Tag: Laal Singh Chaddha

Laal Singh Chaddha

  • Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমার ছবি বয়কট করবেন না।আমি আমার দেশকে ভালোবাসি।” নেটিজেনদের এমনই আবেদন জানালেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন আমির খান (Aamir Khan)। হলিউডি জনপ্রিয় ছবি ‘ফরেস্ট  গাম্প’-এর(Forest Gump) রিমেকে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘লাল সিং চাড্ডা'(Laal Singh Chaddha)।  মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। 

    কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন নেট নাগরিকরা। “ভারত জুড়ে বাড়ছে অসহনীয়তা”— ২০১৫ সালে এক  সাক্ষাৎকারে আমিরের এই পুরনো মন্তব্যকে ঘিরেই এই জনরোষ। ফের নতুন করে সরব আমজনতা। আমির সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাদের দেশ সহনশীল, কিন্তু এখানকার মানুষ এই পরিবেশকে অসুস্থ করে তুলছেন।” ৭ বছর পরে এই মন্তব্যেই বিপদে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করছে #BoycottLaalSinghChaddha। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ অভিনেতা।

    আরও পড়ুন: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    সাংবাদিক সম্মেলনে আমিরকে প্রশ্ন করা হয়, তাঁর মন্তব্য নিয়ে সম্প্রতি যে জনরোষ তৈরি হয়েছে, তাই নিয়ে অভিনেতার কী মত? আমির বলেন, “আমি সত্যিই দুঃখিত। দুঃখিত এই কারণে যে কিছু মানুষ মনে মনে সত্যিই বিশ্বাস করেন যে আমি ভারতকে ভালোবাসি না। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। খুবই দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ এটা মনে করেন।” 

    তিনি আরও বলেন, “আমি দেশকে ভালবাসি। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। যাঁরা বলছেন বা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালবাসি না, তাঁরা ভুল ভাবছেন। আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।” 

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের রিমেক লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডার ভূমিকায় দেখা যাবে আমির খানকে। আমির খানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খানকে। এছাড়াও আমিরের মায়ের চরিত্রে দেখা যাবে মোনা সিংকে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। ছবিটি পরিচালনা করেছেন, অদ্বৈত চন্দন। 

     

     

  • Aamir Khan: মুখ্যমন্ত্রীর অনুরোধে আসাম সফর পিছিয়ে দিলেন আমির খান, জানেন কেন?

    Aamir Khan: মুখ্যমন্ত্রীর অনুরোধে আসাম সফর পিছিয়ে দিলেন আমির খান, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। বহু প্রতীক্ষার পরে শেষপর্যন্ত ১১ অগাস্ট মুক্তি পেল আমির খান (Aamir Khan) অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। আর এই সূত্রেই তাঁর আসাম যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই তাঁর আসাম সফর স্থগিত করা হয়। এবং তা নিয়েই জল্পনা শুরু হয়েছে বিনোদন জগৎ থেকে রাজনৈতিক মহলে।

    ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন নেট নাগরিকরা। কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে দেশ নিয়ে এক মন্তব্য করাতেই আজ তাঁর সিনেমাকে বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। ফলে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন খোদ অভিনেতা তথা বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এরই মধ্যে আমিরের আসাম সফর পিছিয়ে দিল নিজেই। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Assam Chief Minister Himanta Biswa Sarma) অনুরোধে সফর পিছিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের পর পর্যন্ত। কিন্তু কেন তিনি এমনটা করলেন তা নিয়েই কৌতুহলের সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    সূত্রের খবর, স্বাধীনতা দিবস উদযাপন থেকে নজর যাতে সরে না যায় সবার, তাই আমিরকে অসম সফর পিছোতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি চান এই বিশেষ সময়ে দেশবাসীর সমস্ত ফোকাস শুধুমাত্র স্বাধীনতা দিবস উদযাপন ঘিরেই থাকুক।

    মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন, “আমির খান এখানে আসতে চেয়েছিলেন এবং আমাকে সেই ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু স্বাধীনতা দিবসের ফোকাস যাতে অন্য দিকে না যায় তা নিশ্চিত করার জন্য আমি তাঁকে ১৫ অগাস্টের পরে আসতে অনুরোধ করেছি। স্বাধীনতা দিবসে তেরঙ্গার ওপর থেকে নজর সরুক, তা আমরা চাই না।” তিনি আরও বলেছেন যে “নিয়মিতভাবে খানের সাথে আমার ফোনে যোগাযোগ রয়েছে এবং আমি যখনই তাঁকে আসার জন্য বলব তখনই তিনি আসবেন। তবে সেই তারিখ পরে নিশ্চিত করব।“

    প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে বন্যায় বিধ্বস্ত আসামকে রক্ষার জন্য মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন আমির খান। তিনি এই রাজ্যে শেষ এসেছিলেন ১০ বছর আগে। সেই সময়ে উত্তরের তেজপুরে থেকেছিলেন।

LinkedIn
Share