আর্জেন্টিনার নতুন তারকা আলভারেজ, এঞ্জো ফার্নান্ডেজরা।অন্যদিকে এমবাপের কাছেও লড়াইটা সোজা ছিল না। গ্রিজম্য়ান ও তাঁর উপরেই অধিকাংশ ম্যাচে গোলের দায়িত্ব ছিল। ফরাসি সমর্থকরা চেয়েছেন, এমবাপে গোল করুন। ফাইনালে মেসির ফুটবল স্কিলের সঙ্গেই মূলত লড়াই তাঁর। ফুটবল বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞরা এমবাপের উপরেই বাজি ধরছেন। মেসির শেষ ম্যাচে যদি এমবাপে গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে পারেন, সেটাই হবে ফরাসি ফুটবলারের সবথেকে বড় প্রাপ্তি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার বিশ্বকাপের লড়াই। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড। এবার কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। কোয়ার্টার ফাইনালের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল দুনিয়া।

    কবে, কখন, কোথায় খেলা হবে?

    আগামী ১০ ডিসেম্বর, শনিবার হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কোয়ার্টার ফাইনাল। কাতারের আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট দল। ভারতীয় সময় রাত ১২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ ইংরেজি সময় অনুসারে খেলা হবে রবিবার গভীর রাতে।

    ফ্রান্স ও পোল্যান্ডের ম্যাচ

    গতকাল, রবিবার সন্ধ্যায় ফ্রান্স বনাম পোল্যান্ড খেলা ৩-১ গোলে শেষ হয়৷ এই খেলা হয়েছিল কাতারের আল থুমামা স্টেডিয়ামে। সেদিন দুরন্ত ছিল ফ্রান্সের পারফরম্যান্স৷ গতকাল জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে (kylian mbappe)। একটি গোল অলিভিয়ের জিহুর (Olivier Giroud)। প্রথমার্ধ শেষ হওয়ার মুখোমুখি সময়ে অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিহু৷ আর দলের হয়ে ৭৪ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। এরপর খেলার অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন তিনি। এ বারের বিশ্বকাপে মোট ৫টি গোল করলেন এমবাপে। আর তাতেই গড়লেন রেকর্ড। ২৩ বছর বয়সী এমবাপে এখন পর্যন্ত ৬৩টি খেলায় ৩৩টি গোল করেছেন। অন্যদিকে ২৪ বছর বয়সের আগে পেলের বিশ্বকাপের মোট গোলের সংখ্যা ৭ টি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন রবার্ট লেয়নডস্কি। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

    আরও পড়ুন: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    মুখোমুখি ইংল্যান্ড ও সেনেগাল

    গতকাল, রবিবার অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টারে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের হয়ে গোল করেছেন জর্ডন হেন্ডারসন, হ্যারি কেন ও বুকায়ো সাকা। গতকাল ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করেন হেন্ডারসন। এরপরেই গোল করেন অধিনায়ক কেন। এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোল করলেন অধিনায়ক হ্যারি কেন। আর ৬৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে তিন নম্বর ও শেষ গোল করেন সাকা। পুরো ম্যাচে দাপট চলেছে শুধুই কেনদের।

    ফলে ফ্রান্স পোল্যান্ডকে ও ইংল্যান্ড সেনেগালকে হারিয়ে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। আগামী রবিবার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। হবে জোর টক্কর! কে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারে, তারই অপেক্ষায় বিশ্ববাসী।

LinkedIn
Share