Tag: Lakshya Sen

Lakshya Sen

  • Paris Olympics 2024: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    Paris Olympics 2024: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে ইতিহাস। এই প্রথম ভারতের পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য। শুক্রবার ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে হারালেন তিনি। সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত হবে। হারলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন লক্ষ্য।

    পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন 

    এদিন প্রথম গেম খোয়ালেও দুরন্ত প্রত্যাবর্তন করেন লক্ষ্য। প্রকাশ পাড়ুকোনের গুরু মন্ত্রে ফিরে আসেন খেলায়। দুই খেলোয়াড়ের মধ্যে প্রথম থেকেই লড়াই হচ্ছিল সমানে সমানে। তবে শুরুতে এগিয়ে গিয়েছিলেন চৌ। তাঁর একের পর এক স্ম্যাশের কোনও উত্তর ছিল না লক্ষ্যের কাছে। পাশাপাশি তাঁর গতি সমস্যায় ফেলছিল লক্ষ্যকে। তবু ভারতের খেলোয়াড় যথাসম্ভব লড়াই করার চেষ্টা করছিলেন। ১১-১৫ পিছিয়ে থাকা থেকে ১৫-১৫ করে ফেলেন। সেই সময় পাশ থেকে কোচ প্রকাশ পাড়ুকোন চেঁচিয়ে বলতে থাকেন, “ওকে সমস্যায় ফেলো। লম্বা র‌্যালি হলেও চিন্তা কোরো না।” সে কথা শোনেন লক্ষ্য। চৌ-এর একের পর এক স্ম্যাশের প্রায় প্রতিটিই ফেরত দিতে থাকেন। দুর্দান্ত রক্ষণ দেখা যায় ভারতের ব্যাডমিন্টন তারকার ব্যাটে। তবে শেষ দিকে মুহূর্তের ভুলে হেরে যান গেম।

    দ্বিতীয় গেমের আগে প্রকাশ শান্ত করার চেষ্টা করেন ছাত্রকে। বলেন, “জাজমেন্ট করো। বাইরে যাবেই। শান্ত থাকো। তাড়াহুড়ো কোরো না।” প্রথম গেমেই মতোই শুরু হয় দ্বিতীয় গেমও। দুই খেলোয়াড়ের কেউই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছিলেন না। কোচের কথা মেনেই খেলা একটু ধীরে করে দেওয়ার চেষ্টা করেন। লম্বা র‌্যালি করতে থাকেন। এক সময় গেম পকেটে পুরে নেন। তৃতীয় গেমে আবার প্রথম গেমের পুনরাবৃত্তি। শুরুতে পিছিয়ে পড়েও ৪-৩ এ এগিয়ে যান লক্ষ্য। লিড ধরে রাখেন। বিরতিতে ১১-৭ এ এগিয়ে ছিলেন ভারতীয় শাটলার। ফাইনাল গেমে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। চাইনিজ তাইপের প্রতিযোগীর ক্লান্তি পার্থক্য গড়ে দেয়। অন্যদিকে অনেক বেশি সতেজ ছিল লক্ষ্য। যার প্রতিফলন হয় কোর্টে। 

    আরও পড়ুন: সৌরভকে ১ টাকায় ৩৫০ একর জমি লিজ! মমতাকে কাঠগড়ায় তুলে জনস্বার্থ মামলা

    ভারতের আশা

    ইতিহাসের সন্ধিক্ষণে লক্ষ্য সেন। পদকের থেকে মাত্র এক ধাপ দূরে তিনি। চলতি অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারতের একমাত্র আশা এখন লক্ষ্য সেন। পিভি সিন্ধু, সাত্ত্বিক-চিরাগ ছিটকে যাওয়ার পর সব নজর তাঁর দিকেই। বিশ্বের তিন নম্বর জোনাথন ক্রিস্টিকে হারানোর পর আশা জাগান ভারতীয় শাটলার। গতবছর সিঙ্গাপুর ওপেনে চৌ তিয়েন চেনের কাছে হেরে গিয়েছিলেন লক্ষ্য। এদিন ভারতের ব্যাডমিন্টন তারকার কাছে ছিল বদলার ম্যাচ। শেষমেষ প্রতিশোধ নিলেন লক্ষ্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    Paris Olympics 2024: ইতিহাসের সামনে লক্ষ্য, ভারতের প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে ইতিহাস। এই প্রথম ভারতের পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য। শুক্রবার ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে হারালেন তিনি। সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত হবে। হারলেও ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন লক্ষ্য।

    পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন 

    এদিন প্রথম গেম খোয়ালেও দুরন্ত প্রত্যাবর্তন করেন লক্ষ্য। প্রকাশ পাড়ুকোনের গুরু মন্ত্রে ফিরে আসেন খেলায়। দুই খেলোয়াড়ের মধ্যে প্রথম থেকেই লড়াই হচ্ছিল সমানে সমানে। তবে শুরুতে এগিয়ে গিয়েছিলেন চৌ। তাঁর একের পর এক স্ম্যাশের কোনও উত্তর ছিল না লক্ষ্যের কাছে। পাশাপাশি তাঁর গতি সমস্যায় ফেলছিল লক্ষ্যকে। তবু ভারতের খেলোয়াড় যথাসম্ভব লড়াই করার চেষ্টা করছিলেন। ১১-১৫ পিছিয়ে থাকা থেকে ১৫-১৫ করে ফেলেন। সেই সময় পাশ থেকে কোচ প্রকাশ পাড়ুকোন চেঁচিয়ে বলতে থাকেন, “ওকে সমস্যায় ফেলো। লম্বা র‌্যালি হলেও চিন্তা কোরো না।” সে কথা শোনেন লক্ষ্য। চৌ-এর একের পর এক স্ম্যাশের প্রায় প্রতিটিই ফেরত দিতে থাকেন। দুর্দান্ত রক্ষণ দেখা যায় ভারতের ব্যাডমিন্টন তারকার ব্যাটে। তবে শেষ দিকে মুহূর্তের ভুলে হেরে যান গেম।

    দ্বিতীয় গেমের আগে প্রকাশ শান্ত করার চেষ্টা করেন ছাত্রকে। বলেন, “জাজমেন্ট করো। বাইরে যাবেই। শান্ত থাকো। তাড়াহুড়ো কোরো না।” প্রথম গেমেই মতোই শুরু হয় দ্বিতীয় গেমও। দুই খেলোয়াড়ের কেউই কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছিলেন না। কোচের কথা মেনেই খেলা একটু ধীরে করে দেওয়ার চেষ্টা করেন। লম্বা র‌্যালি করতে থাকেন। এক সময় গেম পকেটে পুরে নেন। তৃতীয় গেমে আবার প্রথম গেমের পুনরাবৃত্তি। শুরুতে পিছিয়ে পড়েও ৪-৩ এ এগিয়ে যান লক্ষ্য। লিড ধরে রাখেন। বিরতিতে ১১-৭ এ এগিয়ে ছিলেন ভারতীয় শাটলার। ফাইনাল গেমে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। চাইনিজ তাইপের প্রতিযোগীর ক্লান্তি পার্থক্য গড়ে দেয়। অন্যদিকে অনেক বেশি সতেজ ছিল লক্ষ্য। যার প্রতিফলন হয় কোর্টে। 

    ভারতের আশা

    ইতিহাসের সন্ধিক্ষণে লক্ষ্য সেন। পদকের থেকে মাত্র এক ধাপ দূরে তিনি। চলতি অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ভারতের একমাত্র আশা এখন লক্ষ্য সেন। পিভি সিন্ধু, সাত্ত্বিক-চিরাগ ছিটকে যাওয়ার পর সব নজর তাঁর দিকেই। বিশ্বের তিন নম্বর জোনাথন ক্রিস্টিকে হারানোর পর আশা জাগান ভারতীয় শাটলার। গতবছর সিঙ্গাপুর ওপেনে চৌ তিয়েন চেনের কাছে হেরে গিয়েছিলেন লক্ষ্য। এদিন ভারতের ব্যাডমিন্টন তারকার কাছে ছিল বদলার ম্যাচ। শেষমেষ প্রতিশোধ নিলেন লক্ষ্য।

     

  • Paris Olympic 2024: প্রথম রাউন্ডের জয় বাতিল, অলিম্পিক্সে লড়াই কঠিন হল লক্ষ্য সেনের

    Paris Olympic 2024: প্রথম রাউন্ডের জয় বাতিল, অলিম্পিক্সে লড়াই কঠিন হল লক্ষ্য সেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করেছিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। শনিবার (Paris Olympic 2024) পুরুষদের সিঙ্গলসে গ্রুপের পর্বের প্রথম ম্যাচে কেভিন কর্ডনকে কার্যত একতরফা হারিয়ে জয়ী হন তিনি। গুয়াতেমালার এই শাটলার দ্বিতীয় পর্বে অবশ্য ঘুরে দাঁড়ান। তবে সেই সেটটিও লড়ে বের করে নেন লক্ষ্য। ২১-৮, ২২-২০ ব্যবধানে হেরে যান কর্ডন। প্রথম ম্যাচেই সবার নজর কেড়েছিলেন লক্ষ্য। কিন্তু জিতেও জয় অধরাই রয়ে গেল এই ভারতীয় শাটলারের। 

    কঠিন লড়াই লক্ষ্যর (Paris Olympic 2024)

    তাঁর প্রথম রাউন্ডের এই জয় বাতিল ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে কর্ডন কনুইয়ের চোটের কারণে প্যারিস অলিম্পিক্স থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অলিম্পিক্স এবং ব্যাডমিন্টন ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড় গ্রুপ পর্বে নিজের নাম প্রত্যাহার করে নিলে ওই ম্যাচের জয়, জয় হিসেবে ধরা হয় না এবং ম্যাচের স্কোর ডিলিট করে দেওয়া হয়। ফলে লক্ষ্য সেনের (Paris Olympic 2024) অলিম্পিক্সের প্রথম রাউন্ডের লড়াই আপাতত বৃথা হয়ে গেল। কর্ডনের বিরুদ্ধে লক্ষ্যর এই জয় আর রেকর্ডে থাকবে না।ফলে (Paris Olympic 2024) গ্রুপ পর্বের পরের ম্যাচে বেলজিয়ামের জুলিয়ান ক্যারাগির বিপক্ষে খেলতে হবে লক্ষ্যকে। এরপর ইন্দোনেশিয়ার জনসন ক্রিস্টির বিপক্ষে খেলবেন তিনি। গ্রুপের একমাত্র খেলোয়ার হিসেবে তিনটি ম্যাচ খেলতে হবে তাঁকে। এর মধ্যে দুটি ম্যাচে জয় যে খুব সহজ হবে না, সেটা সকলেরই জানা।

    আরও পড়ুন: ভারতকে প্রথম পদক এনে দিলেন শুটার মনু ভাকের

    ওই দুটি ম্যাচ এর উপরেই ভাগ্য নির্ভর করবে লক্ষ্যর (Lakshya Sen)। এক কথায় বলাই যায় লক্ষ্যের লড়াই এখন যথেষ্ট কঠিন। তবে নিজের উপর যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন লক্ষ্য সেন। 

    ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের বিবৃতি

    ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন একটি বিবৃতিতে জানিয়েছে, গুয়াতেমালার পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় কেভিন কর্ডন বাম কনুইয়ের চোটের কারণে প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস (Paris Olympic 2024) থেকে নিজের নাম তুলে নিয়েছেন। গ্রুপ পর্বের খেলার জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কেভিন যে ম্যাচগুলি খেলেছে, তার সমস্ত ফলাফল আর বিবেচনাধীন থাকবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lakshya Sen: চিনকে হারিয়ে জয়ী ভারত! কানাডা ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন

    Lakshya Sen: চিনকে হারিয়ে জয়ী ভারত! কানাডা ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) কাছে হার মানল চিন (China)। লক্ষ্য সেনের (Lakshya Sen) র‍্যাকেটের উপর ভর করে চিনকে হারিয়ে কানাডায় (Canada) উড়ল ভারতীয় পতাকা। মেগা ফাইনালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন (All England Champion) লি শি ফেংকে (Li Shi Feng) স্ট্রেট গেমে হারালেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যের পক্ষে ২১-১৮, ২২-২০। জিতলেন কানাডা ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট (Canada Open 2023)।

    লক্ষ্যের লক্ষ্যভেদ

    ফাইনাল জেতা সহজ ছিল না লক্ষ্যের (Lakshya Sen)। নিজের থেকে ন’ধাপ (ক্রমতালিকায় ফেং ১৯, লক্ষ্য ১০) এগিয়ে থাকা ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের নীতি নিয়েছিলেন তিনি। ঠিক যে ভাবে সেমিফাইনাল খেলেছিলেন, সে ভাবেই ফাইনাল শুরু করেন তিনি। শুরুতেই ৬-২ এগিয়ে যান লক্ষ্য। বিদ্যুৎ গতিতে শট মারছিলেন দুই খেলোয়াড়। ফেংয়ের দু’টি শটের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৯০ কিলোমিটার। আবার লক্ষ্যের কয়েকটি শট ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে। ফলে সমানে সমানে লড়াই চলছিল।  ২১-১৮ প্রথম গেম জিতে যান লক্ষ্য। দ্বিতীয় গেমেও একই ছবি। তবে এই গেমে  একটা সময় খেলার ফল ছিল লক্ষ্যের বিপক্ষে ১৩-১৪। কিন্তু হার মানেননি তিনি। শেষ পর্যন্ত ২২-২০ শেষ হয় খেলা। পর পর দু’টি পয়েন্ট দু’টি জোরালো স্ম্যাশে জিতে যান লক্ষ্য। মাত্র ৫০ মিনিটেই লক্ষ্যভেদ করে ফেলেন লক্ষ্য।

    আরও পড়ুন: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    লক্ষ্য এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিক্স

    চ্যাম্পিয়ন হওয়ার পর লক্ষ্য (Lakshya Sen) বলেন, “গত কয়েকটা প্রতিযোগিতায় ছন্দ পাচ্ছিলাম না। তাই এই জয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচের পরিস্থিতি আলাদা ছিল। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছি। তাই জিততে পেরেছি।” গত বছর কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জেতার পর থেকে কোনও প্রতিযোগিতা জিততে পারেননি লক্ষ্য। কানাডা ওপেন জেতায় লক্ষ্যকে শুভেচ্ছা জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)।

    ট্যুইট করেছেন লক্ষ্য নিজেও। সেখানে তিনি লিখেছেন, ‘‘কখনও কখনও সব থেকে কঠিন লড়াইয়ের ফল সব থেকে মিষ্টি হয়। অপেক্ষা শেষ হল। কানাডা ওপেন চ্যাম্পিয়ন হতে পেরে খুব খুশি।’’ এবার তাঁর ‘লক্ষ্য’ এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিক্স। এই দুই মেগা টুর্নামেন্টের জন্য তৈরি হচ্ছেন ভারতের ব্যাডমিন্টন তারকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    Commonwealth Games: লক্ষ্যের লক্ষ্যভেদ! কমনওয়েলথে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম গেমে হেরে গিয়েও সোনালি প্রত্যাবর্তন লক্ষ্যের (Lakshya Sen)। কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ব্যাডমিন্টনের ফাইনালে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে সোনা জিতলেন লক্ষ্য সেন। প্রথমে পিছিয়ে পড়লেও স্নায়ুর জোরে পরের দু’টি গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যপূরণ করলেন লক্ষ্য। এরই সঙ্গে কমনওয়েলথ গেমসে ২০টি সোনা হয়ে গেল ভারতের। বার্মিংহামের এনইসি অ্যারেনায় ফাইনালে বিশ্বমানের ব্যাডমিন্টন দেখতে পেলেন দর্শকরা।

    এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছেন লক্ষ্য। এ বার কমনওয়েলথেও পদক পেয়ে গেলেন। প্রথম প্রয়াসেই সোনা! তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দলগত ইভেন্টে খুব একটা ভাল না খেললেও, সিঙ্গলসে শুরু থেকেই ভাল খেলছিলেন লক্ষ্য। ফাইনালেও একই রকম ছন্দে দেখা গেল উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন খেলোয়াড়কে। 

    আরও পড়ুন: অধরা স্বপ্নপূরণ! কমনওয়েলথে সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    ২০ বছর বয়সী লক্ষ্য সেন উত্তরাখণ্ডের আলমোরার বাসিন্দা। এদিন ইংয়য়ের বিরুদ্ধে প্রথম গেমে হেরে যান লক্ষ্য। ভারতের খেলোয়াড়ের কৌশল নিয়ে তখন সন্দিহান অনেকেই। এর পর দ্বিতীয় গেম থেকে তিনি ফিরে আসেন ফর্মে। তৃতীয় গেমে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য সেন কামব্যাক করেন। কমনওয়েলথ গেমসের শেষদিনে ব্যাডমিন্টন সিঙ্গলস থেকে পরপর দুটো সোনার পদক এল। লক্ষ্যের আগে মহিলাদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমসে প্রথমবার পিভি সিন্ধু সোনা  জেতেন। এরপর লক্ষ্য  সোনা জেতায় নিউ জিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার  নম্বরে থাকা নিশ্চিত করল ভারত।

     

LinkedIn
Share