Tag: La Ganeshan

La Ganeshan

  • mominpur-ekbalpur-clash: মোমিনপুরের ঘটনায় শাহকে চিঠি শুভেন্দুর! স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিরোধী নেতার

    mominpur-ekbalpur-clash: মোমিনপুরের ঘটনায় শাহকে চিঠি শুভেন্দুর! স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিরোধী নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জামানায় বাংলার মাটিতে কোনও মানুষই সুরক্ষিত নন। তার আরও একটা প্রমাণ মিলল রবিবার লক্ষ্মীপুজোর দিন দক্ষিণ কলকাতার মোমিনপুরের (mominpur) ঘটনায়। সাম্প্রদায়িক হিংসার (ekbalpur-clash) আগুনে ছারখার হল বহু দোকান। জ্বালিয়ে দেওয়া হল বাইক। যা শিউরে ওঠার মতোই ঘটনা। স্বাভাবিকভাবেই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই ঘটনার বিরুদ্ধে সরব বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারি, দিলীপ ঘোষ সকলেই ট্যুইটারে তীব্র নিন্দা করেছেন। একই সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবিলম্বে মোমিনপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও তুলেছেন তিনি।

    শুভেন্দু অধিকারী ট্যুইট করে লেখেন, ‘ইকবালপুর থানা দখল হয়ে গিয়েছে। ভয়ে থানা ছেড়ে পালিয়ে গিয়েছে মমতার পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্যের মুখ্যসচিব কোনও কাজের না। তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার। সেই আবেদনই আমরা করেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।।’

    আরও পড়ুন: আরও বিপাকে অনুব্রত! ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই, কী রায় দেবে আদালত?

    সোমবার সকালে শুভেন্দু ফের ট্যুইট করেন। তিনি বলেন, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশাপাশি চিঠি লিখেছি রাজ্যপাল লা গণেশনকে। পুরো পরিস্থিতি তুলে ধরেছি। মোমিনপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। ইকবালপুর থানায় লুটপাট ঠেকাতে ব্যর্থ পুলিশ। তারা কীভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে। তাই কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা ছাড়া কোনও উপায় নিয়ে। পরিস্থিতি হাতে বাইরে চলে যাওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share