Tag: Lakhimpur Kheri

Lakhimpur Kheri

  • Conversion: ধর্মান্তরণের প্রয়াস! শাহজাহানপুরে খুন অন্তঃসত্ত্বা হিন্দু মহিলা, ধৃত ২

    Conversion: ধর্মান্তরণের প্রয়াস! শাহজাহানপুরে খুন অন্তঃসত্ত্বা হিন্দু মহিলা, ধৃত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশ (Uttar Pradesh) লাভ জিহাদের (Love Jihad) ছায়া! লিভ-ইন সম্পর্কে থাকা এক অন্তঃসত্ত্বা হিন্দু মহিলাকে জোর করে ধর্মান্তরণ (Conversion) ও  খুন করার অভিযোগ উঠল এক যুবক-সহ তার দুই বন্ধুর বিরুদ্ধে। ওই যুবক ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। একজন পলাতক। তার খোঁজ চলছে। 

    ফের ধর্মান্তরের চেষ্টা

    পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি (lakhimpur kheri) জেলার শাহজাহানপুরে (Shahjahanpur)। অভিযুক্তের নাম নাভেদ। সীমা গৌতম (২৪) নামে ওই মহিলার সঙ্গে গত দেড় বছর ধরে লিভ-ইন (Conversion) করছিল নাভেদ। লখিমপুর খেরির রোজা এলাকায়, মুস্তাকিম নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত নাভেদ ও সীমা। গত শনিবার দুপুর ১টা নাগাদ সীমাকে নিয়ে ওই জেলার একটি হাসপাতালে যান নাভেদ ও ফারহান। দুজনেই হাসপাতালে ভর্তির সময় কর্তৃপক্ষকে বলেছিল যে মহিলা নাভেদের স্ত্রী জোয়া সিদ্দিকি। ফারহান, নাভেদের বন্ধু। এরপর সীমাকে দেখে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। সীমা অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ আসার আগেই হাসপাতাল থেকে পালিয়ে যায় নাভেদ ও ফারহান।

    আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

    পরিবারের অভিযোগ

    সীমার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। নাভেদ ও ফারহানকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, মহিলার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, নাভেদ, মুস্তাকিম এবং ফারহানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, তফশিলি জাতি/তফশিলি উপজাতি আইন এবং উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তর আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রথমে ভালবাসার নাটক করে পরে সীমার ধর্ম পরিবর্তন (Conversion) করার চেষ্টা করে নাভেদ। মুস্তাকিমের বাড়িতে নিয়ে গিয়ে ক্রমাগত তাঁকে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেওয়া হয়।

    আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে ফের উত্তপ্ত মণিপুর! হিংসায় নিহত ৫

    সীমার ভাইয়ের অভিযোগ, তাঁর বোন নাভেদকে ভালবাসলেও, ধর্ম পরিবর্তন (Conversion) করতে রাজি ছিল না। এ নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। সীমাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁর ভাই। পুলিশ জানিয়েছে, নাভেদ ও ফারহান এখন জেলে। মুস্তাকিমের খোঁজ চলছে। পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে ধর্ষণ, খুন করে ঝুলিয়ে দেওয়া হল দুই দলিত কন্যাকে, অভিযুক্ত ৬ মুসলিম যুবক

    Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে ধর্ষণ, খুন করে ঝুলিয়ে দেওয়া হল দুই দলিত কন্যাকে, অভিযুক্ত ৬ মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: আট বছর আগের সেই ভয়ানক স্মৃতি ফিরে এল উত্তরপ্রদেশে। বদায়ুঁর ঘটনারই পুনরাবৃত্তি লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। বুধবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে দুই দলিত নাবালিকা বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন এনকাউন্টারে জখম হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে, বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে পি মৌর্য। এই ঘটনা নিয়ে রাজনীতি না করে বিরোধীদের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি। 

    পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার নিঘাসন এলাকায় একটি মাঠে  গাছের ওপর থেকে উদ্ধার হয় দুই বোনের ঝুলন্ত দেহ । উদ্ধার হওয়া দুটি  মেয়েই  দলিত সম্প্রদায়ের। একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। তাদের মায়ের অভিযোগ, মেয়েদের হত্যা করা হয়েছে। তাঁর দাবি, কয়েকজন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মৃতদের পরিবারের তোলা অপহরণের অভিযোগ মানতে নারাজ পুলিশ। তদন্তকারীদের দাবি, নিহত কিশোরীদের সঙ্গে আগে থেকেই আলাপ ছিল ধৃতদের।

    আরও পড়ুন: চিন-সীমান্তে একটি সমস্যার সমাধান হয়েছে, এখনও অনেক পথ বাকি! দাবি জয়শঙ্করের

    লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন (SP Lakhimpur Kheri Sanjeev Suman) জানিয়েছেন, ধৃত ছয় যুবকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল নিহত নাবালিকাদের। ধৃতরা ওই কিশোরীদের পাশেরই একটি গ্রামে থাকত। ছোটু নামে এক প্রতিবেশী ওই বোনের সঙ্গে অভিযুক্তদের আলাপ করিয়ে দেয়। বুধবার দুই বোনকে গ্রামের কাছে আখের ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ধৃত সোহেল এবং জুনেইদ। বিয়ের জন্য চাপ দেওয়াতে শ্বাসরোধে ওই দুই যুবক এবং তাঁদের একবন্ধু দুই নাবালিকাকে খুন করে। এরপর আত্মহত্যার ছক সাজানোর জন্য তাদের দেহ ঝুলিয়ে দেওয়া হয়।

    আরও পড়ুন: হিন্দি ভাষা কারও প্রতিদ্বন্দ্বী নয়, বরং বন্ধু, বললেন অমিত শাহ

    ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। ঘটনায় কংগ্রেস, সমাজবাদী পার্টি রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করেছে। তবে, এই মর্মস্পর্শী ঘটনা নিয়ে রাজনীতি না করার কথা বলেছেন রাজ্যের অপর উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও। তিনি বলেন,”অভিযুক্তরা শাস্তি পাবে। তাদের বিচার চলবে ফাস্ট ট্র্যাক কোর্টে। অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে। যারা দোষী, তারা কঠোরতম শাস্তি পাবে। এমন শাস্তি দেওয়া হবে, যা সকলের মনে থাকবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lakhimpur Kheri:  ‘‘কাল যাদের চোখে ছিল জল, আজ…’’, লখিমপুর খেরিকাণ্ডে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মালব্যর, নিশানায় কারা?

    Lakhimpur Kheri: ‘‘কাল যাদের চোখে ছিল জল, আজ…’’, লখিমপুর খেরিকাণ্ডে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মালব্যর, নিশানায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে উত্তর প্রদেশের (Uttar Pradesh) সীমান্ত লাগোয়া জেলা লখিমপুর খেরি (Lakhimpur Kheri)। দুই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সরগরম রাজনীতির ময়দান। প্রত্যাশিতভাবেই বিজেপি (BJP) শাসিত যোগী সরকারকে কাঠগড়ায় তুলেছিল কংগ্রেস ও অন্য রাজনৈতিক দলগুলি। কিন্তু অতি দ্রুত বদলে গেল ছবিটা। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হল অভিযুক্তেরা।

    এই ঘটনায় দ্রুততার সঙ্গে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। অভিযুক্তরা হল— ছোটু, জনেইদ, সোহেল, হাফিজুল, কারিমুদ্দিন ও আরিফ। তার পরেই বিরোধীদের পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেছেন, এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে, তাদের পরিচয় জানার পরই বিরোধীরা চুপ। এটা বোঝার বিষয়। কাল যাঁদের চোখে জল ছিল, আজ তাঁরা কি বলবেন?’

    ৬ অভিযুক্ত ছোটু, জনেইদ, সোহেল, হাফিজুল, কারিমুদ্দিন ও আরিফ…

    আরও পড়ুন: লখিমপুর খেরিতে ধর্ষণ, খুন করে ঝুলিয়ে দেওয়া হল দুই দলিত কন্যাকে, অভিযুক্ত ৬ মুসলিম যুবক

    গতকালই, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, এমন শাস্তি দেওয়া হবে, যাতে তাদের পরবর্তী প্রজন্মও শিউরে উঠবে। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে আগামী দিনে এই ধরনের ঘৃন্য কাজ করার আগে প্রত্যেকে দু’বার ভাববে। ন্যায়বিচারের পাশাপাশি নির্যাতিতাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আথির্ক সাহায্যের কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশে সরকার। পাশাপাশি নাবালিকাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, এক মাসের মধ্যে দোষীদের যাতে সাজা দেওয়া যায়, তার জন্য দ্রুত গতিতে তদন্ত শেষ করা হবে। আদিত্যনাথ জানিয়েছেন, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোটা বিষয়টি তাঁর নজরদারিতে থাকছে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

    আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, ‘রাজনৈতিক গিরগিটি’ বলে কটাক্ষ

    জেরায় অভিযুক্তদের মধ্যে দু’জন জানিয়েছে, দুই বোন তাদের বিয়ে করার জন্য জোরাজুরি করছিল। তখন রাগের বশে গলা টিপে খুন করে তারা। তারপর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে গাছিয়ে ঝুলিয়ে দেয়। এমনই দাবি পুলিশ সুপার সঞ্জীব সুমনের। তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share